২০২২ পৌরনীতি ও সুশাসন ২য় পত্র টেস্ট পেপার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তৈরি হয়েছে। এতে বোর্ড পরীক্ষার প্রশ্ন, শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার প্রশ্নের সমন্বয়ে সৃজনশীল প্রশ্নপত্র সংযুক্ত করা হয়েছে। আমরা এই পোস্টের শেষে তোমাদের পৌরনীতি টেস্ট পেপারটি ডাউনলোড করার লিংক দিচ্ছি। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের নমুনা দেখে নাও।
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র টেস্ট পেপার
১. প্রতি বছর ‘ক’ কলেজে তাৎপর্যপূর্ণভাবে ২১শে ফেব্রুয়ারি দিবসটি পালন করা হয়। ‘ক’ কলেজের অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী সব শিক্ষার্থী খালি পায়ে কলেজের শহীদ মিনারে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর গান, কবিতা ও বক্তব্যের মাধ্যমে দিনের তাৎপর্য তুলে ধরা হয়। ‘ক’ কলেজের অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, ‘‘রাষ্ট্রভাষা আন্দোলন আমাদের স্বাধীনতা আন্দোলনের সূচনা করে’’।
ক. কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং তা কত সালে রদ করা হয়েছিল?
খ. ফরায়েজী আন্দোলন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উলিখিত দিবসের গুরুত্ব ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘ক’ কলেজের অধ্যক্ষের বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে লেখ।
২. বিশাল আয়তনের জেলা ‘অ’ গত বছর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। আয়তনে বড় হওয়ায় বিপুল জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছিল। তাই সরকার জেলাটিকে দুই ভাগে ভাগ করে। জেলার সাধারণ জনগণ এ বিভক্তিকে স্বাগত জানালেও সচেতন নাগরিকরা এর বিরোধিতা করে। কিন্তু সরকার জনস্বার্থে জেলার বিভক্তকরণ বহাল রাখে।
ক. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
খ. কী উদ্দেশ্যে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
গ. উদ্দীপকে উলিখিত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঘটনার মিল পাওয়া যায়, তার কারণগুলো সংক্ষেপে বর্ণনা কর।
ঘ. “উদ্দীপকের তুলনায় পাঠ্যবইয়ের বিবৃত ঘটনায় শাসকের গৃহীত সিদ্ধান্ত ছিল হতাশাব্যঞ্জক”- উক্তিটি বিশেষণ কর।
৩. ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি সম্মান দেখানোর জন্যই গড়ে ওঠে শহিদ মিনার। এরপর শহিদ মিনার হয়ে ওঠে বাঙালির তীর্থকেন্দ্র। ১৯৫৪ সালের নির্বাচন থেকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত সময়ে শহিদ মিনার ছিল বাঙালিদের সকল বিপদ-আপদে, আন্দোলন-সংগ্রামে নির্ভরতার প্রতীক। অন্যায়-অগণতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে এখনও মানুষ সোচ্চার হয়ে ওঠে শহিদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে।
ক. ২ জন ভাষাশহিদের নাম লেখ।
খ. মুজিবনগর সরকার গঠন সম্পর্কে বর্ণনা কর।
গ. ৬ দফা ও এগার দফা কর্মসূচির মধ্যে সাদৃশ্য উলেখ কর।
ঘ. ‘১৬ ডিসেম্বর বাঙালি জাতির গৌরবময় বিজয়ের দিন, গর্বের দিন’ – উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
৪. জনাব মঞ্জুর হজব্রত পালন শেষে দেশে ফিরে এসে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি কৃষকদের জমিদার ও মহাজনদের অন্যায়ের বিরুদ্ধে সচেতন করে তোলেন। সরকার তাকে দেশদ্রোহী হিসাবে ঘোষণা দেয় এবং তাকে প্রতিহত করার উদ্যোগ নেয়। তিনি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।
ক. কত সালে ‘কংগ্রেস খিলাফত স্বরাজ দল’ গঠিত হয়?
