এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য জীববিজ্ঞানের গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- পৌরনীতি ও নাগরিকতা।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের জীববিজ্ঞান বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় mcq
১. ‘সিভিটাস’ শব্দের অর্থ কী?
ক. নাগরিক
খ. নগর-রাষ্ট্র
গ. অঞ্চল
ঘ. সরকার
২. পরিবারের সদস্যদের সাথে গল্প করা কোন ধরনের কাজ?
ক. জৈবিক কাজ
খ. শিক্ষামূলক কাজ
গ. মনস্তাত্ত্বিক কাজ
ঘ. বিনোদনমূলক কাজ
৩. কোনটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান?
ক. পৌরনীতি
খ. অর্থনীতি
গ. সমাজবিজ্ঞান
ঘ. ইতিহাস
৪. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি?
ক. সামাজিক চুক্তি
খ. বল বা শক্তি প্রয়োগ
গ. ঐশী
ঘ. ঐতিহাসিক বা বিবর্তনমূলক
৫. বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার কয়টি শ্রেণিতে বিভক্ত?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৬. ‘আমিই রাষ্ট্র’— উক্তিটি কার?
ক. রাণী ভিক্টোরিয়ার
খ. চতুর্দশ লুই
গ. ষোড়শ লুই
ঘ. রাণী এলিজাবেথ
৭. প্রাচীনকালে কোন দেশে ‘নগররাষ্ট্র’ ছিল?
ক. যুক্তরাজ্যে
খ. গ্রীসে
গ. ফ্রান্সে
ঘ. ইতালিতে
৮. পরিবারের কোন কাজ মানসিক বিকাশকে সমৃদ্ধ করে?
ক. জৈবিক কাজ
খ. শিক্ষামূলক কাজ
গ. মনস্তাত্ত্বিক কাজ
ঘ. বিনোদনমূলক কাজ
৯. “মানুষ স্বভাবগত সামাজিক জীব, যে সমাজে বাস করে না, সে হয় পশু না হয় দেবতা।”— উক্তিটি কার?
ক. অপেনহেম
খ. অ্যারিস্টটল
গ. লাস্কি
ঘ. গেটেল
১০. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা?
ক. সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল
খ. ম্যাকাইভার, লর্ড ব্রাইস, অগাস্টিন
গ. হবস, জন লক, রুশো
ঘ. মার্কস, লেলিন, মাওসেতুং
১১. পৌরনীতি কী ধরনের বিজ্ঞান?
ক. নাগরিকতা বিষয়ক
খ. রাষ্ট্র
গ. অর্থ
ঘ. নৃ বিজ্ঞান
১২. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক. Civis
খ. Civitas
গ. Civics
ঘ. Civiass
১৩. ‘সিভিক্স’ শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে?
ক. ইংরেজি
খ. ল্যাটিন
গ. ফরাসি
ঘ. জার্মান
১৪. বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা হয়?
ক. দুই
খ. চার
গ. পাঁচ
ঘ. সাত
১৫. কোনটির মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করে?
ক. জনগণ
খ. সরকার
গ. অভ্যন্তরীণ সার্বভৌমত্ব
ঘ. বাহ্যিক সার্বভৌমত
১৬. প্রাচীনকালে কোন দেশে নগররাষ্ট্র ছিল?
ক. ফ্রান্স
খ. ভারত
গ. যুক্তরাষ্ট্র
ঘ. গ্রিস
১৭. প্রাচীনকালে কারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত?
ক. দাস
খ. মহিলা
গ. পুরুষ শ্রেণি
ঘ. বিদেশিরা
১৮. কয়টি নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণিবিভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১৯. বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২০. আমাদের দেশে মাতৃতান্ত্রিক পরিবার বিদ্যমান রয়েছে কাদের মধ্যে?
ক. মুসলমান
খ. হিন্দু
গ. গারো
ঘ. চাকমা
২১. গারো পরিবারে কে নেতৃত্ব দেন?
ক. বাবা
খ. দাদা
গ. চাচা
ঘ. মা
২২. প্রাচীন গ্রিসে কোন বিষয়টি অবিচ্ছেদ্য ছিল?
ক. নাগরিক ও নগররাষ্ট্র
খ. সরকার ও রাষ্ট্র
গ. নাগরিক ও সরকার
ঘ. অঞ্চল ও নাগরিক
২৩. প্রাচীন গ্রিসে ছোট ছোট নগর নিয়ে কী গড়ে উঠত?
ক. রাষ্ট্র
খ. নগররাষ্ট্র
গ. গোষ্ঠী
ঘ. সমাজ
২৪. কোনটি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে?
