সৃজনশীল প্রশ্ন ১ : আলফা লি. ও বিটা লি. এই দুটি কোম্পানির ১০ কোটি টাকা ঋণ প্রয়োজন যার ৪০% চলতি ব্যয় এবং ৬০% স্থায়ী ব্যয়। আলফা লি. ৬ কোটি টাকা দীর্ঘমেয়াদী ঋণ এবং ৪ কোটি টাকা ব্যবসায়িক ঋণ নিয়ে সংগ্রহ করে কিন্তু বিটা লি. ১০% ঋণপত্র বিক্রি করে ১০ কোটি টাকা সংগ্রহ করে।
ক. তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে?
খ. কোন অর্থায়ন অলাভজনক ব্যাখ্যা কর।
গ. তহবিল সংগ্রাহের ক্ষেত্রে আলফা লি. অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছে?
ঘ. তহবিল সংগ্রহের ব্যয় কোন কোম্পানির মুনাফা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তুমি মনে কর – উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
►► আরো দেখো: বাংলা সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► আরো দেখো: বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► আরো দেখো: SSC – English 1st Paper
►► আরো দেখো: জীববিজ্ঞিন সৃজনশীল প্রশ্ন ও উত্তর
ফিন্যান্স ও ব্যাংকিং সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ২ : বাবুল সাহেব একজন গার্মেন্টস ব্যবসায়ী। ব্যবসায়ের বেশির ভাগ ক্ষেত্রে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। কখনো মূলধনের ঘাটতি দেখা দিলে তিনি ক্রেতাদের থেকে অগ্রিম নিয়ে থাকেন। এতে তার মূলধনজনিত সমস্যা সমাধান হয় এবং উৎপাদন কাজ সচল থাকে।
ক. মধ্যমেয়াদি অর্থায়নের মেয়াদকাল কত?
খ. শেয়ার বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. ক্রেতার নিকট থেকে অগ্রিম গ্রহণ কোন তহবিলের অন্তর্ভুক্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. প্রতিষ্ঠান সচল রাখতে বহিঃস্থ তহবিলের গুরুত্ব বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : মাহিম তার বন্ধু নাহিদের কাছ থেকে ৫০ হাজার টাকার ঋণ নেয়। শর্ত অনুযায়ী ১০% হার সুদে ৫ বছর পর চক্রবৃদ্ধি হারে ঋণ পরিশোধে সম্মত হয় মাহিম।
ক. সরল সুদের ক্ষেত্রে কিসের উপর সুদ গণনা করা হয়?
খ. বাট্টাকরণ প্রক্রিয়া বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. ৫ বছর পর মাহিম কতটাকা পরিশোধ করবে? নির্ণয় কর।
ঘ. নাহিন কতটাকা ঋণ দিলে মাহিম ৫ বছর পর ৬০ হাজার টাকা পরিশোধ করবে?
সৃজনশীল প্রশ্ন ৪ : ছাত্রদের পাঠদানের সময় তাদের শিক্ষক রাসেন বলেন, “অনিশ্চয়তা থেকেই ঝুঁকি সৃষ্টি হয়।” “তবে সব অনিশ্চয়তা ঝুঁকি নয়। ঝুঁকি পরিহার করা যায় কিন্তু অনিশ্চয়তা পরিহার করা যায় না।”
ক. ঝুঁকি বলতে কী বোঝ?
খ. ব্যবসায়িক ঝুঁকি বলতে কী বোঝ?
গ. ঝুঁকি ও অনিশ্চয়তার মাঝে পার্থক্য দেখাও।
ঘ. “অনিশ্চয়তা থেকেই ঝুঁকির সৃষ্টি হয়” – উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : জামিল ব্রাদার্স একটি প্রকল্পে ১৬,০০,০০০ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে। প্রম ৩ বছর প্রাক্কলিত আয় যথাক্রমে ৪ লক্ষ টাকা, ৭ লক্ষ টাকা ও ৯ লক্ষ টাকা। অন্যান্য চলতি খরচ প্রতি বছর আয়ের ৩৫% ও কর ৩০% অনুমান করা হয়েছে।
ক. পে-ব্যাক সময় নির্ণয়ের সূত্রটি কী?
খ. মূলধন বাজেটিং এর প্রয়োগ লেখ।
গ. জামিল ব্রাদার্স এর গড় মুনাফার হার নির্ণয় কর।
ঘ. দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে জামিল ব্রাদার্স কীভাবে লাভবান হতে পারে বলে তুমি মনে কর?
