তোমরা যারা ২০২৫ সালে এসএসসি দিবে, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো আজকে শেয়ার করবো। ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ওপর তৈরি করা এই সাজেশনটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
এখানে তোমরা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও জানতে পারবে। কোর্সটিকায় প্রকাশিত ফিন্যান্স ও ব্যাংকিং প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. কাম্য ঋণনীতি কী?
উত্তর: কাম্য ঋণনীতি বলতে প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ধার বা ঋণ থেকে সংগ্রহ করা হবে তাকে বোঝায়।
২. মোট মূলধন কী?
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানে মালিকদের ইক্যুইটি অংশ এবং ঋণ এই দুটির যোগফলই মোট মূলধন।
৩. শেয়ারের মূলধন ব্যয় কী?
উত্তর: বিনিয়োগকারীদের বা শেয়ার মালিকদের লভ্যাংশ এবং শেয়ারের মূল্য বৃদ্ধিজনিত লাভ থেকে প্রত্যাশিত আয়ের হার হলো শেয়ার মূলধন ব্যয়।
৪. সুযোগ ব্যয় কী?
উত্তর: দুটি প্রকল্প থেকে কোনো একটি প্রকল্প গ্রহণ এবং অন্যটি বর্জন করলে, বর্জনকৃত ব্যয় হতে যে সুবিধা পাওয়া যেত তা ঐ প্রকল্পটির সুযোগ ব্যয় হিসেবে বিবেচিত হয়।
৫. বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে কী বলে?
উত্তর: বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে মূলধন ব্যয় বলে।
৬. কোনটির কারণে তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয় অসমান হয়?
উত্তর: তহবিলের যোগান দাতাদের প্রত্যাশিত আয়ের ভিন্নতার কারণে তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয় অসমান হয়।
৭. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে কোনটি জানা আবশ্যক?
উত্তর: বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে মূলধনী খরচ জানা আবশ্যক।
৮. শেয়ার বিক্রয়ের বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে কে?
উত্তর: শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে পাবলিক লিমিটেড কোম্পানি।
৯. কোন ধরনের বিনিয়োগে প্রত্যাশিত আয়ের হার বেশি হয়?
উত্তর: ঝুঁকিপূর্ণ বিনিয়োগে প্রত্যাশিত আয়ের হার বেশি হয়।
১০. কোম্পানি কোনটি বিক্রি করে ঋণ মূলধনের সংস্থান করতে পারে?
উত্তর: কোম্পানি বন্ড ও ঋণপত্র বিক্রির মাধ্যমে ঋণ মূলধনের সংস্থান করতে পারে।
১১. করযোগ্য মুনাফা কী?
উত্তর: করযোগ্য মুনাফা হলো করপূর্ব মুনাফা বাদ ঋণের সুদ।
১২. কোন তহবিল উৎস ব্যবহারে কোম্পানিকে কম কর দিতে হয়?
উত্তর: ঋণ উৎস ব্যবহারে কোম্পানিকে কম কর দিতে হয়।
১৩. প্রতিষ্ঠানের কর কোন মূলধন ব্যয়ের সাথে সমন্বয় করা হয়?
উত্তর: প্রতিষ্ঠানের কর ঋণ মূলধন ব্যয়ের সাথে সমন্বয় করা হয়।
১৪. কোম্পানি কখন অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দিয়ে থাকে?
উত্তর: কোম্পানি পর্যাপ্ত মুনাফা অর্জন করলে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দিয়ে থাকে।
১৫. কোন লভ্যাংশ নির্ধারণ করা জটিল কাজ?
উত্তর: ভবিষ্যতে প্রত্যাশিত লভ্যাংশ নির্ধারণ করা জটিল কাজ।
১৬. ঋণ মূলধনের প্রধান উৎস কোনটি?
উত্তর: ঋণ মূলধনের প্রধান উৎস হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে প্রাপ্ত ঋণ।
১৭. শূন্য লভ্যাংশ বৃদ্ধি কিসের পদ্ধতি?
উত্তর: শূন্য লভ্যাংশ বৃদ্ধি একটি মূলধন ব্যয় নির্ণয় পদ্ধতি।
১৮. অগ্রাধিকার শেয়ারের ব্যয় কিসের ওপর নির্ভর করে?
উত্তর: শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের ওপর অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ভর করে।
উপরোক্ত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে বের করা হয়েছে। উপরে আলোচিত ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post