পৌরনীতি ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : ছোট একটি শহরের জনপ্রতিনিধি জনাব কামরুল ইসলাম তার শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাট ও খেলাধুলার উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। অন্যান্য সদস্যের সহায়তায় তিনি এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, নিরক্ষরতা দূরীকরণ এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যাবলি সম্পাদন করেন। তিনি ও তার ৪ জন সদস্য নিয়ে গঠিত সালিশি আদালত এলাকার ছোটখাটো বিবাদ ও কলহের মীমাংসা করতে পারেন।
ক. স্থানীয় সরকার কাকে বলে?
খ. সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝায়?
গ. জনাব কামরুল ইসলাম যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের প্রধান তার গঠন উল্লেখ করো।
ঘ. উক্ত স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সকল কার্যক্রম উদ্দীপকে প্রতিফলিত হয়নি – মন্তব্য করো।
সৃজনশীল প্রশ্ন ২ : বিধান সরকার একটি সংস্থার নির্বাচিত প্রধান। তার সংস্থায় তিনিসহ মোট ১৩ (তেরো) জন নির্বাচিত প্রতিনিধি আছেন। তাদের কাজে সাহায্য করার জন্য সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন সেক্রেটারি কর্মরত আছেন।
ক. স্থানীয় শাসন কী?
খ. স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
গ.উদ্দীপকের বিধান সরকার কোন ধরনের সংস্থার প্রধান? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত সংস্থা গ্রামীণ জনগণের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে – বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : রফিক সাহেব গ্রামকেন্দ্রিক স্থানীয় স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রধান। তিনিসহ আরো কয়েকজন জনপ্রতিনিধির সমন্বয়ে এ প্রতিষ্ঠান গঠিত। দাপ্তরিক কাজ সম্পাদনের জন্য একজন সরকারি বেতনভু্ক্ত কর্মচারিও নিযুক্ত। রফিক সাহেব অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে তার নির্বাচনি এলাকার সমস্যা সমাধানে কাজ করতে চান। কিন্তু এক্ষেত্রে তিনি কিছু সীমাবন্ধতাও অনুভব করেন।
ক. বাংলাদেশের তিনটি স্থানীয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নাম লিখ।
খ. স্থানীয় সরকার বলতে কী বোঝ?
গ. জনাব রফিক কোন পদে আসীন? তার প্রতিষ্ঠানের গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের আলোকে জনাব রফিকের প্রতিষ্ঠান কী কাজ করে? প্রতিষ্ঠানের কার্যাবলি পরিচালনার ক্ষেত্রে তার সীমাবদ্ধতা কী? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব রাজু একটি গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নির্বাচিত প্রধান। তিনি জনগণের বিবাদ মিটিয়ে থাকেন। নানা কাজে তাকে প্রায়ই উপজেলা ও জেলা সদরে যেতে হয়। এভাবে সারাদিন তিনি জনকল্যাণে কাজ করে যান।
ক. পৌরসভার প্রধানের পদ কী?
খ. উপজেলা পরিষদের কাজ লিখ।
গ. রাজু কোন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান? তার গঠন-কাঠামো ব্যাখ্যা করো।
ঘ. উক্ত প্রতিষ্ঠানের সকল নির্বাচিত ব্যক্তিকে রাজুর মত হওয়া উচিত- বিশ্লেষণ করো
সৃজনশীল প্রশ্ন ৫ : বাংলাদেশের পল্লি অঞ্চলের জনগণের সমস্যা সমাধান ও উন্নয়নের জন্য একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের একজন চেয়ারম্যান, নয়জন সদস্য ও তিনজন মহিলা সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।
ক. স্থানীয় শাসন কী?
খ. স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ প্রতিষ্ঠান গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : স্থানীয় সমস্যা সমাধানের জন্য ‘ক’ নামক-একটি সংস্থা গড়ে তোলা হয়েছে। স্থানীয় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি দ্বারা সংস্থাটি পরিচালিত হয়। এ সংস্থার সদস্যগণ স্থানীয় বিষয়ে নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে। অন্যদিকে, এ এলাকায় সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের জন্য রয়েছে ‘খ’ নামক আরেকটি সংস্থা। এ সংস্থার জন্য সরকার প্রয়োজনীয় কর্মকর্তা, কর্মচারীদের নিয়োগ দিয়ে থাকে।
ক. কতজন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়?
খ. পৌরসভার গঠন সম্পর্কে কী জান?
