এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য পৌরনীতির গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- নাগরিক সমস্যা ও আমাদের করণীয়।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের পৌরনীতি বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় mcq
১. কোনটি জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যা?
ক. অপুষ্টি
খ. বহুবিবাহ
গ. বাল্যবিবাহ
ঘ. কুসংস্কার
২. বাংলাদেশ কোন মণ্ডলে অবস্থিত?
ক. গ্রীষ্ম
খ. বর্ষা
গ. শীত
ঘ. বসন্ত
৩. বাংলাদেশের জলবায়ু কীরূপ?
ক. উষ্ণ
খ. শীতল
গ. নাতিশীতোষ্ণ
ঘ. চরমভাবাপন্ন
৪. বাংলাদেশের নাগরিকরা কোন সমস্যা দ্বারা বেশি প্রভাবিত হচ্ছে?
ক. রাজনৈতিক
খ. অর্থনৈতিক
গ. জনসংখ্যা
ঘ. ধর্মীয়
৫. শহর ও গ্রামে নাগরিক জীবনযাপন কষ্টকর হয়ে পড়ার কারণ কী?
ক. বিদ্যুৎ সংকট
খ. বেকার সমস্যা
গ. অধিক জনসংখ্যা
ঘ. রাজনৈতিক সংকট
৬. গ্রামের বেকার মানুষ কর্মসংস্থানের আশায় কোথায় পাড়ি জমায়?
ক. বিদেশে
খ. শহরে
গ. বন্দরে
ঘ. প্রবাসে
৭. ২০০৪ সালে গৃহীত জনসংখ্যানীতির প্রধান উদ্দেশ্য কী ছিল?
ক. জনগণকে শিক্ষিত করে তোলা
খ. জনসংখ্যা নিয়ন্ত্রণ করা
গ. জনগণকে স্বাস্থ্য সতেন করে তোলা
ঘ. জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা
৮. ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে কত শতাংশ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বাস করত?
ক. ৪০
খ. ৪২
গ. ৪৪
ঘ. ৫০
৯. বাংলাদেশের উষ্ণ জলবায়ু ছেলেমেয়েদের ওপর কী প্রভাব ফেলেছে?
ক. ইতিবাচক প্রভাব ফেলে
খ. স্মৃতিশক্তি লোপ পায়
গ. স্বাস্থ্যহীনতা বৃদ্ধি পায়
ঘ. অপেক্ষাকৃত কম বয়সে সাবালক হয়
১০. আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত কোনটি?
ক. বাল্যবিবাহ
খ. বিধবাবিবাহ
গ. বহুবিবাহ
ঘ. গণবিবাহ
১১. ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করে বর্তমানে কোনটি বৃদ্ধির হার কমানো প্রয়োজন?
ক. দারিদ্র্য
খ. নিরক্ষরতা
গ. জনসংখ্যা
ঘ. শিল্প
১২. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে কততম স্থানে অবস্থান করছে?
ক. ৮ম
খ. ৯ম
গ. ১০ম
ঘ. ১১তম
১৩. বাংলাদেশের আয়তন কত?
ক. ১,৪৫,৫৭০ বর্গকিলোমিটার
খ. ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার
গ. ১,৪৬,৫৭০ বর্গকিলোমিটার
ঘ. ১,৪৮,৫৭০ বর্গকিলোমিটার
১৪. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় কত কোটি?
ক. ১৫
খ. ১৬
গ. ১৭
ঘ. ১৮
১৫. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.৩৭
খ. ১.৩৯
গ. ১.৪০
ঘ. ১.৪২
১৬. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
ক. ১০০০
খ. ১১০০
গ. ১২০০
ঘ. ১৩০০
১৭. বাংলাদেশের ছেলেমেয়েরা অপেক্ষাকৃত কম বয়সে যৌবন প্রাপ্ত ও সন্তান ধারণ ক্ষমতার অধিকারী হয় কেন?
ক. জলবায়ুর প্রভাবে
খ. দারিদ্র্যে কারণে
গ. বহুবিবাহের কারণে
ঘ. সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে
১৮. আমাদের দেশে কারা বেশি সন্তান জন্মদান করে?
ক. দরিদ্র
খ. শ্রমিক
গ. উপজাতি
ঘ. কৃষক
১৯. বাংলাদেশে উচ্চহারে জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক কারণ কোনটি?
ক. শিক্ষার অভাব
খ. বৃদ্ধ বয়সে নিরাপত্তার প্রত্যাশা
গ. শিশু মৃত্যুর উচ্চ হারে
ঘ. বাল্যবিবাহ
২০. জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে না পারলে দেশে কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে?
ক. অরাজক
খ. ভয়ানক
গ. উত্তেজক
ঘ. সহায়ক
২১. জনঘনত্বপূর্ণ এলাকা থেকে অল্প ঘনত্ব এলাকায় জনসংখ্যা সরিয়ে নেওয়াকে কী বলে?
