কিছুদিন পরেই শুরু হচ্ছে অনার্স ৩য় বর্ষের বার্ষিক পরীক্ষা। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে ও অধিক কমনের উদ্দেশ্য অনার্স ৩য় বর্ষ দর্শন বিভাগের সাজেশন গুলো তৈরি করা হয়েছে। কোর্সটিকায় আজকে প্রকাশিত প্রতীকী যুক্তিবিদ্যা সাজেশন ২০২৫ বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। বিধায়, এগুলো অনুশীলন করলে থাকছে পরীক্ষায় শতভাগ কমনের সম্ভাবনা।
কোর্সটিকায় আজকে প্রকাশিত বিষয়ের নাম হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। মুসলিম দার্শনিকবৃন্দ বিষয়ের বিষয় কোড হচ্ছে ২৩১৭০৫। এখানে, ক-বিভাগ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও দেওয়া হয়েছে। এবং, খ-বিভাগ ও গ-বিভাগ হতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বইয়ে যেগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
প্রতীকী যুক্তিবিদ্যা সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. যুক্তিবিদ্যার জনক কে?
উত্তর: যুক্তিবিদ্যার জনক হলেন এরিস্টটল।
২. যুক্তিবিদ্যা কাকে বলে?
উত্তর: বৈধ ন্যায় থেকে অবৈধ ন্যায়ের পৃথকীকরণের পদ্ধতি ও নিয়মাবলি সম্পর্কে যে শাস্ত্র বা বিদ্যা আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে।
৩. আশ্রয়বাক্য কাকে বলে?
উত্তর: সিদ্ধান্তের সপক্ষে প্রমাণ হিসেবে যে বচন বা বচনসমষ্টিকে উপস্থাপন করা হয় তাকে বা তাদেরকে আশ্রয়বাক্য বা হেতুবাক্য বলে।
৪. সিদ্ধান্ত বলতে কী বুঝ?
উত্তর: আশ্রয়বাক্যের ভিত্তিতে যে বচনকে স্বীকার করে নেওয়া হয় তাই সিদ্ধান্ত।
৫. মৌলিক বৈধ যুক্তি কাকে বলে?
উত্তর: যে যুক্তির আশ্রয়গুলো সত্য এবং সিদ্ধান্তও সত্য সেটি বৈধ যুক্তি, অর্থাৎ যে যুক্তির আকার অবৈধ নয় তাকে বৈধ যুক্তি বলে।
৬. বৈধতা কার ক্ষেত্রে প্রযোজ্য?
উত্তর: বৈধতা যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য।
৭. প্রতীক কাকে বলে?
অথবা, প্রতীক কী?
উত্তর: কোনোকিছুকে সহজে নির্দেশ করার, বুঝার বা জ্ঞাপন করার জন্য ব্যবহৃত লিখিত বা কথিত চিহ্নকেই প্রতীক বলা হয়।
৮. প্রতীক কত প্রকার ও কী কী?
উত্তর: প্রতীককে প্রথমত দুই শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা: ১. শাব্দিক ও ২. অশাব্দিক।
৯. অশাব্দিক প্রতীক কত প্রকার ও কী কী?
উত্তর: অশাব্দিক প্রতীক ছয় প্রকার। যথা: ১. ‘+’ (যোগ), ২. ‘-‘ (বিয়োগ), ৩. ‘x’ (গুণ), ‘÷’ (ভাগ), ৫. ‘=’ (সমান) এবং ৬. ‘√’ (টিক)।
১০. প্রতীকী যুক্তিবিদ্যা কেন প্রয়োজন?
উত্তর: যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের একটি উপযোগিতা হলো প্রতীক ব্যবহারের ফলে যুক্তির শ্রেণিবিভাগ সহজতর হয় এবং যুক্তির নিয়ামকগুলোকেও সহজে প্রয়োগ করা যায়।
১১. প্রতীকী যুক্তিবিদ্যার জনক কে?
উত্তর: প্রতীকী যুক্তিবিদ্যার জনক আরভিং মার্মার কপি।
১২. ‘Symbolic Logic’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Symbolic Logic’ গ্রন্থের লেখক লুইস ক্যাবল ও ডব্লিউ বার্টলি।
১৩. প্রতীকের কাজ কী?
