তোমরা যারা ২০২৫ সালে এসএসসি দিবে, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে ফিন্যান্স ও ব্যাংকিং ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো আজকে শেয়ার করবো। ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ওপর তৈরি করা এই সাজেশনটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
এখানে তোমরা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও জানতে পারবে। কোর্সটিকায় প্রকাশিত ফিন্যান্স ও ব্যাংকিং প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
ফিন্যান্স ও ব্যাংকিং ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. LC এর পূর্ণরূপ কী?
উত্তর: LC এর পূর্ণরূপ হলো- Letter of Credit.
২. বাণিজ্যিক ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কী?
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হলো মুনাফা অর্জন।
৩. মুনাফা অর্জনের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কী?
উত্তর: মুনাফা অর্জনের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য হলো জনকল্যাণ।
৪. লকার ভাড়ার বিপরীতে বাণিজ্যিক ব্যাংক কী আদায় করে থাকে?
উত্তর: লকার ভাড়ার বিপরীতে বাণিজ্যিক ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে থাকে।
৫. তালিকাভুক্ত ব্যাংক কী?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নির্দেশনা মেনে ও এর তালিকায় অন্তর্ভুক্ত থেকে যে ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে।
৬. ব্যাংকের সেবা কত প্রকার?
উত্তর: ব্যাংকের সেবা দুই প্রকার।
৭. LC কী?
উত্তর: LC বা প্রত্যয়পত্র হলো একটি ঋণের দলিল যার মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে রপ্তানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়ে থাকে।
৮. ব্যাংক মক্কেলের পক্ষে কিসের মাধ্যমে বিনিময় বিল ভাঙিয়ে থাকে?
উত্তর: ব্যাংক মক্কেলের পক্ষে বাট্টায় বিনিময় বিল ভাঙিয়ে থাকে।
৯. লকার ভাড়া কী?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক সার্ভিস চার্জের বিনিময়ে জনগণের মূল্যবান দলিল, গহনা ইত্যাদি ব্যাংকের লকারে জমা রাখার সুযোগ দেয়, যা লকার ভাড়া হিসেবে বিবেচিত হয়।
১০. আমানত কী?
উত্তর: ব্যাংক গ্রাহকের নিকট হতে বিভিন্ন হিসাবের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করে তাকে আমানত বলে।
১১. সংরক্ষিত তহবিল কী?
উত্তর: মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয় তাকে সংরক্ষিত তহবিল বলে।
১২. ব্যাংক ব্যবসায়ে তহবিলের মূল উৎস কোনটি?
উত্তর: ব্যাংক ব্যবসায়ে তহবিলের মূল উৎস হলো আমানত।
১৩. পরিশোধিত মূলধন কী?
উত্তর: ব্যাংক তার শেয়ার বিক্রয় করে যে মূলধন সংগ্রহ করে তাকে পরিশোধিত মূলধন বলে।
১৪. ব্যাংক কীসের মাধ্যমে মক্কেলের পক্ষে বিনিময় বিল ভাঙানোর ব্যবস্থা করে?
উত্তর: ব্যাংক মক্কেলের পক্ষে বাট্টার মাধ্যমে বিনিময় বিল ভাঙানোর ব্যবস্থা করে।
১৫. বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কী?
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস হলো, ঋণের সুদ।
উপরোক্ত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে বের করা হয়েছে। উপরে আলোচিত ফিন্যান্স ও ব্যাংকিং ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post