এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য পৌরনীতির গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- নাগরিক ও নাগরিকতা।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের পৌরনীতি বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় mcq
১. নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২. কোনটি নাগরিকের সামাজিক অধিকার?
ক. মতামত প্রকাশ
খ. অবকাশ লাভ
গ. স্থায়ীভাবে বসবাস
ঘ. সরকারি চাকরি লাভ
৩. পরিবার গঠনের অধিকার কোন ধরনের অধিকার?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
গ. নৈতিক
ঘ. অর্থনৈতিক
৪. অর্থনৈতিক অধিকার কোনটি?
ক. জীবন রক্ষা
খ. অভাব-অভিযোগ
গ. অবকাশ যাপন
ঘ. শিক্ষার অধিকার
৫. কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত?
ক. মজুরি লাভের
খ. ভোটাধিকারের
গ. সম্পত্তি ভোগের
ঘ. নির্বাচিত হওয়ার
৬. তথ্য অধিকার আইন কত সালে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে?
ক. ২০০৪
খ. ২০০৭
গ. ২০০৮
ঘ. ২০০৯
৭. দুনীর্তি ও স্বজনপ্রীতির উর্ধ্বে থাকতে হলে সুনাগরিকের মধ্যে কোন গুণটি থাকতে হবে?
ক. বুদ্ধি
খ. ন্যায়বোধ
গ. বিবেক
ঘ. আত্মসংযম
৮. শব্দগত অর্থে নাগরিক কে?
ক. রাষ্ট্রের নাগরিক
খ. নিজ দেশের অধিবাসী
গ. সকল দেশের নাগরিক
ঘ. নগরের অধিবাসী
৯. জাতির বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে কারা?
ক. আত্মসংযমী
খ. স্বার্থান্বেষী
গ. সংস্কৃতিবান
ঘ. রাজনৈতিক
১০. সুনাগরিকের প্রধানত কয়টি গুণ রয়েছে?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১১. সুনাগরিকের গুণ কোনটি?
ক. বুদ্ধিমত্তা
খ. উচ্চ মূল্যবোধ
গ. বোকামি
ঘ. নৈতিকতা
১২. রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ কাদের বলা হয়?
ক. অসাধু ব্যবসায়ীদের
খ. বিদেশিদের
গ. বুদ্ধিমান নাগরিকদের
ঘ. নিরক্ষরদের
১৩. একজন সুনাগরিকের জাগ্রত শক্তি কোনটি?
ক. সচেতনতা
খ. বিবেক
গ. সংযম
ঘ. প্রজ্ঞা ও নিষ্ঠা
১৪. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কোনটি সর্বজনীন পদ্ধতি?
ক. জন্মসূত্রে নাগরিকতা অর্জন
খ. অনুমোদনসূত্রে নাগরিকতা অর্জন
গ. চুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন
ঘ. মানবিকতার ভিত্তিতে নাগরিকতা
১৫. জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি অনুসরণ করা হয়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৬. জন্মসূত্রে নাগরিকতা প্রদানের ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ দশে কোন নীতি অনুসরণ করা হয়?
ক. জন্মস্থাননীতি
খ. জন্মনীতি
গ. অনুমোদননীতি
ঘ. জনসংখ্যানীতি
১৭. নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া সুনাগরিকের কোন ধরনের গুণ?
ক. বুদ্ধি
খ. বিবেক
গ. আত্মসংযম
ঘ. কর্তব্য
১৮. কোন গুণের মাধ্যমে একজন ব্যক্তি বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে?
ক. বুদ্ধি
খ. আত্মসংযম
গ. বিবেক
ঘ. সংবেদনশীলতা
১৯. অধিকারকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২০. নাগরিক কারা?
ক. রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা
খ. রাষ্ট্রে বসবাসকারী বিদেশি
গ. রাষ্ট্রের নারী ও পুরুষ
ঘ. রাষ্ট্রে বসবাসকারী ভোটার
২১. দুর্বলের সাহায্য লাভের অধিকার কী জাতীয় অধিকার?