খ. কাকে মজলুম জননেতা বলা হয় এবং কেন বলা হয়? ব্যাখ্যা কর।
গ. জনাব মঞ্জুরের সাথে উপমহাদেশের কোন সংস্কারকের সাদৃশ্য রয়েছে? বর্ণনা কর।
ঘ. উক্ত সংস্কারকের আত্মত্যাগ বাঙালিদেরকে মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছে – যুক্তিসহ লেখ।
৫. লাকী, মতি ও রিভা দ্বাদশ শ্রেণিতে পড়ে। ওদের দাদু রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। ওরা দাদুর কাছে জানতে পেরেছে যে, সংবিধানের ‘Q’ সংশোধনীর ফলে রাষ্ট্রীয় মূলনীতির আমূল পরিবর্তন ঘটে। এছাড়াও দাদু বললেন যে, ‘Q’ সংশোধনীসহ আরো কয়েকটি সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করায় নতুন করে সংবিধান সংশোধন করার প্রয়োজন দেখা দেয়।
ক. এ পর্যন্ত বাংলাদেশ সংবিধানের কতটি সংশোধনী পাস হয়েছে?
খ. বাংলাদেশ সংবিধানের প্রম সংশোধনী কেন প্রণয়ন করা হয়?
গ. উদ্দীপকে ‘Q’ সংশোধনীতে বাংলাদেশের কোন সংশোধনীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে দাদু সংবিধানের যে নতুন সংশোধীনর কথা বলেছেন তা বিশেষণ কর।
৬. মি. রহিম তার রাষ্ট্রে একই সাথে আইন বিভাগ ও শাসন বিভাগের সদস্য। মি. রহিমকে কেন্দ্র করে মন্ত্রিসভা পরিচালিত হয়। তিনিআইনসভার আস্থা হারালে তিনিসহ পুরো মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য। মি.রহিম রাষ্ট্রের শাসনব্যবস্থার মধ্যমণি।
ক. বাংলাদেশের আইনসভার নাম কী এবং বাংলাদেশের আইনসভা কত কক্ষবিশিষ্ট?
খ. বাংলাদেশের আইন বিভাগ কীভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে?
গ. উদ্দীপকে মি. রহিমের রাষ্ট্রের শাসনব্যবস্থা এবং বাংলাদেশের শাসনব্যবস্থার মধ্যে যে মিল রয়েছে তা বুঝিয়ে লেখ।
ঘ. ‘মি. রহিম তার রাষ্ট্রের শাসনব্যবস্থার মধ্যমণি’ – উক্তিটি বিশেষণ কর।
৭. রানা গ্রামে বাস করে। সে কয়েক বছর আগে একটি স্থানীয় পরিষদের নির্বাচনে ভোট প্রদান করেছে। এ পরিষদটি গঠিত হয়েছে একজন নির্বাচিত প্রধান, নয়জন নির্বাচিত সদস্য নিয়ে। এ পরিষদটির মূল লক্ষ্য হলো গ্রাম বা পলির জনগণের শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো এবং এতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা।
ক. রানা যে পরিষদের নিবার্চনে ভোট দিয়েছে তার নির্বাচিত প্রধানের পদবী কী?
খ. বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর নাম লেখ।
গ. রানা যে স্থানীয় সংস্থার নির্বাচনে ভোট দিয়েছে তার উদ্দেশ্যসমূহ লেখ।
ঘ. ‘গণতন্ত্র ও স্থানীয় স্বায়ত্তশাসনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ’ উদ্দীপকের উক্তিটি বিশেষণ কর।
৮. বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থার সদস্য। সংস্থাটি এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা তৈরিতে কাজ করছে। দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার মান উনড়বয়নই এর মূল লক্ষ্য। এ সংস্থাটি প্রতিষ্ঠায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করে। এর সদস্যসংখ্যা আট।
ক. বৈদেশিক নীতির সংজ্ঞা দাও।
খ. OIC- কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?
