ফাগুন মাস কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : হুমায়ুন আজাদ ১৯৪৭ খ্রিষ্টাব্দে তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুরের (বর্তমান মুন্সিগঞ্জ জেলা) রাঢ়িখালে জন্মগ্রহণ করেন। একজন কৃতী ছাত্র হিসেবে তিনি তাঁর শিক্ষাজীবন শেষ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন।
একাধারে তিনি ছিলেন ভাষাবিজ্ঞানী, কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তাঁর গবেষণাগ্রন্থ হচ্ছে ‘বাক্যতত্ত্ব’ এবং কিশোরদের জন্য তাঁর লেখা দুটি গ্রন্থ ‘লাল নীল দীপাবলি’ ও ‘কতো নদী সরোবর’। তিনি ১৯৮৭ সালে সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। হুমায়ূন আজাদ ২০০৪ সালে জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেন।
ফাগুন মাস কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ফাগুন তার আগুন জ্বেলে দেয় কীভাবে?
ক. বুকের ক্রোধ ঢেলে
খ. যন্ত্রণার আগুন নিভাতে নিভাতে
গ. ফুলের বাহারে বাহারে
ঘ. প্রকৃতিকে সবুজে সবুজে ভরিয়ে দিয়ে
২. ফাগুন মাসে কী ঝরে পড়ে?
ক. ফুল
খ. পাতা
গ. রক্ত
ঘ. ডাল-পালা
৩. ফাগুন মাসে কাদের মনে পড়ে?
ক. কবিদের
খ. পাঠকদের
গ. ভাষাশহিদদের
ঘ. পাকিস্তানি সেনাদের
৪. ‘ফুল ফোটালো রক্ত থোকা থোকা।’ এখানে ‘ফুল ফোটালো’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. রাষ্ট্রভাষার দাবিকে প্রতিষ্ঠিত করা
খ. ফুলের মালা গাঁথা
গ. আন্দোলনে শহিদ হওয়া
ঘ. পাকবাহিনীকে বিতাড়িত
৫. ফাগুন তার বুকের ভেতরে কী পোষে?
ক. আনন্দ
খ. বেদনা
গ. উচ্ছ্বাস
ঘ. ভয়
৬. ফাগুন তার বুকের ভিতরে ভয় পোষে কেন?
ক. যদি আবার ভাষার উপর আঘাত আসে
খ. ভাষাশহিদের মতো যদি আবার কাউকে শহিদ হতে হয়
গ. যদি বাগানে ফুল না ফোটে
ঘ. যদি বনের সবুজে কেউ আঘাত হানে
৭. ফাগুন মাস ভীষণ দুঃখী মাস কেন?
ক. এ মাসে ভাষাশহিদেরা জীবন উৎসর্গ করেছিল তাই
খ. এ মাসে পাকিস্তানিরা বাংলাদেশে এসেছিল তাই
গ. এ মাসে কোনো ফুল ফোটে না তাই
ঘ. এ মাসে মায়ের চোখে জল আসে তাই
৮. বাংলা বঙ্গাব্দের ফাগুন মাস ইংরেজি কোন কোন মাসে স্থিত থাকে?
ক. জানুয়রি-ফেব্রুয়ারি
খ. ফেব্রুয়ারি-মার্চ
গ. মার্চ-এপ্রিল
ঘ. মে-জুন
৯. ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে কাদের উপর নির্মম নির্যাতন ও হত্যা করা হয়?
ক. বাঙালিদের উপর
খ. ভাষা আন্দোলনকারীদের উপর
গ. মুক্তিযোদ্ধাদের উপর
ঘ. পুলিশের উপর
১০. পাকিস্তানিরা বাংলাদেশের ভূখণ্ডে গণহত্যা আরম্ভ করে কত সালের কত তারিখে?
ক. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
খ. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি
গ. ১৯৭১ সালের ২৫ শে মার্চ
ঘ. ১৯৫৫ সালের ২১শে ফেব্রুয়ারি
১১. কবি ‘ফাগুন মাস’ কবিতায় ভাষা-আন্দোলনে আক্রমণকারী পাকিস্তানিদের কী বলে অভিহিত করেন?
