অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইতিহাস বিভাগের সাজেশন। অনার্স ৪র্থ বর্ষের প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস (নির্বাচিত বিষয়সমূহ), বিষয় কোড: ২৪১৫১৭।
প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. Subalterns শব্দের অর্থ কী?
উত্তর : Subalters শব্দের অর্থ হলো নিম্নবর্গ বা প্রান্তিক শ্রেণি।
২. প্রতিরোধ আন্দোলন কী?
উত্তর : প্রতিরোধ আন্দোলন বলতে কোনো বৈধ সরকার বা শাসকগোষ্ঠীর বিরুদ্ধে কোনো দেশের জনগণের একটি অংশের সুসংগঠিত প্রতিবাদকে বুঝায়।
৩. নিম্নবর্গ গবেষণার পথিকৃত কাকে বলা হয়?
উত্তর : নিম্নবর্গ গবেষণার পথিকৃত রণজিৎ গুহকে বলা হয়।
৪. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ কী?
উত্তর : আঠারো শতকে রাজনৈতিক অস্থির পরিবেশে ফকির সন্ন্যাসীরা দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ফকির মজনু শাহ ও ভবানী পাঠকের নেতৃত্বে ইংরেজ বিরোধী যে ব্যাপক কৃষক আন্দোলন শুরু করে তাই ফকির-সন্ন্যাসী বিদ্রোহ নামে পরিচিত।
৫. ফকির-সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ছিলেন কে?
উত্তর : ফকির-সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ছিলেন ফকির মজনু শাহ।
৬. ‘বলাকি শাহ’ কে ছিলেন?
উত্তর : বলাকি শাহ ছিলেন মাদারি সম্প্রদায়ের একজন ফকির এবং বাকেরগঞ্জের বলাকি শাহ বিদ্রোহের নায়ক।
৭. পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা হলেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
৮. চাকমা বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর : চাকমা বিদ্রোহের নেতা ছিলেন জোয়ান বখশ।
৯. চাকমা বিদ্রোহে নেতৃত্বদানকারী চাকমা রাজার নাম লেখ।
উত্তর : চাকমা বিদ্রোহে নেতৃত্বদানকারী চাকমা রাজার নাম হলো জোয়ান বখশ।
১০. রংপুরের কৃষকবিদ্রোহের প্রধান কারণ কী ছিল?
উত্তর : রংপুরের কৃষকবিদ্রোহের প্রধান কারণ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারমূলক রাজস্ব নীতি।
১১. কারা পাগলপন্থি নামে পরিচিত ছিল?
উত্তর : করিম পাগলের শিষ্যরা পাগলপন্থি নামে পরিচিত ছিল।
১২. ওহাবি আন্দোলন কী?
উত্তর : আরবের ওহাবি মতবাদে বিশ্বাসী দিল্লির শাহ ওয়ালিউল্লাহর নেতৃত্বে শান্তিপূর্ণ ধর্মীয় আন্দোলনকে ওহাবি আন্দোলন বলা হয়।
১৩. বাংলার সশস্ত্র কৃষক বিদ্রোহ কোনটি?
উত্তর : বাংলার সশস্ত্র কৃষক বিদ্রোহ ‘বারাসাত বিদ্রোহ’।
১৪. তিতুমীর কোথায় বাঁশেরকেল্লা নির্মাণ করেন?
উত্তর : তিতুমীর কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়ায় বাঁশেরকেল্লা নির্মাণ করেন।
১৫. ফরায়েজি আন্দোলনের দুজন নেতার নাম লেখ।
উত্তর : ফরায়েজি আন্দোলনের দুজন নেতার নাম হাজী শরিয়তুল্লাহ এবং দুদু মিয়া।
১৬. হাজী শরীয়তুল্লাহ বিখ্যাত কেন?
উত্তর : হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলনের জন্য বিখ্যাত।
১৭. ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কাকে বলা হয়?
