তোমরা যারা ২০২৫ সালে এসএসসি দিবে, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে ফিন্যান্স ও ব্যাংকিং ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো আজকে শেয়ার করবো। ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ওপর তৈরি করা এই সাজেশনটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
এখানে তোমরা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও জানতে পারবে। কোর্সটিকায় প্রকাশিত ফিন্যান্স ও ব্যাংকিং প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
ফিন্যান্স ও ব্যাংকিং ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. কারা কোম্পানির ঝুঁকি বহন করে?
উত্তর: সাধারণ শেয়ার মালিকরা যৌথভাবে কোম্পানির ঝুঁকি বহন করে।
২. কোন ধরনের শেয়ার মালিকদের ভোটাধিকার থাকে না?
উত্তর: অগ্রাধিকার শেয়ার মালিকদের ভোটাধিকার থাকে না।
৩. কোনটি জামানতযুক্ত ঋণ দলিল?
উত্তর: বন্ড একটি জামানতযুক্ত ঋণ দলিল।
৪. বন্ডের বিপরীতে জামানত হিসেবে কী রাখা হয়?
উত্তর: বন্ডের বিপরীতে জামানত হিসেবে স্থায়ী বা অন্যান্য সম্পত্তি জমা রাখা হয়।
৫. ডিবেঞ্চার কী?
উত্তর: ডিবেঞ্চার হচ্ছে একটি জামানতবিহীন বন্ড।
৬. ডিএসই ২০ সূচক কী?
উত্তর: ডিএসই ২০ সূচক হলো শেয়ার বাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝানোর জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যবহৃত একটি সূচক।
৭. শেয়ারবাজারের সূচকের ওঠানামা কিসের ওপর নির্ভরশীল?
উত্তর: শেয়ারবাজারের সূচকের ওঠানামা তালিকাভুক্ত কোম্পানির শেয়ার মূল্য ওঠানামার ওপর নির্ভরশীল।
৮. লভ্যাংশ কী?
উত্তর: লভ্যাংশ হলো কোম্পানির লাভ বা মুনাফার সে অংশ যা শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয়।
৯. স্টক লভ্যাংশ প্রদান করলে কোম্পানির কী বৃদ্ধি পায়?
উত্তর: স্টক লভ্যাংশ প্রদান করলে কোম্পানির ইস্যুকৃত শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়।
১০. কাকে প্রতিবছর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হয়?
উত্তর: কোম্পানিকে প্রতিবছর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হয়।
১১. লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে অধিক নমনীয় নীতি কোনটি?
উত্তর: লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে অধিক নমনীয় নীতি হলো স্থির লভ্যাংশ সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি।
১২. ভোটাধিকার প্রয়োগ করতে পারে কোন শেয়ার মালিকরা?
উত্তর: ভোটাধিকার প্রয়োগ করতে পারে সাধারণ শেয়ার মালিকরা।
১৩. আয় নির্দিষ্ট থাকে না কোন শেয়ার মালিকদের ?
উত্তর: সাধারণ শেয়ার মালিকদের আয় নির্দিষ্ট থাকে না।
১৪. কোন ধরনের শেয়ার মালিকদের কোম্পানির পুরোপুরি মালিক বলা হয় না?
উত্তর: অগ্রাধিকার শেয়ার মালিকদের কোম্পানির পুরোপুরি মালিক বলা হয় না।
১৫. লভ্যাংশ প্রদানে কারা অগ্রাধিকার পায়?
উত্তর: লভ্যাংশ প্রদানে অগ্রাধিকার শেয়ার মালিকরা অগ্রাধিকার পায়।
১৬. বিলম্বিত শেয়ার কী?
উত্তর: যে শেয়ার ক্রয় করলে শেয়ার মালিকগণ অন্যান্য সকল প্রকার শেয়ার মালিকদের লভ্যাংশ কর্তনের পর আনুপাতিক হারে লভ্যাংশ পেয়ে থাকে তাকে বিলম্বিত শেয়ার বলে।
১৭. নগদ লত্যাংশ কী?
উত্তর: যে লভ্যাংশ নগদ টাকায় পরিশোধ করা হয়, সে লভ্যাংশকে নগদ লভ্যাংশ বলে।
১৮. কোন ধরনের শেয়ারকে প্রবর্তক শেয়ার বলা হয়?
উত্তর: বিলম্বিত শেয়ারকে প্রবর্তক শেয়ার বলা হয়।
উপরোক্ত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে বের করা হয়েছে। উপরে আলোচিত ফিন্যান্স ও ব্যাংকিং ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post