প্রার্থী কবিতার mcq : প্রচণ্ড শীতে সারা রাত ভোগার পর যখন সকালের এক টুকরো রোদ দরিদ্র মানুষগুলোকে উষ্ণতা দেয়, তখন সেই এক টুকরো রোদ মনে হয় সোনার চেয়ে দামি। দারিদ্র্যপীড়িত শীতার্ত মানুষগুলোর প্রচণ্ড শীতকে নিবারণ করার মতো সামান্য শীতবস্ত্র নেই। সামান্য কাপড়ে কান ঢেকে এবং খড়কুটো জ্বালিয়ে তারা শীত কাটায়। সকালের এক টুকরো সোনারোদের প্রতীক্ষায় থাকে সারারাত, তাই এ রোদ তাদের কাছে এত মূল্যবান মনে হয়।
প্রার্থী কবিতার mcq
১. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
● ২১
খ ২২
গ ২৩
ঘ ২৫
২. সকালের এক টুকরো রোদকে কার সাথে তুলনা করা হয়েছে?
ক কৃষকের চঞ্চল চোখ
● এক টুকরো সোনা
গ এক টুকরো গরম কাপড়
ঘ এক জ্বলন্ত অগ্নিপিণ্ড
৩. সূর্যের কাছে রাস্তার ধারের উলঙ্গ ছেলেটার জন্য উত্তাপ চাওয়ার মধ্যে কবির যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা হলো-
র. সহযোগিতা
রর. সহমর্মিতা
ররর. সহনশীলতা
নিচের কোনটি সঠিক?
ক র খ ররর
● রর
ঘ র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
অর্থাভাবে বিনাচিকিৎসায় মারা যায় লিয়াকতের বাবা। সেই থেকে সে প্রচণ্ড শোক বুকে নিয়ে ঢাকা শহরে রিকশা চালিয়ে তিল তিল করে সঞ্চয় করে কিছু টাকা। আর সে টাকা দিয়ে তার গ্রামের বাড়ি বরিশালে গড়ে তোলে একটি হাসপাতাল; যাতে কোনো অসহায়, দুঃস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়।
৪. লিয়াকতের কার্যক্রমে ‘প্রার্থী’ কবিতায় যে দিকটি ফুটে উঠেছে তা হলো-
র. মহানুভবতা রর. মানবতা
ররর. মানসিকতা
নিচের কোনটি সঠিক?
ক র
খ ররর
গ রর
● র, রর ও ররর
৫. ‘প্রার্থী’ কবিতায় কবি সুকান্তের জ্বলন্ত অগ্নিপি- হওয়া আর উদ্দীপকে লিয়াকতের শোকগ্রস্ত হওয়া আসলে-
র. আর্তমানবতার কল্যাণ করা
রর. কল্যাণের লক্ষ্যে অনুপ্রাণিত হওয়া
ররর. মানুষ মানুষের জন্য-এ সত্যে উদ্বুদ্ধ হওয়া
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৬. মাঘ মাসের এক সকালে বাসার গেটের পাশে ছেঁড়া কাপড় পরা এক বৃদ্ধ ভিখারিকে শীতে ঠকঠক করে কাঁপতে দেখে সুমন তার মা’র কাছে ভিখারিটার জন্য একটা চাদর চায়-
‘প্রার্থী’ কবিতার কবির যে মনোভাব সুমনের মধ্যে প্রকাশ পেয়েছে তা হলো-
র. অসুস্থ মানুষের সেবা করার
রর. রোগগ্রস্ত মানুষের জন্য বেদনাবোধ
ররর. বঞ্চিত মানুষের জন্য মমত্ববোধ
নিচের কোনটি সঠিক?
ক র
খ রর
● ররর
ঘ র, রর ও ররর
৭. ‘চকোর চায় চন্দ্রমায়’ চরণে ‘চন্দ্রমা’ ‘প্রার্থী’ কবিতার কোনটির সাথে তুলনীয়?
● সকালের রোদ
খ পথশিশু
গ শীতের রাত
ঘ স্যাঁতসেঁতে ঘর
৮. রাস্তার ধারের ছেলেটিকে কবি কেমন ছেলে বলে উল্লেখ করেছেন?