গ. উদ্দীপকে যে আঞ্চলিক সংস্থাটির কথা বলা হয়েছে সেটির মূলনীতি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিত সংস্থার সাথে বাংলাদেশের সম্পর্ক মূল্যায়ন কর।
৯. জলবায়ুর পরিবর্তনের জন্য ঋতুবৈচিত্র্যের তারতম্য ঘটছে। পৃথিবীর সকল স্থানে জলবায়ুর পরিবর্তনের জন্য প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রসমূহ মানবগোষ্ঠীর জীবন ও জীবনব্যবস্থার ওপর প্রভাব ফেলছে। কিন্তু এ পরিবর্তন নিছক প্রাকৃতিক নয় বরং বেশিরভাগই মানুষের সৃষ্টি।
ক. প্রতিবন্ধী কারা?
খ. এইডস কী?
গ. উদ্দীপকে বর্ণিত জলবায়ুর পরিবর্তন বাংলাদেশের ওপর কীরূপ প্রভাব ফেলছে? ব্যাখ্যা কর।
ঘ. জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলার জন্য কী কী করণীয় উদ্যোগ রয়েছে বলে তুমি মনে কর।
১০. পাক-ভারত উপমহাদেশে একটি ব্রিটিশ কোম্পানি নিজেদের কৌশল অবলম্বন করে শাসন প্রতিষ্ঠা করে। এর ফলে বণিকের বাণিজ্যনীতি শাসননীতিতে পরিণত হয়। তারা ভারতবর্ষের দুটি ধর্মের মধ্যে অনৈক্য, ভাগ কর ও শাসন কর কৌশল কাজে লাগিয়ে প্রায় দু’শ বছর দেশটিকে শাসন করে গেছে। দেশটিতে প্রশাসনিক সুবিধা বৃদ্ধির জন্য একটি বৃহৎ সাম্রাজ্যকে দুটি প্রদেশে বিভক্ত করল এবং দুটি সম্প্রদায়ের মধ্যে চরম তিক্ততার সৃষ্টি হলো।
ক. ভারতের কোন গভর্নরের সময় বঙ্গভঙ্গ করা হয়?
খ. বেঙ্গল প্যাক্ট কত সালে কার নেতৃত্বে সম্পাদিত হয়েছিল?
গ. উদ্দীপকের ভাগ কর ও শাসন কর নীতিটির প্রেক্ষাপট ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উলিখিত প্রদেশ বিভক্তির সাম্প্রদায়িক প্রভাব বিশেষণ কর।
১১. ঢ রাষ্ট্রের স্বাধীনতার পর থেকেই শাসকগোষ্ঠী রাষ্ট্রের একটি অঞ্চলের জনগণের প্রতি বিমাতাসুলভ আচরণ শুরু করে। শাসকগোষ্ঠীর নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয় এবং এক পর্যায়ে জনগণের প্রিয় নেতা শাসকগোষ্ঠীর কাছে কিছু দাবি/কর্মসূচি উত্থাপন করেন।
ক. কখন, কোথায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদান করা হয়?
খ. ৬ দফাকে পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলা হয় কেন?
গ. উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকে কোনো ঘটনার সাথে সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি ছিল ‘বাঙালির মুক্তির সনদ’ – উক্তিট বিশ্লেষণ কর।
১২. পাক-ভারত উপমহাদেশে একটি ব্রিটিশ কোম্পানি নিজেদের কৌশল অবলম্বন করে শাসন প্রতিষ্ঠা করে। এর ফলে বণিকের বাণিজ্যনীতি শাসননীতিতে পরিণত হয়। তারা ভারতবর্ষের দুটি ধর্মের মধ্যে অনৈক্য, ভাগ কর ও শাসন কর কৌশল কাজে লাগিয়ে প্রায় দু’শ বছর দেশটিকে শাসন করে গেছে। দেশটিতে প্রশাসনিক সুবিধা বৃদ্ধির জন্য একটি বৃহৎ সাম্রাজ্যকে দুটি প্রদেশে বিভক্ত করল এবং দুটি সম্প্রদায়ের মধ্যে চরম তিক্ততার সৃষ্টি হলো।
ক. ভারতের কোন গভর্নরের সময় বঙ্গভঙ্গ করা হয়?
