ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করা অনেক সহজ। এই ব্লগটির মাধ্যমে আপনি সহজেই স্লিপ/ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। নতুন ভোটার হয়েছেন, এখন ভাবছেন কিভাবে আপনার এনআইডি কার্ডটি সংগ্রহ করবেন? তাহলে এই ব্লগটি আপনার জন্য।
তবে কাজটি করতে আপনার যা যা প্রয়োজন হবেঃ
- ফরম/স্লিপ নম্বর
- মোবাইল নম্বর
- স্মার্টফোন
যদি এই উপকরণগুলো আপনার থাকে তাহলে নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করুন।
ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম
- সর্বপ্রথম https://services.nidw.gov.bd/nid-pub/ লিংকে প্রবেশ করে “রেজিষ্ট্রেশন করুন” বাটনে চাপ দিন।
- এবার ‘ফরম নম্বর’ ও ‘জন্ম তারিখ’ দিয়ে ফর্ম পূরন করুন। এবং,
- মোবাইল নম্বর ও ফেইস ভেরিফিকেশন করে আপনার আইডি কার্ড বের করুন।
আসুন আরও বিস্তারিতভাবে কাজটি সম্পূর্ণ করি…
ধাপ ১ঃ NIDW ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন
প্রথমে আপনার স্মার্টফোনে থাকা একটি ব্রাউজার ব্যবহার করে https://services.nidw.gov.bd/nid-pub/ লিংকে প্রবেশ করুন (এটি অফিসিয়াল সাইট)। প্রবেশ করার সাথে সাথেই নিচের ছবির মতো একটি পেজ চলে আসবে…
সাইটের প্রথমেই “রেজিষ্ট্রেশন করুন” নামক একটি বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। এরপর আপনাকে নতুন আরও একটি পেজ এ নিয়ে যাবে।
সেই পেজে ছবিটির মতো আপনি একটি ফর্ম দেখতে পাবেন। ওখানে থাকা “জাতীয় পরিচয়পত্র নম্বর/ফর্ম নম্বর” ঘরে প্রথমে NIDFN লিখে তার পাশে (স্পেস ব্যাতিত) আপনার নতুন ভোটার আইড কার্ড আবেদন করার পর প্রাপ্ত ফরম বা স্লিপ নম্বরটি লিখুন।
এরপর নিচের ঘরে আপনার জন্ম তারিখ, মাস এবং বছর লিখুন।
এরপর ঐ ফর্মের ছবিতে থাকে কোডটি শেষের ঘরে লিখে ক্যাপচা পূরন করে “সাবমিট” বাটনে ক্লিক করুন।
ধাপ ২ঃ বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান করুন
নতুন পেজে নিয়ে আসবে এবং এই পর্যায়ে আপনাকে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা) প্রদান করতে হবে।
প্রথমে বর্তমান ঠিকানার বিভাগ তারপর জেলা এবং তারপর উপজেলা নির্বাচন করুন।
একইভাবে স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করুন।
এবার “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
ধাপ ৩ঃ মোবাইল নম্বর ভেরিফিকেশন করুন
“পরবর্তী” বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসা হবে এবং এখানে আপনাকে আপনার মোবাইলে নম্বর ভেরিফিকেশন করতে হবে।
নতুন ভোটার হওয়ার জন্য পূর্বে যে মোবাইলে নম্বরটি দিয়েছিলেন অটোমেটিক সেটি ঐ পেজে দেখতে পাবেন। নিচের ছবির মতো।
এখানে “বার্তা পাঠান” বাটনে ক্লিক করলে আপনার ঐ মোবাইল নম্বরে একটি কোড আসবে যেটি দিয়ে আপনাকে মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে।
তবে কোনো কারণে যদি পূর্বের মোবাইল নম্বরটি না থাকে, তাহলে “মোবাইল পরিবর্তন” বাটনে ক্লিক করে নতুন মোবাইল নম্বর প্রদান করে “বার্তা পাঠান” বাটনে ক্লিক করলে আপনার প্রধানকৃত নম্বরে ছয় সংখ্যার একটি কোড চলে আসবে ।
এবং আপনি কোড বসানোর একটি ঘর পাবেন। ওখানে কোডটি বসিয়ে “বহাল” বাটনে ক্লিক করলে মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পূর্ন হবে।
ধাপ ৪ঃ QR code scan করুন
মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পূর্ন হলে আপনাকে QR code স্ক্যান করার জন্য বলা হবে। নিচের ছবিটি দেখুন।