সৃজনশীল প্রশ্ন ৬ : মি. আকন একজন বড় ব্যবসায়ী। ব্যবসায় যখন ছোট ছিল, তখন তিনি ব্যাংকের ম্যানেজারের পরামর্শে ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত হলেন। ব্যাংকের সহায়তায় তিনি প্রমে একটি গার্মেন্টস শিল্প স্থাপন করেন। বর্তমানে দেশের ভেতরে ও বাইরে তার অনেক ব্যবসায় আছে। এক্ষেত্রে ব্যাংক তাকে বিভিনড়ব সহায়তা প্রদান করে।
ক. ব্যাংক অব ভেনিস কত সালে প্রতিষ্ঠিত হয়?
খ. ইলেক্ট্রনিক ব্যাংকিং কী? ব্যাখ্যা কর।
গ. বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক কীভাবে সহায়তা করে? ব্যাখ্যা কর।
ঘ. আর্থিক লেনদেন ছাড়াও ব্যাংক থেকে মি. আকন কী সুবিধা পান, ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : মি. আবির প্রাইম ব্যাংক লি. এর রংপুর শাখায় কাজ করেন। এ ব্যাংক নিত্যনতুন পরিকল্পনা বাস্তবায়ন করে। তিনি তার কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করেন।
ক. গ্রুপ ব্যাংকিং কী?
খ. মুদ্রাবাজার কেন নিয়ন্ত্রণ করা হয়?
গ. মালিকানার ভিত্তিতে প্রাইম ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
ঘ. ব্যাংকের সব ধরনের কাজ অর্থ ও অর্থ-সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয় – ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : মি. সজল “সজল ডিপার্টমেন্টাল স্টোর” নামের নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির একটি খুচরা দোকান পরিচালনা করেন। বেশিরভাগ ক্ষেত্রে তিনি নগদে পণ্য বিক্রি করে থাকেন। দিন শেষে বিক্রি বাবদ নগদ টাকা স্থানীয় ব্যাংকে জমা করেন। ব্যাংকে তার একটি সঞ্চয়ী হিসাব আছে। পাওনাদারের টাকা তিনি নগদে ও চেকে পরিশোধ করেন। নগদ লেনদেন বেশ ঝুঁকিপূর্ণ, কিন্তু সঞ্চায়ী হিসাব থেকে সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করা যায় না। তাই তিনি একটি চলতি হিসাব খোলার সিদ্ধান্ত নিলেন।
ক. চলতি হিসাব কাদের নিকট খুব জনপ্রিয়?
খ. ব্যাংক কিসের মাধ্যমে গ্রাহকের নিকট থেকে আমানত সংগ্রহ করে?
গ. উদ্দীপকে সজলের চলতি হিসাব খোলার জন্য কী প্রক্রিয়া অবলম্বন করতে হবে?
ঘ. উদ্দীপকের ব্যাংকের গ্রাহকের প্রতি কী ধরনের দায়িত্ব পালন করতে হবে বলে তুমি মনে কর?
সৃজনশীল প্রশ্ন ৯ : শোয়েব ‘ক’ ব্যাংকের একজন ভিআইপি মর্যাদার গ্রাহক। এই জন্য তিনি তার বৈদেশিক বাণিজ্যের যাবতীয় দেনা-পাওনাসংক্রান্ত লেনদেন এই ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করেন। সম্প্রতি “ক” ব্যাংক তার সাথে ব্যাংকিং সম্পর্কে ইতি টেনেছে, কারণ কয়েকটি সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে অবৈধ পণ্য আমদানির অভিযোগ উঠেছে। এব্যাপারে সরকার মামলার প্রস্তুতি নিচ্ছে।
ক. গ্রাহকের সম্পত্তির বিপরীতে ব্যাংক কী ধরনের ঋণ দেয়?
খ. হিসাবের গোপনীয়তা বলতে কী বোঝায়?
