তোমরা যারা ২০২৫ সালে এসএসসি দিবে, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে ফিন্যান্স ও ব্যাংকিং ১২শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো আজকে শেয়ার করবো।ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ওপর তৈরি করা এই সাজেশনটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
এখানে তোমরা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও জানতে পারবে। কোর্সটিকায় প্রকাশিত ফিন্যান্স ও ব্যাংকিং প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
ফিন্যান্স ও ব্যাংকিং ১২শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ব্যাংক কাদের আছি হিসেবে কাজ করে?
উত্তর: ব্যাংক গ্রাহকের অছি হিসেবে কাজ করে।
২. ‘এন্ড কোং’-শব্দটি কোন চেকে লেখা থাকে?
উত্তর: ‘এন্ড কোং’-শব্দটি দাগকাটা চেকে লেখা থাকে।
৩. ব্যাংকিং ব্যবসার মূলনীতি কী?
উত্তর: ব্যাংকিং ব্যবসার মূলনীতি হলো গ্রাহকের স্বার্থরক্ষা করা।
৪. চেক কী?
উত্তর: চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল যা আমানতকারী কর্তৃক ব্যাংকের ও লিখিত আদেশ।
৫. চেক কত প্রকার ও কী কী?
উত্তর: সাধারণত চেক দুই প্রকার যথা: ক. বাহক চেক খ. হুকুম চেক।
৬. কখন ব্যাংক গ্রাহকের বিশ্বাসের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে?
উত্তর: বিশ্বাস ভঙ্গ, নৈতিকতার বিপর্যয় ও আইনের পরিপন্থী কোনো কিছু করলে ব্যাংক গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে।
৭. গারনিশি অর্ডার জারি করে কে?
উত্তর: গারনিশি অর্ডার আদালত কর্তৃক জারি করা হয়।
৮. কোন হিসাবের টাকা চেক লেখে উত্তোলন করা যায়?
উত্তর: সঞ্চয়ী ও চলতি হিসাবের টাকা চেক লেখে উত্তোলন করা যায়।
৯. কখন ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে বাধ্য থাকে?
উত্তর: চাহিবামাত্র ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে বাধ্য থাকে।
১০. মক্কেলের মৃত্যু ঘটলে ব্যাংক হিসাবের কী ঘটবে?
উত্তর: মক্কেলের মৃত্যু ঘটলে ব্যাংক হিসাব বন্ধ হয়ে যাবে।
১১. চেকের প্রস্তুতকারী কে?
উত্তর: চেকের প্রস্তুতকারী হলো ব্যাংক গ্রাহক।
১২. ব্যাংকের ওপর গ্রাহকের লিখিত আদেশের দলিল কী?
উত্তর: ব্যাংকের ওপর গ্রাহকের লিখিত আদেশের দলিল হলো চেক।
১৩. যুদ্ধজনিত কারণে ব্যাংকার মক্কেলের সম্পর্কের কী ঘটে?
উত্তর: যুদ্ধজনিত কারণে ব্যাংকার মক্কেলের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে।
১৪. দীর্ঘকালীন লেনদেন চালু না রাখলে মক্কেলের হিসাব কী হয়?
উত্তর: দীর্ঘকালীন লেনদেন চালু না রাখলে মক্কেলের হিসাব বন্ধ হয়ে যায়।
উপরোক্ত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে বের করা হয়েছে। উপরে আলোচিত ফিন্যান্স ও ব্যাংকিং ১২শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post