এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য পৌরনীতির গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের পৌরনীতি বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় mcq
১. কোনটি ব্যতীত গণতান্ত্রিক সরকার গঠন অসম্ভব?
ক. ধর্মভিত্তিক দল
খ. সামাজিক দল
গ. রাজনৈতিক দল
ঘ. সাংস্কৃতিক দল
২. প্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিকে কী বলে?
ক. জনমত
খ. নির্বাচন প্রক্রিয়া
গ. নির্বাচকমণ্ডলী
ঘ. নির্বাচন
৩. বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদের আওতায় নির্বাচন কমিশন গঠিত হয়?
ক. ১৮১
খ. ১৮১
গ. ১১৯
ঘ. ১৯১
৪. কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই?
ক. ভারত
খ. সৌদি আরব
গ. আমেরিকা
ঘ. নেপাল
৫. ২০০৫ সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল?
ক. উগান্ডা
খ. কিউবা
গ. কুয়েত
ঘ. সৌদি আরব
৬. কোন দেশের রাষ্ট্রপতি মধ্যবর্তী সংস্থা কর্তৃক নির্বাচিত হন?
ক. ভারত
খ. বাংলাদেশ
গ. মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ. নেপাল
৭. কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই?
ক. ভারত
খ. আমেরিকা
গ. কেনিয়া
ঘ. সৌদি আরব
৮. জাসদ কোন আদর্শে বিশ্বাসী?
ক. গণতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
গ. ধর্মভিত্তিক
ঘ. নিয়মতান্ত্রিক
৯. প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে কী বলে?
ক. নির্বাচকমণ্ডলী
খ. ভোটার
গ. নির্বাচন
ঘ. জনপ্রতিনিধি
১০. যারা ভোট দেয় তাদের কী বলে?
ক. দলীয় কর্মী
খ. নির্বাচক
গ. জনগণ
ঘ. প্রতিনিধি
১১. গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত কোনটি?
ক. গণভোট
খ. সুষ্ঠু নির্বাচন
গ. প্রতিনিধি নির্বাচন
ঘ. দলীয় নির্বাচন
১২. গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মাধ্যমে কোনটি গঠন করা হয়?
ক. সরকার
খ. বিরোধী দল
গ. রাজনৈতিক দল
ঘ. সংগঠন
১৩. কোনটি জনগণ ও সরকারের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে?
ক. নির্বাচন
খ. নির্বাচনমণ্ডলী
গ. জনমত
ঘ. রাজনৈতিক দল
১৪. নির্বাচন সাধারণত কয় প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. ছয়
১৫. প্রত্যক্ষ নির্বাচন বলতে কী বোঝায়?
ক. নিরপেক্ষ নির্বাচন
খ. সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন
গ. কারচুপির মাধ্যমে নির্বাচন
ঘ. মধ্যবর্তী সংস্থার নির্বাচন
১৬. বর্তমানে ভোটদান পদ্ধতির মধ্যে সর্বত্র গৃহীত নীতি কোনটি?
ক. বহুব্যক্তি, একভোট
খ. এক ব্যক্তি, বহুভোট
গ. এক ব্যক্তি, একভোট
ঘ. বহুব্যক্তি, বহুভোট
১৭. নির্বাচন কমিশন সর্বোচ্চ কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?
ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. সাত
১৮. নির্বাচন কমিশনের কাজ কী?
ক. নির্বাচনি ব্যয় তদারকি করা
খ. নির্বাচন পরিচালনা করা
গ. নির্বাচনি প্রচার সংক্রান্ত অপরাধ তদারকি করা
ঘ. দলীয় পভাবের অধীনে থেকে নির্বাচন করা
১৯. রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?
ক. বিপ্লবের মাধ্যমে সমাজ পরিবর্তন
খ. নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন
গ. রাষ্ট্রীয় অর্থনীতিকে শক্তিশালীকরণ
ঘ. ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ
২০. কোনটি দ্বারা রাজনৈতিক দল পরিচালিত হয়?
ক. স্থানীয় নেতৃত্ব
খ. বিভাগীয় নেতৃত্ব
গ. আন্তর্জাতিক নেতৃত্ব
ঘ. কেন্দ্রীয় নেতৃত্ব
২১. কোন শাসনব্যবস্থায় রাজনৈতিক দলের গুরুত্ব সর্বাধিক?
ক. সমাজতান্ত্রিক
খ. একনায়কতান্ত্রিক
গ. গণতান্ত্রিক
ঘ. রাজতান্ত্রিক
২২. রাজনৈতিক দলের দলীয় কর্মীদের দ্বারা সম্পাদিত হয়ে থাকে কোনটি?
ক. ভোট গ্রহণ
খ. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ
গ. প্রার্থী মনোনয়ন
ঘ. ভোট গণনা
২৩. সরকারের কোনো ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ কী?
ক. হরতাল ডাকা
খ. বিশৃঙ্খলা করা
গ. গঠনমূলক সমালোচনা করা
ঘ. সরকারকে পদত্যাগে বাধ্য করা
২৪. রাজনৈতিক দল জনগণের সমর্থন চায় কেন?
ক. বিপ্লবের মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য
খ. নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য
গ. সেবামূলক কাজ করার জন্য
ঘ. দল গঠন করার জন্য
২৫. রাজনৈতিক দলের কোনটি বাস্তবায়নের ওপর সামাজিক ঐক্য নির্ভর করে?
ক. নীতি
খ. আদর্শ
গ. নির্বাচনি কার্যক্রম
ঘ. কর্মসূচি
২৬. কত সালে আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়?
ক. ১৯৫১
খ. ১৯৫২
গ. ১৯৫৩
ঘ. ১৯৫৫
২৭. বাঙালি জাতীয়তাবাদ কোন দলের মূলনীতি?
ক. আওয়ামী লীগ
খ. বিএনপি
গ. জাতীয় পার্টি
ঘ. জামায়াতে ইসলামী বাংলাদেশ
২৮. বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে প্রতিষ্ঠা করেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. জেনারেল এরশাদ
গ. কমরেড মনি সিং
ঘ. মেজর জিয়াউর রহমান
২৯. কীরূপ শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য?
ক. গণতান্ত্রিক
খ. রাজতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক
ঘ. একনায়কতান্ত্রিক
৩০. আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা বলতে মূলত কার শাসনকে বোঝায়?
ক. রাজনৈতিক দলের
খ. ছাত্র সংগঠনের
গ. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর
ঘ. আইনজীবী পরিষদের
৩১. গণতান্ত্রিক সরকার কাদের ভোটের মাধ্যমে গঠিত হয়?
ক. পেশাজীবী শ্রেণির
খ. জনগণের
গ. আইনজীবীদের
ঘ. প্রকৌশলীদের
৩২. কীরূপ শাসনব্যবস্থায় আদর্শ ও কর্মসূচিভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ করা যায়?
ক. গণতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
গ. রাজতান্ত্রিক
ঘ. পুঁজিবাদী
৩৩. সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের অধিকার আছে-
i. স্বাধীনভাবে মত প্রকাশের
ii. কোনো সংগঠন বা সমিতি করার
iii. কারও ব্যক্তিস্বাধীনতায় বাধা দেওয়ার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৪. বাংলাদেশি জাতীয়তাবাদ মূলনীতি হিসেবে লক্ষ করা যায়—
i. বাংলাদেশ আওয়ামী লীগে
ii. বাংলাদেশ জাতীয়তাবাদী দলে
iii. জাতীয় পার্টিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post