পয়লা বৈশাখ সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বাংলা একাডেমি থেকে প্রকাশিত (২০০৮) “বাংলাদেশের উৎসব : নববর্ষ, নামক গ্রন্থ থেকে রচনাটি সংকলিত হয়েছে। গ্রন্থটি সম্পাদনা করেছেন মোবারক হোসেন। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎ্সব। কৃষি-নির্ভর এদেশে ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয়।
এ উৎসব শুধু হিন্দুর বা মুসলমানদের কিংবা বৌদ্ধ-খিস্টানের নয়-এ উৎসব সমথ বাঙালির । এ উৎসব শুধু বিত্তবান, মধ্যবিত্ত বা দীন দরিদ্র কৃষকের নয়- এ উৎসব বাংলাভাষী এবং বাংলাদেশে বসবাসকারী সমস্ত মানুষের। ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক – এ অভিমত ব্যক্ত করে লেখক প্রবন্ধটিতে পয়লা বৈশাখের জয়গান গেয়েছেন।
পয়লা বৈশাখ সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : ১৯৬৭ সাল থেকে রমনার বটমূলে “ছায়ানট”নববর্ষের যে উৎসব শুরু করে স্বাধীন বাংলাদেশের বাধাহীন পরিবেশে এখন তা জনগণের বিপুল আগ্রহ-উদ্দীপনাময় অংশগ্রহণে দেশের সর্ববৃহৎ জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। রাজধানী ঢাকার নববর্ষ উৎসবের দ্বিতীয় প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা । এই শোভাযাত্রায় মুখোশ, কার্টুনসহ যে-সব সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীকধর্মী চিত্র বহন করা হয়, তাতে আবহমান বাঙালিত্বের পরিচয় এবং সমকালীন সমাজ-রাজনীতির সমালোচনাও থাকে।
ক. নববর্ষ এক অস্তিত্বকে বিদায় দিয়ে অন্য জীবনে প্রবেশ করার কী প্রকাশ করে?
খ. ধর্মনিরপেক্ষ চেতনা বলতে কী বোঝানো হয়েছে?
গ. পয়লা বৈশাখণ প্রবন্ধে প্রকাশিত নববর্ষ উদ্যাপনের কোন দিকটি উদ্দীপকে অনুপস্থিত? ব্যাখ্যা কর।
ঘ. “সামাজিক প্রকৌশলীদের আজ বাংলা নববর্ষের মধ্যে সচেতনভাবে নতুন মাত্রিকতা যোগ করতে হবে।’ লেখকের এই প্রত্যাশাই যেন উদ্দীপকটি ধারণ করছে _ মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ২ :
নিশি অবসান, ওই পুরাতন বর্ষ হয় গত,
আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও, শত্রু হও, সেখানে যে কেহ রও, ক্ষমা কর আজিকার মতো,
পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধ যত।
ক. সুদূর অতীতে নববর্ষে সঙ্গে কীসের অবিচ্ছেদ্য যোগসূত্র ছিল?
খ. ধর্মনিরপেক্ষ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের সঙ্গে ‘পয়েলা বৈশাখ’ রচনার সাদৃশ্য নিরূপণ কর।
ঘ. ‘‘সুখি, সুন্দর জীবন নতুন বছরের কামনা উদ্দীপক ও ‘পয়েলা বৈশাখ’ রচনার মর্মবাণী’’-ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : শিশু সাফওয়ান বাবার সঙ্গে রমনা পার্কে বেড়াতে যায়। সেখানে নানা বয়সী নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, রংবেরঙের পোশাক পরে ঘুরে বেড়ায়। সবার হাতে বেলুন, বাঁশি, মাথায় ফেস্টুন। এসব দেখে সাফওয়ান আনন্দে অভিভূত হয়। সে অনেক খেলনা ও মজার মজার খাবার কিনে বাড়ি ফিরে আসে।
ক আজ বাংলা নববর্ষের মধ্যে সচেতনভাবে কী যোগ করতে হবে?
খ. ধর্মনিরপেক্ষ চেতনা বলতে কী বোঝো?
গ. উদ্দীপকে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করা হয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. ‘উদ্দীপকে বর্ণিত বিষয় আলোকপাত করাই লেখকের মূল উদ্দেশ্য নয়’—‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৪ :
নববর্ষ দিনে আজ চিত্তে বাজে গভীর সঙ্গীত
নূতন উঠিছে ক্ষুরি দেশে দেশে জাগিছে সুন্দর
নবশ্যাম তৃণ দলে তবু শিরে কাঁপে থরথর
নবীনের আবির্ভাব স্পর্শ করি অন্তর নিভৃত।
ক. ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের উৎস কী?