ক. দস্যি
খ. দস্যু
গ. খোকা
ঘ. ভাই
১২. ‘বুকের ক্রোধে ঢেলে’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বিক্ষোভ প্রকাশ করে
খ. আন্দোলন করে
গ. চুক্তি করে
ঘ. বুকের রক্ত দিয়ে
১৩. ‘ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে’ -লাইনটিতে ‘রক্ত ঝরে পড়ে’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. মুক্তিযুদ্ধে শহিদ হওয়া
খ. মুক্তিযুদ্ধে বিজয়ের কথা
গ. ভাষার জন্য জীবন উৎসর্গ করা
ঘ. ভাষা আন্দোলন করা
১৪. গাছের ডাল কিসের মতো শক্ত?
ক. পাথর
খ. হাড়
গ. মাটি
ঘ. দালান
১৫. ফাল্গুনের বন প্রত্যহ লাল হয়ে উঠে-
ক. বৃষ্টিতে
খ. আগুনের আঁচে
গ. ঝিলিক দিয়ে
ঘ. উৎসবে
ফাগুন মাস কবিতার mcq প্রশ্ন ও উত্তর
১৬. ফাল্গুনে সবুজ আগুন জ্বলে-
ক. ক্ষেতে
খ. মাঠে
গ. সৈকতে
ঘ. ঘাটে
১৭. ফাল্গুন মাসে গোলাপ কাঁদে-
ক. বনে
খ. বাগানে
গ. অরণ্যে
ঘ. নার্সারীতে
১৮. ফাল্গুনে কার চোখে জল আসে?
ক. মা
খ. ভাই
গ. বাবা
ঘ. চাচা
১৯. হারানো ভাইকে দুই বাহুতে বেঁধে নেয়-
ক. ছেলেরা
খ. ভাইয়েরা
গ. বোনেরা
ঘ. মায়েরা
২০. ফাগুনে পথে নামে-
ক. বোনেরা
খ. ভাইয়েরা
গ. ছেলেরা
ঘ. দস্যুরা
২১. ফাগুনের রক্ত ঝরে পড়ে-
ক. চরে
খ. নগরে
গ. বন্দরে
ঘ. অরণ্যে
২২. ফাগুনের গোলাপ হয়-
ক. সুখী
খ. রক্তাক্ত
গ. লাল
ঘ. দুঃখী
২৩. ফাগুনে বুকের ভিতর জেগে উঠে-
ক. শহীদ মিনার
খ. আগুন
গ. গোলাপ
ঘ. স্মৃতিসৌধ
২৪. রক্ত থোকা থোকা ফুল ফুটিয়েছিল-
ক. দস্যুরা
খ. খোকা
গ. ভাইয়েরা
ঘ. বোনেরা
২৫. খোকা থোকা থোকা ফুল ফুটিয়েছিল-
ক. পথের বুকে
খ. বনের ধারে
গ. ফসলের মাঠে
ঘ. দিগন্তে
২৬. কবি কান্না চোখে কতটা সময় পার করেন?
ক. দশ বছর
খ. চল্লিশ
গ. ত্রিশ বছর
ঘ. বাষট্টি বছর
২৭. হুমায়ুন আজাদ ছিলেন-
i. প্রাবন্ধিক, ঔপন্যাসিক
ii. অধ্যাপক, কবি
iii. ভাষাবিজ্ঞানী
নিচের কোনটি সঠিক?
ক. iও ii
খ. iও iii
গ. iii
ঘ. i, ii ও iii
২৮. নিচে হুমায়ুন আজাদের কয়েকটি রচনার নাম দেওয়া হলো-
i. বাক্যতত্ত্ব
ii. অলৌকিক ইস্টিমার
iii. জ্বালো চিতাবাঘ
নিচের কোনটি হুমায়ুন আজাদের কাব্যগন্থ?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
২৯. ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস। কারণ-
i. ফাগুন মাস দুঃখের ইতিহাসের স্মৃতিবিজড়িত
ii. এ মাসে ভাষা শহিদেরা জীবন উৎসর্গ করেছিল
iii. এ মাসে প্রকৃতি ফুলে ফুলে ভরপুর থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. iii
৩০. ‘ফাগুন মাস’ কবিতায় চিত্রিত হয়েছে-
i. ভাষা আন্দোলনের চেতনা
ii. ভাষা আন্দোলনের প্রভাব
iii. ভাষাশহিদদের স্মরণ ও শ্রদ্ধা
নিচের কোনটি সঠিক?
ক. iও ii
খ. iও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের চারুপাঠ বাংলা বই থেকে ফাগুন মাস কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post