ক শীতার্ত
খ অসহায়
গ দরিদ্র
● উলঙ্গ
৯. ‘বামপন্থি বিপ্লবী’ কবি বলা হয় কাকে?
ক কামিনী রায়
● সুকান্ত ভট্টাচার্য
গ বুদ্ধদেব বসু
ঘ সুফিয়া কামাল
১০. কবি সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন কেন?
ক মানসিক অস্থিরতা দূর করতে
খ বৈষম্য দূর করতে
গ পীড়িতদের সাহায্য করতে
● নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে
১১. ‘প্রার্থী’ কবিতা পাঠ করলে-
ক মানুষের প্রতি মমত্ব জাগবে
খ দীন-দরিদ্রের প্রতি প্রেম জাগবে
গ বঞ্চিত ও অবহেলিতের প্রতি প্রীতি জাগবে
● অবহেলিত, বঞ্চিত ও দরিদ্রের প্রতি মমতা জাগবে
১২. ‘প্রার্থী’ কবিতায় কবি সূর্যের মতো জ্বলন্ত অগ্নিপিণ্ড হতে চেয়েছেন কেন?
ক অধিকার পেতে
খ অজ্ঞতা রুখতে
● সাহসী হতে
ঘ সমব্যথী হতে
১৩. কবি সূর্যের অবদান থেকে কী নিতে চান?
ক তেজ
খ শক্তি
গ আলো
● প্রেরণা
১৪. ‘প্রার্থী’ শব্দটি দিয়ে কবি বুঝিয়েছেন
ক প্রার্থনা করা
খ উত্তাপ দেয়া
● প্রার্থনাকারী
ঘ জড়তা কাটানো
১৫. ‘প্রার্থী’ কবিতায় কবির যে মানসিকতা প্রকাশ পেয়েছে-
র. শীতার্তদের রক্ষা করা
রর. গরিবদের প্রতি মমত্ববোধ
ররর. বঞ্চিতদের ভাগ্য উন্নয়ন ঘটানো
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :
উমর ফারুক (রা) একজন খলিফা হয়েও নিজের পিঠে বোঝা বয়ে দুঃখিনী মায়ের ঘরে খাবার পৌঁছে দিয়েছিলেন।
১৬. ‘প্রার্থী’ কবিতায় কার সাথে উমরের কীর্তির সাদৃশ্য রয়েছে?
● কবির
খ প্রার্থীর
গ ছেলেটির
ঘ সূর্যের
১৭. উক্ত সাদৃশ্যধারীর কাছ থেকে আমরা যা লাভ করতে পারি তা হলো-
র. শীতের কষ্ট থেকে বাঁচার উপায়
রর. মানুষের কল্যাণ সাধনের প্রেরণা
ররর. মহৎ কাজে আড়ষ্টতা পরিহারের শিক্ষা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
১৮. সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)
ক ১৯১৬
● ১৯২৬
গ ১৯২৮
ঘ ১৯৩০
১৯. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? (জ্ঞান)
ক গোপালগঞ্জের কাশিয়ানীতে
খ যশোরের সাগরদাঁড়িতে
● গোপালগঞ্জের কোটালিপাড়ায়
ঘ কুমারখালির শিলাইদহে
২০. সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন? (জ্ঞান)
● দৈনিক স্বাধীনতা
খ দৈনিক আজাদ
গ দৈনিক ভোরের কাগজ
ঘ দৈনিক ইনকিলাব
প্রার্থী কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
২১. কবি সুকান্ত ভট্টাচার্য কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
ক ক্যান্সারে
খ যক্ষ্মায়
গ ম্যালেরিয়ায়
ঘ নিউমোনিয়ায়