ক. জনসংখ্যার বিন্যাস
খ. জনসংখ্যা বণ্টন
গ. জনসংখ্যা পুনর্বণ্টন
ঘ. জনসংখ্যার সুষমবিন্যাস
২২. আমাদের দেশে বিবাহকে কোন ধরনের কর্তব্য মনে করা হয়?
ক. সামাজিক
খ. রাষ্ট্রীয়
গ. ধর্মীয়
ঘ. নৈতিক
২৩. সাধারণত কোন ধরনের পরিবারে বহুবিবাহের প্রবণতা বেশি থাকে?
ক. উচ্চবিত্ত
খ. মধ্যবিত্ত
গ. নিম্নমধ্যবিত্ত
ঘ. নিম্ন আয়ের
২৪. আর্থিক দিক থেকে বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রকৃতি কীরূপ?
ক. ধনী
খ. সচ্ছল
গ. অভিজাত
ঘ. দরিদ্র
২৫. কারা পরিবারের সদস্যদের ভরণপোষণের সুদূরপ্রসারী চিন্তা করে না?
ক. দরিদ্র
খ. ধনী
গ. স্বচ্ছল
ঘ. শিক্ষিত
২৬. আমাদের দেশে কার মজুরি কম?
ক. শ্রমিকের
খ. দর্জির
গ. ড্রাইভারের
ঘ. আইনজীবীর
২৭. আমাদের দেশে শ্রমিকের মজুরি কম কেন?
ক. অদক্ষতা
খ. নিরক্ষর
গ. কাজের চাহিদা কম
ঘ. শ্রমিকের আধিক্য
২৮. মানুষকে সচেতন করে তুলতে কোনটি সর্বাধিক ও কার্যকরভাবে সহায়ক?
ক. শিক্ষা
খ. গণমাধ্যম
গ. সভা-সেমিনার
ঘ. লিফলেট বিতরণ
২৯. জনসংখ্যা নীতি সংস্কার করে সরকার কত সালে নতুন জনসংখ্যা নীতি গ্রহণ করে?
ক. ২০০৩
খ. ২০০৪
গ. ২০০৫
ঘ. ২০০৬
৩০. কত সালের জনসংখ্যা নীতিকে ২০০৪ সালে সংস্কার করা হয়?
ক. ১৯৭৩
খ. ১৯৭৫
গ. ১৯৭৬
ঘ. ১৯৭৮
৩১. জনসংখ্যা নীতি ২০০৪ এর একটি দিক-
ক. মায়েদের সচেতনতা
খ. বাবাদের সচেতনতা
গ. নারী-পুরুষের সমতা
ঘ. ধনী-দরিদ্রের সমতা
৩২. সরকারি ও বেসরকারি চিকিৎসকগণকে একসাথে কাজ করতে হবে কোন কার্যক্রম বাস্তবায়নে?
ক. জনসংখ্যা নিয়ন্ত্রণ
খ. ডায়াবেটিস নিয়ন্ত্রণ
গ. হৃদরোগ নিয়ন্ত্রণ
ঘ. মৃত্যুহার নিয়ন্ত্রণ
৩৩. সুবিধাবঞ্চিত মহিলাদের ঘরের বাইরে এনে কাজ করাতে কী ধরনের উদ্যোগ প্রয়োজন?
ক. নিরাপত্তার নিশ্চয়তা
খ. ক্ষুদ্রঋণ প্রদান
গ. দরিদ্রভাতা প্রদান
ঘ. বাসস্থানের নিশ্চয়তা
৩৪. বাংলাদেশের অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ার ফলে –
i. তাদের জীবনযাত্রার মান নিম্ন
ii. স্বাস্থ্যহীন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে
iii. আর্থিক নিরাপত্তার আশায় কম সন্তান জন্ম দেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
আজিজ মিয়া একটি মুদি দোকান থেকে বাকিতে প্রয়োজনীয় জিনিস ক্রয় করে। তিনি পড়তে না পারার কারণে বুঝতে পারেন না যে, দোকানদার খাতায় কী কী লিখেছে। সপ্তাহ শেষে দোকানদার তাকে টাকার হিসাব দিলে তার মনে হয় তিনি প্রতারিত হচ্ছেন। তার হিসাবে টাকার পরিমাণ আরও কম হওয়ার কথা।
৩৫. আজিজ মিয়ার প্রতারিত হওয়ার কারণ কী?
ক. দরিদ্রতা
খ. নিরক্ষরতা
গ. নগদে কেনাকাটা না করা
ঘ. দোকানদারকে বিশ্বাস করা
৩৬. আজিজ মিয়ার মধ্যে পরিলক্ষিত সমস্যা দূরীকরণের লক্ষ্যে যেসব ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা হলো-
i. বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা
ii. অনুদান ও বৃত্তি প্রদানের ব্যবস্থা করা
iii. শিক্ষা ব্যাংক চালু করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post