প্রতি বছরের মতো কোর্সটিকায় এবারও HSC 2024 পরীক্ষার্থীদের জন্য সাজেশন শেয়ার করা হয়েছে। HSC 2023 শিক্ষার্থীদের জন্য প্রকাশিত এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো অনুসরণ করে শিক্ষার্থীরা ৯০% কমন পেয়েছিল। প্রতি বছরের ন্যায় এবারও আমরা পৌরনীতি ও সুশাসন প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো তোমাদের মাঝে দিতে শুরু করেছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে আলোচনা করবো।
এই সাজেশনটিতে তোমরা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরও পেয়ে যাবে। কোর্সটিকায় প্রকাশিত এইচএসসি মডেল টেস্ট ও সাজেশনগুলো অনুসরণ করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ছিল না কোন নির্বাচনে?
উত্তর: ৪র্থ সংসদ নির্বাচনে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ছিল না।
২. ব্রিটিশ ভারতের সর্বশেষ গর্ভনর জেনারেল কে ছিলেন?
উত্তর: ভারতবর্ষের সর্বশেষ গর্ভনর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
৩. দুর্নীতি দমন কমিশন কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে।
৪. বাংলাদেশে প্রথম কত সালে সংসদ নির্বাচন হয়?
উত্তর: বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম সংসদ নির্বাচন হয়।
৫. সর্বজনীন ভোটাধিকার কাকে বলে?
উত্তর: যখন ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, গুণ বা উপযুক্ততা নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়, তখন তাকে সর্বজনীন ভোটাধিকার বলা হয়।
৬. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ।
৭. দশম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
৮. বাংলাদেশের কোন সংস্থা নির্বাচন পরিচালনা করে?
উত্তর: বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে থাকে।
এইচএসসি ২০২৩ ও বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন হতে যাচাই-বাছাই উক্ত প্রশ্নগুলো বের করা হয়েছে। আলোচনাকৃত পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post