প্রার্থনা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : কবি এ কবিতায় স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে স্রষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন। কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করেন। বিপদে, আপদে, সুখে, শান্তিতে সব সময় তিনি বিধাতার কাছ থেকে শক্তি কামনা করেন।
গাছে গাছে পাখি, বনে বনে ফুল সবই বিধাতাকে স্মরণ করে। তাঁর অফুরন্ত দয়ায় জগতের সব কিছু চলছে। তাঁর কাছেই সকলে সাহায্য প্রার্থনা করে। তাঁর অপার করুণা লাভ করেই বিশ্ব সংসারের প্রতিটি জীব ও উদ্ভিদ প্রাণধারণ করে আছে। তাঁর দয়া ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। সুখে-দুখে, শয়নে-স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা।
প্রার্থনা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. কবি কায়কোবাদ সাহিত্যের যে ধারায় বিশেষভাবে খ্যাত?
ক. কবিতায়
খ. ছোটোগল্পে
গ. উপন্যাসে
ঘ. মহাকাব্যে
২. কায়কোবাদ কোন পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন?
ক. চাকরি
খ. সাংবাদিকতা
গ. ব্যবসায়
ঘ. লেখালেখি
৩. কায়কোবাদ রচিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে—
i. কাব্যগ্রন্থ
ii. অনুবাদগ্রন্থ
iii. মহাকাব্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
তুলেছি দু’হাত প্রভু তোমার ধারে
তুমি তো ক্ষমতার আধার
তাই ফিরে আসি বারে বারে।
৪. উদ্দীপকের ভাবার্থের সাথে নিচের কোন পঙ্ক্তির মিল রয়েছে?
ক. বিভো, দেহ হৃদে বল! না জানি ভকতি, নাহি জানি স্তুতি
খ. তোমার দুয়ারে আজি রিক্ত করে দাঁড়ায়েছি প্রভো, সঁপিতে তোমারে
গ. ভুলিনি তোমারে এক পল, জীবনে মরণে, শয়নে স্বপনে
ঘ. নিভে শোকানল! দেহ হ্রদে বল!
৫. উদ্দীপকে ‘প্রার্থনা’ কবিতার যে বিষয়টি ফুটে ওঠেছে—
i. স্রষ্টার আরাধনা
ii. সৃষ্টিকর্তার কাছে নিবেদন
iii. স্রষ্টার ক্ষমতার সক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬. ‘একাগ্র হৃদয়ে স্মরিলে’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. নীরবে
খ. একনিষ্ঠভাবে
গ. আড়ালে
ঘ. প্রার্থনায়
৭. ‘স্তুতি’ শব্দের অর্থ কী?
ক. প্রার্থনা
খ. প্রশংসা
গ. অনুগ্রহ
ঘ. চারু
৮. ‘তোমারি নিঃশ্বাস বসন্তের বায়ু’—চরণটিকে কোন ঋতুর পরিবেশ ফুটে উঠেছে?
ক. হেমন্ত
খ. শীত
গ. বসন্ত
ঘ. গ্রীষ্ম
৯. ‘প্রার্থনা’ কবিতায় ‘বিভো’ শব্দটির কী অর্থে ব্যবহৃত হয়েছে
ক. সৃষ্টিকর্তা
খ. জীবনদাতা
গ. শান্তিদাতা
ঘ. মুক্তিদাতা
১০. ‘প্রার্থনা’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক. অশ্রুমালা
খ. শিবমন্দির
গ. মহররম শরীফ
ঘ. অমিয়ধারা
১১. ‘ভুলি নি তোমারে এক পল’—এখানে ‘এক পল’ বলতে বোঝানো হয়েছে—
ক. প্রতি মুহূর্তে
খ. প্রতিদিন
গ. প্রতি সময়ে
ঘ. নিশ্বাসে-প্রশ্বাসে
১২. নিকুঞ্জ বিতানে কারা স্রষ্টার গুণগানে সর্বদা আত্মহারা থাকে?
ক. জীবজন্তুরা
খ. মানুষেরা
গ. মালিরা
ঘ. পাখিরা
১৩. স্রষ্টা প্রদত্ত কোনটিকে কবি জগতের আয়ু বলেছেন?
ক. তরুলতা
খ. স্নেহ কণা
গ. প্রসাদ
ঘ. মঙ্গল
১৪. ‘প্রার্থনা’ কবিতায় কবির সম্বল কী ছিল?
