প্রার্থী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : ‘প্রার্থী’ কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। আমাদের এই পৃথিবীতে শক্তির মূল উৎস সূর্য। সূর্য যে তাপ বিকিরণ করে তার সাহায্যেই ভূপৃষ্ঠে উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ জীবনধারণ করে। প্রচণ্ড শীতে সূর্যের এই উত্তাপের জন্য সারারাত অপেক্ষা করে বস্ত্রহীন, আশ্রয়হীন শীতার্ত মানুষ।
কবি সমাজের নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন। অবহেলিত ও বঞ্চিত শিশুর প্রতি তাঁর অসীম মমতা। কবি এই শিশুদের কল্যাণে সূর্যের অবদান থেকে প্রেরণা নিতে চান। তিনি এমন সমাজ গড়তে চান, যেখানে বস্ত্রহীন শীতার্ত মানুষের জীবন থেকে সব দুঃখ চিরতরে ঘুচে যাবে।
প্রার্থী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ‘দেখিনু সেদিন রেলে,
কুলি বলে এক বাবু সাব
তারে ঠেলে দিলে নিচে ফেলে।’
উদ্দীপকের সাথে ‘প্রার্থী’ কবিতার বৈসাদৃশ্য কোন দিক থেকে?
ক. বিষয়ের
খ. ভাবের
গ. চরিত্রের
ঘ. মানবিকতাবোধের
২. ‘আমাদের গরম কাপড়ের কত অভাব’ এতে প্রকাশিত হয়েছে—
ক. আবেগ
খ. মমতা
গ. অসহায়ত্ব
ঘ. অপরাধবোধ
৩. ‘প্রার্থী’ কবিতায় কবি মূলত কী প্রকাশ করতে চেয়েছেন?
ক. সমাজের ত্রুটি
খ. অসহায়ের জন্য সহযোগিতা
গ. শিক্ষার সুযোগ সৃষ্টি
ঘ. কাজের সুযোগ সৃষ্টি
৪. আমরা সবাই এক সমাজে বাস করলেও দরিদ্ররা তাদের অধিকার থেকে—
ক. সমান
খ. অসতর্ক
গ. অচেতন
ঘ. বঞ্চিত
৫. ‘প্রার্থী’ কবিতার শেষে উচ্চারিত হয়েছে দরিদ্রের—
ক. বঞ্চনা
খ. প্রার্থনা
গ. আকাক্সক্ষা
ঘ. অসহায়ত্ব
৬. কবি সাহায্যের প্রার্থনা করেছেন যে চরণের মাধ্যমে—
i. সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি
ii. হে সূর্য তুমি আমাদের উত্তাপ দিও
iii. এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. ‘প্রার্থী’ কবিতায় দরিদ্রদের অসহায়ত্বের মূল কারণ হলো—
i. শিক্ষার অভাব
ii. আশ্রয়ের অভাব
iii. সামাজিক বৈষম্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮. কবি সুকান্ত মারা যান কী রোগে?
ক. কুষ্ঠ রোগে
খ. যক্ষ্মা রোগে
গ. হাঁপানি রোগে
ঘ. ক্যান্সার রোগে
৯. ধান কাটার রোমাঞ্চকর দিনগুলোর জন্য অপেক্ষায় থাকে কে?
ক. কৃষক
খ. কবি
গ. যুবক
ঘ. বৃদ্ধ
১০. এক টুকরো রোদ্দুর কীসের চেয়ে দামি?
ক. রূপার
খ. সোনার
গ. অর্থের
ঘ. সম্পদের
১১. ‘প্রার্থী’ কবিতায় সূর্যকে অভিহিত করা হয়েছে কী হিসেবে?
ক. আলোকপিণ্ড
খ. অগ্নিপিণ্ড
গ. নক্ষত্র
ঘ. দাতা
১২. ‘প্রার্থী’ শব্দের অর্থ কী?
ক. প্রতীক্ষা
খ. অপেক্ষা
গ. প্রার্থনাকারী
ঘ. ক্ষমাকারী
১৩. অবহেলিত ও বঞ্চিত শিশুর প্রতি কবির কী?
ক. চরম দরদ
খ. অসীম মমতা
গ. অপরিসীম মায়া
ঘ. খুব প্রীতি
১৪. সোনার চেয়ে দামি কোন সময়ের সূর্য?
ক. বিকালের
খ. সন্ধ্যার
গ. সকালের
ঘ. দুপুরের
১৫. ‘প্রার্থী’ কবিতায় প্রার্থী কে?
ক. দরিদ্র মানুষ
খ. শীতার্ত মানুষ
গ. কবি
ঘ. রাস্তার ছেলেটি
প্রার্থী কবিতার mcq প্রশ্নের উত্তর
১৬. কবি হিমশীতল সুদীর্ঘ রাতে কার জন্য প্রতীক্ষায় থাকেন?
