আজকের বিষয়: অনার্স সমাজকর্ম ৩য় বর্ষ প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা সাজেশন
প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা pdf
বিষয় কোড: 232109
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. প্রদর্শনী প্রকল্প কী?
উত্তর: কোন প্রকল্পের সম্ভাব্য সুবিধার বিষয়ে উপকারভোগীদের অবগত করার উদ্দেশ্যে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি, আয় বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস, দক্ষতার সাথে সামাজিক সেবা প্রদান ইত্যাদি উদ্দেশ্যে যে প্রকল্প নেওয়া হয় তাই প্রদর্শনী প্রকল্প।
২. কোর প্রকল্প কী?
উত্তর: যে প্রকল্পের গুরুত্ব বেশি এবং সে অনুযায়ী সর্বাগ্রে স্থান ও সম্পদ বরাদ্ধে অগ্রাধিকার দেওয়া হয় তাকে প্রকল্প বলে।
৩. প্রকল্পের জীবন চক্র কে চিহ্নিত করেন?
উত্তর: Denis. A. Rondinelli প্রকল্পের জীবনচক্র চিহ্নিত করেছেন।
৪. “Project Management: Principal and techniques’- গ্রন্থের লেখক কে?
উত্তর: “Project Management: Principal and techniques’- গ্রন্থের গ্রন্থের লেখক B. B. Goel.
৫. POSDCORB সূত্রের উদ্ভাবক কে?
উত্তর POSDCORB সূত্রের উদ্ভাবক হলেন লুথার গুলিক
৬. যৌক্তিক কাঠামোর দুটি উপাদান লেখ।
উত্তর: যৌক্তিক কাঠামোর দুটি উপাদান হলো- ১. ইনপুট ও ২. আউটপুট।
৭. PPM এর পূর্ণরূপ কী?
উত্তর PPM এর পূর্ণরূপ হল- Project Planning Matrix.
৮. OVI এর পূর্ণরূপ কী?
উত্তর: OVI এর পূর্ণরূপ হল- Objectively Veriable Indicator. এটি অনুভূমিক পক্ষের একটি উপাদান।
৯. যৌক্তিক কাঠামোর উলম্ব অক্ষের উপাদান কী কী?
উত্তর: যৌক্তিক কাঠামোর উপাদান হলো- ইনপুট, আউটপুট, উদ্দেশ্য ও লক্ষ্য।
১০. PERT এর পূর্ণরূপ কি?
উত্তর: PERT এর পূর্ণরূপ হল- Program Evaluation and review Technique.
১১. CPM এর পূর্ণরূপ কি?
উত্তর: CPM এর পূর্ণরূপ হল-Critical Path Method.
১২. প্রকল্পের মূল্য নিরূপণ এর মূল লক্ষ্য কী?
উত্তর: প্রকল্পের মূল্য নিরূপণ এর মূল লক্ষ্য হলো প্রকল্পের যথার্থতা নিরূপণ করা।
১৩. কোন শ্রেনীভুক্ত প্রকল্পের আর্থিক মূল্য নিরূপণ করা হয় উত্তর অর্জনকারী প্রকল্পসমূহের আর্থিক মূল্য নিরূপণ করা হয়
১৪. সামাজিক সেবাখাত প্রকল্প কী?
উত্তর: যেসব প্রকল্প হতে সরাসরি কোনো আর্থিক বা বস্তুগত লাভ পাওয়া যায় না, কিন্তু সামাজিক সুযোগ-সুবিধা পাওয়া যায় তাকে সেবাখাত প্রকল্প বলে।
১৫. সামাজিক সেবাখাত প্রকল্পের দুটি উদাহরণ দাও।
উত্তর: সামাজিক সেবাখাত প্রকল্পের দুটি উদাহরণ হল- ১. হাসপাতাল ও ১. বিদ্যালয়।
১৬. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: আধুনিক ব্যবস্থাপনার জনক হলেন- Henry Foyol.
