টপিক: অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ প্রাচ্যের রাষ্ট্রচিন্তা (PDF)
অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ প্রাচ্যের রাষ্ট্রচিন্তা
বিষয় কোড: ২২১৯০৭
ক. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নবলি ও উত্তর
১. প্রাচ্যের রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: প্রাচ্যের রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য হল: ১. নৈতিকতা প্রাধান্য ও ২. আদর্শবাদের প্রাধান্য।
২. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর: রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব।
৩. ইসলাম অর্থ কী?
উত্তর: ইসলাম অর্থ আনুগত্য করা।
৪. ইসলামি রাষ্ট্যে কার সার্বভৌমত্ব স্বীকৃত?
উত্তর: ইসলামি রাষ্ট্যে আল্লাহ তায়ালার সার্বভৌমত্ব স্বীকৃত।
৫. খারাজ কী?
উত্তর: অমুসলিমদের মালিকানা ভোগদখলকৃত জমি থেকে যে রাজস্ব আদায় করা হয় তাই খারাজ।
৬. সামাজি সুবিচার অর্থ কী?
উত্তর: সামাজিক সুবিচার হলো এমন এক আদর্শ যেখানে একটি সমাজের সব সদস্যের সমান মৌলিক অধিকার, নিরাপত্তা, সুযোগ, বাধ্যবাধকতা এবং সামাজিক সুবিধাদি রয়েছে।
৭. কৌটিল্যের মতে ‘ত্রিবর্গ’ কী?
উত্তর: কৌটিল্যের মতে ‘ত্রিবর্গ’ হলো- ১. ধর্ম (গুণাবলি), ২. অর্থ ধন সম্পদ, ও ৩. কাম (ভোগ) অর্জন করা।
৮. কৌটিল্যের বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর: কৌটিল্যের বিখ্যাত গ্রন্থের নাম অর্থশাস্ত্র।
৯. ‘আইন-ই- আকবরি’ গ্রন্তের লেখক কে?
উত্তর: ‘আইন-ই- আকবরি’ গ্রন্তের লেখক আবুল ফজল।
১০. ‘আকবরনামা’ কার লেখা গ্রন্থ?
উত্তর: ‘আকবরনামা’ আবুল ফজলের লেখা গ্রন্থ।
১১. কনফুসিয়াস কে ছিলেন?
উত্তর: চীনা জীবনদর্শন ও সংস্কৃতির সবচেয়ে প্রভাবশালী মনীষী, বিখ্যাত দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ।
১২. তাওদের বিখ্যাত পঞ্চশীলা নীতি কী কী?
উত্তর: তাওদের বিখ্যাত পঞ্চশীলা নীতি সমূহ হল- ক. চুরি নয়, খ. হত্যা নয়, গ. মদ নয়, ঘ. মিথ্যা নয় এবং ঙ. ব্যাভিচার নয়।
১৩. তাওবাদীদের মূল ধর্ম গ্রন্থের নাম কী?
উত্তর: তাওবাদীদের মূল ধর্ম গ্রন্থের নাম হল:- (Tao Tang)।
১৪. আল ফারাবির জন্মস্থান কোথায়?
উত্তর: ৮৭০ খ্রিষ্টাব্দে তুর্কিস্তানের আল ফারাব প্রদেশের ওয়াজিস (Wajis) নামক স্থানে জন্মগ্রহণ করেন।
১৫. কাকে এরিস্টটলের শ্রেষ্ঠ ভাষ্যকার বলে গণ্য করা হয়?
উত্তর: ইবনে রুশদকে এরিস্টটলের শ্রেষ্ঠ ভাষ্যকার বলে গণ্য করা হয়।
১৬. ইবনে রুশদের মতে আদর্শ রাষ্ট্য কোনটি?
উত্তর: ইবনে রুশদের মতে, হযরত মুহাম্মদ (সা.) এবং পরবর্তীতে খোলাফায়ে রাশেদীন অনুসৃত শরিয়ার বিধানবিত্তিক রাষ্ট্যই আদর্শ রাষ্ট্য।
১৭. ইবনে খালদুন রচিত গ্রন্থটির নাম কী?
উত্তর: ইবনে খালদুন রচিত গ্রন্থটির নাম ‘মুকাদ্দিমা’।
১৮. আসাবিয়া কী?
উত্তর: মধ্যযুগীয় দার্শনিক ইবনে খালদুনের মতে, গোষ্ঠী সংহতির ধারণাই হচ্ছে আসাবিয়া।
১৯. ‘আসাবিয়া’ প্রত্যয়টির অর্থ কী?
উত্তর: ‘আসাবিয়া’ প্রত্যয়টির অর্থ হলো সামাজিক সংহতি।
২০. ইমাম গাজালির উপাধি কী ছিল?
উত্তর: ইমাম গাজালির উপাধি ছিল হুজ্জাতুল ইসলাম।
২১. কত সালে, কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন।
২২. মাহাত্মা গান্ধীর পুরো নাম কী?
উত্তর: মাহাত্মা গান্ধীর পুরো নাম হল মোহনদাস করমচাঁদ গান্ধী।
২৩. মাহাত্মা গান্ধী কোথায় প্রথম তার রাজনীতি শুরু করেন?
উত্তর: মাহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় প্রথম তার রাজনীতি শুরু করেন।
২৪. ভারত ছাড় আন্দোলন শুরু করেন কে?
উত্তর: ভারত ছাড় আন্দোলন শুরু করেন মাহাত্মা গান্ধী’।
২৫. Society is a creation of Man. – উক্তিটি কার?
উত্তর: Society is a creation of Man – উক্তিটি মানবেন্দ্রনাথ রায়ের।
২৬. মুজফফর আহমদ কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: মুজফফর আহমদ ১৮৮৯ সালের ৫ আগস্ট সন্দীপের মুসাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
২৭. কত সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামি মুসলিম লীগ গঠিত হয়?