গ. বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে “ক” ব্যাংকের সাথে শোয়েবের সম্পর্কটি কী ছিল? ব্যাখ্যা কর।
ঘ. ব্যাংকের সাথে শোয়েবের সম্পর্কের পরিসমাপ্তির কারণটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : আলয় তার বাবাকে নিকটসু একটি ব্যাংকে হিসাব খুলে টাকা জমা রাখার জন্য বলে। কিন্তু তার বাবা অন্য একটি ব্যাংকে হিসাব খোলে। আলয় জানতে চাইলে তার বাবা জানান, এই ব্যাংকে টাকা জমা রাখা যায় না।
ক. ড. এস, এন, সেনের মতে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
খ. ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ১ম ব্যাংকের উদ্দেশ্যগুলো বর্ণনা কর।
ঘ. ২য় ব্যাংকের প্রতি আলয়ের বাবার কীরূপ দায়িত্ব আছে বলে তুমি মনে কর?
সৃজনশীল প্রশ্ন ১১ : এস.এস.সি পাস দরিদ্র বেকার যুবক মি. রাজন স্থানীয় বাজারে মুদির দোকান দিয়ে সফলতা পান। বর্তমানে তিনি তার ব্যবসায় সম্প্রসারণের কথা চিন্তা করেছেন।
ক. উপযুক্ততার নীতি বলতে কী বোঝ?
খ. তারল্য ঘাটতির কারণ ব্যাখ্যা কর।
গ. মি. রাজনের উদ্দীপকের উল্লেখিত ব্যবসায়টি বেছে নেওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।
ঘ. ব্যবসায় সম্প্রসারণের চিন্তাটি কতটুকু যৌক্তিক? এক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের যোগান কীভাবে সম্ভব বলে তুমি মনে কর?
সৃজনশীল প্রশ্ন ১২ : শেয়ারবাজারে বিনিয়োগে জনাব হাসিবের শেয়ার থেকে বিগত বছরের প্রাপ্ত আয়ের হার যথাক্রমে ১০%, ২০%, ২৫%, ১৫%, ১২%।
ক. ঝুঁকিমুক্ত আয় বলতে কী বোঝ?
খ. পে-ব্যাক সময় পদ্ধতি ব্যাখ্যা কর।
গ. জনাব হাসিবের বিনিয়োগের গড় আয় ও ব্যবধানের বর্গের গড় কত?
ঘ. উদ্দীপকের উল্লেখিত তথ্যের আলোকে আদর্শ বিচ্যুতি নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্ন ১৩ : ‘ক’ কোম্পানির প্রতিটি শেয়ারের বর্তমান মূল্য ৫০০ টাকা। বর্তমান বছরে কোম্পানিটি প্রতি শেয়ারে ৯ টাকা হারে লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রত্যাশা করছে পরবর্তী বছরগুলোতে এই লভ্যাংশ ৯% হারে বৃদ্ধি পাবে।
ক. সংরক্ষিত আয় কী?
খ. স্থিরহার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির অনুমিত শর্ত লেখ।
গ. ‘ক’ কোম্পানির শেয়ার মূলধন ব্যয় নির্ণয় কর।
ঘ. যদি ‘ক’ কোম্পানির লভ্যাংশ বণ্টনের হার ৯% থেকে ৩% কম হয় তবে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কত হবে বলে তুমি মনে কর?
সৃজনশীল প্রশ্ন ১৪ : শাহীন ও তার বন্ধুরা ‘রাজবন্ধন’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করলেন। তারা নিজস্ব তহবিলের মাধ্যমে অর্থসংস্থান করে ব্যবসায়ের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেন। ধীরে ধীরে ব্যবসায়ের পরিধি বৃদ্ধি পাওয়ায় অর্থ সংকট দেখা দেয়। বর্তমানে উদ্যোক্তারা বাজারে উক্ত কোম্পানির শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেন।
ক. অর্থায়ন কাকে বলে?
খ. ঋণপত্র বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত কোম্পানির উদ্যোক্তাদের সরবরাহকৃত অর্থ কোন ধরনের তহবিল? ব্যাখ্যা কর।
ঘ. ‘রাজবন্ধন’ কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? মতামতের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১৫ : জলি ও মলি একই দিনে একই ধরনের প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। মীমের কোম্পানি জামানত হিসাবে স্থায়ী সম্পত্তি জমা রাখলেও হদির কোম্পানি তা করেনি।
ক. ট্রেডিং পোস্ট সিস্টেম বলতে কী বোঝ?
খ. ডিবেঞ্চারের জনপ্রিয়তার কারণ কী?
