কিছুদিন পরেই শুরু হচ্ছে অনার্স ৩য় বর্ষ সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। তোমাদের পরীক্ষাকে সহজ করতে অনার্স ৩য় বর্ষ সমাজকর্ম বিভাগের সাজেশন গুলো দেওয়া শুরু করা হয়েছে। তোমাদের জন্য আজকে প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হবে। বিগত বছরের প্রশ্নপত্র যাচাই-বাছাই করে এই সাজেশন তৈরি করার কারণে পরীক্ষায় রয়েছে শতভাগ কমনের সম্ভাবনা।
কোর্সটিকায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা। সমাজকর্ম বিভাগের এই বিষয়ের বিষয় কোড হচ্ছে ২৩২১০৯। এই সাজেশন ক-বিভাগে প্রশ্ন ও উত্তর উভয়েই দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে।
প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. Managing Project in Bangladesh গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Managing Project in Bangladesh’ গ্রন্থের লেখক Skylark Chandha.
২. A ক্যাটিগরি প্রকল্প কী?
উত্তর: সাধারণত যে প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ২০ মিলিয়ন টাকা পর্যন্ত বরাদ্দ থাকে তাকে A শ্রেণির প্রকল্প বলা হয়।
৩. কোর প্রকল্প কী?
অথবা, ‘কোর’ প্রকল্প কী?
উত্তর: জাতীয় গুরুত্ব বিবেচনায় যেসব প্রকল্পে সম্পদ বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয় তাকে Core প্রকল্প বলে। যেমন- বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প।
৪. NIP এর পূর্ণরূপ কী?
উত্তর: NIP এর পূর্ণরূপ হলো Nationally Important Project.
৫. ‘The Human Problem of on Industrial Civilization’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Human Problem of on Industrial Civilization’ গ্রন্থের লেখক হলেন এমিল ডুর্খেইম।
৬. যৌক্তিক কাঠামোর উপাদান কয়টি?
উত্তর: যৌক্তিক কাঠামোর উপাদান দুটি।
৭. PPM এর পূর্ণরূপ কী?
অথবা, PPM এর পূর্ণরূপ লেখ।
উত্তর: PPM এর পূর্ণরূপ হলো- Project Planning Matrix.
৮. PPP কী?
উত্তর: সরকারি-বেসরকারি অংশীদারিত্বে পরিচালিত প্রকল্পই PPP যার পূর্ণরূপ Public Private Partnership.
৯. ECNEC এর পূর্ণরূপ লেখ।
অথবা, ECNEC এর পূর্ণরূপ কী?
উত্তর: ECNEC এর পূর্ণরূপ হলো- Executive Committee of National Economic Council.
১০. নেটওয়ার্ক কী?
উত্তর: যে প্রক্রিয়ায় প্রকল্পের বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগ বা সংযোগ স্থাপিত হয় তাকে নেটওয়ার্ক বলে।
১১. PERT দ্বারা কী বুঝায়?
উত্তর: PE-RT দ্বারা নেটওয়ার্ক বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ কৌশলকে বুঝায়।
১২. সিডিউল প্রক্রিয়াকরণ কী?
উত্তর: নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শুরু করা এবং সমাপ্তি করা হলো সিডিউল প্রক্রিয়াকরণ।
১৩. Crash প্রকল্প কী?
উত্তর: একটি প্রকল্প দ্রুত শেষ করার টার্গেটই Crash প্রকল্প।
১৪. CPM এর পূর্ণরূপ কী?
অথবা, CPM এর পূর্ণরূপ লেখ।
উত্তর: CPM এর পূর্ণরূপ হলো- Critical Path Method.
১৫. কোন কোম্পানি CPM উদ্ভাবন করেছে?
অথবা, কোন প্রতিষ্ঠান CMP উদ্ভাবন করেন?
উত্তর: রেমিন্টন ব্যান্ড কোম্পানির ইউনিভাক ডিভিশন এবং Dupont কেমিক্যাল কোম্পানি CPM উদ্ভাবন করেন।
১৬. প্রকল্পের মূল্য নিরূপণের মূল লক্ষ্য কী?
উত্তর: প্রকল্পের মূল্য নিরূপণের মূল লক্ষ্য হলো প্রকল্পের যথার্থতা নিরূপণ করা।
১৭. কোন শ্রেণিভুক্ত প্রকল্পের লাভ সরাসরি পরিমাপ করা যায় না?
উত্তর: Z শ্রেণিভুক্ত প্রকল্পের লাভ সরাসরি পরিমাপ করা যায় না।
১৮. NPV এর পূর্ণরূপ কী?
উত্তর: NPV এর পূর্ণরূপ হলো- Net Present Value.