উত্তর: ১৯৪৯ সালের ২৩ জুন সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামি মুসলিম লীগ গঠিত হয়।
২৮. ‘অসামাপ্ত আত্মজীবনী ’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘অসামাপ্ত আত্মজীবনী ’ গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২৯. ১৯৭০ এর নির্বাচন পরবর্তী সময়কালের অসহযোগ আন্দোলন চলাকালে বাঙালির ‘মুকুটবিহীন সম্রাট’ এ পরিণত হন কে?
উত্তর: ১৯৭০ এর নির্বাচন পরবর্তী সময়কালের অসহযোগ আন্দোলন চলাকালে বাঙালির ‘মুকুটবিহীন সম্রাট’ এ পরিণত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩০. কোন সংশোধনীতে জাতির পিতার প্রতিকৃতি প্রতিস্থাপিত করার কথা বলা হয়েছে?
উত্তর: পঞ্চদশ সংশোধনীতে জাতির পিতার প্রতিকৃতি প্রতিস্থাপিত করার কথা বলা হয়েছে।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. ইসলামি রাষ্ট্রের সংজ্ঞা দাও।
২. ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূ কী?
৩. ইসলামি রাষ্ট্রের সার্বভৌমত্ব আলোচনা কর।
৪. সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে ইসলামের শিক্ষা আলোচনা কর।
৫. পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা ও প্রাচ্যের রাষ্ট্রচিন্তার মধ্যে পাথর্ক্য সংক্ষেপে আলোচনা কর।
৬. কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ সম্পর্কে লেখ।
৭. কৌটিল্যের মতানুসারে ‘ত্রিবর্গ’ কী?
৮. কনফুসিয়ানিজম কী?
৯. কনফুসিয়াসের রাষ্ট্রদর্শন সংক্ষেপে আলোচনা কর।
১০. তাওবাদী নীতি অনুযায়ী পঞ্চশীলাসমূহ কী?
১১. আল-ফারাবীকে দ্বিতীয় শিক্ষক বলা হয় কেন?
১২. রাজনীতি সম্পর্কে আল-ফারাবীর মত কী?
১৩. ইবনে রুশদের রাষ্ট্রদর্শনের বর্ণনা দাও।
১৪. রাষ্ট্রের উত্থান-পতন সম্পর্কে ইবনে খালদুনের ধারণা ব্যাখ্যা কর।
১৫. ইমাম গাজ্জালীর মতানুসারে শাসকের দৈনন্দিন জীবন সম্পর্কে আলোচনা কর।
১৬. মহাত্মা গান্ধীর অহিংস ও অসহযোগ রাজনীতি সম্পর্কে কী জান?
১৭. সমাজতন্ত্র সম্পর্কে মাওলানা ভাসানীর মতামত ব্যাখ্যা কর।
১৮. মাওলানা ভাসানীকে কেন মজলুম জননেতা বলা হয়?
১৯. ১৯৬৬ সালের ৬ দফা লেখ।
২০. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্পর্কে সংক্ষেপে লেখ।
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ইসলামী রাষ্ট্রের বুনিয়াদি নীতিমালা আলোচনা কর।
২. পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা ও প্রাচ্যের রাষ্ট্রচিন্তার মধ্যে পার্থক্য আলোচনা কর।
৩. আবুল ফজলেরর রাজনৈতিক চিন্তাধারা আলোচনা কর।
৪. সামাজিক সুবিচার প্রসঙ্গে ইসলামের ধারণা ব্যাখ্যা কর।
৫. ‘মধ্যযুগ ছিল মূলত অরাজনৈতিক’ – উক্তিটি ব্যাখ্যা কর।
৬. কৌটিল্যের রাষ্ট্রদর্শন আলোচনা কর।
৭. কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে আলোচনা কর।
৮. তাওবাদ কী? তাওবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৯. তাওবাদ ও কনফুসিয়ানিজম এর মধ্যে তুলনামূলক আলোচনা কর।
১০. আল-ফারাবীকে দ্বিতীয় শিক্ষক বলার কারণ কী? বিশ্লেষণ কর।
১১. ইবনে খালদুনের ‘আসাবিয়া’ বা গোষ্ঠীর সংহতি তত্ত্বটি ব্যাখ্যা কর।
১২. রাষ্ট্রচিন্তায় ইমাম গাজ্জালীল অবদান আলোচনা কর।
১৩. নয়া মানবতাবাদের মূল সূত্রসমূহ কী কী? কার্ল মার্কসের মতবাদ ও এমএন রায়ের ‘র্যাডিকাল হিউম্যানিজম’ এর ওপর একটি তুলনামূলক আলোচনা পেশ কর।
১৪. মহাত্মা গান্ধীর অহিংস ও অসহযোগ আন্দোলন সম্পর্কে লেখ।
১৫. ইমাম গাজ্জালীর মতে একজন যোগ্য শাসকের গুণাবলী আলোচনা কর।
১৬. ভারতে কমিউনিস্ট মতবাদ বিস্তারে মুজাফফর আহমদের অবদান লেখ।
১৭. মাওলানা ভাসানীর রাজনৈতিক চিন্তাধারা আলোচনা কর।
১৮. বঙ্গবন্ধু শেখ বুজিবুর রহমানের রাজনৈতিক চিন্তাধারা বিশ্লেষণ কর।
১৯. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর অবদান মূল্যায়ন কর।
এখানে ক্লিক করে অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ প্রাচ্যের রাষ্ট্রচিন্তা সাজেশন (PDF) ডাউনলোড করে নাও। অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post