সারাবিশ্বের প্রায় প্রতিটি দেশেই রয়েছে অসংখ্য প্রবাসী। এরা এমন এমন সব জায়গায় কাজ করে, যেখানে লক্ষ লক্ষ প্রবাসীর ঈদের জামাত পড়ার সৌভাগ্যটা কপালে জোটে না। এদের জন্য আমরা তৈরি করেছি, প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস যেগুলো তারা ফেসবুকে আপলোড করে মনের কষ্ট কিছুটা হলেও ভুলে যাবে।
যদি প্রিয়মানুষ আর পরিবার-পরিজন ছেড়ে ঈদ পালন মোটেও সুখকর না। তারপরেও এসব প্রবাসী বীর যোদ্ধাদের জন্য আমরা দেশে বসে দোয়া ছাড়া আর কিছুই করতে পারি না। তাই সব রেমিটেন্স যোদ্ধা ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ঈদ মোবারক।
প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস
১. আমরা যারা প্রবাসী
দুঃখ লুকিয়ে মুখে হাসি,
ঈদের দিনেও মাকে দেখি না
মনের কষ্ট বলতে পারি না।
২. প্রবাসীদের ঈদ মানে
চোখের কোণে জল,
কেউ দেখে না সেই জলে
কত দূরে ঢল।
৩. প্রবাসীদের ঈদ মানে
লম্বা একটা ঘুম,
প্রবাসীদের ঈদ মানে
শুধুই পাশের রুম।
৪. ঈদ আসিলে প্রবাসীদের
বালিশ ভিজে চোখের জলে,
প্রবাসীদের দুঃখে কষ্টে
কয়জনের মন গলে।
৫. রাতে আসি সকালে যাই,
দুপুর বেলা খাবার খাই;
কাজে কাজে জীবন শেষ
এরই নাম যে বিদেশ।
৬. প্রবাসীদের ঈদ মানে
নিজের হাতে রান্না,
প্রবাসীদের ঈদ মানে,
চোখ ভরা কান্না।
৭. প্রবাসীদের ঈদ আছে,
মুখে হাসি নাই,
প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা,
মূল্য তাদের নাই।
৮. প্রবাসীদের ঈদ মানে
চোখের কোণে জল,
কেউ দেখে না সেই জলে
কত দূরে ঢল।
৯. প্রবাসীদের ঈদ মানে
লম্বা একটা ঘুম,
প্রবাসীদের ঈদ মানে,
শুধুই পাশের রুম।
১০. ঈদ আসিলে প্রবাসীদের
বালিশ ভিজে চোখের জলে,
প্রবাসীদের দুঃখে কষ্টে
কয়জনের বা মন গলে।
১১. রাতে আসি সকালে যাই,
দুপুর বেলা খাবার খাই;
কাজে কাজে জীবন শেষ,
এরই নাম যে বিদেশ।
১২. প্রবাসীদের ঈদ মানে
নিজের হাতে রান্না,
প্রবাসীদের ঈদ মানে,
চোখ ভরা কান্না।
প্রবাসীদের ঈদ কষ্টের স্ট্যাটাস
স্ট্যাটাস-১ : প্রিয়জন ছাড়াই চলে এলো আরেকটি ঈদ। আমরা প্রবাসীদের কাছে ঈদ মানেই এক অন্যরকম বিষাদ। এই কষ্ট আসলে কাউকে প্রকাশ করে বুঝানো যায় না। তাই অন্তত অনলাইনে ঈদ মোবারক শুভেচ্ছা জানিয়ে হলেও প্রিয়জনকে আমরা ঈদ আনন্দ ভাগ করে থাকি। সবাইকে ঈদ মোবারক।
স্ট্যাটাস-২ : পরিবার ছাড়া ঈদ মানেই হৃদয় বিদারক কষ্টকর একটি বিষয়। আমরা সকলেই চাই পরিবারে সাথে ঈদ উদযাপন করতে। কিন্তু জীবিকার তাগিদে অনেকেরই এই দূর প্রবাসে ঈদ কাটাতে হয়। সবাইকে ঈদ মোবারক।
প্রবাসীদের ঈদের আরো কিছু স্ট্যাটাস
১. বুকে কষ্ট, মুখে হাসি
এরই নাম প্রবাসী।
******* ঈদ মোবারক********
২. কে বলেছে প্রবাসীদের ঈদ নেই? প্রবাসীদের ও ঈদ আছে। ঈদ উপলক্ষে পরিবারের মুখে হাসি ফুটাতে পারলেই প্রবাসীদের ঈদ হয়ে যায়।
৩. লাখ প্রতিকূলতার প্রত্যেকের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ। সকল প্রবাসীদের ঈদের শুভেচ্ছা।
৪. রক্তের চেয়েও বেশি দামি প্রবাসী ভাইদের ঘাম
ঈদের দিনেও তাদের নেই যে বিশ্রাম
ভাবো তোমরা মহা সুখে-
আসলেই কি তাই?
ঈদের দিনটিও যে তাদের ক্যালেন্ডারে নাই?
৫. ঈদের দিনেও প্রবাসীরা পায়না বাবার বুক
লুকিয়ে কাঁদে কেউবা আবার মুছে নিজের চোখ।
******* ঈদ মোবারক********
আরো দেখুন: প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস
শেষ কথা
প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস সত্যিকার অর্থেই প্রবাসীদের ঈদ বলতে কিছু নেই। আমরা দেশে বসে মনে করি, তারা বিদেশে না যেন কত সুখে আছে। কিন্তু মা-বাবা, স্ত্রী-সন্তান আর আত্মীয়-স্বজন, ছেড়ে তারা কত কষ্টে ঈদ পালন করে, সেই কষ্ট তারাই যানে। তাই এসব প্রবাসী এবং রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইল।
Discussion about this post