উত্তর : ফরায়েজি আন্দোলনের প্রবক্তা হাজী শরিয়তুল্লাহকে বলা হয়।
১৮. সিধু কে?
উত্তর : সিধু হলেন সাঁওতাল বিদ্রোহের নেতা।
১৯. বাংলার কোন অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
উত্তর : বাংলার উত্তর অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
২০. সাঁওতালদের প্রধান পেশা কী ছিল?
উত্তর : সাঁওতালদের প্রধান পেশা ছিল কৃষি।
২১. নীলবিদ্রোহ কী?
উত্তর : নীলবিদ্রোহ হলো ইংরেজ ও ইউরোপীয় নীলকরদের বিরুদ্ধে বাংলার সাধারণ কৃষক সম্প্রদায়ের একটি স্বতঃস্ফূর্ত প্রতিরোধ আন্দোলন।
২২. নীলবিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল?
অথবা, কখন ‘নীলবিদ্রোহ’ হয়েছিল?
উত্তর : নীলবিদ্রোহ ১৮৬০ সালে সংঘটিত হয়।
২৩. নীল কমিশন কখন গঠিত হয়?
উত্তর : নীল কমিশন ১৮৬০ সালের ৩১ মার্চ গঠিত হয়।
২৪. নাচোলের কৃষক বিদ্রোহ কখন সংঘটিত হয়?
উত্তর : নাচোলের কৃষক বিদ্রোহ ১৯৪৯ সালের ডিসেম্বর থেকে ১৯৫০ সালের প্রথমার্ধে সংঘটিত হয়।
২৫. তেভাগা আন্দোলন কী?
উত্তর : তেভাগা আন্দোলন হলো কৃষি উৎপাদনের দুই-তৃতীয়াংশের দাবিতে সংঘটিত বর্গাচাষিদের আন্দোলন।
২৬. তেভাগা আন্দোলন কারা সংগঠিত করেন?
উত্তর : তেভাগা আন্দোলন বাংলার প্রাদেশিক কৃষকসভার।কমিউনিস্ট কর্মীরা সংগঠিত করেন।
২৭. পাবনা বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
উত্তর : পাবনা বিদ্রোহের নেতৃত্ব দেন ঈশানচন্দ্র রায় নামে একজন তালুকদার।
২৮. পাবনার কৃষক বিদ্রোহের প্রকৃতি কী ছিল?
উত্তর : পাবনার কৃষক বিদ্রোহের প্রকৃতি ছিল নিয়মতান্ত্রিক ও অহিংস।
২৯. কৃষক বিদ্রোহের লক্ষ্য কী ছিল?
উত্তর : কৃষক বিদ্রোহের লক্ষ্য ছিল আইনসংগতভাবে দাবিদাওয়া আদায় করা।
৩০. প্রথম প্রজাস্বত্ব আইন কখন পাস হয়?
উত্তর : প্রথম প্রজাস্বত্ব আইন ১৮৫৯ সালে পাস হয়।
৩১. বাংলার প্রথম ইংরেজ কর্তৃক নিয়োগকৃত রাজস্ব কর্মকর্তার নাম কী?
উত্তর : বাংলার প্রথম ইংরেজ কর্তৃক নিয়োগকৃত রাজস্ব কর্মকর্তার নাম হলো রেজা খান।
৩২. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তর : চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. এথনিক প্রতিরোধ কী? ব্যাখ্যা কর।
২. নিম্নবর্গ বলতে কী বুঝায়?
অথবা, সাবলটার্ন বলতে কী বুঝ?
৩. নিম্নবর্গের সাধারণ অবস্থা সংক্ষেপে লেখ।
৪. আঠারো-উনিশ শতকে কৃষক বিদ্রোহের বৈশিষ্ট্য লেখ।
অথবা, বাংলার কৃষক বিদ্রোহের বৈশিষ্ট্য লিখ।
৫. বলাকি শাহের পরিচয় দাও।
৬. ফকির-সন্ন্যাসী আন্দোলনের কারণসমূহ লেখ।
৭. চাকমা নৃগোষ্ঠীর সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, চাকমাদের পরিচয় দাও।
৮. পাগলপদি বিদ্রোহ কী?