খ. বেঙ্গল প্যাক্ট কত সালে কার নেতৃত্বে সম্পাদিত হয়েছিল?
গ. উদ্দীপকের ভাগ কর ও শাসন কর নীতিটির প্রেক্ষাপট ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উলিখিত প্রদেশ বিভক্তির সাম্প্রদায়িক প্রভাব বিশ্লেষণ কর।
১৩. ঢ রাষ্ট্রের স্বাধীনতার পর থেকেই শাসকগোষ্ঠী রাষ্ট্রের একটি অঞ্চলের জনগণের প্রতি বিমাতাসুলভ আচরণ শুরু করে। শাসকগোষ্ঠীর নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয় এবং এক পর্যায়ে জনগণের প্রিয় নেতা শাসকগোষ্ঠীর কাছে কিছু দাবি/কর্মসূচি উত্থাপন করেন।
ক. কখন, কোথায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদান করা হয়?
খ. ৬ দফাকে পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি বলা হয় কেন? ২
গ. উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকে কোনো ঘটনার সাথে সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি ছিল ‘বাঙালির মুক্তির সনদ’- উক্তিটি বিশেষণ কর।
১৪. রক্তাক্ত সংগ্রামের পর ‘ক’ রাষ্ট্র স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের এক বছরের মধ্যে তারা পৃথিবীর একটি অন্যতম সেরা সংবিধান প্রণয়ন করতে সক্ষম হন। এ সংবিধানে উলেখ আছে, ‘জনগণই ক্ষমতার উৎস’।
ক. সংবিধান কী?
খ. ‘সংসদীয় গণতন্ত্র’ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উলিখিত সংবিধানের সাথে কোন দেশের সংবিধানের মিল আছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উলিখিত উক্তিটি বাংলাদেশ সংবিধানের আলোকে বিশেষণ কর।
১৫. রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ দেশরক্ষা বিভাগ ও পুলিশ বিভাগ নিয়ে ‘ক’ রাষ্ট্রটির নির্বাহী বিভাগ গঠিত। এ রাষ্ট্রটির রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক প্রধান, সরকারপ্রধান নন। প্রধানমন্ত্রী হলেন দেশটির শাসনব্যবস্থার মধ্যমণি, মন্ত্রিসভার মূলস্তম্ভ।
ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নির্বাহী কর্তৃত কার হাতে ন্যস্ত?
খ. রাষ্ট্রপতির অভিশংসন পদ্ধতি কীরূপ?
গ. বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে উদ্দীপকে উলিখিত ‘ক’ রাষ্ট্রের রাষ্ট্রপতির মিল কতটুকু তা ব্যাখ্যা কর।
ঘ. ‘প্রধানমন্ত্রী বাংলাদেশের শাসনব্যবস্থার মধ্যমণি’- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
১৬. দ্বাদশ শ্রেণির ছাত্রী রুমী তার এলাকার একটি সংস্থা সম্পর্কে পড়ছিল। সংস্থাটি জনগণের সুবিধার্থে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ, মেরামত ও সংরক্ষণ, জন্ম-মৃত্যু, রেজিস্ট্রিকরণ ইত্যাদি কাজ করে থাকে। এছাড়া স্থানীয় পর্যায়ে কর ধার্য ও আদায়ের পাশাপাশি সরকার নির্ধারিত বিভিন্ন ধরনের রাজস্ব সংগ্রহে সরকারেকে সহায়তা করে থাকে।
ক. বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশন কয়টি এবং কী কী?
খ. সচিবালয় বলতে কী বোঝায়?