এই QR code টি স্ক্যান করতে হলে আপনাকে “NID Wallet” অ্যান্ড্রয়েড অ্যাপটি আপনার স্মার্টফোনে ইন্সটল করে নিতে হবে।
অ্যাপটি ইন্সটল হয়ে গেলে এটির মধ্যে আপনি উক্ত QR code টি স্ক্যান করতে পারবেন।
ধাপ ৫ঃ Face verification করুন
এই ধাপে আপনাকে আপনার (যার এনআইডি কার্ড সংগ্রহ করবেন) ফেইস ভেরিফিকেশন করতে হবে। QR code স্ক্যান সম্পূর্ন হলে আপনি ফেইস ভেরিফিকেশন করার অপশন পাবেন।
“START FACE SCAN” এ ক্লিক করে ভোটারের ফেইস ভেরিফিকেশন করতে হবে।
লক্ষনীয়: মুখ ক্যামেরা বরাবর সোজা রেখে চোখের পলক ফেলুন। এরপর ক্যামেরার দিকে চোখ রেখে প্রথমে মাথা ডানদিকে ঘুরবেন। একইভাবে বামদিকে মাথা ঘুরাবেন।
Face verification সঠিকভাবে সম্পন্ন হলে ছবিতে টিক মার্ক দেখাবে এবং ভুল হলে ক্রস চিহ্ন দেখাবে। যদি ভুল হয় তাহলে আবার চেষ্টা করুন।
ধাপ ৬ঃ পাসওয়ার্ড সেটআপ
ফেইস ভেরিফিকেশন সম্পূর্ন হয়ে গেলে আপনাকে পাসওয়ার্ড সেট করার জন্য একটি পেজ ওপেন হবে।
এখানে আপনাকে “সেট পাসওয়ার্ড” এ ক্লিক করে আপনার এনআইডি কার্ড এর জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে।
এর ফলে আপনি ভবিষ্যতে ফেইস ভেরিফিকেশন ছাড়াই শুধুমাত্র পাসওয়ার্ড দিয়েই আপনি আপনার একাউন্ট এ লগ-ইন করতে পারবেন।
ধাপ ৭ঃ এনআইডি কার্ড ডাউনলোড করুন
পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে আপনাকে অটোমেটিক আপনার একাউন্ট এ লগ-ইন হয়ে যাবে। লগ-ইন হয়ে গেলে সবার উপরেই আপনি আপনার ছবি দেখতে পারবেন।
তবে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য একটু স্ক্রল করে নিচে গেলে একটি ডাউনলোড অপশন (লাল বক্সে চিহ্নিত) পাবেন আপনাকে সেখানে ক্লিক করতে হবে। নিচের ছবিটি দেখুন।
“ডাউনলোড” বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার স্মার্টফোনে এন আইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে। মূলত এভাবেই টোকেন বা ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে হয়।
আলোচিত প্রশ্নের উত্তর
পাঠকদের মনে ঘুরপাক খায় এরকম প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো…
ফরম নাম্বার হারিয়ে গেলে কি করবেন?
ফরম নাম্বার হারিয়ে গেলে আপনাকে আপনার নিকটতম থানায় সাধারণ ডায়েরি করে নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে। তখন তারা আপনার এনআইডি কার্ডের তথ্য বের করে দিবে কিংবা আপনাকে আপনার ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে দিবে।
NID Wallet অ্যাপটি কিভাবে ডাউনলোড করব?
Google Play store এ NID Wallet লিখে সার্চ দিলেই আপনার সামনে এই অ্যাপটি চলে আসবে। ডান পাশে “install” বাটনে ক্লিক করলেই NID Wallet অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে।
নতুন ভোটার আইডি কার্ড বের করার লিংক কোনটি?
“https://services.nidw.gov.bd/nid-pub/” হলো ভোটার আইডি কার্ড বের করার অফিসিয়াল লিংক।
আরও দেখুন: এনআইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
শেষ কথা
আমার পরামর্শ থাকবে, ফেইস ভেরিফিকেশন করার পর আপনি আপনার ভোটার আইডি কার্ডের একাউন্ট এর জন্য একটি পাসওয়ার্ড সেট করে নিবেন। এতে পরবর্তীতে ঝামেলাবিহীনভাবে শুধুমাত্র পাসওয়ার্ড এর সাহায্যে আপনি আপনার একাউন্টে প্রবেশ করতে পারবেন।
Discussion about this post