এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য পৌরনীতির গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- রাষ্ট্র ও সরকার ব্যবস্থা।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের পৌরনীতি বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় mcq
১. ‘এক দেশের এক নেতা’ – এটি কোন রাষ্ট্রীয় ব্যবস্থার আদর্শ?
ক. গণতান্ত্ৰিক
খ. সমাজতান্ত্রিক
গ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
ঘ. একনায়কতান্ত্রিক
২. গণতন্ত্রে কীভাবে সরকার গঠন করা হয়?
ক. উত্তরাধিকারের মাধ্যমে
খ. নির্বাচনের মাধ্যমে
গ. আইনসভার মাধ্যমে
ঘ. সমতার মাধ্যমে
৩. রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান?
ক. রাজনৈতিক
খ. সামাজিক
গ. অর্থনৈতিক
ঘ. সাংস্কৃতিক
৪. কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র?
ক. ভারত
খ. যুক্তরাষ্ট্র
গ. যুক্তরাজ্য
ঘ. চীন
৫. কোন শাসন ব্যবস্থায় মাথা গণনা করা হয়, মেধার বিচার করা হয় না?
ক. সমাজতান্ত্রিক
খ. গণতান্ত্ৰিক
গ. যুক্তরাষ্ট্রীয়
ঘ. একনায়কতান্ত্রিক
৬. এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?
ক. জাতীয় ঐক্যের প্রতীক
খ. কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
গ. আঞ্চলিক সমস্যার সমাধান সহজ
ঘ. বড় রাষ্ট্রের জন্য উপযোগী
৭. ‘এক জাতি, একদেশ, একনেতা’– কোন শাসনব্যবস্থার আদর্শ?
ক. গণতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
গ. পুঁজিবাদী
ঘ. একনায়কতান্ত্রিক
৮. ক্ষমতা বণ্টন নীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয়ভাগে ভাগ করা হয়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৯. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে কোন দেশে?
ক. যুক্তরাজ্য
খ. বাংলাদেশ
গ. জাপান
ঘ. কানাডা
১০. রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
ক. জনসমষ্টি
খ. নির্দিষ্ট ভূখণ্ড
গ. সরকার
ঘ. সার্বভৌমত্ব
১১. যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা রাষ্ট্রের সকল জনগণের ওপর ন্যস্ত থাকে তাকে কী বলে?
ক. পুঁজিবাদী রাষ্ট্র
খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র
গ. স্বৈরতান্ত্রিক রাষ্ট্র
ঘ. গণতান্ত্রিক রাষ্ট্র
১২. রাষ্ট্রের উপাদান কয়টি?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
১৩. কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র?
ক. বাংলাদেশ
খ. ব্রিটেন
গ. ভারত
ঘ. কিউবা
১৪. অর্থনৈতিক ব্যবস্থার ওপর ভিত্তি করে রাষ্ট্র কয় প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৫. ব্যক্তিমালিকানা স্বীকৃত থাকে কোন অর্থব্যবস্থায়?
ক. পুঁজিবাদী
খ. সমাজতান্ত্রিক
গ. একনায়কতান্ত্রিক
ঘ. গণতান্ত্রিক
১৬. কোন রাষ্ট্রে উৎপাদনের মালিকানা সরকারের নিয়ন্ত্রাধীন নয়?
ক. চীন
খ. কিউবা
গ. বাংলাদেশ
ঘ. সোভিয়েত রাশিয়া
১৭. কীসের মাধ্যমে পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদন পরিচালিত হয়?
ক. ব্যবস্থাপনার
খ. অবাধ প্রতিযোগিতার
গ. শ্রমের
ঘ. মূলধনের
১৮. কোন রাষ্ট্রব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে?
ক. পুঁজিবাদী
খ. সমাজতান্ত্রিক
গ. গণতান্ত্রিক
ঘ. একনায়কতান্ত্রিক
১৯. কোন অর্থনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণের মতপ্রকাশের সুযোগ থাকে না?
ক. সমাজতান্ত্রিক
খ. একনায়কতান্ত্রিক
গ. গণতান্ত্রিক
ঘ. এককেন্দ্রিক
২০. ক্ষমতার উৎসের ভিত্তিতে গঠিত রাষ্ট্রব্যবস্থা কোনটি?
