প্রবাস বন্ধু mcq
৪৯১. সৈয়দ মুজতবা আলী কত খ্রিষ্টাব্দে জন্ম গ্রহণ করেন?
ক. ১৯০৩
খ. ১৯০৪
গ. ১৯০৯
ঘ. ১৯১৩
৪৯২. করিমগঞ্জ কোথায়?
ক. ঢাকায়
খ. আসামে
গ. আফগানিস্থানে
ঘ. কলকাতায়
৪৯৩. সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?
ক. আসামের করিমগঞ্জে
খ. কলকাতার বেলাহাটি
গ. বাংলাদেশের শিবপুর
ঘ. বাংলাদেশের মৌলভীবাজার
৪৯৪. সৈয়দ মুজতবা আলী কাবুলের কোন কলেজে অধ্যাপনা করেন?
ক. কৃষি বিজ্ঞান কলেজে
খ. ভূমি বিজ্ঞান কলেজে
গ. রেশম বিজ্ঞান কলেজে
ঘ. ভাষা বিজ্ঞান কলেজে
৪৯৫. সৈয়দ মুজতবা আলী পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লিখলে তাঁকে কী করতে হয়?
ক. জেলে যেতে হয়
খ. পালিয়ে যেতে হয়
গ. চাকরি ছাড়তে হয়
ঘ. আন্দোলন করতে হয়
৪৯৬. নিচের কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত?
ক. মাধবিলতা
খ. শেষের কবিতা
গ. চাচা কাহিনী
ঘ. নূর ইসলাম
৪৯৭. ‘পঞ্চতন্ত্র’ কার রচনা?
ক. সৈয়দ মুজতবা আলী
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্রমথ চৌধুরী
ঘ. কাজী মোতাহার হোসেন
৪৯৮. সৈয়দ মুজতবা আলী কোথায় মারা যান?
ক. কলকাতায়
খ. আসামে
গ. আসানসোলে
ঘ. ঢাকায়
৪৯৯. সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৪
খ. ১৯৭৬
গ. ১৯৯৯
ঘ. ২০০১
৫০০. কোন স্থানটি কাবুল থেকে আড়াই মাইল দূরের?
ক. খাজামোল্লা গ্রাম
খ. পানশির
গ. হরফনমোল্লা
ঘ. ওরভেয়া
৫০১. জিরার একজন-
ক. লেখক
খ. ব্যবসায়ী
গ. মন্ত্রী
ঘ. অধ্যক্ষ
৫০২. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে ফরাসি জাতের লোক কে?
ক. আবদুর রহমান
খ. অধ্যক্ষ জিরার
গ. লেখকের চাকর
ঘ. কাবুলের মন্ত্রী
৫০৩. কে কায়দা মাফিক আবদুর রহমানকে আলাপ করিয়ে দেন?
ক. মুজতবা আলী
খ. হরফুন মৌলা
গ. জিরার সাহেব
ঘ. খাজামোল্লা
৫০৪. আবদুর রহমান কার গৃহকর্মে নিয়োজিত?
ক. লেখকের
খ. অধ্যক্ষ জিরারের
গ. আমীর আলীর
ঘ. মন্ত্রী সাহেবের
৫০৫. লেখকের সব কাজ কে করে দেবে?
ক. অধ্যক্ষ জিরার
খ. মাননীয় মন্ত্রী
গ. আবদুর রহমান
ঘ. আমীর আলী
৫০৬. ‘জুতো বুরুশ থেকে খুনখারাবি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. জুতা পলিশ ও খুন করা
খ. ছোট থেকে বড় সব কাজ
গ. ঝগড়া বিবাদ
ঘ. রান্না ও যত্ন করা
৫০৭. ‘হরফন-মৌলা’ কাকে বলে?
ক. সকল কাজ করতে পারে যে
খ. রান্না করতে পারে যে
গ. মারামারি করতে পারে যে
ঘ. সব সময় ঝগড়া করে যে
৫০৮. আবদুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন? [অনু ২]
ক. আচরণের জন্য
খ. শারীরিক গঠনের জন্য
গ. বেশি রান্না জন্য
ঘ. বেশি খাওয়ার জন্য
৫০৯. লেখক কয়টি নরদানব দেখেছেন?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারাটি
ঘ. পাঁচটি
৫১০. লেখকের দেখা দুটি নরদানবের একজন কে?
