এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য পৌরনীতির গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- বাংলাদেশের সরকার ব্যবস্থা।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের পৌরনীতি বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ অধ্যায় mcq
১. বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হয়?
ক. ৩০
খ. ৩৫
গ. ৪৫
ঘ. ২৫
২. বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা কত?
ক. ৩০০
খ. ৩৪৫
গ. ৩৫০
ঘ. ৪৫০
৩. নিচের ডায়াগ্রামটি লক্ষ কর এবং “?” স্থানে কী হবে লেখ।
ক. জাতীয় সংসদ
খ. সুপ্রিমকোর্ট
গ. হাইকোর্ট
ঘ. আইন মন্ত্রণালয়
৪. জাতীয় সংসদে উত্থাপিত বিল কার সম্মতি ছাড়া আইনে পরিণত হয় না?
ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. স্পিকার
ঘ. ডেপুটি স্পিকার
৫. কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত?
ক. ৩
খ. ৪
গ. ৭
ঘ. ৮
৬. বাংলাদেশের প্রকৃত শাসনক্ষমতা কোন পরিষদের হাতে ন্যস্ত?
ক. জেলা পরিষদ
খ. ইউনিয়ন পরিষদ
গ. মন্ত্রিপরিষদ
ঘ. উপজেলা পরিষদ
৭. বাংলাদেশের সরকার প্রধান কে?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. প্রধান বিচারপতি
ঘ. অ্যাটর্নি জেনারেল
৮. কার নেতৃত্বে মন্ত্রিপরিষদ দেশের শাসনকার্য পরিচালনা করে?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. প্রধান বিচারপতি
ঘ. অ্যাটর্নি জেনারেল
৯. শাসন বিভাগের অন্য নাম কী?
ক. নির্বাহী বিভাগ
খ. আইন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ. প্রশাসন বিভাগ
১০. বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল কোন সময়ে?
ক. ভাষা আন্দোলনের সময়ে
খ. স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে
গ. স্বাধীনতা পরবর্তী সময়ে
ঘ. গণঅভ্যুত্থানের সময়ে
১১. রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কাকে?
ক. প্রশাসন বিভাগকে
খ. বিচার বিভাগকে
গ. আইন বিভাগকে
ঘ. সামরিক বিভাগকে
১২. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
ক. মন্ত্ৰী
খ. উপমন্ত্ৰী
গ. সচিব
ঘ. মহাপরিচালক
১৩. সংরক্ষিত আসন কাদের জন্য নির্দিষ্ট?
ক. সংখ্যালঘু
খ. মহিলা
গ. উপজাতি
ঘ. পাহাড়ি
১৪. জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত বা ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন কে?
ক. প্রধানমন্ত্ৰী
খ. স্পিকার
গ. জনগণ
ঘ. মন্ত্রিপরিষদ
১৫. রাষ্ট্রের সকল সম্মানের উৎস কে?
ক. জাতির পিতা
খ. রাষ্ট্রপতি
গ. প্ৰধানমন্ত্ৰী
ঘ. প্রধান বিচারপতি
১৬. কার নেতৃত্বে সংসদে আইন প্রণয়ন করা হয়?
ক. রাষ্ট্রপতি
খ. রাজনীতিবিদ
গ. প্ৰধানমন্ত্ৰী
ঘ. সেনাপ্রধান
১৭. জাতীয় সংসদ নির্বাচন কত বছর পরপর অনুষ্ঠিত হয়?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
১৮. জাতীয় সংসদে কমপক্ষে কতজন সদস্য উপস্থিত থাকলে কোরাম হয়?
ক. ৬০
খ. ৫৫
গ. ৫২
ঘ. ৫০
১৯. রাষ্ট্রের তহবিল বা অর্থের রক্ষাকারী কে?
ক. বাংলাদেশ ব্যাংক
খ. জাতীয় সংসদ
গ. অডিটর জেনারেল
ঘ. অর্থমন্ত্রী
২০. জাতীয় সংসদের প্রধান কাজ কোনটি?
ক. স্থানীয় শাসন সংক্রান্ত
খ. বিচার সংক্রান্ত
গ. আইন প্রণয়ন
ঘ. উন্নয়নমূলক
২১. কোনটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারে?
ক. আপিল বিভাগ
খ. শাসন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ. হাইকোর্ট বিভাগ
২২. বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় কত সালে?
ক. ১৯৬৯
খ. ১৯৭০
গ. ১৯৭১
ঘ. ১৯৭২
২৩. কত তারিখে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়?
ক. ১০ এপ্রিল
খ. ১ মে
গ. ১১ জুলাই
ঘ. ১০ ডিসেম্বর
২৪. বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
ক. স্বৈরতান্ত্রিক
খ. গণপ্রজাতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক
ঘ. একনায়কতান্ত্রিক
২৫. সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি কে?
ক. প্রধানমন্ত্রী
খ. স্পিকার
গ. রাষ্ট্রপতি
ঘ. প্রধান বিচারপতি
২৬. রাষ্ট্রের কাজ পরিচালনার জন্য রাষ্ট্রপতি কার পরামর্শ নেয়?
ক. স্পিকার
খ. প্রধানমন্ত্রী
গ. স্বরাষ্ট্রমন্ত্রী
ঘ. পররাষ্ট্রমন্ত্রী
২৭. বাংলাদেশের আইনসভার নাম কী?