ক. সামাজিক
খ. নৈতিক
গ. অর্থনৈতিক
ঘ. মৌলিক
২২. সমাজভেদে কোন অধিকারটির ভিন্নতা দেখা যায়?
ক. সামাজিক
খ. নৈতিক
গ. রাজনৈতিক
ঘ. অর্থনৈতিক
২৩. রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে কী বলা হয়?
ক. আইনগত
খ. নৈতিক
গ. সাংস্কৃতিক
ঘ. ভাষার
২৪. ‘আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভ’- এটি কোন ধরনের অধিকার?
ক. নৈতিক
খ. মানবিক
গ. সামাজিক
ঘ. রাজনৈতিক
২৫. ভোট প্রদান কোন ধরনের অধিকার?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক
ঘ. নৈতিক
২৬. তথ্য অধিকার আইনটি ২০০৯ সালের কত তারিখে প্রণয়ন করা হয়?
ক. ৪ এপ্রিল
খ. ৫ এপ্রিল
গ. ৬ এপ্রিল
ঘ. ৭ এপ্রিল
২৭. কত বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিকতা ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়?
ক. ১৫০০
খ. ২০০০
গ. ২৪০০
ঘ. ২৫০০
২৮. প্রাচীন গ্রিস কীভাবে গঠিত ছিল?
ক. বড় বড় রাষ্ট্র নিয়ে
খ. ছোট ছোট রাষ্ট্র নিয়ে
গ. অগণতান্ত্রিক রাষ্ট্র নিয়ে
ঘ. ছোট ছোট প্রদেশ নিয়ে
২৯. প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে কারা নাগরিক হিসেবে পরিচিত ছিল?
ক. যারা প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত
খ. যারা কৃষিকাজ করত
গ. যারা ব্যবসা করত
ঘ. যারা ধর্মীয় কাজ করত
৩০. কে সকল সমস্যা অতি সহজে সমাধান করে?
ক. মূল্যবোধসম্পন্ন ব্যক্তি
খ. বিবেকবান নাগরিক
গ. ক্ষমতাবান নাগরিক
ঘ. সাধারণ জনগণ
৩১. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা নির্ভর করে কীসের ওপর?
ক. জনগণের
খ. সুনাগরিকের বুদ্ধির
গ. আমদানি রপ্তানির
ঘ. নেতাদের
৩২. আইনগত অধিকার কত প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৩৩. তথ্য অধিকার আইন কোন প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত হয়?
ক. বাংলাদেশ আপিল বিভাগ
খ. বাংলাদেশ হাইকোর্ট
গ. বাংলাদেশ জাতীয় সংসদ
ঘ. বাংলাদেশ সচিবালয়
৩৪. কার সম্মতি লাভের পর তথ্য অধিকার আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়?
ক. স্পিকারের
খ. প্রধানমন্ত্রীর
গ. রাষ্ট্রপতির
ঘ. প্রধান বিচারপতির
৩৫. তথ্য অধিকার আইন কোন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক. জনগণের শাসন প্রতিষ্ঠায়
খ. জনগণের অধিকারের ক্ষেত্রে
গ. ধন-সম্পত্তি অর্জনে
ঘ. জনগণকে তথ্য দেওয়ার ক্ষেত্রে
৩৬. তথ্য অধিকার আইনের আওতার বাইরে থাকে কোনটির প্রতিলিপি?
ক. দাপ্তরিক নোট সিট
খ. দলিল
গ. আলোকচিত্র
ঘ. অংকিত চিত্র
৩৭. কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকারকে কী বলে?
ক. মৌলিক অধিকার
খ. তথ্য অধিকার
গ. নৈতিক অধিকার
ঘ. মানবাধিকার
৩৮. কর্তব্য পালন করতে হয় কী কারণে?