ক. গরমের জন্য
খ. মায়ের জন্য
গ. সূর্যের জন্য
ঘ. লেপের জন্য
১৭. ধান কাটার রোমাঞ্চকর দিনগুলোর জন্য অপেক্ষায় থাকে কে?
ক. কৃষক
খ. কবি
গ. যুবক
ঘ. বৃদ্ধ
১৮. সারা রাত খড়কুটো জ্বালানো হয় কেন?
ক. মশা তাড়ানোর জন্য
খ. খড়কুটো পুড়িয়ে ফেলার জন্য
গ. শীত তাড়ানোর জন্য
ঘ. অন্ধকার তাড়ানোর জন্য
১৯. অবহেলিত ও বঞ্চিত শিশুর প্রতি কবির কী?
ক. চরম দরদ
খ. অসীম মমতা
গ. অপরিসীম মায়া
ঘ. খুব প্রীতি
২০. ঘর ছেড়ে এদিক-ওদিক যাওয়া হয় কেন?
ক. খাবারের জন্য
খ. পানীয়ের জন্য
গ. পোশাকের জন্য
ঘ. রোদের জন্য
২১. কবি সূর্যকে আহ্বান জানিয়েছেন কেন?
ক. আলো দেওয়ার জন্য
খ. শীত নিবারণের জন্য
গ. অন্ধকার দূর করার জন্য
ঘ. মেঘ দেওয়ার জন্য
২২. সোনার চেয়ে দামি কোন সময়ের সূর্য?
ক. বিকালের
খ. সন্ধ্যার
গ. সকালের
ঘ. দুপুরের
২৩. কবি সূর্যকে স্যাঁতসেঁতে ভিজে ঘরে কী দেওয়ার কথা বলেছেন?
ক. উত্তাপ
খ. আলো
গ. গরম
ঘ. উত্তাপ ও আলো
২৪. রাস্তার ধারের উলঙ্গ ছেলেটার জন্য কবি কী দিতে বলেছেন?
ক. উত্তাপ
খ. আলো
গ. কাপড়
ঘ. খাবার
২৫. ‘সকালের এক টুকরো রোদ্দুর—এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি।’ বাক্যটি—
ক. চিত্রকল্প
খ. রূপক
গ. উপমা
ঘ. প্রতীক
নিচের উদ্দীপকটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
শীতের রাতে জামালপুর থেকে ট্রেনে করে ঢাকা আসার জন্য স্টেশনে অপেক্ষা করছিল বিশ্ববিদ্যালয় পড়–য়া ফারুক। স্টেশনের প্লাটফর্মে শীতের ভয়ার্ত শীতলতায় মানবেতর রাত কাটাতে দেখে নিজের ব্যাগে থাকা বাড়তি শীতের কাপড় সে এক বৃদ্ধকে দিয়ে দেয়।
২৬. ‘প্রার্থী’ কবিতায় কবির ভাষায় কোন চাওয়াটি উদ্দীপকের ফারুকের মাধ্যমে পূরণ হয়েছে?
ক. ধানকাটার রোমাঞ্চকর দিনগুলোর আগমন
খ. শীত চলে যাওয়া
গ. কবির জড়তা কেটে যাওয়া
ঘ. দুস্থদের গরম কাপড়ে ঢেকে দেওয়ার বাসনা
২৭. উদ্দীপকের ফারুক ও কবি যে চেতনায় এক—
i. অবহেলিত, বঞ্চিত ও দীন দরিদ্র মানুষের প্রতি মমত্ববোধের চেতনা
ii. আশ্রয়হীন মানুষের দুর্দশায় ব্যথিত হওয়ার চেতনা
iii. শীত দূর করার জন্য সূর্যের নিকট প্রার্থনার চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. ‘প্রার্থী’ কবিতায় প্রার্থী কে?
ক. দরিদ্র মানুষ
খ. শীতার্ত মানুষ
গ. কবি
ঘ. রাস্তার ছেলেটি
২৯. কৃষকের চঞ্চল চোখ কীসের প্রতীক্ষায় থাকে?
ক. বৃষ্টির
খ. ধানকাটার
গ. ফসল রোপণের
ঘ. পার্টকাটার
৩০. কবি শিশুদের কলাণে সূর্যের অবদান থেকে কী নিতে চান?
ক. উৎসাহ
খ. উম্মাদনা
গ. প্রেরণা
ঘ. উদ্দীপনা
আরও দেখো—অষ্টম শ্রেণির বাংলা গল্প-কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা বই থেকে প্রার্থী কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও বাংলা বইয়ের গল্প-কবিতার সৃজনশীল, জ্ঞানমূলক এবং বর্ণনামূলক সমাধানের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post