ক. জিরার
খ. লেখকের গৃহভৃত্য
গ. লেখকের বন্ধু
ঘ. লেখকের বাড়িওয়ালা
৫১১. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে নরদানবের সঙ্গে সাদৃশ্য রয়েছে কার?
ক. জিরারের
খ. আবদুর রহমানের
গ. মুজতবা আলীর
ঘ. খাজামোল্লার
৫১২. আবদুর রহমান উচ্চতায় কত?
ক. চার ফুট চার ইঞ্চি
খ. পাঁচ ফুট চার ইঞ্চি
গ. ছয় ফুট চার ইঞ্চি
ঘ. সাত ফুট
৫১৩. দুই কাঁদি মর্তমান কলার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের?
ক. আবদুর রহমানের হাতের
খ. আবদুর রহমানের হাতের আঙুলের
গ. আবদুর রহমানের কানের
ঘ. আবদুর রহমানের পায়ের আঙুল
৫১৪. আবদুর রহমানের পায়ের সাইজ কিসের মতো?
ক. গাড়ির মতো
খ. ডিঙি নৌকার মতো
গ. রিলিফ ম্যাপের মতো
ঘ. পান্তুয়ার মতো
৫১৫. আবদুর রহমান আমির আবদুর রহমান হলে কোন দেশের ভার বহন করতেন?
ক. আরবের
খ. বাংলাদেশের
গ. আফগানিস্তানের
ঘ. লন্ডনের
৫১৬. আবদুর রহমানের রং কেমন?
ক. কালো
খ. ফরসা
গ. বাদামি
ঘ. সাধারণ
৫১৭. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে কোন কোন ঋতুর কথা প্রকাশ পেয়েছে?
ক. গ্রীষ্ম-বর্ষা
খ. বর্ষা-হেমন্ত
গ. শীত-গ্রীষ্ম
ঘ. শীত-বসন্ত
৫১৮. আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্য রয়েছে কার চেহারার?
ক. অধ্যক্ষ জিরার
খ. আমীর রহমানের
গ. মুজতবা আলীর
ঘ. আবদুর রহমানের
৫১৯. প্রথম দিন থেকে আবদুর রহমান কী করেছিল?
ক. ঝগড়া করেছিল
খ. নিচের দিকে তাকিয়ে ছিল
গ. পাহাড়ে রোজ বেড়াতে নিয়ে যেত
ঘ. অলসভাবে বসে থাকত
৫২০. ‘গুরুজনদের দিকে তাকাতে নেই’ এটি যে ব্যক্তি মানবে তার মধ্যে কী রয়েছে?
ক. কুসংস্কার
খ. ভয়
গ. আশঙ্কা
ঘ. সংস্কার
৫২১. পান্তুয়া কিসের সঙ্গে তুলনীয়?
ক. আবদুর রহমানের চোখ
খ. আবদুর রহমানের মাথা
গ. আবদুর রহমানের আঙুল
ঘ. আবদুর রহমানের বুক
৫২২. আবদুর রহমান কার মতো রান্না করবে বলে লেখকের মনে হয়?
ক. ভীম সেন
খ. লক্ষণ সেন
গ. বল্লাল সেন
ঘ. অমল সেন
৫২৩. আবদুর রহমান আগে কোথায় ছিল?
ক. জাহাজে
খ. জেলে
গ. পল্টনে
ঘ. কাবুলে
৫২৪. কত দিন হলো আবদুর রহমান খালাস পেয়েছে?
ক. এক মাস
খ. দুই মাস
গ. তিন মাস
ঘ. চার মাস
৫২৫. রাইফেল চালাতে পার- উক্তিটি কার?
ক. অধ্যক্ষ জিরারের
খ. আবদুর রহমানের
গ. লেখকের
ঘ. কাবুলের মন্ত্রীর
৫২৬. ফালুদা বানাতে কী লাগে?