১৯. আয়-ব্যয় অনুপাত কী?
উত্তর: প্রকল্পের ভবিষ্যৎ সার্বিক খরচ ও সুবিধাকে বর্তমান মূল্যে পরিবর্তন করে মোট সুবিধাকে মোট খরচ দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাই আয়-ব্যয় অনুপাত।
২০. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলেন Fredericle Winslow Taylor.
২১. প্রকল্পের প্রধান কে?
উত্তর: প্রকল্প ব্যবস্থাপক বা প্রকল্প পরিচালকই প্রকল্পের প্রধান।
২২. CIRDAP এর পূর্ণরূপ লেখ।
উত্তর: CIRDAP এর পূর্ণরূপ হলো- Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
২৩. সুপারম্যান কাকে বলে?
উত্তর: প্রকল্প ব্যবস্থাপনায় সুপারম্যান বলা হয় প্রকল্প ব্যবস্থাপককে।
২৪. স্টাফিং কী?
উত্তর: কর্মীসংগ্রহ, তাদের নিয়োগ প্রদান, প্রশিক্ষণ দান, পদোন্নতি, বদলি, অবসর গ্রহণ করার কার্যক্রমই স্টাফিং।
২৫. হথর্ণ সমীক্ষা কে পরিচালনা করেন?
উত্তর: হথর্ণ সমীক্ষা Elton Mayo & Fritz Roethlisberger পরিচালনা করেন।
২৬. আব্রাহাম মাসলোর তত্ত্বের নাম কী?
উত্তর: আব্রাহাম মাসলোর তত্ত্বের নাম হলো ‘চাহিদার সোপান তত্ত্ব’।
২৭. মাসলো’র চাহিদা সোপান তত্ত্বের মৌলিক নীতি কী?
উত্তর: মাসলো’র চাহিদা সোপান তত্ত্বের মৌলিক নীতি হলো মানুষের মানবিক চাহিদা নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়।
২৮. আব্রাহাম মাসলো কত প্রকার চাহিদা সোপানের কথা উল্লেখ করেন?
উত্তর: আব্রাহাম মাসলো পাঁচ প্রকার চাহিদা সোপানের কথা উল্লেখ করেন। যথা: জৈবিক, নিরাপত্তা, সামাজিক, আত্মমর্যাদা ও আত্মপূর্ণতার চাহিদা।
২৯. X ও Y তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: Douglas McGregor হলেন X ও Y তত্ত্বের প্রবস্তা।
৩০. কাঠামোবদ্ধ অ্যাপ্রোচের উপাদান কয়টি?
উত্তর: কাঠামোবদ্ধ অ্যাপ্রোচের উপাদান ৭টি।
৩১. ম্যানেজারিয়াল গ্রিড কোন কাজে ব্যবহৃত হয়?
উত্তর: The Managerial Grid এ ৮১ ধরনের ফলাফল পাওয়া যায়।
৩২. বহিস্থ পরিবীক্ষণ কী?
উত্তর: প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া বহির্ভূত কোনো সংস্থ্য বা বিদেশি কোনো সংস্থা দ্বারা পরিবীক্ষণ করাকে বহিস্থ পরিবীক্ষণ বলে।
৩৩. প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন কী?
উত্তর: কোনো প্রকল্পকে যে উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছিল তা পূরণ হয়েছে কি না তা যে প্রতিবেদনে দেখানো হয় তাহাই প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন।
৩৪. প্রকল্প মূল্যায়নের মূল উদ্যোক্তা কে?
উত্তর: প্রকল্প ব্যবস্থাপক হলেন প্রকল্প মূল্যায়নের মূল উদ্যোক্তা।
৩৫. “Project Profile” এর সংজ্ঞা দাও।
অথবা, প্রকল্প বৃত্তান্ত কী?
উত্তর: যে প্রকল্পে প্রকল্পের তারিখ ও ব্যয় উল্লেখ থাকে এমন বিষয়কে “Project Profile” বা প্রকল্প বৃত্তান্ত বলে।
৩৬. ‘Project Management’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Project Management’ গ্রন্থের লেখক হলেন Adrienne Watt. তবে এম. এ. মজিদেরও এ নামে একটি বই রয়েছে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. ‘প্রকল্প’ ধারণাটি ব্যাখ্যা কর।
অথবা, প্রকল্প বলতে কী বুঝায়?