উত্তর: একটি প্রতীক হলো একটি চিহ্ন বা শব্দ যা একটি ধারণা, বন্ধুর সম্পর্ককে নির্দেশ করে। প্রতীকগুলো ভিন্ন ধারণা এবং অভিজ্ঞতার মধ্যে সংযোগ তৈরি করে যা জানা বা দেখা যায়।
১৪. সংকেত কী?
অথবা, সংকেত বলতে কী বুঝ?
উত্তর: যেসব জিনিস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কোনো বিষয়কে সূচিত করে কিংবা অন্য কোনো বিষয়ের প্রতিনিধি হিসেবে কাজ করে তাই সংকেত।
১৫. গঠন অনুসারে বচন কত প্রকার ও কী কী?
অথবা, বচন প্রধানত প্রধানত কত প্রকার ও কী কী?
উত্তর: দুই প্রকার। যথা: ১. সরল বচন ও ২. যৌগিক বচন।
১৬. সংযৌগিক বচনের একটি উদাহরণ দাও।
উত্তর: সংযৌগিক বচনের একটি উদাহরণ হলো ‘রবীন্দ্রনাথ কবি ও গীতিকার’। যার প্রতীকায়ন রূপ হলো p.q.
১৭. প্রাকল্পিক বচনের একটি উদাহরণ দাও।
উত্তর: প্রাকল্পিক বচনের একটি উদাহরণ হলো যদি সে আসে, তাহলে আমি যাব।
১৮. বিকল্পন কী?
উত্তর: বৈকল্পিক অপেক্ষকের বিকল্প বচন ও যে যোজক দ্বারা। অভাবচনগুলো যুক্ত হয় তাই বিকল্পন।
১৯. বচনাপেক্ষক কাকে বলে? অথবা, বচনাপেক্ষক কী?
উত্তর: যখন কোনো বচনের মান অনির্ধারিত বা অধুবক বা গ্রাহক প্রতীক হয় তখন এ অনির্ধারিত বা অধ্রুবক বা গ্রাহক প্রতীকের স্থানে যদি একটি নির্ধারিত মান বসানো হয় এবং তা যদি একটি পরিপূর্ণ বচনের মর্যাদা লাভ করে তখন তাকে বচনাপেক্ষক বলে।
২০. সত্যাপেক্ষী যৌগিক বা সত্যাপেক্ষক বা অপেক্ষক কী?
অথবা, সত্যাপেক্ষক কী?
উত্তর: কোনো যৌক্তিক যোজকের সাহায্যে দুই বা ততোধিক অঙ্গবচনকে সংযুক্ত করলে যে যৌগিক বচনের উদ্ভব হয় তাই সত্যাপেক্ষী যৌগিক বা সত্যাপেক্ষক বা অপেক্ষক।
২১. গ্রহণমূলক বৈকল্পিক বচন কাকে বলে?
উত্তর: ‘অথবা’ ‘বা’ এরূপ কোনো সমার্থক শব্দ দ্বারা যদি দুই বা ততোধিক অবিরোধী বিকল্প বচন যুক্ত হয় তখন তাকে গ্রহণমূলক বৈকল্পিক বচন বলে।
২২. সত্যসারণি কাকে বলে?
অথব, সত্যসারণি কী?
উত্তর: যে সত্যিক মানবিন্যাস প্রক্রিয়ার মাধ্যমে যৌক্তিক সংযোজকের অর্থ তথা যৌগিক বচন, যুক্তি, বচনাকার বা ন্যায়াকারের প্রকৃতি বা বৈধতা নির্ণয় করা যায় তাকে সত্যসারণি বলে।
২৩. স্তম্ভ কাকে বলে?
উত্তর: সত্যসারণি গঠনে উল্লম্ব রেখাগুলোকে স্তম্ভ বা Column বলে।
২৪. বৈধতার আকারগত প্রমাণ কী?
অথবা, বৈধতার আকারগত প্রমাণ কাকে বলে?