ক. সমাজতান্ত্রিক
খ. পুঁজিবাদী
গ. রাজতান্ত্রিক
ঘ. গণতান্ত্রিক
২১. রাষ্ট্র কেমন হতে পারে?
ক. বিভিন্ন রকম
খ. কোনো রকম
গ. স্বাভাবিক
ঘ. সন্ত্রাসী
২২. সামাজিক ও রাজনৈতিক চাহিদার জন্য রাষ্ট্রের সরকার ব্যবস্থা কেমন হয়?
ক. বিভিন্ন প্রকৃতির
খ. কোনোরকম
গ. অস্বাভাবিক
ঘ. একনায়কতান্ত্রিক
২৩. রাষ্ট্রের উপাদান কোনটি?
ক. সরকার
খ. রাষ্ট্রপ্রধান
গ. সংবিধান
ঘ. কেন্দ্রীয় ব্যাংক
২৪. ‘রাষ্ট্র’ ও ‘সরকার’-এর ক্ষেত্রে প্রযোজ্য উক্তি কোনটি?
ক. প্রত্যয় দুটি সমার্থক
খ. প্রত্যয় দুটি মৌলিক
গ. প্রত্যয় দুটি পরিপূরক
ঘ. প্রত্যয় দুটি সম্পূরক
২৫. রাষ্ট্র কেমন ধরনের প্রতিষ্ঠান?
ক. স্থায়ী
খ. অস্থায়ী
গ. বিমূর্ত
ঘ. খণ্ডকালীন
২৬. কোনটি সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী?
ক. জনগণ
খ. আদালত
গ. রাষ্ট্র
ঘ. রাজনৈতিক দল
২৭. কোনটি রাষ্ট্রের মৌলিক উপাদান?
ক. আমলা
খ. রাজনৈতিক দল
গ. নির্বাচন কমিশন
ঘ. সরকার
২৮. উৎপাদন ও বণ্টনব্যবস্থা রাষ্ট্রীয় মালিকানায় সম্পাদিত হয় কোন সরকারব্যবস্থায়?
ক. রাজনৈতিক
খ. ধর্মতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক
ঘ. পুঁজিবাদী
২৯. সমাজতান্ত্রিক রাষ্ট্র কোন রাষ্ট্রের বিপরীত হয়?
ক. গণতান্ত্ৰিক
খ. পুঁজিবাদী
গ. একনায়কতান্ত্রিক
ঘ. স্বৈরতান্ত্রিক
৩০. পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত রাষ্ট্র কোনটি?
ক. গণতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
গ. জনকল্যাণমূলক
ঘ. যুক্তরাষ্ট্রীয়
৩১. পৃথিবীর অধিকাংশ দেশে কোন ধরনের রাষ্ট্রব্যবস্থা দেখতে পাওয়া যায়?
ক. সমাজতান্ত্রিক
খ. গণতান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক
ঘ. একনায়কতান্ত্রিক
৩২. গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার গুণ কোনটি?
ক. ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ
খ. মিতব্যয়ী শাসনব্যবস্থা
গ. প্রতিবছর নির্বাচন
ঘ. একক সিদ্ধান্ত গ্রহণ
৩৩. গণতান্ত্রিক রাষ্ট্রে কোন গুণটি দেখা যায় বলে তুমি মনে কর?
ক. ব্যয়বহুল শাসনব্যবস্থা
খ. দায়িত্বশীল শাসন
গ. ঘনঘন নীতির পরিবর্তন
ঘ. সংখ্যার ওপর গুরুত্ব
৩৪. গণতান্ত্রিক রাষ্ট্রে শাসক কাদের নিকট দায়বদ্ধ থাকে?
ক. জনগণের
খ. সংসদের
গ. সুশীল সমাজের
ঘ. মন্ত্রিপরিষদের
৩৫. গণতান্ত্রিক রাষ্ট্র সততার সাথে দায়িত্ব পালন করে কেন?
ক. ভোট লাভের আশায়
খ. জনগণের ভয়ে
গ. সরকারের স্থায়িত্বের জন্য
ঘ. বৈদেশিক সাহায্য লাভের আশায়
৩৬. গণতন্ত্রের মূলমন্ত্র কী?