ক. ছেলেমেয়ে
খ. দেহের শক্তি
গ. চোখের জল
ঘ. শূন্যতা
১৫. ‘প্রার্থনা’ কবিতায় স্রষ্টার উদ্দেশ্যে কবির প্রার্থনা—
i. বিদ্যা ও সম্পদ লাভ
ii. বিধাতার আরাধনায় আত্মনিবেদন
iii. হৃদয়ে শক্তি কামনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
প্রার্থনা কবিতার mcq প্রশ্নের উত্তর
১৬. ‘কি দিয়া করিব তোমার আরতি’—এখানে ‘তোমার’ বলতে কাকে বুঝানো হয়েছে?
ক. রাষ্ট্রনায়ক
খ. বিধাতা
গ. মা
ঘ. বাবা
১৭. ‘না জানি ভকতি, নাহি জানি স্মৃতি,/ কী দিয়া করিব, তোমার আরতি/আমি নিঃসম্বল!’—কবিতাংশটির রচয়িতা কে?
ক. ঈশ্বরচন্দ্র
খ. কায়কোবাদ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মধুসূদন দত্ত
১৮. কবি কোথায় রিক্ত হয়ে দাঁড়িয়েছিলেন?
ক. মসজিদে
খ. স্রষ্টার দুয়ারে
গ. মাটির পৃথিবীতে
ঘ. নামাজে
১৯. ‘জীবনে মরণে, শয়নে স্বপনে/তুমি মোর পথের সম্বল’—এখানে ‘তুমি’ কে?.
ক. কবির জননী খ. কবির জন্মদাতা
গ. কবির মাতৃভূমি
ঘ. স্রষ্টা
২০. ‘চারু’ শব্দের অর্থ কী?
ক. বাগান
খ. সুন্দর
গ. প্রশংসা
ঘ. কোল
২১. ‘তোমারি প্রসাদ’ বলতে কবি বুঝিয়েছেন—
ক. পায়েস
খ. মসজিদ
গ. কলা সন্দেশ
ঘ. স্রষ্টার অনুগ্রহ
২২. ‘নিঃসম্বল’ শব্দের অর্থ কী?
ক. সন্তানহীন
খ. নিঃস্বার্থ
গ. সম্বলহীন
ঘ. সংগ্রহ
২৩. ‘প্রার্থনা’ কবিতা পাঠে শিক্ষার্থীরা কী সম্পর্কে অবহিত হবে?
ক. প্রাকৃতিক সৌন্দর্য
খ. বাংলার আকাশ
গ. স্রষ্টার মহিমা
ঘ. বাংলার প্রকৃতি
২৪. ‘পেষণ’ শব্দের অর্থ কী?
ক. পাষাণ
খ. অত্যাচার
গ. শোষণ
ঘ. বিষণ্নতা
২৫. ‘দেহ হ্রদে বল’ দ্বারা বোঝানো হয়েছে—
ক. দেহ ও মনে বল
খ. দেহ, হৃদয় ও বল
গ. মনে শক্তি দাও
ঘ. দেহ হৃদয়ের কথা বলে
২৬. ‘প্রার্থনা’ কবিতায় ‘তব স্নেহ কণা জগতের’—
ক. আয়ু
খ. বায়ু
গ. প্রসাদ
ঘ. সুখ
২৭. ‘প্রার্থনা’ কবিতায় বিধাতার দুয়ারে কবি কী নিয়ে দাঁড়িয়েছেন?
ক. শূন্য হাতে
খ. সম্বল নিয়ে
গ. শোকানলসহ
ঘ. অবসাদ নিয়ে
২৮. ‘এই সুন্দর ফুল, সুন্দর ফল
মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবাণী।’
উদ্দীপকের ভাবটি নিচের কোন পঙ্ক্তির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. সদা আত্মহারা তব গুণগানে,
খ. ভুলিতে তোমারে, প্রাণে, অবসাদ,
গ. তরুলতা শিরে, তোমারি প্রসাদ,
ঘ. তোমারি নিঃশ্বাস বসন্তের বায়ু,
২৯. ‘প্রার্থনা’ কবিতায় কবি স্রষ্টাকে কী সমর্পণ করেছেন?
ক. স্তুতি
খ. ভক্তি
গ. অশ্রু
ঘ. আরতি
৩০. স্রষ্টা প্রদত্ত কোনটিকে কবি জগতের আয়ু বলেছেন?
ক. তরুলতা
খ. স্নেহ কণা
গ. প্রসাদ
ঘ. মঙ্গল
আরও দেখো—অষ্টম শ্রেণির বাংলা গল্প-কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা বই থেকে প্রার্থনা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও বাংলা বইয়ের গল্প-কবিতার সৃজনশীল, জ্ঞানমূলক এবং বর্ণনামূলক সমাধানের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post