উত্তর: সত্যসারণি বা সংক্ষিপ্ত সত্যসারণি কৌশল প্রয়োগের মাধ্যমে যুক্তির বৈধতা বা অবৈধতা প্রমাণ করা জটিল ও সময়সাপেক্ষ। যুক্তিবিদ্যায় চুক্তির বৈধতা বা অবৈধতা প্রমাণের জন্য নতুন যে পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়েছে সে পদ্ধতির নাম বৈধতার আকারগত প্রমাণ।
২৫. De M এর পূর্ণরূপ কী?
উত্তর: De M এর পূর্ণরূপ হলো De Morgan.
২৬. বস্তুগত সমমানতা কী?
উত্তর: সত্য কার্যকরী সম্পর্ক যা একই সত্যের মান সত্য বা মিথ্যা উভয় হয়; একটি ক্ষেত্রে যেখানে এই ধরনের সম্পর্ক বিদ্যমান।
২৭. মাণক কাকে বলে?
অথবা, মানক কী?
উত্তর: কোনো বচনের পরিমাণজ্ঞাপক চিহ্ন বা সংকেতকে মাণক বলে।
২৮. মাণকতত্ত্ব কী?
উত্তর: বিধেয় কলনের বিধিগুলো মাণকের সাথে সম্পর্কিত বলে এদের মাণকাত্মক বিধিমালা বা মাণকতত্ত্ব বলে।
২৯. মাণক বিধি কত প্রকার ও কী কী?
উত্তর: মাণকাত্মক অনুমান বিধি ৪ প্রকার। যথা: ১. সার্বিক নিদর্শন, ২. সার্বিক সামান্যীকরণ, ৩. সাত্ত্বিক সামান্যীকরণ ও ৪. সাত্ত্বিক নিদর্শন।
৩০. সার্বিক নিদর্শন অনুমান বিধি বা UI কী?
অথবা, সার্বিক নিদর্শন (VI) বিধিটি লেখ।
উত্তর: বিধেয় কলনে যে অনুমান বিধির সাহায্যে কোনো সার্বিক মাণকবন্ধ বচনাপেক্ষ থেকে সেই বচনাপেক্ষর যেকোনো প্রতিস্থাপক দৃষ্টান্ত যৌক্তিকভাবে নিঃসৃত হয় সেই বিধিকে সার্বিক নিদর্শন অনুমান বিধি বা সংক্ষেপে UI বলা হয়।
৩১. UG এর পূর্ণরূপ কী?
অথবা, সার্বিক সামান্যীকরণের ইংরেজি কী?
উত্তর: UG এর পূর্ণরূপ হলো Universal Generalization.
৩২. সাত্ত্বিক সামান্যীকরণের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তর: সাত্ত্বিক সামান্যীকরণের সংক্ষিপ্ত রূপ হলো EG।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. প্রতীকী যুক্তিবিদ্যা বলতে কী বুঝ?
অথবা, প্রতীকী যুক্তিবিদ্যা কী?
২. প্রতীকী যুক্তিবিদ্যা কীভাবে সাবেকি যুক্তিবিদ্যা থেকে পৃথক?
অথবা, সাবেকি ও প্রতীকী যুক্তিবিদ্যার পার্থক্য সংক্ষিপ্তভাবে তুলে ধর।
৩. প্রতীকের প্রকৃতি সংক্ষেপে আলোচনা কর।
অথবা, প্রতীকের প্রকৃতি ব্যাখ্যা কর।
৪. কৃত্রিম সংকেত ও স্বাভাবিক সংকেতের মধ্যে পার্থক্য কর।
অথবা, কৃত্রিম সংকেত ও স্বাভাবিক সংকেতের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৫. যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য কর।
অথবা, ন্যায় ও ন্যায়াকারের পার্থক্য কর।
৬. সত্যতা ও বৈধতার পার্থক্য নির্ণয় কর।
অথবা, সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য নির্ণয় কর।
৭. সত্যসরণি ব্যবহার করে প্রাকল্পিক বচন ব্যাখ্যা কর।
অথবা, প্রাকল্পিক বচন কী?
৮. বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
অথবা, বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য কর।
অথবা, বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য দেখাও।
৯. “সকল বচনই বাক্য কিন্তু সকল বাক্য বচন নয়।”- উদাহরণসহ উক্তিটি বিশ্লেষণ কর।
১০. বাচনিক কলন কী?
