জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন। ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের প্রাচীন সভ্যতার ইতিহাস অনার্স ২য় বর্ষ সাজেশন এবং প্রশ্নের উত্তর। বিষয় : প্রাচীন সভ্যতার ইতিহাস, বিষয় কোড : ২২১৫০৫।
প্রাচীন সভ্যতার ইতিহাস অনার্স ২য় বর্ষ
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. কোন ল্যাটিন শব্দ থেকে Civilization শব্দটির উৎপত্তি হয়েছে?
উত্তর : ল্যাটিন শব্দ Civitas থেকে উৎপত্তি হয়েছে।
২. Homo Sapiens এর অর্থ কী?
উত্তর : Homo Sapiens এর অর্থ ‘আধুনিক মানুষ’ ।
৩. নগর বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : নগর বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ‘ভি.গর্ডন চাইল্ড’ ।
৪. প্রাচীন মিশরের রাজাদের উপাধি কি ছিল?
উত্তর : প্রাচীন মিশরের রাজাদের উপাধি ছিল ‘ফারাও বা ফেরাউন’ ।
৫. হায়ারোগ্লিফিক কী?
উত্তর : মিশরীয়দের হচ্ছে লিখনপদ্ধতি।
৬. মেসোপটেমিয়ায় প্রথম কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর : মেসোপটেমিয়ায় প্রথম ‘সুমেরীয় সভ্যতা’ গড়ে উঠেছিল ।
৭. সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : সুমেরীয় আইনের প্রতিষ্ঠাতা হচ্ছে ‘রাজা ডুঙ্গি’ ।
৮. বর্ণমালা আবিষ্কার করে কারা?
উত্তর : বর্ণমালা আবিষ্কার করে ‘ফিনিশীয়রা’ ।
৯. ‘হেলেনিস্টিক সভ্যতা’ কোথায় গড়ে উঠেছিল?
উত্তর : ‘হেলেনিস্টিক সভ্যতা’ গ্রিসে গড়ে উঠেছিল।
১০. ‘প্রতিকূলতা ও মোকাবিলা’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : ‘প্রতিকূলতা ও মোকাবিলা’ তত্ত্বের প্রবক্তা হলেন আরনল্ড জে.টয়েনবি।
১১. ‘ইলিয়ড ও ওডেসি’ কে রচনা করেন?
উত্তর : ‘ইলিয়ড ও ওডেসি’ গ্রিক কবি হোমার রচনা করেন ।
১২. জুলিয়াস সিজার কে ছিলেন?
উত্তর : জুলিয়াস সিজার ছিলেন ‘রোমান সম্রাট’ ।
১৩. Pre- historic age- এর অর্থ কী?
উত্তর : Pre- historic age- এর অর্থ ‘প্রাগৈতিহাসিক যুগ’ ।
১৪. ‘Eolithic Age’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Eolithic Age’ শব্দের অর্থ ‘প্রস্তর পূর্ব’ যুগ।
১৫. আধুনিক নগর সভ্যতার ভিত্তি তৈরি হয় কোন যুগে?
উত্তর : আধুনিক নগর সভ্যতার ভিত্তি তৈরি হয় ‘সিন্ধু সভ্যতার যুগে’ ।
১৬. A Study of History’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : A Study of History’ গ্রন্থটির রচয়িতা ‘আরনল্ড জে টয়েনবি’ ।
১৭. Man Makes Himself’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : Man Makes Himself’ গ্রন্থটি রচনা করেন ‘ভি. গর্ডন চাইল্ড’ ।
১৮. কারা চান্দ্র পঞ্জিকা উদ্ভাবন করেছিল?
উত্তর : ‘মিশরীয়রা’ চান্দ্র পঞ্জিকা উদ্ভাবন করেছিল।
১৯. কাদেরকে ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়?
উত্তর : মিশরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়।
২০. কাদের ‘নব্য ব্যাবিলনীয়’ বলা হয়ে থাকে?
উত্তর : ‘এসিরীয়দের’ নব্য ব্যাবিলনীয় বলা হয়ে থাকে।
২১. পার্সিপোলিস প্রাসাদ কে নির্মাণ করেন?
উত্তর : পার্সিপোলিস প্রাসাদ ‘দারিয়াস দ্য গ্রেট’ নির্মাণ করেছিলেন।
২২. ‘এল (EL)’ কীসের দেবতা ছিলেন?
উত্তর : ‘এল (EL)’ ইহুদিদের নির্দিষ্ট গোত্রের বা এলাকার রক্ষক ছিলেন।
২৩. হোমার কে ছিলেন?
উত্তর : হোমার ‘গ্রিক কবি’ ছিলেন।
২৪. ‘ইলিয়ড ও ওডিসি’ কে রচনা করেন?
উত্তর : ‘ইলিয়ড ও ওডিসি’ রচনা করেন গ্রিক কবি হোমার।
২৫. কৃষির আবিষ্কার হয় কোন যুগে?
উত্তর : কৃষির আবিষ্কার হয় ‘নবোপলীয় যুগে’ ।
২৬. সাইরাস কে ছিলেন?
