ফিন্যান্স ও ব্যাংকিং মডেল টেস্ট : আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য 70 নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য 30 নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।
ফিন্যান্স ও ব্যাংকিং মডেল টেস্ট
১. ‘গড়াই লিমিটেড’ একটি কাপড় প্রস্তুতকারী প্রতিষ্ঠান। শেয়ার বিক্রয়ের মাধ্যমে ১০,০০,০০০ টাকা দিয়ে প্রতিষ্ঠানটি তার যাত্রা শুরু করে। ভবিষ্যতে সুতার মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকায় প্রতিষ্ঠানটি অতিরিক্ত সুতা ক্রয় করে মজুদ করে। প্রতিষ্ঠানটি দৈনিক বিক্রয়ল অর্থ অধিক লাভের আশায় শালিক ব্যাংকে ১২% সুদে জমা রাখে। ফলশ্রুতিতে শ্রমিকের মজুরি, অন্যান্য কাঁচামাল এবং বিদ্যুৎ বিল পরিশোধে প্রতিষ্ঠানটি হিমশিম খাচ্ছে।
ক. বাণিজ্য ঘাটতি কী?
খ. সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কী? ব্যাখ্যা কর।
গ. ‘গড়াই লিমিটেড’ কোন শ্রেণির অর্থায়নের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
ঘ. অর্থায়নের নীতিমালার আলোকে ‘গড়াই লিমিটেড’ এর কার্যক্রমের যৌক্তিকতা মূল্যায়ন কর।
২. জনাব সালাম সম্প্রতি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। তিনি তার পেনশনের ১০ লক্ষ টাকা কোনো ব্যাংকে সঞ্চয় করে রাখতে চান। জনতা ব্যাংক উক্ত টাকার বিপরীতে ১০ বছরের জন্য ১২% সুদ প্রদান করবে। অপরদিকে তার স্ত্রী এর পরামর্শে পৌরসভায় জমি ক্রয় করলে ৮ বছরে দ্বিগুণ ও অতিরিক্ত ২ লক্ষ টাকা পাবেন।
ক. চক্রবৃদ্ধি কী?
খ. সুযোগ ব্যয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. জনাব সালাম জনতা ব্যাংক হতে ১০ বছর পর মোট কত টাকা পাবেন?
ঘ. উদ্দীপকের আলোকে জনাব সালামের কোথায় বিনিয়োগ করা উচিত বলে তুমি মনে কর? যুক্তি দাও
৩. জনাব সাকিব ৫ বছর পর ৫০,০০০ টাকা পেতে চায়। এজন্য অ ব্যাংক বার্ষিক ৯% হার এবং ই ব্যাংক মাসিক চক্রবৃদ্ধিতে ৮% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে।
ক. PV এর পূর্ণরূপ কী?
খ. সুযোগ ব্যয় বলতে কী বোঝ?
গ. বর্তমান জনাব সাকিব অ ব্যাংকে কত টাকা জমা রাখলেন? নির্ণয় কর।
ঘ. জনাব সাকিবের অ ও ই কোন ব্যাংকে বিনিয়োগ লাভজনক তা বিশ্লেষণ কর।
৪. মিসেস রোকসানের নিকট পদ্ম ও শাপলা নামক দুটি প্রকল্প আছে। প্রকল্প দুটি হতে তিনি যেকোনো একটি প্রকল্প গ্রহণ করতে আগ্রহী। প্রকল্প দুটির মেয়াদ ৪ বছর। পদ্ম প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার যথাক্রমে ১৯%, ২০%, ১৮% এবং – ১৪%। শাপলা প্রকল্পের ৪ বছরের ব্যবধানের বর্গের যোগফল ৮২০।
ক. আদর্শ বিচ্যুতি কী?
খ. বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে তারল্য ঝুঁকি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত পদ্ম প্রকল্পের গড় আয়ের হার নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দুটি প্রকল্পের মাঝে কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য?
৫. জনাব রফিক তার জমানো ১০,০০০ টাকা একটি কোম্পানির সাধারণ শেয়ারে বিনিয়োগ করতে চান। আবার তার বন্ধু পরামর্শ দিল ডিবেঞ্চারে বিনিয়োগ করতে। তিনি বন্ধুর পরামর্শে ডিবেঞ্চারে বিনিয়োগ করেন।
ক. কিসের কারণে ব্যবসায় প্রতিষ্ঠানে তার কাক্সিক্ষত ফলাফল না পাওয়ার আশঙ্কা দেখা দেয়?
খ. আদর্শ বিচ্যুতি বলতে কী বোঝায়?
গ. জনাব রফিক কী কী ঝুঁকির সম্মুখীন হতে পারেন বলে তুমি মনে কর?
ঘ. শেয়ারবাজারে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব রফিকের ঝুঁকি মূল্যায়ন কর।
৬. কপোতাক্ষ লি ‘শুভলং’ প্রকল্পে বিনিয়োগ করতে চাচ্ছে। উক্ত প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৫,০০,০০০ টাকা এবং মেয়াদ ৫ বছর। শুভলং প্রকল্পের আগামী ৫ বছরের প্রাক্কলিত বিক্রয় যথাক্রমে ১,৮০,০০০ টাকা, ২,৩০,০০০ টাকা, ২,২০,০০০ টাকা, ৩,০০,০০০ টাকা এবং ২,৫০,০০০ টাকা। চলতি খরচ আয়ের ২০% ও অবচয় খরচ ৮০,০০০ টাকা। স্থায়ী ব্যয় ৬০,০০০ টাকা এবং কর হার ৩০%।
ক. মূলধন বাজেটিং কাকে বলে?
