এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য পৌরনীতির গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের পৌরনীতি বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় mcq
১. মৌলিক গণতন্ত্র চালু করেন কে?
ক. আইয়ুব খান
খ. খাজা নাজিমুদ্দীন
গ. ইয়াহিয়া খান
ঘ. লিয়াকত আলী খান
২. ১৯৪০ সালের মূল লাহোর প্রস্তাব কখন সংশোধন করা হয়?
ক. ১৯৪৬
খ. ১৯৪৭
গ. ১৯৪৮
ঘ. ১৯৪৯
৩. কে লাহোর প্রস্তাব উপস্থাপন করেন?
ক. মুহাম্মদ আলী জিন্নাহ
খ. মাওলানা মোহাম্মদ আলী
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ. শেরে বাংলা এ. কে. ফজলুল হক
৪. বিশ্বের কোন জাতি ভাষার দাবিতে জীবন দিয়েছে?
ক. অস্ট্রিক জাতি
খ. হুন জাতি
গ. দ্রাবিড় জাতি
ঘ. বাঙালি জাতি
৫. পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কোন সালে?
ক. ১৯৫২
খ. ১৯৫৪
গ. ১৯৫৬
ঘ. ১৯৫৮
৬. পাকিস্তানের শতকরা কতজন মানুষের মাতৃভাষা বাংলা ছিল?
ক. ৪৫
খ. ৫০
গ. ৫৬
ঘ. ৬৫
৭. কত সালে ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি উত্থাপন করা হয়?
ক. ১৯৫৪
খ. ১৯৬৬
গ. ১৯৬৮
ঘ. ১৯৬৯
৮. স্বাধীন হওয়ার আগে বাংলাদেশ কোন দেশের অধীনে ছিল?
ক. ফিজি
খ. সুরিনাম
গ. পাকিস্তান
ঘ. ব্রিটেন
৯. নিজেদের পূর্বপুরুষরা ভারতবর্ষের বাইরে থেকে আগত বলে মনে করত কারা?
ক. বাঙালিরা
খ. মুসলমানরা
গ. পাঞ্জাবিরা
ঘ. হিন্দুরা
১০. কত সালে পাকিস্তানের সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পায়?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৫৪ সালে
গ. ১৯৫৬ সালে
ঘ. ১৯৫৮ সালে
১১. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কোন সংস্থা?
ক. ইউনেস্কো
খ. কমনওয়েলথ
গ. ইউরোপীয় ইউনিয়ন
ঘ. ইউনিক
১২. কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?
ক. ১৯৫২
খ. ১৯৫৩
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৫
১৩. ১৯৫৪ সালের নির্বাচনের সময় কোন দল পাকিস্তানের ক্ষমতায় ছিল?
ক. আওয়ামী লীগ
খ. মুসলিম লীগ
গ. জামায়াত-ই-ইসলামী
ঘ. পাকিস্তান পিপলস পার্টি
১৪. ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে কোন দল?
ক. মুসলিম লীগ
খ. খেলাফতে রব্বানী
গ. যুক্তফ্রন্ট
ঘ. জামায়াতে ইসলামী
১৫. কীসের ফলে মুসলমানদের মধ্যে আলাদা আবাসভূমির চিন্তা জাগ্রত হয়?
ক. বঙ্গভঙ্গের
খ. মুসলিম লীগ গঠনের
গ. ভাষার কারণে
ঘ. লাহোর প্রস্তাবের
১৬. কখন মুসলিম লীগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে একটি মাত্র রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়?
ক. ১৯৪০
খ. ১৯৪৩
গ. ১৯৪৬
ঘ. ১৯৪৭
১৭. লাহোর প্রস্তাব উপস্থাপনের তারিখ কোনটি?
ক. ১৯৪০ সালের ২৩ মার্চ
খ. ১৯৪০ সালের ২১ এপ্রিল
গ. ১৯৪০ সালের ২৩ এপ্রিল
ঘ. ১৯৪১ সালের ২৬ মার্চ
১৮. ১৯৪০ সালের ২৩ মার্চ দিনটি উল্লেখযোগ্য কেন?