২. প্রকল্পের উপাদানসমূহ লেখ।
৩. প্রকল্পের জীবন চক্রের ধাপসমূহ লেখ।
৪. যৌক্তিক কাঠামোর উপাদানগুলো লেখ।
অথবা, যৌক্তিক কাঠামোর উপদানসমূহ সংক্ষেপে লেখ।
৫. নেটওয়ার্ক বিশ্লেষণের উদ্দেশ্য লেখ।
অথবা, নেটওয়ার্ক বিশ্লেষণের লক্ষ্য ও উদ্দেশ্য লেখ।
৬. সংকট পথ পদ্ধতি কী?
অথবা, সংকট পথ পদ্ধতি কী? উদাহরণ দাও।
৭. প্রকল্পের আর্থিক মূল্য নিরূপণ কী?
৮. প্রকল্পের আর্থিক মূল্য ও অর্থনৈতিক মূল্য নিরূপণের পার্থক্য দেখাও।
অথবা, প্রকল্পের আর্থিক মূল্য নিরূপণ ও অর্থনৈতিক মূল্য নিরূপণের মধ্যে পার্থক্য লেখ।
৯. প্রকল্প ব্যবস্থাপনার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
অথবা, প্রকল্প ব্যবস্থাপনার বৈশিষ্ট্য লেখ।
১০. প্রকল্প ব্যবস্থাপনার তিনটি স্তর লেখ।
১১. নেতৃত্বের প্রকারভেদ লেখ।
১২. প্রকল্প ব্যবস্থাপকের গুণাবলি সংক্ষেপে আলোচনা কর।
১৩. সমাজকল্যাণ ব্যবস্থাপনায় পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন?
১৪. স্টাফীং বলতে কী বুঝ?
১৫. সমন্বয় বলতে কী বুঝ?
১৬. সমাজকল্যাণ ব্যবস্থাপনায় সমন্বয় গরুত্বপূর্ণ কেন?
১৭. কাঠামোবদ্ধ অ্যাপ্রোচ কী?
১৮, Seven ‘S’ অ্যাপ্রোচ কী?
১৯. পরিবীক্ষণের প্রদারভেদ আলোচনা কর।
২০. কোনো প্রকল্পে পরিবীক্ষণ গুরুত্বপূর্ণ কেন?
২১. প্রকল্পের স্তরের ভিত্তিতে মূল্যায়নের শ্রেণিবিভাগগুলো কী?
২২. প্রকল্প মূল্যায়নে বিবেচ্য বিষয়গুলো কী?
২৩. প্রকল্প মূল্যায়ন ধাপগুলো লেখ।
২৪. প্রকল্প মূল্যায়নের কৌশলসমূহ উল্লেখ কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. প্রকল্প কী? বিভিন্ন শ্রেণির প্রকল্প উদাহরণসহ আলোচনা কর।
অথবা, প্রকল্পের শ্রেণিবিভাগগুলো কী?
২. প্রকল্প কী? প্রকল্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
অথবা, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রকল্পের গুরুত্ব তুলে ধর।
অথবা, প্রকল্প কী? বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রকল্পের পুরুত্ব তুলে ধর।
৩. প্রকল্প চক্র কী? প্রকল্পের জীবন চক্র আলোচনা কর।
অথবা, প্রকল্পের ধাপসমূহ আলোচনা কর।
৪. যৌক্তিক কাঠামো কী? যৌক্তিক কাঠামোর উপাদানগুলো আলোচনা কর।
অথবা, প্রকল্পের যৌক্তিক কাঠামো কী? এর উপাদানসমূহ আলোচনা কর।
অথবা, যৌক্তিক কাঠামোর উপাদানসমূহ আলোচনা কর।
৫. যৌক্তিক কাঠামোর উপাদানসমূহ উল্লেখ কর। উপাদানগুলোর মধ্যে সম্পর্ক আলোচনা কর।
৬. নেটওয়ার্ক বিশ্লেষণ কী? নেটওয়ার্ক বিশ্লেষণের কৌশল আলোচনা কর।
অথবা, নেটওয়ার্ক বিশ্লেষণের কৌশলসমূহ আলোচনা কর।
৭. নেটওয়ার্ক বিশ্লেষণ কী? নেটওয়ার্ক বিশ্লেষণের উপাদানগুলো, আলোচনা কর।
অথবা, নেটওয়ার্ক বিশ্লেষণের উপাদানসমূহ বর্ণনা কর।
৮. প্রকল্পের মূল্য নিরূপণের সংজ্ঞা দাও? প্রকল্পের মূল্য নিরূপণের প্রকারভেদ আলোচনা কর।
অথবা, প্রকল্পের মূল্য নিরূপণের মানদণ্ডসমূহ লেখ।
৯. অর্থের মূল্য নিরূপণ কী? অর্থের মূল্য নিরূপণ পদ্ধতি আলোচনা কর।
