নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৩য় অধ্যায় : কোম্পানির ইস্যুকৃত শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস এবং একইসাথে বিনিয়োগকারীদের জন্য এক একটি বিনিয়োগ পদ্ধতি বিনিয়োগের উৎস হিসেবে ব্যবহৃত এসব পদ্ধতির প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা রয়েছে।
এসব বিনিয়োগ পদ্ধতি থেকে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় এবং ঝুঁকিতে ভিন্নতা থাকে। ফলে একজন বিনিয়োগকারীকে বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার আগে প্রত্যেকটি পদ্ধতির বিভিন্ন দিক সম্পর্কে জানা দরকার। এ অধ্যায়ে আমরা বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে এসব বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারব।
নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৩য় অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : মি. সবুর ১০,০০,০০০ টাকা ৭ বছরের জন্য ব্যাংকে রাখতে চান AFC ব্যাংক তাকে ৯% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয় এবং MRC ব্যাংক তাকে ৮% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়।
ক. অর্থের সময় মূল্য পরিবর্তনের মূল কারণ কী?
খ. রুল ৭২ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. মেয়াদান্তে মি. সবুর AFC ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবেন?
ঘ. মি. সবুরের জন্যে কোন ব্যাংকে বিনিয়োগ বেশি লাভজনক হবে বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : ৫ বছর পর ১০ লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে তুমি কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাও। পল্লী ব্যাংক তোমাকে বার্ষিক ১০% এবং যমুনা ব্যাংক ৯% মাসিক চক্র বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
ক. অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি?
খ. সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো।
গ. পল্লী ব্যাংকের প্রস্তাব মতে বর্তমানে তোমার কত টাকা জমা দিতে হবে?
ঘ. উদ্দীপকের দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে টাকা রাখা তোমার জন্য যৌক্তিক হবে?
সৃজনশীল প্রশ্ন ৩ : মি. ফজল সাহেব ১২% সরল সুদে ৫ লক্ষ টাকা সোনালী ব্যাংকে জমা রাখেন। তিনি আরও ৫ লক্ষ টাকা জনতা ব্যাংকে বার্ষিক ১০% হারে চক্রবৃদ্ধি সুদে জমা রাখেন বছর পর তিনি মোট জমাকৃত টাকা দিয়ে একটি ‘বৃদ্ধাশ্রম’ খোলার সিদ্ধান্ত নেন।
ক. “Rule of 72” কী?
খ. প্রকৃত সুদের হার কী? ব্যাখ্যা করো।
গ. মি. ফজল সাহেবের সোনালী ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত?
ঘ. মি. ফজল সাহেবের জনতা ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো এবং তিনি মোট জমাকৃত কত টাকা দিয়ে ‘বৃদ্ধাশ্রম’ খুলতে পারবেন?
সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত ১২ লক্ষ টাকা ১২.৫% হার সুদে ১২ বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চাইল। কিন্তু তার স্ত্রী সালমা তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন, যেখানে ১০ বছরে জমির মূল্য দ্বিগুণ হওয়ার নিশ্চয়তা আছে। বিষয়টি নিয়ে জনাব ফরহাদ সাহেব সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
ক. অর্থের ভবিষ্যৎ মূল্য?
খ. সুদের হারের প্রভাব ব্যাখ্যা করো।
গ. পদ্মা ব্যাংকের শর্তানুসারে জনাব ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো।
ঘ. বিনিয়োগের জন্য জনাব ফরহাদের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত বলে মনে করো? উত্তরের পক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : পাঁচ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় তুমি কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও সোনালী ব্যাংক তোমাকে বার্ষিক ৮% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরদিকে অগ্রণী ব্যাংক ৭.৫% হারে এক ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। বিষয়টি নিয়ে তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছো।
ক. EAR-এর পূর্ণরূপ কী?