অথবা, পাগলপন্থি আন্দোলন কী?
৯. তিতুমীরের পরিচয় দাও
অথবা, তিতুমীর কে ছিলেন।
১০. বাংলার ব্রিটিশবিরোধী আন্দোলনে তিতুমীরের ভূমিকা সংক্ষেপে লেখ।
১১. ফরায়েজি আন্দোলন বলতে কী বুঝ?
অথবা, ফরায়েজি আন্দোলন সম্পর্কে টীকা লেখ।
১২. সাঁওতাল বিদ্রোহের তাৎপর্য কী ছিল?
১৩. ‘নীল কমিশন’ সম্পর্কে একটি টীকা লেখ।
১৪. পাবনা বিদ্রোহের প্রকৃতি মূল্যায়ন কর।
১৫. ইলামিত্র কে ছিলেন? তার আন্দোলন সম্পর্কে আলোচনা কর।
অথবা, ইলা মিত্রের পরিচয় দাও।
১৬. তেভাগা আন্দোলনের কারণসমূহ লেখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. প্রতিরোধ আন্দোলন কী? প্রতিরোধ আন্দোলনের চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, প্রতিরোধ আন্দোলনের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ কর।
২. নিম্নবর্গ বলতে কী বুঝ? ১৮ ও ১৯ শতকে বাংলার নিম্নবর্গের সাধারণ অবস্থার বিবরণ দাও।
৩. বাংলার ফকির-সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে আলোচনা করা।
অথবা, ফকির-সন্ন্যাসীদের উৎপত্তি ও বিকাশ আলোচনা কর।
৪. চাকমা বিদ্রোহের বর্ণনা দাও।
অথবা, পার্বত্য চট্টগ্রামের চাকমা বিদ্রোহের বিবরণ দাও।
৫. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পটভূমি এবং ঘটনা আলোচনা কর।
৬. রংপুরের কৃষকবিদ্রোহের ওপর একটি নিবন্ধ লেখ।
অথবা, রংপুর কৃষক বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ কর।
৭. রংপুরের কৃষকবিদ্রোহের পটভূমি পর্যালোচনা কর।
অথবা, রংপুরের কৃষক বিদ্রোহের পটভূমি আলোচনা কর।
৮. ময়মনসিংহের পাগলপন্থি বিদ্রোহের কারণ ও গুরুত্ব ব্যাখ্যা কর।
অথবা, ময়মনসিংহের পাগলপন্থি বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা কর।
৯. ওহাবি আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লিখ।
অথবা, ওহাবি আন্দোলনের উদ্ভব ও প্রকৃতির বিবরণ দাও।
১০. ফরায়েজি আন্দোলন মূলত একটি কৃষক আন্দোলন -মতামত দাও।
১১. ফরায়েজি আন্দোলনের বিভিন্ন পর্যায় পর্যালোচনা কর।
১২. নীলবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৩. তেভাগা আন্দোলনে নারীদের ভূমিকা পর্যালোচনা কর।
১৪. তেভাগা আন্দোলনের পটভূমি আলোচনা কর।
১৫. তেভাগা আন্দোলনে নারীদের ভূমিকা পর্যালোচনা কর।
১৬. নাচোলের কৃষক বিদ্রোহের বিবরণ দাও।
অথবা, নাচোলের বিদ্রোহের প্রস্তুতি, প্রকৃতি ও বিকাশ আলোচনা কর।
অথবা, ইলামিত্রের ভূমিকা বিশেষ উল্লেখপূর্বক নাচোলের কৃষক বিদ্রোহের বর্ণনা দাও।
আরো দেখো : ইতিহাস ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের ইতিহাস বিভাগের প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post