পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ৯ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র ইউরোপ অর্থনৈতিক সংকটে নিপতিত হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে অভিন্ন বাজার ব্যবস্থা ও মুদ্রা প্রতিষ্ঠাসহ আরো কিছু উদ্দেশ্যে ইউরোপের অধিকাংশ দেশের সমন্বয়ে গঠিত হয় একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট । এ জোট বাংলাদেশি পণ্যের বড় বাজার। এ ছাড়াও. এ জোটের সাথে বাংলাদেশের রয়েছে বহুবিধ সম্পর্ক।
ক. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
খ. জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে যে অর্থনৈতিক ও রাজনৈতিক জোটের কথা বলা হয়েছে তার উদ্দেশ্য বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত জোটের সাথে বাংলাদেশের সম্পর্ক আলোচনা কর।
সৃজনশীল প্রশ্ন ২ : দীর্ঘ ৩৮ বছর ধরে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেও বাংলাদেশ মিয়ানমারের সাথে বঙ্গোপসাগরের সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ মিটাতে পারেনি। অবশেষে শান্তিপূর্ণ উপায়ে এ বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যায়। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ১৪ মার্চ ২০১২ তারিখে এক ঐতিহাসিক রায় প্রদান করে। তাতে বাংলাদেশের অধিকার অর্জিত হয়। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী আশা করেন যে, বিশ্বের যেকোনো দেশের সঙ্গেই শান্তিপূর্ণ উপায়ে যেকোনো বিরোধ নিষ্পত্তি করা সম্ভব।
ক. কমনওয়েলথ গঠিত হয় কত সালে?
খ. সার্কের উদ্দেশ্য কী?
গ. উদ্দীপকের আলোকে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে অনুসৃত বাংলাদেশের বৈদেশিক নীতি বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আশাবাদ পূরণ করা কীভাবে সম্ভব? মতামত দাও ।
সৃজনশীল প্রশ্ন ৩ : বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থার সদস্য। সংস্থাটি এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা তৈরিতে কাজ করছে। দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নই এর মূল লক্ষ্য। এ সংস্থাটি প্রতিষ্ঠায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করে । এর সদস্য সংখ্যা আট।
ক. প্রতিবন্ধি কারা?
খ. ওআইসি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?
গ. উদ্দীপকে যে আঞ্চলিক সংস্থার কথা বলা হয়েছে সেটির মূলনীতি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সংস্থার সাথে বাংলাদেশের সম্পর্ক মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : সত্তরের দশকে একটি দেশ একটি সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। এ ঘটনাকে কেন্দ্র করে ১৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রী একত্রিত হয়ে একটি সংগঠন প্রতিষ্ঠার বিষয়ে একমত পোষণ করেন এবং সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
ক. বৈদেশিক নীতির সংজ্ঞা দাও।
খ. কেন ‘সার্ক’ গঠিত হয়েছিল?
গ. উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির সাথে তোমার পাঠ্যবইয়ের যে সংগঠন এর সাদৃশ্য আছে সে সম্পর্কে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সংগঠনটিতে বাংলাদেশের ভুমিকা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : বাংলাদেশ ২০১২ সালে একটি আন্তর্জাতিক সংস্থার শান্তি রক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হয়। বিভিন্ন দেশে যুদ্ধ পরবর্তী শাস্তি প্রতিষ্ঠাসহ দেশ পুনর্গঠন ও উন্নয়নে সংস্থাটি পরামর্শক হিসেবে কাজ করছে।
ক. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
খ. বৈদেশিক নীতি বলতে কী বোঝ?
খ. উদ্দীপকে বর্ণিত সংস্থাটির গঠন লেখ।
ঘ. “বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ উক্ত সংস্থার সবচেয়ে সক্রিয় অংশীদার ।”- বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : সাম্প্রতিককালে আঞ্চলিক রাষ্ট্রসমূহের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রবণতা লক্ষণীয়। দক্ষিণ এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। আন্ত-রাস্ট্রিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসহ বহুবিধ সহযোগিতা গড়ে তোলার লক্ষ্য এই সংস্থাটি নির্ধারণ করে। অবশ্য বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সংস্থাটি কাঙ্খিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে।
ক. কমনওয়েলথ কী?
খ. জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কীভাবে গঠিত হয়?
গ. উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির নাম কী? এই সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করো।
ঘ. উক্ত সংস্থা গঠনে বাংলাদেশের ভূমিকা আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : যুদ্ধের অভিশাপ থেকে মুক্ত করে বিশ্বব্যাপী স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় একটি আন্তর্জাতিক সংগঠন, যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রে। বর্তমানে ১৯৩টি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এ সংগঠনের সদস্য। বিশ্বব্যাপী স্লাযুযুদ্ধের অবসান, টেকসই উন্নয়ন, গণতন্ত্রের উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা ছাড়াও স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিধানে সংস্থাটির ভূমিকা অত্যন্ত গুরুত্পূর্ণ। এ সংগঠনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য । মূলত আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কাজ এ সংস্থাটি করলেও বিভিন্ন ক্ষেত্রে এর ব্যর্থতাও রয়েছে।
ক. EU-র পূর্ণরূপ লিখ।
খ. সার্কের দুটি উদ্দেশ্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত সংগঠনটির একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন সম্পর্কে বর্ণনা করো।
ঘ. উক্ত সংগঠনকে অধিকতর শক্তিশালী করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় তা ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : রাজু জাতিসংঘের একটি সংস্থা পরিচালিত শান্তি মিশনে কঙ্গোতে কাজ করেন। এই সংস্থার মোট সদস্য সংখ্যা ১৫। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা এ সংস্থার প্রধান কাজ। অন্যদিকে মিসেস রাজিয়া কাজ করেন জাতিসংঘের অন্য একটি শাখায়। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রই এই শাখার সদস্য।
ক. সার্ক গঠিত হয় কত সালে?
খ. কমনওয়েলথ বলতে কী বোঝ?
গ. মিঃ রাজু জাতিসংঘের কোন শাখায় কাজ করেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দুটি শাখার মধ্যে কোনটি অধিক শক্তিশালী বলে তুমি মনে করে? তোমার উত্তরের স্বপক্ষে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : সত্তরের দশকে একটি দেশ একটি সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। এ ঘটনাকে কেন্দ্র করে ১৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হয়ে একটি সংগঠন প্রতিষ্ঠার বিষয়ে একমত পোষণ করেন এবং সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
ক. বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা কী?
খ. জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির সাথে তোমার পাঠ্যবইয়ের যে সংগঠন এর সাদৃশ্য আছে, সে সম্পর্কে ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সংগঠনটিতে বাংলাদেশে ভূমিকা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : বিশিষ্ট ব্যবসায়ী জনাব রায়হান আব্বাস গার্মেন্টস কারখানার মালিক। এ কারখানার উৎপাদিত কাপড় তিনি ইউরোপের কয়েকটি দেশে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করেন। রায়হান আব্বাসের ব্যবসার ক্ষেত্রে ২০০১ সালে সম্পাদিত সহযোগিতা চুক্তি কার্যকরী অবদান রেখে চলেছে।
ক. বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?
খ. কমনওয়েলথ এর সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে রায়হান আব্বাসের ব্যবসার সাথে পাঠ্যবইয়ের কোন সংস্থাটি জড়িত? ব্যাখ্যা কর।
ঘ. ‘উক্ত সংস্থাটির সাথে বাংলাদেশের সম্পর্ক মূলত বাণিজ্যিক’- এ বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরসহ প্রশ্নগুলো ডাউনলোড করে নাও। এইচএসসি শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post