২২. কত খ্রিষ্টাব্দে কবি সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
ক ১৯৩৭
● ১৯৪৭
গ ১৯৫৭
ঘ ১৯৬৭
২৩. কবি সুকান্ত ভট্টাচার্য বামপন্থি-বিপ্লবী কবি হিসেবে খ্যাতি অর্জন করেন কেন? (অনুধাবন)
ক বঞ্চিত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য
● শোষিত নিপীড়িতের মুক্তির আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য
গ কর্মী মানুষ হিসেবে সমাজে পরিচিত হওয়ার জন্য
ঘ দুর্বল ও শোষিতের মুক্তির লড়াই করার জন্য
২৪. আসলাম নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও সে অল্প বয়সেই সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের মুক্তির জন্য কাজ করে চলছে। আসলামের কার্যাবলির সঙ্গে কোন কবির কার্যাবলি সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
ক জসীমউদ্দীনের
খ কাজী নজরুল ইসলামের
● সুকান্ত ভট্টাচার্যের
ঘ রবীন্দ্রনাথ ঠাকুরের
২৫. সুকান্ত ভট্টাচার্য কেমন পরিবারের সন্তান ছিলেন? (অনুধাবন)
ক নিম্নবিত্ত
● নিম্ন মধ্যবিত্ত
গ উচ্চবিত্ত
ঘ উচ্চ মধ্যবিত্ত
২৬. কোন বয়সে সুকান্ত নিজেকে শোষিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড় করিয়েছেন? (জ্ঞান)
ক যুবক বয়সে
● কিশোর বয়সে
গ শিশু বয়সে
ঘ প্রৌঢ় বয়সে
২৭. ‘ঘুম নেই’ গ্রন্থটি কার লেখা? (জ্ঞান)
ক শামসুর রাহমানের
● সুকান্ত ভট্টাচার্যের
গ কাজী নজরুল ইসলামের
ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
২৮. শীতার্ত মানুষ কীভাবে শীতের রাত কাটায়? (জ্ঞান)
ক কম্বল গায়ে দিয়ে
খ স্ট্রিটল্যাম্পের নিচে বসে
● খড়কুটো জ্বালিয়ে
ঘ চাদর গায়ে দিয়ে
২৯. কবি সূর্যের অবদান থেকে প্রেরণা নিতে চান কেন? (অনুধাবন)
● শোষকদের প্রতি ঘৃণাবোধ থেকে
খ নতুন গাছপালা সৃষ্টি করবেন বলে
গ শীতার্ত মানুষকে কাপড় দেবেন বলে
ঘ সব কিছুকে পোড়াবেন বলে
৩০. ‘প্রার্থী’ কবিতায় কবি কেমন রাতের কথা বলেছেন? (জ্ঞান)
ক প্রচণ্ড গরমে অতিষ্ঠ রাত
খ ক্লান্তিকর সুদীর্ঘ রাত
● হিমশীতল সুদীর্ঘ রাত
ঘ সুখকর সুদীর্ঘ রাত
৩১. এক টুকরো কাপড়ে কান ঢেকে শীত পাড়ি দেয় কারা? (জ্ঞান)
ক সন্ন্যাসীরা
খ বিত্তবানরা
● বস্ত্রহীনরা
ঘ কৃপাপ্রার্থীরা
৩২. ‘প্রার্থী’ কবিতার প্রথমে কবি কাকে সম্বোধন করেছেন? (জ্ঞান)
ক জোছনাকে
খ বৃষ্টিকে
● সূর্যকে
ঘ চন্দ্রকে
৩৩. কোন সময়ের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়ে দামি বলে মনে হয়? (জ্ঞান)
● শীতের সকালের
খ শীতের দুপুরের
গ শীতের বিকেলের
ঘ শীতের সন্ধ্যার