খ. পয়লা বৈশাখের ঐতিহ্যকে সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত বলা হয় কেন?
গ. উদ্দীপকের ভাবনার সঙ্গে ‘পয়লা বৈশাখ’ রচনার মিল চিহ্নিত কর।
ঘ. “উদ্দীপকটিতে ‘পয়লা বৈশাখ’ রচনার একটি বিশেষ দিক প্রতিফলিত হয়েছে।”_ মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : ইরানে বেশ কয়েকদিন ব্যাপী বর্ষবরণ উৎসব উদ্যাপিত হয়। দেশটির সকল স্তরের মানুষ এতে অংশগহণ করে। নানা রং-বেরঙের সাজে সেজে মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠে। এ সময় রাষ্ট্রীয়ভাবে সব অফিস-আদালত বন্ধ থাকে। সর্বত্র থাকে উৎসবের আমেজ। এ উৎসবকে স্থানীয়ভাবে ‘নওরোজ’ বরে।
ক. নববর্ষের মধ্যে কোন ধারণাটি প্রচ্ছন্ন থাকে?
খ. বাংলা নববর্ষের ঐতিহ্যকে সুপ্রাচীন বলা হয়েছে কেন?
গ. উদ্দীপকের নওরোজের সঙ্গে ‘পয়লা বৈশাখ’ রচনার বাংলা নববর্ষের সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপক ও ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের মূলভাব একই ধারায় প্রবাহিত।” যুক্তিসহকারে উক্তিটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ :
পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি
ওই কেটে গেল ওরে যাত্রী।
তোমার পথের ‘পরে তপ্ত রোদ্র এনেছে আহ্বান
রুদ্রের ভৈরব গান।
ক. ‘স্বাদেশিকতা’ শব্দটির অর্থ কী?
খ. বাংলা নববর্ষ উদ্যাপন নিয়ে পাকিস্তানি শাসকগোষ্টীর মনোভাব কেমন ছিল?
গ. উদ্দীপকের কবিতার সঙ্গে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতার সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের শেষ দুই চরণ যেন ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের মূলভাবকে ধারণ করে।”- যুক্তিসহকারে উক্তিটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : সকালে ঘুম থেকে উঠেই নিতু ব্যস্ত হয়ে পড়ে “বৈশাখী” অনুষ্ঠানে যাওয়ার জন্য।বছরের এদিনটি সবার কাছে প্রিয়।এটিই একমাত্র অনুষ্ঠান যেখানে নানা ধর্মাবলম্বী বন্ধুরা সবাই মিলে সমানভাবে আনন্দে মেতে ওঠে।এখানে সে সত্যিকারের উপলদ্ধি করে বাংলার মুসলিম, হিন্দু খ্রিস্টান,বৌদ্ধ আমরা সবাই বাঙালি।
ক. কে বাংলা নববর্ষকে এদেশের জনগণের ‘নওরোজ’ বলে উল্লেখ করেছেন?
খ. বাঙালি জাতীয়তাবাদী চেতনা বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের যে দিকটির সাদৃশ্য রয়েছে.তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দিকটি ছাড়া ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে আলোচিত অন্যান্য দিকগুলো বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ :
সেই বাংলাদেশ ছিল সহস্বের একটি কাহিনি
কোরানে পুরাণে শিল্পে, পালা পার্বণের ঢাকে ঢোলে
আউল বাউল নাচেঃ পৃণ্যাহের সানাই রজিত
রোদ্দুরে আকাশতলে দেখ কারা হাটে যায়, মাঝি
পাল তোলে, তাতি বোনে, খড়ে ছাওয়া ঘরের আউনে ।
ক. “স্বাদেশিকতা’ শব্দের অর্থ কী?