ক. ফোকেটিং
খ. জাতীয় সংসদ
গ. পার্লামেন্ট
ঘ. ডায়েট
২৮. বাংলাদেশের আইনসভা কীরূপ?
ক. দ্বিকক্ষবিশিষ্ট
খ.এককক্ষবিশিষ্ট
গ. যুক্তরাষ্ট্রীয়
ঘ. ত্রিকক্ষবিশিষ্ট
২৯. আইন প্রণয়নের সকল ক্ষমতা রয়েছে কার?
ক. সচিবালয়ের
খ. জাতীয় সংসদের
গ. তথ্য মন্ত্রণালয়ের
ঘ. বিচার বিভাগের
৩০. জাতীয় সংসদে সংরক্ষিত আসন কয়টি?
ক. ১৫
খ. ৩০
গ. ৪৫
ঘ. ৫০
৩১. সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কীভাবে নির্বাচিত হন?
ক. সংসদ সদস্যদের ভোটে
খ. জনগণের ভোটে
গ. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ইচ্ছায়
ঘ. বিচারপতিদের ভোটে
৩২. মাঠ প্রশাসনের সবচেয়ে উপরের স্তর কোনটি?
ক. বিভাগীয় প্রশাসন
খ. অধিদপ্তর
গ. জেলা প্রশাসন
ঘ. উপজেলা প্রশাসন
৩৩. মাঠ প্রশাসনে দ্বিতীয় ধাপ কোনটি?
ক. বিভাগীয় প্রশাসন
খ. জেলা প্রশাসন
গ. উপজেলা প্রশাসন
ঘ. গ্রাম প্রশাসন
৩৪. কোন প্রশাসন একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত?
ক. বিভাগীয় প্রশাসন
খ. জেলা প্রশাসন
গ. উপজেলা প্রশাসন
ঘ. ইউনিয়ন পরিষদ
৩৫. সচিবালয় কীভাবে গঠিত?
ক. মন্ত্রিদের নিয়ে
খ. সচিবদের নিয়ে
গ. কয়েকটি মন্ত্রণালয় নিয়ে
ঘ. কয়েকটি সামরিক সংস্থা নিয়ে
৩৬. একটি মন্ত্রণালয় কীসের অধীনে ন্যস্ত থাকে?
ক. একজন মন্ত্রীর
খ. একজন সচিবের
গ. একজন প্রতিমন্ত্রীর
ঘ. একজন কূটনীতিকের
৩৭. মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
ক. মন্ত্ৰী
খ. অতিরিক্ত সচিব
গ. সচিব
ঘ. কমিশনার
৩৮. আইনসভার নেতা কে?
ক. প্রধানমন্ত্রী
খ. আইনমন্ত্রী
গ. স্বরাষ্ট্রমন্ত্রী
ঘ. প্রধান বিচারপতি
৩৯. বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?
ক. ৪
খ. ৫
গ. ৭
ঘ. ৮
৪০. বাংলাদেশে বার্ষিক বাজেট প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন কে?
ক. অর্থমন্ত্রী
খ. প্ৰধানমন্ত্রী
গ. বাণিজ্যমন্ত্রী
ঘ. রাষ্ট্রপতি
৪১. প্রধানমন্ত্রীকে কেন পদত্যাগ করতে হয়?
ক. বিদেশে যাওয়ার কারণে
খ. সংসদ অনাস্থা আনলে
গ. অসুস্থ হলে
ঘ. কর পরিশোধ না করলে
৪২. কার পদত্যাগে মন্ত্রিসভা ভেঙে যায়?
ক. রাষ্ট্রপতির
খ. প্রধানমন্ত্রীর
গ. প্রধান বিচারপতির
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রীর
৪৩. সরকারের স্তম্ভ বলা হয় কাকে?
ক. প্রধানমন্ত্রীকে
খ. রাষ্ট্রপতিকে
গ. স্পিকারকে
ঘ. অর্থমন্ত্রীকে
৪৪. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর স্তর কয়টি?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৪৫. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর প্রথম স্তর কোনটি?
ক. কেন্দ্ৰীয় প্রশাসন
খ. মাঠ প্রশাসন
গ. স্থানীয় প্রশাসন
ঘ. জেলা প্রশাসন
৪৬. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর দ্বিতীয় স্তর কোনটি?
ক. জেলা প্রশাসন
খ. কেন্দ্রীয় প্রশাসন
গ. মাঠ প্রশাসন
ঘ. স্থানীয় প্রশাসন
৪৭. জাতীয় তহবিলের অভিভাবক কে?
ক. রাষ্ট্রপতি
খ. প্ৰধানমন্ত্রী
গ. জাতীয় সংসদ
ঘ. অর্থমন্ত্রী
৪৮. কোন বিভাগ আইনের অনুশাসন ও দেশের সংবিধান অক্ষুণ্ণ রাখে?
ক. আইন
খ. শাসন
গ. বিচার
ঘ. আইন ও বিচার
৪৯. সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
ক. জজকোর্ট
খ. সুপ্রিমকোর্ট
গ. হাইকোর্ট
ঘ. মুন্সেফ কোর্ট
৫০. সুপ্রিমকোর্টের কয়টি বিভাগ রয়েছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post