গ. জলি ও মলির বিনিয়োগকৃত খাত দুটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বিনিয়োগকৃত দুটি খাতের মধ্যে কোনটি অধিক নিরাপদ বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১৬ : তানিয়া ১০,০০,০০০ টাকা ‘ক’ ব্যাংকে, মুনিয়া ১৪,০০,০০০ টাকা ‘খ’ ব্যাংকে ১০ বছরের জন্য জমা রাখে। ‘ক’ ব্যাংকে জমার উপর ১১% ও ‘খ’ ব্যাংক জমার উপর ১২% হারে সুদ দেয়।
ক. অর্থের সময়মূল্য কাকে বলে?
খ. সুযোগ ব্যয় বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. তানিয়ার জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় কর।
ঘ. তানিয়া ও মুনিয়া নির্দিষ্ট মেয়াদ শেষে একত্রে কত টাকা পাবে নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্ন ১৭ : মিসেস তাহমিনা গত দু বছর ধরে মাটির ব্যাংকে টাকা জমিয়েছেন। তারই প্রতিবেশী মিসেস সোনা গত দু বছর ধরে টাকা সঞ্চয় করেছেন ক্যাপিটাল ব্যাংক। তিনি এজন্য ১০% হারে সুদও পাচ্ছেন।
ক. ঋণের অর্থ গ্রাহকের হিসাবে কী করা হয়?
খ. বৈদেশিক বিনিময় বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. মাটির ব্যাংকে টাকা রাখায় মিসেস তাহমিনার সুযোগ ব্যয় কত হচ্ছে বর্ণনা কর।
ঘ. মিসেস সোনার সঞ্চয়ের মাধ্যমে ক্যাপিটাল ব্যাংকের কোন প্রধান কাজ সম্পাদিত হচ্ছে বলে তুমি মনে কর?
সৃজনশীল প্রশ্ন ১৮ : ‘প্রাইম ব্যাংক’ ঢাকা শাখায় ব্যবসায়ী মি. প্রীতমের একটি হিসাব রয়েছে। যা থেকে তিনি যতবার ইচ্ছা টাকা তুলতে পারেন। ভ্রমণে চট্টগ্রামে গিয়ে তিনি বেশ সস্তায় ব্যবসায়িক পণ্য পান এবং ঐ ব্যাংকের কল্যাণে তা কিনতে সমর্থ হন। দেশের সব জেলায় ‘প্রাইম ব্যাংক’-এর শাখা রয়েছে।
ক. ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস কী?
খ. ব্যাংকে বিভিন্ন প্রকারের হিসাব খোলার ব্যবস্থা রাখা হয় কেন?
ব্যাখ্যা কর।
গ. ‘প্রাইম ব্যাংকে’ মি. প্রীতমের কোন ধরনের হিসাব রয়েছে -বর্ণনা কর।
ঘ. ব্যাংকের একটি সেবা প্রীতমের মতো ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয় – উক্তিটি মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ১৯ : ব্যবসায়ী রুমি ব্যবসার প্রয়োজনে ‘ঠিক’ ব্যাংকে প্রায়ই টাকা জমা রাখেন, আবার উত্তোলন করেন। মাঝে মধ্যে ঋণও গ্রহণ করেন। আবার ব্যাংক তার নির্দেশ অনুযায়ী অনেক কাজও সম্পাদন করে থাকে।
ক. ব্যাংকার কে?
খ. গ্রাহক বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. রুমির সাথে ব্যাংকের কীরূপ সম্পর্ক বিদ্যমান? বর্ণনা কর।
ঘ. আমানতকারী হিসেবে রুমির নির্দেশ পালনে ব্যাংকের বাধ্যবাধকতা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ২০ : ‘ক’ ব্যাংকে কর্মরত জনাব সুজন সাহেব ব্যাংক থেকে নতুন টাকার নোট তুলে আনলে তার ৭ বছরের ছেলে সব টাকার নোটের উপর ‘খ’ ব্যাংকের নাম লেখা কেন তা জানতে চায়।
ক. কেন্দ্রীয় ব্যাংক কোন ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে?
খ. বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলকভাবে কী জমা রাখে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ‘খ’ ব্যাংক কী ধরনের ব্যাংক? বর্ণনা কর।
ঘ. ‘ক’ ব্যাংকের তারল্য সংকটে ‘খ’ ব্যাংক কী ভূমিকা রাখবে? আলোচনা কর।
►► আরো দেখো: বাংলা সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► আরো দেখো: বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► আরো দেখো: SSC – English 1st Paper
►► আরো দেখো: জীববিজ্ঞিন সৃজনশীল প্রশ্ন ও উত্তর
নবম দশম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post