ক. লাহোর প্রস্তাবের জন্য
খ. লক্ষ্মৌ চুক্তির জন্য
গ. ভারত শাসন আইনের জন্য
ঘ. ভারত স্বাধীনতা আইনের জন্য
১৯. মোহাম্মদ আলী জিন্নাহ ভাষাসংক্রান্ত তার পূর্ব ঘোষণার পুনরাবৃত্তি করেন কখন?
ক. ১৯৪৮ সালের ২৩ মার্চ
খ. ১৯৪৮ সালের ২৪ মার্চ
গ. ১৯৪৮ সালের ২৫ মার্চ
ঘ. ১৯৪৮ সালের ২৬ মার্চ
২০. ১৯৫৪ সালের নির্বাচনে কতিপয় সমমনা দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। এ ঘটনার দ্বারা কোন বিষয়টি প্রকাশ পায়?
ক. অর্থনৈতিক জোট গঠন
খ. মহাজোট গঠন
গ. রাজনৈতিক জোট গঠন
ঘ. আঞ্চলিক জোট গঠন
২১. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয় দফাবিশিষ্ট কর্মসূচি গ্রহণ করে?
ক. ৬ দফা
খ. ১১ দফা
গ. ২১ দফা
ঘ. ২৮ দফা
২২. কোন দাবি পূর্ববাংলার জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সাথে সরাসরি সম্পর্কিত ছিল?
ক. ৮ দফা
খ. ১৪ দফা
গ. ২১ দফা
ঘ. ৬ দফা
২৩. ১৯৫৪ সালের নির্বাচনে কতটি আসন ছিল?
ক. ২২৩
খ. ২৩৭
গ. ৩০০
ঘ. ৩০৯
২৪. লাহোর প্রস্তাবের মূল বক্তব্য বা বৈশিষ্ট্য কয়টি?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
২৫. পাকিস্তানের শতকরা কত জনের মাতৃভাষা বাংলা ছিল?
ক. ৫০
খ. ৫১
গ. ৫৪
ঘ. ৫৬
২৬. পাকিস্তানের সরকার কোন ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার চেষ্টা করে?
ক. বাংলা ভাষা
খ. ইংরেজি ভাষা
গ. উর্দু ভাষা
ঘ. ফারসি ভাষা
২৭. বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বের নাম কী ছিল?
ক. রমনা পার্ক
খ. রেসকোর্স ময়দান
গ. ইকো পার্ক
ঘ. জিয়া উদ্যান
২৮. “উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা” —উক্তিটি কার?
ক. লিয়াকত আলী খান
খ. নাজিমউদ্দিন
গ. মুহাম্মদ আলী জিন্নাহ
ঘ. নূরুল আমিন
২৯. ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্স ময়দানে ভাষার প্রশ্নে জিন্নাহর ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদকারীদের মধ্যে অন্যতম ছিলেন-
ক. মওলানা ভাসানী
খ. বঙ্গবন্ধু
গ. আবদুল মতিন
ঘ. শফিউর
৩০. ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধুকে একাধিকবার গ্রেফতার বরণ করতে হয় কেন?
ক. প্রতিবাদী ভূমিকার জন্য
খ. রাজপথে মিছিলের জন্য
গ. নেতৃস্থানীয় ভূমিকার জন্য
ঘ. সমাবেশ করার জন্য
৩১. ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্রভাষা বাংলার জন্য বঙ্গবন্ধু আমরণ অনশন শুরু করেন?
ক. ১৬ ফেব্রুয়ারি
খ. ২০ ফেব্রুয়ারি
গ. ২১ ফেব্রুয়ারি
ঘ. ২৩ ফেব্রুয়ারি
৩২. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করে?
ক. ২২৩
খ. ২৩৭
গ. ৩০৯
ঘ. ৩০০
৩৩. ১৯৫৪ সালের পূর্ববাংলার সাধারণ নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করে?
ক. ৪
খ. ৯
গ. ২৪
ঘ. ৩৬
৩৪. ৬ দফা কর্মসূচির মূল লক্ষ্য কী ছিল?
