তোমরা যারা ২০২৫ সালে এসএসসি দিবে, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে ফিন্যান্স ও ব্যাংকিং ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো আজকে শেয়ার করবো। ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ওপর তৈরি করা এই সাজেশনটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
এখানে তোমরা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও জানতে পারবে। কোর্সটিকায় প্রকাশিত ফিন্যান্স ও ব্যাংকিং প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
ফিন্যান্স ও ব্যাংকিং ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. নগদ আন্তঃপ্রবাহ কী?
উত্তর: প্রতিষ্ঠানের অর্থের আগমনকে নগদ আন্তঃপ্রবাহ বলে।
২. মূলধন বাজেটিং কী?
উত্তর: দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে।
৩. অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি?
উত্তর: অর্থায়নের সাফল্যের চাবিকাঠি হলো মূলধন বাজেটিং।
৪. ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন কীসের ওপর নির্ভর করে?
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন মূলধন বাজেটিং সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
৫. মূলধন বাজেটিং কোন ধরনের সিদ্ধান্ত?
উত্তর: মূলধন বাজেটিং ঝুঁকিযুক্ত দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত।
৬. মূলধন বাজেটিং-এর ব্যর্থতার দায়ভার কাকে নিতে হয়?
উত্তর: মূলধন বাজেটিংয়ের ব্যর্থতার দায়ভার অর্থ ব্যবস্থাপককে নিতে হয়।
৭. নগদ প্রবাহ কী?
উত্তর: নগদ প্রবাহ বলতে নগদ অর্থের আগমন ও নির্গমনকে বোঝায়।
৮. ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পত্তি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন কৌশল প্রয়োগ করা হয়?
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পত্তি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূলধন বাজেটিং কৌশল প্রয়োগ করা হয়।
৯. পণ্য বৈচিত্র্যায়ন কাকে বলে?
উত্তর: কারবারে বিভিন্ন পণ্যের সমাহারকে পণ্য বৈচিত্র্যায়ন বলে।
১০. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাটার হার হিসাবে কী ব্যবহার করা হয়?
উত্তর: মূলধন খরচকে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টার হার হিসেবে ব্যবহার করা হয়।
১১. মূলধন বাজেটিংয়ের অনুমান কীসের ওপর নির্ভরশীল?
উত্তর: মূলধন বাজেটিংয়ের অনুমান ভবিষ্যতের ওপর নির্ভরশীল
১২. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা কীসের ওপর নির্ভর করে?
উত্তর: যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের উপর।
১৩. মোট খরচ কী?
উত্তর: একটি প্রতিষ্ঠানের চলতি খরচ এবং স্থায়ী খরচকে একত্রে মোট খরচ বলা হয়।
১৪. মোট মুনাফা থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়?
উত্তর: মোট মুনাফা থেকে কর বা দিলে নিট মুনাফা পাওয়া যায়।
১৫. মূলধন বাজেটিং এর সবচেয়ে সরল ও জনপ্রিয় পদ্ধতি কোনটি?
উত্তর: মূলধন বাজেটিং-এর সবচেয়ে সরল ও জনপ্রিয় পদ্ধতি হলো পে-ব্যাক সময় পদ্ধতি ।
১৬. অবচয় কী?
উত্তর: কোনো স্থায়ী সম্পদের মোট ব্যয়কে আয়ুষ্কালের মধ্যে বণ্টন করাকে অবচয় বলে।
উপরোক্ত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে বের করা হয়েছে। উপরে আলোচিত ফিন্যান্স ও ব্যাংকিং ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post