ক. কাঁচা লঙ্কা
খ. জিরা
গ. চাল
ঘ. বরফ
৫২৭. কোন পাহাড় থেকে বরফ আনা হয়?
ক. কাবুল পাহাড়
খ. খাইবার পাহাড়
গ. পাগমানের পাহাড়
ঘ. দার্জিলিংয়ের পাহাড়
৫২৮. কখন বড় বড় গর্তে বরফ ভর্তি করে রাখা হয়?
ক. গ্রীষ্মকালে
গ. শীতকালে
গ. বসন্তকালে
ঘ. শরৎকালে
৫২৯. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে কোন প্রাণীর কথা বলা হয়েছে?
ক. খচ্চর
খ. গরু
গ. গাধা
ঘ. ঘোড়া
৫৩০. ‘রহমত তার এলাকার সকল খবর রাখে’ রহমতের সঙ্গে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির সাদৃশ্য রয়েছে?
ক. আবদুর রহমানের
খ. মুজতবা আলীর
গ. আমীর আলীর
ঘ. কাবুলের মন্ত্রীর।
৫৩১. লেখক যেখানে থাকেন সেখান থেকে কাবুলের দূরত্ব কত?
ক. তিন মাইল
খ. আড়াই মাইল
গ. দুই মাইল
ঘ. এক মাইল
৫৩২. আবদুর রহমানের বোঝাটি কেমন ছিল?
ক. পর্বতের মতো উঁচু
খ. পর্বতের মতো এবড়ো-থেবড়ো
গ. পর্বতের মতো শক্ত
ঘ. পর্বতের মতো উঁচু-নিচু
৫৩৩. লেখক আবদুর রহমানকে কী নিয়ে আসতে দেখলেন?
ক. অনেক বস্তা
খ. পর্বতপ্রমাণ বোঝা
গ. বড় গাড়ি
ঘ. খাবারের বস্তা
৫৩৪. আবদুর রহমানের বোঝাটা কিসের থলের মধ্যে ছিল?
ক. দড়ির
খ. পলিথিনের
গ. জালের
ঘ. কাপড়ের
৫৩৫. লেখক কাকে টাঙা হাঁকিয়ে বাড়ি ফিরতে দেখেন?
ক. রহমানকে
খ. জিরারকে
গ. মন্ত্রীকে
ঘ. মাঝিকে
৫৩৬. কাবুল শহরে নিশাচর হতে হলে কী প্রয়োজন?
ক. চাকর
খ. অস্ত্র
গ. গাড়ি
ঘ. ইচ্ছা
৫৩৭. কার তাগদ ও হাতিয়ার কিছুই নেই?
ক. জিরারের
খ. আমীর আলীর
গ. লেখকের
ঘ. আবদুর রহমানের
৫৩৮. গামলা ভর্তি কিসের মাংস ছিল?
ক. গরু
খ. মুরগি
গ. খাসি
ঘ. দুম্বা
৫৩৯. মাংসের গামলার মধ্যে লুকোচুরি খেলছিল কী?
ক. আলু
খ. কিশমিশ
গ. মসলা
ঘ. পেঁয়াজ
৫৪০. কোফতা-পোলাওয়ের ওপর আস্ত কিসের রোস্ট?
ক. দুম্বার
খ. খাসির
গ. মুরগির
ঘ. হরিণের
৫৪১. কোথাকার আঙুর আফগানিস্তানে মশহুর?
ক. কাবুলের
খ. বাগেবালার
গ. কাশ্মীরের
ঘ. ভারতের
৫৪২. ‘যথেষ্ট হয়েছে আবদুর রহমান’ এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?
ক. সন্তুষ্টি
খ. ভালোবাসা
গ. বিরক্তি
ঘ. ভালো লাগা
৫৪৩. কাবুলি সবুজ চায়ের রং কেমন?
ক. সবুজ
খ. ফিকে হলুদ
গ. গাঢ় সবুজ
ঘ. হলুদ
৫৪৪. কাবুলিরা কয় পেয়ালা চা পান করে?
ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. সাত
৫৪৫. কাবুলিরা কত নম্বর পেয়ালায় চায়ে চিনি খায়?