অথবা, প্রকল্পের মূল্য নিরূপণের Discounting এবং Non Discounting মানদন্ডগুলো আলোচনা কর।
১০. প্রকল্পের মূল্য নিরূপণ কী? সামাজিক সেবাখাত প্রকল্পের মূল্য নিরূপণ প্রক্রিয়া আলোচনা কর।
অথবা, সামাজিক সেবা খাত কী? সামাজিক সেবাখাত প্রকল্পের মূল্য নিরুপণ প্রক্রিয়া বর্ণনা কর।
অথবা, সামাজিক সেবাখাত প্রকল্পের মূল্য নিরূপণ প্রক্রিয়া আলোচনা কর।
১১. প্রকল্পের মূল্য নিরূপণ কী? অর্থনৈতিক ও কারিগরি মূল্য নিরূপনের বিবেচ্য দিকসমূহের বিবরণ দাও।
১২. প্রকল্প ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। প্রকল্প ব্যবস্থাপনার স্তর আলোচনা কর।
১৩. প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে বাধা কী কী? প্রকল্প ব্যবস্থাপকের দায়িত্বসমূহ আলোচনা কর।
অথবা, প্রকল্প ব্যবস্থাপনা কী? প্রকল্প ব্যবস্থাপকের কার্যাবলি আলোচনা কর।
১৪. একজন উত্তম প্রকল্প ব্যবস্থাপকের গুণাবলি বর্ণনা কর।
অথবা, একজন উত্তম প্রকল্প ব্যবস্থাপকের গুণাবলি আলোচনা কর।
১৫. সমাজকল্যাণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার সংজ্ঞা দাও সমাজকল্যাণ ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সংগঠনের গুরুত্ব আলোচনা কর।
১৬. সমাজকল্যাণ ব্যবস্থাপনা প্রক্রিয়া কী? “সমাজকল্যাণ ব্যবস্থাপনা প্রক্রিয়া প্রণালীবদ্ধ চক্রে আবর্তিত হয়” -আলোচনা কর।
অথবা, সমাজকল্যাণ ব্যবস্থাপনায় কী কী প্রক্রিয়া পরিচালিত হয়?
১৭. নিয়ন্ত্রণ কী? নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর।
১৮. মানবসম্পদ অ্যাপ্রোচ কী? আব্রাহাম মাসলোর মানবচাহিদা তত্ত্বটি ব্যাখ্যা কর।
অথবা, আব্রাহাম মাসলোর মানব চাহিদা তত্ত্বটি ব্যাখ্যা কর।
অথবা, আব্রাহাম মাসলোর মানব চাহিদা তত্ত্বটি সমালোচনাসহ আলোচনা কর।
১৯. ডগলাস ম্যাকগ্রেগরের ‘X’ ‘Y’ তত্ত্বটি আলোচনা কর।
২০. মানবসম্পদ অ্যাপ্রোচ ও মানব সম্পর্ক মডেলের মধ্যে সম্পর্ক কী? ব্যবস্থাপনায় হথর্ণ সমীক্ষার অবদান মূল্যায়ন কর।
২১. সমাজকল্যাণ প্রকল্পের পরিবীক্ষণের শ্রেণিবিভাগগুলো লেখ। সমাজকল্যাণ প্রকল্পে পরিবীক্ষণের গরুত্ব ব্যাখ্যা কর।
অথবা, পরিবীক্ষণের প্রকারভেদ উল্লেখ কর। পরীক্ষণের কৌশলসমূহ বর্ণনা কর।
২২. প্রকল্প পরিবীক্ষণ কী? প্রকল্প পরিবীক্ষণের কৌশলগুলো আলোচনা কর।
২৩. প্রকল্প মূল্যায়নের উদ্দেশ্য কী? অভ্যন্তরীণ ও বাহ্যিক মূল্যায়নের সুবিধা- অসুবিধা আলোচনা কর।
২৪. প্রকল্প মূল্যায় কী? প্রকল্প মূল্যায়নের ধাপসমূহ আলোচনা কর।
অথবা, প্রকল্প মূল্যায়নের ধরন লেখ। প্রকল্প মূল্যায়নের ধাপসমূহ বর্ণনা কর।
উপরে প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হলো। আলোচনায় তোমরা দেখতে পেলে ক-বিভাগ এর সকল প্রশ্নের পাশাপাশি উত্তরগুলোও দেওয়া হয়েছে। তবে, খ-বিভাগ ও গ-বিভাগে শুধু প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই তোমরা খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post