খ. ধর্মনিরপেক্ষ চেতনা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপক ও “পয়লা বৈশাখ” প্রবন্ধের মধ্যে কী সাদৃশ্য লক্ষ করা যায়? -আলোচনা করুন।
ঘ. “উদ্দীপকে বর্ণিত চিত্রই যেন শোভা পায় বাঙালির পয়লা বৈশাখ উদযাপনে ।” – পয়লা বৈশাখ’ প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিচার করুন।
সৃজনশীল প্রশ্ন ৯ : পহেলা বৈশাখ । বাংলা বর্ষের প্রথম দিন। বাঙালির উৎসবের দিন। পহেলা বৈশাখ আমাদের প্রধান জাতীয় উৎসব । প্রতিবসরই বিপুল জনতা আনন্দ ও উচ্ছাসে এ উৎসবে অংশগ্রহণ করে । এ শুধু আনন্দের উৎসব নয়, সকল মানুষের জন্য কল্যাণ কামনারও দিন। বাঙালির নববর্ষ উৎসব অসাম্প্রদায়িক, ঐতিহ্যমণ্ডিত এবং সর্বজনীন। পয়লা বৈশাখের চেতনা চিরজীবী হোক, এই আমাদের কামনা ।
ক. কবীর চৌধুরী কোন ধরনের রাষ্ট্রব্যবস্থার জন্য আজীবন সংগ্রাম করেছেন?
খ. বুর্জোয়া বিলাস বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের যে বিষয়গুলো “পয়লা বৈশাখ’ প্রবন্ধে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো।
ঘ. ‘পয়লা বৈশাখ প্রবন্ধের চেতনা উদ্দীপকটি কিছুটা হলেও ধারণ করেছে।’ – স্বীকার করো কি? তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : নাহিদ মিয়া পেশায় কৃষক । গ্রাম থেকে সন্তানদের নিয়ে সে ঢাকয় তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছে । পরদিন তার ভাই সবাইকে পয়লা বৈশাখের উৎসব দেখতে নিয়ে যায়। কিন্তু শহরের পয়লা বৈশাখ পালনের উৎসব দেখে নাহিদ মিয়ার মন, খারাপ হয়ে যায়। শহরের মানুষের মধ্যে গ্রামের মতো আন্তরিকতার দিকটি তার চোখে পড়ে না। আনন্দ, হই-হুল্লোড় আর নানা আয়োজনের ছড়াছড়ি থাকলেও গ্রামের উৎসবের মতো খাটি আর প্রাণময় মনে হয় না তার।
ক. নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলা হয়েছে কোন গ্রন্থে?
খ. “বৎসরের আবর্জনা দূর হয়ে যাক’__ কথাটি ব্যাখ্যা কর।
গ. নাহিদ মিয়ার মন খারাপ হওয়ার কারণটি উদ্দীপক ও পয়লা বৈশাখ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. পয়লা বৈশাখ উদযাপন /কেমন! হলে নাহিদ মিয়ার মতো মানুষেরা তা প্রাণ ভরে উপভোগ করতে পারত? “পয়লা বৈশাখ’ রচনার আলোকে তোমার মতামত ব্যক্ত কর।
সৃজনশীল প্রশ্ন ১১ : সকালে ঘুম থেকে উঠেই নিতু ব্যস্ত হয়ে পড়ে ‘বৈশাখী’ অনুষ্ঠানে যাওয়ার জন্য। বছরের এই দিনটি সবার কাছে প্রিয়। এটিই একমাত্র অনুষ্ঠান যেখানে সকল ধর্মের সবাই মিলে সমানভাবে আনন্দ উপভোগ করে। এখানে সে উপলব্ধি করে বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ আমরা সবাই বাঙালি।
ক. কে বাংলা নববর্ষকে এদেশের জনগণের ‘নওরোজ’ বলে উল্লেখ করেছেন?
খ. বাঙালি জাতীয়তাবাদী চেতনা বলতে কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের যে দিকটির সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দিকটি ছাড়া ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে আলোচিত অন্যান্য দিকগুলো বিশ্লেষণ কর।
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সুভা
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : ঝর্ণার গান
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বই পড়া
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : অভাগীর স্বর্গ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : পয়লা বৈশাখ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আমার পরিচয়
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : পল্লিসাহিত্য
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শিক্ষা ও মনুষ্যত্ব
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : নিমগাছ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মমতাদি
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আম আঁটির ভেঁপু
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : প্রবাস বন্ধু
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বহিপীর
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কাকতাডুয়া
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : একাত্তরের দিনগুলি
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : পল্লি জননী
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : জীবন সঙ্গীত
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সেইদিন এই মাঠ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কপোতাক্ষ নদ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বঙ্গবাণী
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : রানার
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মানুষ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : জুতা আবিষ্কার
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : উপেক্ষিত শক্তির উদ্বোধন
এসএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post