ক. আবশ্যক বলে
খ. নিজের ভালোর জন্য
গ. অধিকার ভোগের জন্য
ঘ. আইনগত দায়িত্ব বলে
৩৯. অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকরা যেসব দায়িত্ব পালন করে তাকে কী বলে?
ক. কর্তব্য
খ. স্বাধীনতা
গ. করণীয়
ঘ. আইন
৪০. নাগরিকদের বিবেক ও সামাজিক ন্যায়বোধ থেকে সৃষ্টি হওয়াকে কী ধরনের কর্তব্য বলা হয়?
ক. আইনগত
খ. নৈতিক
গ. মানবিক
ঘ. সামাজিক
৪১. কোনটি নাগরিকের নৈতিক কর্তব্য?
ক. কর প্রদান করা
খ. আইন মান্য করা
গ. নিজেকে শিক্ষিত করা
ঘ. কাউকে শাস্তি দেওয়া
৪২. রাষ্ট্রের সেবা করা নাগরিকের কোন ধরনের কর্তব্য?
ক.আইনগত
খ. নৈতিক
গ. অর্থনৈতিক
ঘ. সামাজিক
৪৩. বিশ্বমানবতার সাহায্যে এগিয়ে আসা কোন ধরনের কর্তব্য?
ক. নৈতিক
খ. আইনগত
গ. সামাজিক
ঘ. অর্থনৈতিক
৪৪. রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে কী বলে?
ক. আইনগত কর্তব্য
খ. আইনগত অধিকার
গ. নৈতিক কর্তব্য
ঘ. আইনবিহীন কর্তব্য
৪৫. কোনটি নাগরিকের কর্তব্য?
ক. আইন মান্য করা
খ. আইন তৈরি করা
গ. চাকরি করা
ঘ. স্বাধীনভাবে চলাচল করা
৪৬. রাষ্ট্র ও নাগরিকদের কল্যাণের জন্য অপরিহার্য কোনটি?
ক. নৈতিক কর্তব্য
খ. আনুগত্য প্রদর্শন
গ. আইনগত কর্তব্য
ঘ. অর্থনৈতিক
৪৭. অধিকার ভোগ করলে কোনটি পালন করতে হয়?
ক. আইন
খ. নির্দেশ
গ. কর্তব্য
ঘ. স্বাধীনতা
৪৮. অধিকারের মধ্যে নিহিত আছে কোনটি?
ক. কাজ
খ. কর্তব্য
গ. আরাম
ঘ. সুখশান্তি
৪৯. ভোটদান নাগরিকের অধিকার হলে, ভোটাধিকার প্রয়োগ কী হবে?
ক. অধিকার
খ. প্রত্যাশা
গ. কর্তব্য
ঘ. সচেতনতা
৫০. অধিকার ভোগের জন্য প্রয়োজন-
i. সততার সাথে ভোটদান
ii. কর প্রদান করা
iii. দেশ ভ্রমণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫১. রাষ্ট্রের প্রতি আনুগত্য বলতে বোঝায়-
i. দেশের স্বাধীনতা রক্ষা
ii. বিশ্বমানবতার সেবা করা
iii. রাষ্ট্রের সংহতি রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫২. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করার মর্মার্থ হলো-
i. সার্বভৌমত্ব রক্ষা করা
ii. রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করা
iii. স্বাধীনতা রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
রহিমা স্কুলে যাওয়ার পথে অন্য গ্রামের ছেলেরা তাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করে। তার পরিবার উক্ত বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে প্রশাসন ঐ সমস্ত ছেলেদের শাস্তি প্রদান করে।
৫৩. অনুচ্ছেদে উল্লিখিত রহিমার কোন অধিকার ক্ষুণ্ণ হয়?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক
ঘ. আইনগত
৫৪. প্রশাসন কর্তৃক শাস্তিদানের ফলে –
i. ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে
ii. সুশাসন প্রতিষ্ঠা হবে
iii. অপরাধ প্রবণতা কমবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post