১৭. IRR এর পূর্ণরূপ কি?
উত্তর: IRR পূর্ণরূপ হল- Internal Rate on Return
১৮. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলেন- Fredericle Winslow Taylor.
১৯. CIRDAP এর পূর্ণরূপ কী?
উত্তর:CIRDAP পূর্ণরূপ হল- Centre on Integrated Rural Development for Asia Asia and the Pacific.
২০. স্টাফিং বলতে কি বুঝ?
উত্তর: কর্মী সংগ্রহ, তাদের নিয়োগ প্রদান, প্রশিক্ষণ দান, পদোন্নতি, বদলি, অবসর গ্রহণ করার কার্যক্রমকে স্টাফিং বুঝায়।
২১. হথর্ণ সমীক্ষা কে পরিচালনা করেন?
উত্তর: হথর্ণ সমীক্ষাElton Mayo & Fritz Roethlisberger পরিচালনা করেন।
২২. আব্রাহাম মাসলো কত প্রকার চাহিদা সোপান এর কথা উল্লেখ করেন?
উত্তর: আব্রাহাম মাসলো পাঁচ প্রকার চাহিদা সোপানের কথা উল্লেখ করেন। যথা: জৈবিক, নিরাপত্তা, সামাজিক, আত্মমর্যাদা ও আত্মপূর্ণতার চাহিদা।
২৩. X ও Y তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: Douglas McGregor হলেন X ও Y তত্ত্বের প্রবক্তা।
২৪. Managerial Grid উদ্ভাবন করেন কে কে?
উত্তর: ১৯৬৪ সালে Managerial Grid উদ্ভাবন করেন Robert R. Black and Jane S. Moleton.
২৫. অভ্যন্তরীণ পরিবীক্ষণ কী?
উত্তর: প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা যখন নিজেরাই নিজেদের প্রকল্পের অবস্থান পরিবীক্ষণ করেন তখন তাকে অভ্যন্তরীণ বলে।
২৬. বহিস্থ পরিবীক্ষণ কী?
উত্তর: প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া বহির্ভূত কোন সংস্থা বা বিদেশি কোন সংস্থা ধারা পরিবীক্ষণ করাকে বহিস্থ পরিবীক্ষণ বলে।
২৭. প্রকল্প মূল্যায়ন এর মূল উদ্যোক্তা কে?
উত্তর: প্রকল্প ব্যবস্থাপক হলেন প্রকল্প মূল্যায়নের মূল উদ্যোক্তা।
২৮. ’’Project profil’’ এর সংজ্ঞা দাও।
উত্তর: যে প্রকল্পে প্রকল্পের তারিখ ও ব্যয় উল্লেখ থাকে এমন বিষয়কে ’’Project profil’’ প্রকল্প বলে।
২৯. সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি ও কী কী?
উত্তর: সমাজকর্মের সহায়ক পদ্ধতি তিনটি। যথা- ১. সমাজকল্যাণ প্রশাসন, ২. সমাজকর্ম গবেষণা ও ৩. সামাজিক কার্যক্রম।
খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. প্রকল্প ধারাটি ব্যাখ্যা কর।
২. প্রকল্পের বৈশিষ্ট্য সমূহ লেখ।
৩. প্রকল্প জীবনচক্র বলতে কী বোঝায়?
৪. যৌক্তিক কাঠামোর উপাদানগুলি লেখ।
৫. যৌক্তিক কাঠামোর লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
৬. নেটওয়ার্ক বিশ্লেষণের উপাদানসমূহ তুলে ধর।
৭. প্রকল্পের আর্থিক মূল্য নিরূপণ এবং অর্থনৈতিক মূল্য নিরূপণ এর পার্থক্য উল্লেখ কর।
৮. সামাজিক সেবাখাত বলতে কী বোঝো?
৯. একটি প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্তের নির্দেশিকাসমূহ উল্লেখ কর।
১০. প্রকল্প ব্যবস্থাপনা ধারণাটি ব্যাখ্যা কর।
১১. প্রকল্প ব্যবস্থাপনার স্তরগুলো উল্লেখ কর।
১২. সমাজকল্যাণ ব্যবস্থাপনায় পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন?