অথবা, বাচনিক কলন কাকে বলে? উদাহরণ দাও।
১১. সংক্ষিপ্ত সত্য সারণি কৌশলের স্বরূপ ব্যাখ্যা কর।
১২. প্রতিস্থাপন বিধির স্বরূপ ব্যাখ্যা কর।
১৩. সংক্ষিপ্ত সত্যসারণি কৌশল সম্পর্কে লেখ।
অথবা, সংক্ষিপ্ত সত্য সারণি কৌশলের স্বরূপ ব্যাখ্যা কর।
১৪. বিধেয় কলনের গুরুত্ব আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. প্রতীকী যুক্তিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা কর। প্রতীকী যুক্তিবিদ্যার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, প্রতীকী যুক্তিবিদ্যার স্বরূপ কী? এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
২. প্রতীকী যুক্তিবিদ্যা কাকে বলে? সাবেকি ও প্রতীকী যুক্তিবিদ্যার মধ্যে পার্থক্যগুলো লেখ।
অথবা, প্রতীকী যুক্তিবিদ্যা বলতে কী বুঝ? প্রতীকী যুক্তিবিদ্যা ও সাবেকি যুক্তিবিদ্যার মধ্যে পার্থক্য নিরূপণ কর।
৩. প্রতীক কী? যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের উপযোগিতা আলোচনা। কর।
অথবা, যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের উপযোগিতা ব্যাখ্যা কর।
৪. আই. এম. কপি কীভাবে সত্যতা ও বৈধতার পার্থক্য করেন?
৫. সত্য সারণি বলতে কী বুঝ? সত্য সারণির মাধ্যমে প্রাকল্পিক অপেক্ষক ব্যাখ্যা কর।
৬. সত্যসারণি পদ্ধতির স্বরূপ ব্যাখ্যা কর।
৭. সংক্ষিপ্ত সত্যসারণি কৌশলের স্বরূপ ব্যাখ্যা কর।
৮. সংক্ষিপ্ত সত্য সারণি কৌশল কী?
৯. বৈধতার আকারগত প্রমাণ বলতে কী বুঝ?
১০. আকারগত প্রমাণের স্বরূপ বিশ্লেষণ কর।
১১. বৈধতার আকারগত প্রমাণ কাকে বলে?
১২. অবৈধতা প্রমাণের পদ্ধতিটি ব্যাখ্যা কর।
১৩. অবৈধতা প্রমাণের পদ্ধতিটি ব্যাখ্যা কর।
১৪. সামান্য বচন ও বচনাপেক্ষকের মধ্যে পার্থক্য নিরূপণ কর।
অথবা, অবৈধতা প্রমাণের পদ্ধতিটি ব্যাখ্যা কর।
১৫. প্রতিস্থাপন বিধি বলতে কী বুঝ?
১৬. বৈধতার শর্তমূলক প্রমাণ বলতে কী বুঝ?
১৭. বৈধতার শর্তমূলক প্রমাণ বলতে কী বুঝ?
১৮. বৈধতার শর্তমূলক প্রমাণ পদ্ধতি ব্যাখ্যা কর।
১৯. পরোক্ষ প্রমাণ বলতে কী বুঝ?
অথবা, পরোক্ষ প্রমাণ পদ্ধতি কাকে বলে? পরোক্ষ প্রমাণের স্বরূপ ব্যাখ্যা কর।
২০. পরোক্ষ প্রমাণের স্বরূপ ব্যাখ্যা কর।
২১. সংক্ষিপ্ত সত্যসারণি কৌশলের স্বরূপ ব্যাখ্যা কর।
অনার্স ৩য় বর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থীরা, উপরে তোমাদের জন্য প্রতীকী যুক্তিবিদ্যা সাজেশন ২০২৫ আলোচনা করা হয়েছে। এখান হতে তোমরা ক-বিভাগ এর প্রশ্ন ও উত্তরগুলো পেয়ে যাবে। তবে, খ-বিভাগ ও গ-বিভাগ এর উত্তরগুলোর জন্য তোমাদের বইয়ের সহায়তা নিতে হবে। তোমাদের জন্য শুভ কামনা রইল।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post