৩৪. ‘প্রার্থী’ কবিতায় ‘জ্বলন্ত অগ্নিপিণ্ড’ বলা হয়েছে কাকে? (জ্ঞান)
ক আগ্নেয়গিরিকে
● সূর্যকে
গ নক্ষত্রসমূহকে
ঘ চাঁদকে
৩৫. সূর্যের কাছে উত্তাপ পেয়ে আমরা একদিন কীসে পরিণত হব? (জ্ঞান)
● জ্বলন্ত অগ্নিপিণ্ডে
খ জ্বলন্ত স্বর্ণখণ্ডে
গ আলোকিত হীরকখণ্ডে
ঘ জ্বলন্ত কয়লাখণ্ডে
৩৬. সূর্যের উত্তাপে আমাদের কী পুড়বে? (জ্ঞান)
ক দীনতা
● জড়তা
গ সংকীর্ণতা
ঘ দুঃখ
৩৭. ‘প্রার্থী’ কবিতার মূল বিষয় কী? (অনুধাবন)
ক সূর্যের বন্দনা
● গরিবের প্রতি মমত্ববোধ
গ শীতের বন্দনা
ঘ মানবের জয়গান
৩৮. কবি সুকান্ত হিমশীতল সুদীর্ঘ রাতে কেন সূর্যের প্রতীক্ষায় থাকেন? (অনুধাবন)
ক কৃষকের চঞ্চল চোখ দেখার জন্য
● শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের জন্য
গ ধানকাটার রোমাঞ্চকর দৃশ্য দেখার জন্য
ঘ শীতার্ত মানুষের কষ্ট উপলব্ধির জন্য
৩৯. অসহায় নিপীড়িত মানুষ সারারাত খড়কুটো জ্বালিয়ে রাখে কেন? (অনুধাবন)
● শীত মোকাবিলা করার জন্য
খ পোকামাকড় থেকে বাঁচার জন্য
গ নিজেদের বাঁচানোর জন্য
ঘ অন্ধকার দূর করার জন্য
৪০. শীতের সকালের এক টুকরো রোদ সোনার চেয়ে দামি মনে হয় কেন? (অনুধাবন)
ক বহু উপকারী ও প্রয়োজনীয় বলে
খ বহু অপেক্ষার ফল ও প্রয়োজনীয় বলে
গ বহু দামি ও কাক্সিক্ষত বলে
● বহু প্রতীক্ষিত ও কাক্সিক্ষত বলে
৪১. বাবু, সাবু, রাবুদের শীতের কাপড় নেই। তাই তারা ভোরবেলা থেকে সূর্যের আলোর প্রতীক্ষায় থাকে। এখানে বাবু, সাবু, রাবু ‘প্রার্থী’ কবিতার কীসের প্রতীক? (প্রয়োগ)
● উলঙ্গ শিশুদের
খ জলন্ত অগ্নিপিণ্ডের
গ সূর্যের আলোর
ঘ কৃষকের চোখে
৪২. ‘প্রার্থী’ কবিতায় ‘হে সূর্য’ কথাটি কতবার ব্যবহৃত হয়েছে? (জ্ঞান)
ক দুই
খ তিন
● চার
ঘ পাঁচ
৪৩. ঘর ছেড়ে এদিক-ওদিক যাওয়া হয় কেন? (জ্ঞান)
ক পোশাকের জন্য
● রোদের জন্য
গ খাবারের জন্য
ঘ লেখাপড়ার জন্য
৪৪. ‘যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ; ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্য’- এখানে কী ব্যবহৃত হয়েছে? (অনুধাবন)
ক চিত্রকল্প
খ উৎপ্রেক্ষা
● উপমা
ঘ রূপক
৪৫. ‘প্রার্থী’ কবিতায় কৃষকের ধান কাটার দিনগুলোকে কবি কী বলেছেন? (জ্ঞান)
ক আনন্দের
খ উৎসবের
● রোমাঞ্চকর
ঘ প্রতীক্ষার
৪৬. ‘কৃষকের চঞ্চল চোখ’- বলতে কী বোঝানো হয়েছে? (অনুধাবন)
ক দুঃখের তীব্রতা
● অধীর প্রতীক্ষা
গ অতীতের স্মৃতি
ঘ সীমাহীন লোভ
৪৭. পানির অপর নাম জীবন। পানি ছাড়া এই সুন্দর পৃথিবীর অস্তিত্ব কল্পনাহীন- এখানে পানির সঙ্গে ‘প্রার্থী’ কবিতার কোনটির সাদৃশ্য করা যায়? (প্রয়োগ)