ক. নীতিবিদ্যা
খ. যুক্তিবিদ্যা
গ. ইতিহাস
ঘ. পৌরনীতি
২৫. পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২৬. একক পরিবার কেমন হয়?
ক. ছোট
খ. বড়
গ. কলহপূর্ণ
ঘ. বিশৃঙ্খল
২৭. বর্তমানে কোন ধরনের পরিবারের সংখ্যা বাড়ছে?
ক. একক
খ. যৌথ
গ. মাতৃতান্ত্ৰিক
ঘ. বহুপতি
২৮. একপত্নীক পরিবারে একজন স্বামীর কয়জন স্ত্রী থাকে?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
২৯. প্রাচীন গ্রিসে কাদেরকে নাগরিক বলা হতো?
ক. নারীদের
খ. পুরুষদের
গ. দাসদের
ঘ. বৃদ্ধদের
৩০. আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠান কোনটি?
ক. কমনওয়েলথ
খ. পৌরসভা
গ. বিচার বিভাগ
ঘ. শাসন বিভাগ
৩১. নাগরিককে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে কোন প্রতিষ্ঠানটি গড়ে ওঠে?
ক. পৌরসভা
খ. বিচার বিভাগ
গ. ইউনিয়ন পরিষদ
ঘ. জাতিসংঘ
৩২. পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. সামাজিক
খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক
ঘ. ধৰ্মীয়
৩৩. প্রাচীন গ্রিসে যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের কী বলা হতো?
ক. সরকার
খ. আমলা
গ. নাগরিক
ঘ. জনগণ
৩৪. কোন পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে?
ক. বহুপত্নীক
খ. মাতৃতান্ত্রিক
গ. বহুপতি
ঘ. যৌথ
৩৫. শিশুর শিক্ষার প্রথম ভিত্তি কী?
ক. সমাজ
খ. মাদরাসা
গ. পরিবার
ঘ. মক্তব
৩৬. সমাজের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৩৭. মানুষের সাথে সমাজের সম্পর্ক কেমন?
ক. উদারনৈতিক
খ. অবিচ্ছেদ্য
গ. প্রতিদন্দ্বিতামূলক
ঘ. বিপরীতমুখী
৩৮. রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান?
ক. সামাজিক
খ. অর্থনৈতিক
গ. ধৰ্মীয়
ঘ. রাজনৈতিক
৩৯. বর্তমান পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে?
ক. ১৯২
খ. ১৯৫
গ. ১৯৬
ঘ. ২০০
৪০. রাষ্ট্রের উপাদান কয়টি?
ক. ৪
খ. ৫
গ. ৭
ঘ. ১০
৪১. রাষ্ট্র গঠনের জন্য জনগোষ্ঠীর আবশ্যকীয় বৈশিষ্ট্য কোনটি?
ক. নির্দিষ্ট হবে
খ. স্থায়ী হবে
গ. জাতিগোষ্ঠী হবে
ঘ. সমভাষী হবে
৪২. রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. সরকার
খ. ধর্মীয় প্রতিষ্ঠান
গ. শিক্ষা প্রতিষ্ঠান
ঘ. শিল্প প্রতিষ্ঠান
৪৩. রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি কীসের মাধমে পরিচালিত হয়?
ক. জনগণ
খ. মন্ত্রী
গ. সরকার
ঘ. ইউনিয়ন
৪৪. সার্বভৌমত্বের দিক কয়টি?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
৪৫. রাষ্ট্রের উৎপত্তির উল্লেখযোগ্য মতবাদ কতটি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৪৬. রাষ্ট্র সৃষ্টির সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি?
ক. ঐশী
খ. বলপ্রয়োগ
গ. সামাজিক চুক্তি
ঘ. ঐতিহাসিক
৪৭. বলপ্রয়োগ মতবাদ অনুসারে কীসের জোরে রাষ্ট্র টিকে আছে?
ক. শক্তি
খ. অর্থ
গ. আলোচনা
ঘ. চুক্তি
৪৮. টমাস হবস্ কোন দেশের দার্শনিক?
ক. ব্রিটেন
খ. ফরাসি
গ. ভারতীয়
ঘ. জার্মানি
৪৯. নিচের কোন ব্যক্তি সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবর্তক?
ক. হবস
খ. অ্যারিস্টটল
গ. মার্কস
ঘ. পেটো
৫০. সামাজিক চুক্তি মতবাদের সমর্থক কে?
ক. জন লক
খ. অধ্যাপক লাঙ্কি
গ. ম্যাকাইভার
ঘ. টি. এইচ. গ্রিন
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ পৌরনীতি ও নাগরিকতা ১ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post