গ. রুমী যে সংস্থাটি সম্পর্কে পড়ছিল সেটি কোন ধরনের সংস্থা? ব্যাখ্যা কর।
ঘ. সংস্থাটি উদ্দীপকে বর্ণিত কাজসমূহ ছাড়া আর কোন কোন ক্ষেত্রে ভূমিকা রাখে? তোমার পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা কর।
১৭. বাংলাদেশ সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী একটি সাংবিধানিক সংস্থা প্রজাতন্ত্রের ফর্মে লোক নিয়োগ করে থাকে।
ক. ১৯৭০ সালের নির্বাচনে কেন্দ্রে আওয়ামী লীগ কয়টি আসন পায়?
খ. সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কার্যাবলি আলোচনা কর।
ঘ. দক্ষ প্রশাসন গড়ে তুলতে প্রতিষ্ঠানটির ভূমিকা কীরূপ হওয়া প্রয়োজন? মতামত দাও।
১৮. ২০০৭ সালে আবিরের ১৮ বছর পূর্ণ হয়। ভোটার হতে পারবে বলে সে ভীষণ খুশি। উক্ত বছরে অপারেশন হালনাগাদের আওতায় ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হয় এবং এ কার্যক্রমে নতুন এবং পুরাতন সকল ভোটারের তালিকা প্রণয়ন করা হয়।
ক. নির্বাচন কী?
খ. নির্বাচন কমিশন কীভাবে গঠিত হয়?
গ. উদ্দীপকে আবিরের বয়স বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কোন বিষয়ের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
ঘ. ছবিসহ ভোটার তালিকা কি নির্বাচনে কারচুপি বন্ধে ভূমিকা রাখতে সক্ষম? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
১৯. ক ও খ দুটি প্রতিবেশী রাষ্ট্র। রাষ্ট্র দু’টির মধ্যে সমুদ্রসীমা নিয়ে বিরোধ দেখা দিলে জাতিসংঘের একটি শাখায় বিরোধ নিষ্পত্তির আবেদন করা হয়। উক্ত শাখাটি বিরোধ নিষ্পত্তি করে দেয়। এছাড়া জাতিসংঘ বিভিনড়ব সময়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় অনেক ভূমিকা রাখে।
ক. সার্ক- এর পূর্ণনাম লেখ।
খ. জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝায়?
গ. জাতিসংঘের কোন শাখা ক ও খ রাষ্ট্রের বিরোধ মীমাংসা করেছে? বিষয়টি ব্যাখ্যা কর।
ঘ. বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের গুরুত্ব বিশ্লেষণ কর।
২০. প্রতিদিন ভোরের কাগজ খুললেই খাদ্যে ভেজালের ভয়াবহ সচিত্র প্রতিবেদন দেখতে পাওয়া যায়। মানুষ নামের কলঙ্ক কিছু অসাধু ব্যক্তি খাদ্যে ভেজালের সাথে যুক্ত। এমন কোনো খাদ্যসামগ্রী নেই যাতে তারা ভেজাল মেশাচ্ছে না। এরা খাদ্যসামগ্রী, মাছ, সবজি, ফলমূল সবকিছুতেই যেভাবে বিষাক্ত কেমিক্যালস, বিষাক্ত রং, কীটনাশক, ফরমালিন, ডিডিটি প্রভৃতি মেশাচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ক. এইডস কী?
খ. ইভটিজিং বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে দেখা যাচ্ছে যে, একশ্রেণির ব্যবসায়ী বাংলাদেশে খাদ্যসামগ্রীতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশাচ্ছে। এর ক্ষতিকর পরিণতি সম্পর্কে আলোচনা কর।
ঘ. খাদ্যে ভেজাল প্রতিরোধে তুমি কী কী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে?
শিক্ষার্থীরা উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পৌরনীতি ও সুশাসন ২য় পত্র টেস্ট পেপার Download করে নাও। এইচএসসি অন্যান্য বিষয়ের টেস্ট পেপার ডাউনলোড করতে এই লিংকে করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post