খ. অর্থের সময় মূল্যের মূল কারণ কী? ব্যাখ্যা করো।
গ. অগ্রণী ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করো।
ঘ. উপযুক্ত দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকটিকে টাকা রাখা যুক্তিযুক্ত? মন্তব্য করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব রবিন ৫,০০,০০০ টাকা ৭ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। A ব্যাংক তাকে ১৩% হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরদিকে B ব্যাংক তাকে ১২% ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে।
ক. অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদান কোনটি?
খ. প্রকল্প মূল্যায়ন ধারণাটি ব্যাখ্যা করো।
গ. A ব্যাংকে টাকা জমা রাখলে জনাব রবিন ৭ বছর পর কত টাকা পাবে?
ঘ. জনাব রবিনের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক? যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : কমল ‘চন্দ্র ব্যাংক’ -এর একটি সঞ্চয়ী স্কিমে প্রতি বছর ২৪,০০০ টাকা করে জমা রাখেন, যার মেয়াদ ৫ বছর এবং সুদের হার ১০%। তার ব্যাংকার বন্ধু তাকে পরবর্তীতে সমমেয়াদে ও সমহারে প্রতি মাসে ২,০০০ টাকা করে সায় স্কিমে জমা করার পরামর্শ দেন।
ক. ভোক্তা ঋণ কী?
খ. অর্থের সময়মূল্যের মূল কারণ ব্যাখ্যা করো।
গ. মেয়াদ শেষে কমল ‘চন্দ্র ব্যাংক’ থেকে কত টাকা পাবেন? নির্ণয় করো।
ঘ. কমলের জন্য বন্ধুর পরামর্শ গ্রহণ করা যুক্তিসংগত হবে কিনা? -সিদ্ধান্ত দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : মাসুম ছয় বছর পর ১,০০,০০০ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে রাখতে চান। বর্ণালী ব্যাংক তাকে বার্ষিক ১০% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরদিকে মোহনা ব্যাংক প্রস্তাব দিয়েছে ৯% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের।
ক. EAR-এর পূর্ণরূপ কী?
খ. দুটি প্রকল্পের মধ্যে একটি গ্রহণ করে অন্যটির সুবিধা ত্যাগ করাকে কী বলে? ব্যাখ্যা করো।
গ. ছয় বছর পর ১,০০,০০০ টাকা পেতে হলে বর্তমানে মাসুমকে বর্ণালী ব্যাংকে কত টাকা রাখতে হবে? নির্ণয় করো।
ঘ. মাসুমের জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : মি. সাইফুল ৩,০০,০০০ টাকা ৫ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। ‘সুরমা ব্যাংক’ তাকে ৭% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয় এবং ‘অনিমা ব্যাংক তাকে ৬% হারে ৬ মাস অন্তরে চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়।
ক. অর্থের সময় মূল্য কী?
খ. সুদ আসলের ওপর যে সুদ প্রদান করা হয় তাকে কী বলে? ব্যাখ্যা করো।
গ. জনাব সাইফুল ‘সুরমা ব্যাংক’ এ টাকা জমা রাখলে ৫ বছর পর কত টাকা পাবেন?
ঘ. কোন ব্যাংকে টাকা জমা রাখা জনাব সাইফুলের জন্য অধিক লাভজনক? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : মি. রেজাউল ৫ বছর পর ১,০০,০০০ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চান। জনতা ব্যাংক ডাকে বার্ষিক ১০% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং ডাচ বাংলা ব্যাংক তাকে ৯% হার মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
ক. EAR-এর পূর্ণরূপ লিখ।
খ. বাট্টাকরণ প্রক্রিয়া কী? ব্যাখ্যা করো।
গ. ৫ বছর পর ১,০০,০০০ টাকা পাওয়ার জন্য মি. রেজাউলকে জনতা ব্যাংকে কত টাকা জমা দিতে হবে?
ঘ. কোন ব্যাংকে টাকা জমা রাখলে জনাৰ রেজাউল অধিকতর লাভবান হবেন? সিদ্ধান্ত দাও।
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এই অধ্যায়ের উত্তরপত্র ডাউনলোড করে নাও। SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post