উত্তর :সাইরাস ‘পারসিক সম্রাট’ ছিলেন।
২৭. প্রাচীন মিশরীয় রাজাদের কি বলা হতো?
উত্তর : প্রাচীন মিশরীয় রাজাদের ‘ফারাও বা ফেরাউন’ ।
২৮. ‘লিপইয়ার’ প্রথম কারা আবিষ্কার করে?
উত্তর : ‘লিপইয়ার’ প্রথম মিশরীয়রা আবিষ্কার করে।
২৯. সুমেরীয় লিখন পদ্ধতির নাম কি?
উত্তর : সুমেরীয় লিখন পদ্ধতির নাম ‘কিউনিফরম’ ।
৩০. গিলগামেশ কি?
উত্তর : গিলগামেশ হচ্ছে ‘সুমেরীয়দের মহাকাব্য’ ।
৩১. ‘জরথুস্ত্রবাদ’ কি?
উত্তর : ‘জরথুস্ত্রবাদ’ হচ্ছে পারসিকদের ধর্মীয় মতবাদ।
৩২. হিব্রু শব্দের অর্থ কি?
উত্তর : হিব্রু শব্দের অর্থ ‘দস্যু বা ভাড়াটিয়া সৈন্য’ ।
৩৩. কোন নদীকে “চীনের দুঃখ” বলা হয়?
উত্তর : হোয়াংহো নদীকে “চীনের দুঃখ” বলা হয়।
৩৪. তাওবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : তাওবাদের প্রতিষ্ঠাতা ছিলেন ‘চীনা দার্শনিক লাওৎসে’ ।
৩৫. ‘পেরিক্লিস’ কে ছিলেন?
উত্তর : ‘পেরিক্লিস’ এথেনীয় সাম্রাজ্যের সর্বাপেক্ষা শক্তিশালী শাসক ছিলেন।
৩৬. কার শাসনামলে রোমে খ্রিষ্টধর্ম রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা লাভ করে?
উত্তর : ৩৯৫ খ্রিষ্টাব্দে সম্রাট প্রথম থিওডোসিয়াসের শাসনামলে রোমে খ্রিষ্টধর্ম রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা লাভ করে।
৩৭. ‘গিলগামেশ’ কী?
উত্তর : ‘গিলগামেশ’ হচ্ছে সুমেরীয়দের মহাকাব্য।
৩৮. ‘প্রতিবন্ধকূলতা ও মোকাবেলা’ তত্ত্বটি কে প্রদান করেন?
উত্তর : ‘প্রতিবন্ধকূলতা ও মোকাবেলা’ তত্ত্বটি আরনল্ড জে.টয়েনবি প্রদান করেন।
৩৯. প্রথম শূন্যের ব্যবহার কারা করেন?
উত্তর : প্রথম শূন্যের ব্যবহার ‘সুমেরীয়রা’ করেন।
৪০. ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন?
উত্তর : ব্যাবিলনের শূন্য উদ্যান ‘সম্রাট নেবুচাদনেজার’ নির্মাণ করেন।
৪১. ‘Fertile Crescent’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Fertile Crescent’ শব্দের অর্থ উর্বর অর্ধচন্দ্ৰিকা।
৪২. ‘স্পার্টা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘স্পার্টা’ শব্দের অর্থ কর্ষিত বা বোনা জমি
৪৩. মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী?
উত্তর : মিশরীয়দের লিখন পদ্ধতির নাম ‘হায়ারোগ্লিফিক’ ।
৪৪. সভ্যতার কোন ক্ষেত্রে হিব্রুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন?
উত্তর : সভ্যতার ‘একেশ্বরবাদী ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে’ হিব্রুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ।
৪৫. ‘হাম্মুরাবি’ কোন দেশের শাসক ছিলেন?
উত্তর : ‘হাম্মুরাবি’ মেসোপটেমীয়ায় ব্যাবিলনীয় সভ্যতার শাসক ছিলেন।
৪৬. ‘ইলিয়ড ও ওডেসি” মহাকাব্যদ্বয়ের লেখক কে?
উত্তর : ‘ইলিয়ড ও ওডেসি’ মহাকাব্যদ্বয়ের লেখক গ্রিক কবি হোমার।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সভ্যতা ও সংস্কৃতির মধ্যে পার্থক্য কী?
২. প্রস্তর যুগ কাকে বলে? এ যুগ কয় ভাগে বিভক্ত?
৩. নগর বিপ্লব বলতে কি বুঝ?
৪. হেলেনীয় সভ্যতা বলতে কি বুঝ?
৫. হাম্বুরাবির আইন সংহিতার দুটি বৈশিষ্ট্য আলোচনা কর।
৬. কনফুসিয়াসের দর্শনতত্ত্ব আলোচনা কর।
৭. পেরিক্লিসের যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন?
৮. রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলো কী কী?
৯. সভ্যতার ও সংস্কৃতির বৈশিষ্ট্য লেখ।
১০. নগর বিপ্লব বলতে কী বুঝ?