গ. ‘ক’ নামক সংস্থাটি স্থানীয় পর্যায়ে কি ধরনের শাসন? ব্যাখ্যা কর।
ঘ. ‘ক’ ও ‘খ’ সংস্থার মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : মরিয়ম বেগম হারবাং গ্রামে বাস করে। সে গ্রামের কয়েকজন দুঃস্থ মহিলাকে নিয়ে একটি কুটির শিল্প গড়ে তোলে। কিন্তু অল্পদিনের মধ্যেই তারা অর্থ সংকটে পড়ে। তাদের কিছু মালামালও চুরি হয়ে যায়। তখন তারা বেশ হতাশ হয়ে পড়ে। এ সময় তাদের এলাকার একটি স্থানীয় স্বায়ত্রশাসিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তাদের বেশ সহযোগিতা করে। ফলে তাদের প্রতিষ্ঠানটি এখন অনেক বড় হয়েছে।
ক. বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কয়টি?
খ. পৌরসভার গঠন বর্ণনা করো।
গ. উদ্দীপকে যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের কথা বলা হয়েছে তার কার্যাবলি সংক্ষেপে লিখ ।
ঘ. তুমি কি মনে কর, উক্ত সংস্থা গ্রামের অর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : বর্ষার জলাবদ্ধতা নগর জীবনের এক অভিশাপ। নগরবাসীকে এই সংকট হতে মুক্তি দেয়ার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়। নালা নর্দমা পরিষ্কার, জলাশয় ভরাট রোধ, জনসচেতনতা সৃষ্টি ইত্যাদি নানা পদক্ষেপ নেওয়া হয়। সরকারের একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এসব কাজ করে থাকে। যেহেতু নির্বাচিত প্রতিনিধিরা এসব কাজে নিয়োজিত তাই জনগণের প্রত্যাশা তাদের প্রতি অত্যাধিক। বাংলাদেশে এবুপ প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় তিন শতাধিক।
ক. ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা সদস্য সংখ্যা কত?
খ. স্থানীয় সরকার কাকে বলে?
গ. উদ্দীপকে যে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে তা নগর উন্নয়নে কী কী কাজ করতে পারে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত সংস্থাকে শত্তিশালী করার জন্য কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে- তোমার সুপারিশসমূহ লিখ ।
সৃজনশীল প্রশ্ন ৯ : আবীর গ্রামে বাস করে। সে এবার প্রথম একটি স্থানীয় পরিষদের নির্বাচনে ভোট দিয়েছে। বিধি অনুযায়ী সে এই সংস্থার নির্বাচনে মোট তিন জনকে ভোট দেবার সুযোগ পায়। সংস্থাটিতে মোট ১৩ জন নির্বাচিত হন জনগণের প্রত্যক্ষ ভোটে । আবীর মনে করে, উত্ত সংস্থাটি স্থানীয় জনমতের প্রাধান্য দিয়ে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখবে এবং স্থানীয় জনগণকে সকল কাজে সম্পৃক্ত করবে।
ক. মুসলিম লীগ কবে গঠিত হয়?
খ. দ্বৈত শাসন বলতে কী বোঝ?
গ. স্থানীয় জনগণের উন্নতিতে এই সংস্থাটি কী কী ভূমিকা রাখছে? আলোচনা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানে জনগণের অংশগ্রহণ যত বেশি হবে গণতন্ত্রে ভীতও শক্তিশালী হবে – তুমি কি একমত? যুক্তি দেখাও ।
সৃজনশীল প্রশ্ন ১০ : চুন্নু মিয়া স্থানীয় গ্রামভিত্তিক স্বায়ত্তশাসিত সরকারের প্রধান। তিনিসহ আরো কয়েকজন জনপ্রতিনিধির সমন্বয় এ প্রতিষ্ঠান গঠিত। দাপ্তরিক কাজ সম্পাদনের জন্য একজন সরকারি বেতনভুক্ত কর্মচারিও নিযুক্ত। রফিক সাহেব অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে তার নির্বাচনি এলাকার সমস্যা সমাধানে কাজ করতে চান। কিন্তু এক্ষেত্রে তিনি কিছু সীমাবদ্ধতা ও অনুভব করেন।
ক. দুনীতি কাকে বলে?
খ. খাদ্যে ভেজাল রোধ করা প্রয়োজন কেন?
গ. চুন্নু মিয়া কোন পদে আসীন? তার প্রতিষ্ঠানের কার্যাবলী বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের আলোকে চুনু মিয়ার প্রতিষ্ঠান কী কাজ করে? প্রতিষ্ঠানের কার্যাবলি পরিচালনার ক্ষেত্রে তার সীমাবদ্ধতা কী? বিশ্লেষণ কর।
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরসহ প্রশ্নগুলো ডাউনলোড করে নাও। এইচএসসি শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post