ক. বাঙালির জাতীয় মুক্তি
খ. সামাজিক মুক্তি
গ. সুষ্ঠু বাণিজ্য সম্পর্ক
ঘ. নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করা
৩৫. ‘ম্যাগনাকার্টা’ বলা হয় কোনটিকে?
ক. ভাষা আন্দোলনকে
খ. ৬ দফা কর্মসূচিকে
গ. ১৯৫৪-এর নির্বাচনকে
ঘ. ঊনসত্তরের গণঅভ্যুত্থানকে
৩৬. ৬ দফাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে আখ্যায়িত করেন কে?
ক. আইয়ুব খান
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. নুরুল আমিন
ঘ. লিয়াকত আলী খান
৩৭. আগরতলা মামলা করা হয় কত সালে?
ক. ১৯৬৭
খ. ১৯৬৮
গ. ১৯৬৯
ঘ. ১৯৭০
৩৮. ১৯৬৮ সালের কোন মাসে আইয়ুব সরকার আগরতলা মামলা দায়ের করেন?
ক. জানুয়ারি মাসে
খ. ফেব্রুয়ারি মাসে
গ. মার্চ মাসে
ঘ. এপ্রিল মাসে
৩৯. ঐতিহাসিক আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন?
ক. মওলানা ভাসানী
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. শেরে বাংলা এ. কে. ফজলুল হক
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৪০. পাকিস্তানের উভয় অংশে এক দুর্বার গণআন্দোলন শুরু হয় কত সালে?
ক. ১৯৬৭
খ. ১৯৬৮
গ. ১৯৬৯
ঘ. ১৯৭০
৪১. ১১ দফা কর্মসূচি নিয়ে আন্দোলন করেছিল কারা?
ক. ছাত্ররা
খ. কৃষকরা
গ. আইনজীবরা
ঘ. শ্রমিকরা
৪২. বঙ্গবন্ধুর মুক্তির দাবি কোন দফার অন্তর্ভুক্ত ছিল?
ক. ৫
খ. ৬
গ. ১১
ঘ. ২১
৪৩. পাকিস্তান রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন কোনটি?
ক. ১৯৫৪ সালের নির্বাচন
খ. ১৯৬২ সালের নির্বাচন
গ. ১৯৬৬ সালের নির্বাচন
ঘ. ১৯৭০ সালের নির্বাচন
৪৪. ১৯৭০ সালের ১ম দফা নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
ক. ৭ নভেম্বর
খ. ১৭ নভেম্বর
গ. ৫ ডিসেম্বর
ঘ. ৭ ডিসেম্বর
৪৫. ১৯৭০ সালের ২য় দফা নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
ক. ১৭ জানুয়ারি ১৯৭১
খ. ১৮ জানুয়ারি ১৯৭১
গ. ১৯ জানুয়ারি ১৯৭১
ঘ. ২০ জানুয়ারি ১৯৭১
৪৬. সত্তরের নির্বাচনে পূর্ববাংলায় বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন দল ছিল কোনটি?
ক. মুসলিম লীগ
খ. আওয়ামী লীগ
গ. ন্যাশনাল আওয়ামী পার্টি
ঘ. পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি
৪৭. মুক্তিযুদ্ধে দশ নম্বর সেক্টর কাদের নিয়ে গঠিত হয়েছিল?
ক. নৌকমান্ডার
খ. ইপিআর কমান্ডার
গ. সেনা কমান্ডার
ঘ. বিমানবাহিনীর কমান্ডার
৪৮. ১৯৭১ সালের কত তারিখে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?
ক. ৩ ডিসেম্বর
খ. ৪ ডিসেম্বর
গ. ৫ ডিসেম্বর
ঘ. ৬ ডিসেম্বর
৪৯. ভারত সরকার কত তারিখে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান করে?
ক. ১৯৭১ সালের ৪ ডিসেম্বর
খ. ১৯৭১ সালের ৫ ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ৬ ডিসেম্বর
ঘ. ১৯৭১ সালের ৭ ডিসেম্বর
৫০. পাকহানাদার বাহিনীর অধিনায়ক ছিলেন কে?
ক. রাও ফরমান
খ. ইয়াহিয়া খান
গ. টিক্কা খান
ঘ. জেনারেল নিয়াজী
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post