ক. প্রথম
খ. তৃতীয়
গ. চতুর্থ
ঘ. পঞ্চম
৫৪৬. কফির পাত্রের সাইজ কেমন?
ক. বড়
খ. ছোট
গ. মাঝারি
ঘ. খুব বড়
৫৪৭. কফির পেয়ালার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের?
ক. নুনদানির
খ. মোমদানির
গ. পানির মগের
ঘ. চায়ের পেয়ালার
৫৪৮. সবশেষে আবদুর রহমান কী হাতে ঘরে ঢোকে?
ক. ফালুদা
খ. চায়ের পাত্র
গ. বাদাম-আখরোট
ঘ. পানি
৫৪৯. কাবুলের পানি কেমন?
ক. গরম
খ. খোলা
গ. মিষ্টির মতো
ঘ. গলানো পাথরের মতো
৫৫০. পানশির কোথায়?
ক. উত্তর-আফগানিস্তানে
খ. দক্ষিণ-আফগানিস্তানে
গ. পূর্ব-আফগানিস্তানে
ঘ. পশ্চিম আফগানিস্তানে
৫৫১. আবদুর রহমানের দেশ আফগানিস্তানের কোথায়?
ক. পশ্চিমে
খ. দক্ষিণে
গ. উত্তরে
ঘ. পূর্বে
৫৫২. পানশির মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়- বাক্যটি কেমন?
ক. ভাবপ্রধান
খ. বাস্তবধর্মী
গ. নিরীক্ষামূলক
ঘ. কল্পকাহিনি
৫৫৩. ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো কী?
ক. পানি
খ. বাতাস
গ. বরফ
ঘ. ফুল
৫৫৪. কিসের ইঞ্জিনের সিটির শব্দ শোনা যায়?
ক. দারুস সালামের
খ. দারুল আমানের
গ. দারুল মুলারের
ঘ. দারুল আমনের
৫৫৫. কাবুলের বাজারে কী পাওয়া যায়?
ক. বাদাম
খ. সবজি
গ. কালো চশমা
ঘ. ফালুদার বরফ
৫৫৬. পানশিরের হাওয়ার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের?
ক. ধারালো ছুরির
খ. ঘোড়ার তেজের
গ. ঠান্ডা বরফের
ঘ. ময়লাহীন ফুলের
৫৫৭. ‘ওরভোয়া’ কী ভাষার শব্দ?
ক. আরবি
খ. ফারসি
গ. ফরাসি
ঘ. উদর
৫৫৮. ‘তম্বী’ শব্দের অর্থ কী? [অনু ১]
ক. বড় দেহ
খ. ক্ষীণ দেহ
গ. তিরস্কার
ঘ. পুনরায়
৫৫৯. ‘তাগদ’ অর্থ কী?
ক. তাগাদা
খ. শক্তি
গ. দ্রুততা
ঘ. পুনরায়
৫৬০. ‘ব্রহ্মরন্ধ্র’ কোথায়?
ক. তালুর সামনে
খ. তালুর কেন্দ্রে
গ. তালুর তলে
ঘ. তালুর পেছনে
৫৬১. ‘প্রবাস বন্ধু’ কী ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. কাব্যগ্রন্থ
গ. ভ্রমণকাহিনি
ঘ. প্রবন্ধ
৫৬২. ‘প্রবাস বন্ধু’ ‘দেশে বিদেশে’ গ্রন্থের কোন অংশ?
ক. দ্বাদশ
খ. পঞ্চদশ
গ. একাদশ
ঘ. ত্রয়োদশ
৫৬৩. আফগানিস্তানের রাজধানী কোথায়?
ক. কাবুল
খ. সাইবেরিয়া
গ. দারুল
ঘ. খাজামোল্লা
৫৬৪. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে প্রকাশ ঘটেছে?
ক. লেখকের স্বদেশপ্রেম
খ. লেখকের ধৈর্য
গ. লেখকের আতিথেয়তা
ঘ. লেখকের সরলতা
শিক্ষার্থীরা, ওপরের বাটনে ক্লিক করে প্রবাস বন্ধু mcq ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post