১১. প্যাপিরাস কী?
১২. পিরামিড কী?
১৩. মানব সভ্যতায় সুমেরীয়দের অবদান সংক্ষেপে লিখ।
১৪. হেলেনীয় সভ্যতা বলতে কী বুঝ?
১৫. পিকিং মানুষের বর্ণনা দাও?
১৬. রোমান সাম্রাজ্যের পতনের চারটি কারণ লেখ।
১৭. কনফুসিয়াস কে ছিলেন?
১৮. সভ্যতার সংজ্ঞা দাও।
১৯. সংক্ষেপে এসেরীয়দের সামরিকবাদের বর্ণনা কর।
২০. কোড অব ডুঙ্গি কি? ব্যাখ্যা কর।
২১. হিব্রু ধর্মের সংক্ষিপ্ত বিবরণ দাও।
২২.“কোড অব ডুঙ্গী” কী ব্যাখ্যা কর।
২৩. পেরিক্লিসের যুগকে “স্বর্ণযুগ” বলা হয় কেন?
২৪. রোমান সাম্রাজ্যের পতনের ৪ টি কারণ লিখ।
২৫. নগর বিপ্লবের ৩টি বৈশিষ্ট্য লিখ।
২৬. “মিশর নীল নদের দান” উক্তিটি ব্যাখ্যা কর।
২৭. স্পার্টা নগরের বৈশিষ্ট্য লিখ।
২৮. ফিনিশীয়দের বাণিজ্যিক ব্যবস্থার বিবরণ দাও।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. নবোপলীয় বিপ্লব বলতে কি বুঝায়? নবোপলীয় যুগে মানুষের কৃতিত্বসমূহ পর্যালোচনা কর।
২.‘মিশরকে নীলনদের দান বলা হয়’- ব্যাখ্যা কর।
৩. সুমেরীয়দের পদ্ধতি বর্ণনা কর।
৪.মানব সভ্যতায় ফিনিশীয়দের অবদান মূল্যায়ন কর।
৫. জরথুস্ত্রবাদ বলতে কি বুঝ? জরথুস্ত্রবাদের বৈশিষ্ট্যগুলো লিখ।
৬. শাহ আমলে চীনে শিল্পকর্মের বিবরণ দাও।
৭. তোম প্রজাতন্ত্রে প্যাট্রিসিয়ান ও প্রেবিয়ানদের মধ্যে শ্রেণিদ্বন্দ্ব বিশ্লেষণ কর।
৮. আইনের ক্ষেত্রে তোমানদের অবদান আলোচনা কর।
৯. নবোপলীয় বিপ্লব বলতে কী বুঝ? মানব সভ্যতা বিকাশে নবোপলীয় যুগের অবদান আলোচনা কর।
১০. হাম্বুরাবির আইন সংহিতার সংক্ষিপ্ত বিবরণ দাও। এতে ব্যাবিলনীয় সামাজিক ও অর্থনৈতিক অবস্থার কীরূপ পাওয়া যায়?
১১. হাম্মুরাবীর আইন সংহিতার বর্ণনা দাও।
১২. ইতিহাস, দর্শন ও বিজ্ঞানে প্রাচীন গ্রীকদের অবদান আলোচনা কর ।
১৩. এথেনীয় গণতন্ত্রের বিকাশ আলোচনা কর।
১৪. কনফুসিয়াস মতবাদ কী? চৈনিক সভ্যতায় এর প্রভাব কী ছিল?
১৫. ইতিহাস, দর্শন ও বিজ্ঞানে গ্রিকদের অবদান বর্ণনা কর।
১৬. আইনের ক্ষেত্রে রোমানদের অবদান আলোচনা কর।
১৭. নবোপলীয় বিপ্লব কি? মানব সভ্যতা বিকাশে পরোপলীয় যুগের অবদান আলোচনা কর।
১৮. নগর বিপ্লবের বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা কর।
১৯. মানব সভ্যতায় মিশরীয়দের অবদান আলোচনা কর।
২০. হাম্মুরাবীর আইন সংহিতার সংক্ষিপ্ত বিবরণ দাও। এতে ব্যাবিলনীয় সামাজিক ও অর্থনৈতিক অবস্থার কী রুপ চিত্র পাওয়া যায়?
২১. কনফুসিয়াস মতবাদ কি? চৈনিক সভ্যতার এর প্রভাব কি ছিল?
২২. স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে মিশরীয়দের অবদান আলোচনা কর।
২৩. সভ্যতার উৎপত্তি ও পতন সম্পর্কে টয়েনবির মতবাদ আলোচনা কর ।
২৪. পুরোপলীয় যুগ বলতে কী বোঝায়? এ যুগের বৈশিষ্ট্যসমূহ লিখ।
আরো দেখো: অনার্স ইতিহাস ২য় বর্ষের সকল বিষয়ের সাজেশন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষার্থীরা উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে প্রাচীন সভ্যতার ইতিহাস অনার্স ২য় বর্ষ সাজেশন উত্তরসহ ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post