খ. চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বাজারে ছাড়াকে কী বলে? – ব্যাখ্যা কর।
গ. শুভলং প্রকল্পের গড় আয়ের হার নির্ণয় কর।
ঘ. শুভলং প্রকল্পের পে-ব্যাক সময় নির্ণয় কর।
৭. মিসেস শীলা রোজারিও প্রতিষ্ঠিত ব্যাংকের উচ্চপদে আসীন বিধায় তিনি তার দুই প্রতিবেশী মো. আরাফ ও মৃদুল শেখকে তাদের ব্যবসা ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মৃদুল শেখ পাটের একজন আন্তর্জাতিক ব্যবসায়ী এবং মো. আরাফের ব্যবসায়টি হলো আবাসন প্রকল্পের, যেখানে কিনা তার বেশ বড় অঙ্কের ঋণের প্রয়োজন হয়। সে জন্যই তারা মিসেস শীলা রোজারিওর শরণাপন্ন হন। তিনি বললেন যে, এভাবেই আমরা চেষ্টা করি দেশের মানুষদেরকে সেবা প্রদান করতে, জনগণের সেবাই তো আমাদের কাজ।
ক. কোনটি বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য?
খ. বাণিজ্যিক ব্যাংক কীসের মাধ্যমে আমানত সৃষ্টি করে- ব্যাখ্যা কর।
গ. মিসেস শীলার কার্যাবলির ধরন বিবেচনায় তিনি কোন ব্যাংকের কর্মকর্তা তা বর্ণনা কর।
ঘ. জনগণের সেবাদানই মূলত আমাদের কাজ’- মিসেস শীলা রোজারিওর এই উক্তিটিকে মূল্যায়ন কর।
৮. বাংলাদেশের ব্যাংকিং আইন অনুযায়ী সব নিয়ম ও শর্ত পালনের পর মেঘনা ব্যাংক নামে নতুন একটি ব্যাংক স্থাপনের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই ব্যাংকটি ব্যাংকিং ব্যবসায়ের সবনীতি। অনুসরণ করে বলে অল্প দিনের মধ্যে এর সুনাম ছড়িয়ে পড়ে।
ক. ব্যাংকের উদ্দেশ্য কত ধরনের?
খ. ব্যাংক ব্যবসায়ের তারল্য নীতি বলতে কী বোঝায়?
গ. নতুন ব্যাংক স্থাপনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কী? ব্যাখ্যা কর।
ঘ. কোন কোন মূলনীতি অনুসরণের ফলে মেঘনা ব্যাংক সফল হয়েছে? ব্যাখ্যা কর।
৯. মিসেস সাদিয়া একজন শিক্ষিকা। তিনি তার সঞ্চিত কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। এক্ষেত্রে তিনি এমন ব্যাংকের শরণাপন্ন হতে চান যে ব্যাংক গ্রাহকের বিশ্বাস অর্জন করতে পেরেছে এবং গ্রাহকের সম্পদ আমানত বিবেচনায় সংরক্ষণ করে। এ ব্যাপারে তিনি বিভিন্ন ব্যাংক সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।
ক. কার অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব নয়?
খ. ব্যাংকিং ব্যবসায়ের মূল ভিত্তি কোনটি ব্যাখ্যা কর।
গ. মিসেস সাদিয়ার আকাক্সক্ষার সাথে ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতি জড়িত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি ব্যাখ্যা কর।
১০. দোয়েল ব্যাংক লিমিটেড ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। উক্ত ব্যাংক দেশের শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন সেবা দেওয়ার মাধ্যমে আয় উপার্জন করে থাকে। উক্ত ব্যাংকের চাকতাই শাখার স্বনামধন্য গ্রাহক জনাব মাহফুজ আমদানি-রপ্তানি ব্যবসায়ে নিয়োজিত।
ক. LC কী?
খ. সংরক্ষিত তহবিল বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. দোয়েল ব্যাংক লিমিটেড জনাব মাহফুজের ব্যবসায়ে কীভাবে সহায়তা করে? বর্ণনা কর।
ঘ. “দোয়েল ব্যাংক লিমিটেডের তহবিলের মূল উৎস হলো জনগণের আমানত।”- উক্তিটির সার্থকতা মূল্যায়ন কর।
১১. বিদেশ ফেরত মি. সুজিত তার সঞ্চিত অর্থ বিনিয়োগ করার উদ্দেশ্যে চট্টগ্রামের একটি বড় ব্যাংকে গিয়ে একজন কর্মকর্তার পরামর্শ চাইলেন। কিন্তু কর্মকর্তা তাকে জানালেন উক্ত ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারকে পরামর্শ দিয়ে থাকে। তিনি মি. সুজিতকে পার্শ্ববর্তী সাঙ্গু ব্যাংকে যোগাযোগ করে তার জন্য উপযোগী ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেন।
ক. ডেবিট কার্ড কাকে বলে?
খ. সঞ্চয়ী হিসাব কাকে বলে? ব্যাখ্যা কর।
গ. মি. সুজিত কোন ধরনের ব্যাংকে গিয়েছিলেন? বর্ণনা কর।
ঘ. মি. সুজিতের জন্য ব্যাংক কর্মকর্তার পরামর্শ গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
আরো দেখো: এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post