ক চাঁদ
খ বাতাস
গ কাপড়
● সূর্য
৪৮. ‘একটা জ্বলন্ত অগ্নিপি-ে পরিণত হব’- চরণটিতে ইঙ্গিত করা যায়- (উচ্চতর দক্ষতা)
● বঞ্চিত মানুষের বিদ্রোহী হয়ে ওঠা
খ শীতার্ত মানুষের অবস্থা
গ পথশিশুদের দুরবস্থা দূরীকরণের প্রচেষ্টা
ঘ মানুষের অবস্থা অবলোকনের চেষ্টা
৪৯. ‘প্রার্থী’ কবিতায় উলঙ্গ ছেলে কাদের প্রতিনিধি হিসেবে উপস্থাপিত হয়েছে? (প্রয়োগ)
ক ভবঘুরে মানুষদের
খ অত্যাচারী জমিদারদের
গ কোটিপতিদের
● হাজারো সহায় সম্বলহীন মানুষের
৫০. ‘জ্বলন্ত অগ্নিপি-’-কথাটি দ্বারা কবি কোন বিষয়টিকে উপস্থাপন করতে চেয়েছেন? (উচ্চতর দক্ষতা)
● মানুষের ভেতরকার বোধ জাগ্রত করা
খ মানুষের জড়তা ভাঙা
গ মানুষের বস্ত্রহীনতার অভাব পূরণ করা
ঘ মানুষের মধ্যে শীত দূর করা
৫১. কবি সুকান্তের কবিতায় বলিষ্ঠভাবে কোনটি উচ্চারিত হয়েছে?
ক মজুরের জয়গান
খ মুক্তির জয়গান
গ শ্রমিকের জয়গান
● মানবমুক্তির জয়গান
৫২. সুকান্তের কবিতায় কেমন মানুষের চিত্র অঙ্কিত হয়েছে?
● বঞ্চনাকাতর
খ ভবঘুরে
গ বিত্তবান
ঘ হতদরিদ্র
৫৩. ‘আমাদের গরম কাপড়ের কত অভাব’- এখানে আমাদের বলতে কবি কাদের বুঝিয়েছেন?
ক নিপীড়িতদের
খ অত্যাচারিতদের
● দরিদ্রদের
ঘ শ্রমজীবীদের
৫৪. ‘প্রার্থী’ কবিতায় প্রার্থী কে?
● কবি
খ বস্ত্রহীন মানুষ
গ কৃষক
ঘ উলঙ্গ ছেলেটা
৫৫. শীতের দিনে গরিবরা এক টুকরো কাপড়ে কী ঢাকে?
● কান
খ হাত
গ চোখ
ঘ দেহ
৫৬. ‘প্রার্থী’ কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক পূর্বাভাস
● ছাড়পত্র
গ অভিযান
ঘ ঘুম নেই
৫৭. ‘হিমশীতল’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক বৃষ্টির ফোঁটার মতো ঠাণ্ডা
খ জলের মতো ঠাণ্ডা
গ শীতের মতো ঠাণ্ডা
● তুষারের মতো ঠাণ্ডা
৫৮. রিপাদের ঘরের মেঝে বর্ষাকালে স্যাঁতসেঁতে থাকে। অনুচ্ছেদের স্যাঁতসেঁতে শব্দটি ‘প্রার্থী’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? (প্রয়োগ)
● ভিজে ভিজে ভাবযুক্ত
খ পানিতে ভরপুর
গ পানি মুক্ত
ঘ শুকনো ভাবযুক্ত
৫৯. ‘জ্বলন্ত অগ্নিপিণ্ড’ শব্দটির অর্থ কী? (অনুধাবন)
ক গরম দণ্ড
আগুনের গোলা
গ হতাশার ছায়া
ঘ একান্ত আকুতি
৬০. ‘প্রার্থী’ কবিতাটির কবি কে? (জ্ঞান)
ক জসীমউদ্দীন
খ রবীন্দ্রনাথ ঠাকুর
● সুকান্ত ভট্টাচার্য
ঘ সুফিয়া কামাল
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির প্রার্থী কবিতার mcq উত্তরমালা ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post