ক. স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব
খ. অধিকার, সাম্য ও স্বাধীনতা
গ. কর্তব্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
ঘ. অধিকার, কর্তব্য ও সাম্য
৩৭. গণতন্ত্রের ত্রুটি কোনটি?
ক. ব্যয়বহুল পদ্ধতি
খ. রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি
গ. সরকারের কার্যক্রমের প্রকাশ
ঘ. নাগরিকের অধিকার সম্পর্কে জানা
৩৮. নির্বাচনে প্রতিটি দল প্রচুর অর্থ ব্যয় করার কারণ কী?
ক. নিজেদের সামর্থ্য প্রকাশ
খ. জনগণের সমর্থন আদায়
গ. প্রভাব বিস্তার করা
ঘ. দৃষ্টি আকর্ষণ করা
৩৯. কোন ধরনের শাসনব্যবস্থায় আইনের চোখে সবাই সমান বলে গণ্য হয়?
ক. সমাজতান্ত্রিক
খ. গণতান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক
ঘ. একনায়কতান্ত্রিক
৪০. গণতন্ত্রের শক্তিশালী রক্ষাকবচ কোনটি?
ক. শাসন বিভাগের প্রাধান্য
খ. বিচার বিভাগের স্বাধীনতা
গ. আইন বিভাগের প্রাধান্য
ঘ. বিচার বিভাগের কর্তব্যপরায়ণতা
৪১. একনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় কার হাতে ক্ষমতা ন্যস্ত থাকে?
ক. জনগণের
খ. শাসক ও শাসিতের
গ. রাষ্ট্রনায়কের
ঘ. সামরিক বাহিনীর
৪২. একনায়কতান্ত্রিক ব্যবস্থায় সরকার প্রধানকে কী বলে আখ্যায়িত করা হয়?
ক. ডিকটেটর
খ. মহানায়ক
গ. সামরিক জান্তা
ঘ. পরিচালক
৪৩. কোন শাসনব্যবস্থায় জবাবদিহিতা অনুপস্থিত থাকে?
ক. স্বৈরতন্ত্রে
খ. রাজতন্ত্রে
গ. গণতন্ত্রে
ঘ. একনায়কতন্ত্রে
৪৪. একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থায় কোনটি পরিলক্ষিত হয়?
ক. একটি রাজনৈতিক দল
খ. বহু রাজনৈতিক দল
গ. মন্ত্রিসভা শাসিত সরকার
ঘ. গণমাধ্যমের স্বাধীনতা
৪৫. রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রে নিয়ন্ত্রণ থাকে কোন ব্যবস্থায়?
ক. একনায়কতন্ত্রে
খ. রাজতন্ত্রে
গ. গণতন্ত্রে
ঘ. ধনতন্ত্রে
৪৬. একনায়কতন্ত্রে গণমাধ্যম কার নিয়ন্ত্রণে থাকে?
ক. দলের নেতার
খ. দলের উপনেতার
গ. সামরিক প্রধানের
গ. মন্ত্রিপরিষদের উপদেষ্টাগণের
৪৭. একনায়কতন্ত্রে গণমাধ্যম কার গুণকীর্তনে লিপ্ত থাকে?
ক. জনগণের
খ. সম্পদের
গ. সরকারি দলের
ঘ. দলের নেতার
৪৮. একনায়কতন্ত্রের মূলমন্ত্র কী?
ক. অপেক্ষা কর এবং দেখ
খ. এক ব্যক্তি এক ভোট
গ. কাজ কর ও মান্য কর
ঘ. জনগণের সেবাই মহান ব্ৰত
৪৯. এককেন্দ্রিক রাষ্ট্রে কীসের মাধ্যমে রাষ্ট্রের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্ৰীয় সরকারের হাতে ন্যস্ত থাকে?
ক. প্রার্থীর মাধ্যমে
খ. আইনের মাধ্যমে
গ. সংবিধানের মাধ্যমে
ঘ. রাজনৈতিক দলের মাধ্যমে
৫০. এককেন্দ্রিক রাষ্ট্রে শাসনতান্ত্রিক ক্ষমতা কার নিকট ন্যস্ত থাকে?
ক. কেন্দ্রীয় সরকার
খ. আঞ্চলিক সরকার
গ. প্রাদেশিক সরকার
ঘ. নগর সরকার
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post