পৌরনীতি ও সুশাসন mcq মডেল টেস্ট : আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য ৭০ নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য ৩০ নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।
পৌরনীতি ও সুশাসন MCQ মডেল টেস্ট
আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য ৭০ নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য ৩০ নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।
১. Civics কোন ভাষার শব্দ থেকে এসেছে?
ক. ইংরেজি
খ. ফরাসি
গ. ল্যাটিন
ঘ. গ্রিক
২. কোনটি নাগরিকের আন্তর্জাতিক বিষয়?
ক. ইউনিয়ন পরিষদ
খ. পৌরসভা
গ. জাতিসংঘ
ঘ. শাসন বিভাগ
৩. ব্রুনাইয়ের জনসংখ্যা কত?
ক. দুই লক্ষ
খ. তিন লক্ষ
গ. চার লক্ষ
ঘ. পাঁচ লক্ষ
৪. সমাজ গঠনের শর্ত-
i. বহুলোকের সংঘবদ্ধতা
ii. একই মতাদর্শ
iii. সাধারণ উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. বাংলাদেশে কোন ধরনের সরকার বিদ্যমান?
ক. রাষ্ট্রপতি শাসিত
খ. একনায়কতান্ত্রিক
গ. সংসদীয় পদ্ধতির
ঘ. যুক্তরাষ্ট্রীয়
৬. নাগরিকের মর্যাদাকে কী বলা হয়?
ক. নাগরিকতা
খ. নাগরিক
গ. নির্বাচকমণ্ডলী
ঘ. সদস্য
৭. ‘তথ্য’-এর অন্তর্ভুক্ত হবে-
i. দাপ্তরিক নোট শিট
ii. অঙ্কিত চিত্র
iii. তথ্য উপাত্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. রাজনৈতিক
খ. সামাজিক
গ. অর্থনৈতিক
ঘ. সাংস্কৃতিক
উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :
আবিরের দেশে ঘন ঘন রাষ্ট্রীয় উন্নয়ন নীতি পরিবর্তন হয়। সরকার পরিবর্তনের সাথে নতুন নতুন নীতি গৃহীত হয়। এতে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
৯. আবিরের দেশে কোন রাজনৈতিক ব্যবস্থা ফুটে উঠেছে?
ক. সমাজতান্ত্রিক
খ. একনায়কতান্ত্রিক
গ. গণতান্ত্রিক
ঘ. রাজতান্ত্রিক
১০. উদ্দীপকে উক্ত সমস্যা সমাধানের জন্য যেটি প্রয়োজন বলে মনে হয়-
i. রাষ্ট্রীয় উন্নয়নের সংকল্প
ii. দলের প্রতি বৈরী সম্পর্কের অবসান
iii. স্বদেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. কোন রাষ্ট্রে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত আছে?
ক. যুক্তরাজ্য
খ. চীন
গ. ভারত
ঘ. কানাডা
১২. কোন সরকারের গঠনপ্রণালী জটিল প্রকৃতির?
ক. এককেন্দ্রিক
খ. যুক্তরাষ্ট্রীয়
গ. রাষ্ট্রপতি শাসিত
ঘ. সংসদীয়
১৩. ‘ম্যাগনাকার্টা’ কী?
ক. আইন বই
খ. চুক্তিপত্র
গ. অর্থবিল
ঘ. অধিকার সনদ
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ‘ক’ একটি দেশের রাষ্ট্রপ্রধান। জনাব ‘খ’ একটি দেশের রাষ্ট্রপ্রধান। এদের মধ্যে সমুদ্রের দ্বীপ দখল নিয়ে সংঘাত বেধে যায়। জনাব ‘খ’ দ্রুত সিদ্ধান্ত নিয়ে অভিযান চালিয়ে দ্বীপটি দখল করে নেন। ততক্ষণে জনাব ‘ক’ সিদ্ধান্ত নিতে পারেননি।
১৪. জনাব ‘ক’ এর দেশে সংবিধানের বৈশিষ্ট্য হলো—
i. লিখিত সংবিধান
ii. দুষ্পরিবর্তনীয় সংবিধান
iii. এতে বিপ্লবের সম্ভাবনা কম
নিচের কোনটি সঠিক?
ক. ii
খ. iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
১৫. জনাব ‘খ’-এর দেশের সংবিধানের বৈশিষ্ট্য কোনটি?
ক. সুষ্পষ্টতা
খ. স্থিতিশীলতা
গ. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় উপযোগী
ঘ. জরুরি প্রয়োজনে সহায়ক
১৬. বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?
ক. ১৫৫
খ. ১৫৪
গ. ১৫৩
ঘ. ১৫২
১৭. দেশের প্রকৃত শাসক হলো—
i. মন্ত্রিসভা
ii. প্রধানমন্ত্রী
iii. স্পিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৮. কার সম্মতি ছাড়া কোনো অর্থবিল সংসদে উত্থাপন করা যায় না?
ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. মন্ত্রিপরিষদ
ঘ. প্রধান বিচারপতি
১৯. মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু কে?
ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. স্পিকার
ঘ. প্রধান বিচারপতি
২০. কখন মন্ত্রিসভার পতন ঘটে?
ক. মন্ত্রিসভার মধ্যে দুর্নীতি হলে
খ. রাষ্ট্রপতির মর্জি হলে
গ. আইনসভার আস্থা হারালে
ঘ. জনগণ বিদ্রোহ করলে
২১. প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়-
ক. সচিবালয়ে
খ. সংসদ ভবনে
গ. রাষ্ট্রপতির কার্যালয়ে
ঘ. সুপ্রিম কোর্টে
২২. বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা কত?
ক. ৩০০
খ. ৩৪৫
গ. ৩৫০
ঘ. ৪৫৫
২৩. ছাত্ররা ২১ ফেব্রুয়ারির দিন ১৪৪ ধারা ভঙ্গ করে-
i. সমাবেশ করে
ii. মিছিল করে
iii. পুলিশকে গুলি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪. ছয় দফা কর্মসূচি উত্থাপন করেন কে?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. এ কে ফজলুল হক
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
২৫. সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম কী ছিল?
ক. রমনা পার্ক
খ. রেসকোর্স ময়দান
গ. ইকো পার্ক
ঘ. পল্টন ময়দান
২৬. প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটি সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত রয়েছে?
ক. ৭নং
খ. ৮নং
গ. ৯নং
ঘ. ১০ নং
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
মিয়ানমার বাংলাদেশের একটি প্রতিবেশী রাষ্ট্র। সমুদ্রসীমা নিয়ে উভয় দেশের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি বাংলাদেশ একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সমুদ্র সীমানা সংক্রান্ত সমস্যার সমাধান করে।
২৭. বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধান করে?
ক. সাধারণ পরিষদ
খ. নিরাপত্তা পরিষদ
গ. আন্তর্জাতিক আদালত
ঘ. অছি পরিষদ
২৮. উক্ত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. বিশ্বশান্তি রক্ষায় সহায়ক
ii. আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করে
iii. আইনের ব্যাখ্যাদান করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৯. বিশ্বের সব মুসলিম রাষ্ট্র কোন সংগঠনের সদস্য?
ক. সার্ক
খ. জাতিসংঘ
গ. ওআইসি
ঘ. কমনওয়েলথ
৩০. নিচের কোন প্রতিষ্ঠানটি ওআইসির আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে?
ক. ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি
খ. ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশ
গ. বাংলাদেশ ওমেন্স ইউনিভার্সিটি
ঘ. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আরো দেখো: এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এসএসসি পৌরনীতি ও সুশাসন mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post