১৩. সম্বন্ধয়সাধন কী?
১৪. সংগঠন বা প্রতিষ্ঠানে সম্বন্ধে এর গুরুত্ব লেখ।
১৫. সমর্থনমূলক মডেলের মূল বক্তব্য লেখ।
১৬. কোন প্রকল্পের পরিবীক্ষণ গুরুত্বপূর্ণ কেন?
১৭. প্রকল্প মূল্যায়ন কী কী ধাপ অনুসরণ করতে হয়?
১৮. প্রকল্প মূল্যায়নের পদ্ধতিগুলো সংক্ষেপে লেখ।
১৯. সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার কৌশল উল্লেখ কর
গ বিভাগ রচনামূলক প্রশ্নবলি
১. প্রকল্প চক্র কী? প্রকল্পের জীবনচক্র আলোচনা কর।
২. প্রকল্প কী? প্রকল্পের প্রকারভেদ আলোচনা কর।
৩. ওয়ারেন সি. বম প্রদত্ত প্রকল্পের জীবনচক্র বর্ণনা কর।
৪. যৌক্তিক কাঠামোর উপাদান সমূহ উল্লেখ কর। উপাদানগুলোর মধ্যে সম্পর্ক আলোচনা কর।
৫. যৌক্তিক কাঠামোর সংজ্ঞা দাও। যৌক্তিক কাঠামোর গুরুত্ব বর্ণনা কর।
৬. সংকট পদ্ধতি কী? সংকট পথ পদ্ধতির প্রক্রিয়া উদাহরণ সহ ব্যাখ্যা কর।
৭. সংকট পথ পদ্ধতি বলতে কী বুঝায়?
৮. প্রকল্প মূল্য নিরূপণ এর সংজ্ঞা দাও। প্রকল্পের মূল্য নিরূপণ এর প্রকারভেদ আলোচনা কর।
৯. আর্থিক মূল্য নিরূপণ বলতে কী বোঝ? আর্থিক মূল্য নিরূপণ মানদণ্ড বিস্তারিত আলোচনা কর।
১০. প্রকল্প মূল্য নিরূপণ কী? সামাজিক সেবাখাত প্রকল্পের মূল্য নিরূপণ প্রক্রিয়া আলোচনা কর।
১১. প্রকল্প ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। প্রকল্প ব্যবস্থাপনার স্তর আলোচনা কর।
১২. সমাজকর্ম অনুশীলনে পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।
১৩. একজন উত্তম প্রকল্প ব্যবস্থাপকের গুণাবলী বর্ণনা কর।
১৪. নিয়ন্ত্রণ কী? নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর।
১৫. মানবসম্পদ অ্যাপ্রোচ কী? ব্যবস্থাপনায় আব্রাহাম মাসলোর চাহিদা তত্ত্বের প্রয়োগযোগ্যতা মূল্যায়ন কর।
১৬. সমাজকল্যাণ ব্যবস্থাপনায় সম্পর্কের মূল বক্তব্য কী? এ মডেলের কল্যাণমূলক দিকসমূহ সমালোচনাসহ আলোচনা কর।
১৭. আব্রাহাম মাসলো মানব চাহিদা তত্ত্বটি ব্যাখ্যা কর।
১৮. প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন এর পার্থক্য দেখাও। প্রকল্পের গুরুত্ব আলোচনা কর।
১৯. প্রকল্প মূল্যায়ন কৌশলসমূহ আলোচনা কর।
২০. ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় গৃহীত সরকারি সমাজকল্যাণ কার্যক্রমগুলো আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, এই লিংকে ক্লিক করে সমাজকর্ম ৩য় বর্ষ প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা pdf সাজেশন উত্তরসহ ডাউনলোড করে নাও। কোর্সটিকায় আমরা সমাজকর্ম বিভাগের সকল বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবে।
এর বাইরে তোমাদের আর কোন নোট বা সাজেশন লাগলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post