তোমরা যারা ২০২৫ সালে এসএসসি দিবে, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে ফিন্যান্স ও ব্যাংকিং ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো আজকে শেয়ার করবো। ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ওপর তৈরি করা এই সাজেশনটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
এখানে তোমরা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও জানতে পারবে। কোর্সটিকায় প্রকাশিত ফিন্যান্স ও ব্যাংকিং প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
ফিন্যান্স ও ব্যাংকিং ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘দ্রব্যের বিনিময়ে দ্রব্য’ প্রথাটি কী নামে পরিচিত?
উত্তর: “দ্রব্যের বিনিময়ে দ্রব্য‘ প্রথাটি বিনিময় প্রথা হিসেবে পরিচিত।
২. কখন কাগজি মুদ্রায় প্রচলন শুরু হয়?
উত্তর: ঊনবিংশ শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়?
৩. সঞ্চয়ের বাহন কী?
উত্তর: সঞ্চয়ের বাহন হলো মুদ্রা।
৪. কোনটির ইতিহাস খুবই বিচিত্র?
উত্তর: মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র
৫. কখন মানুষের চাহিদা সীমিত ছিল?
উত্তর: সভ্যতার প্রাথমিক পর্যায়ে মানুষের চাহিদা সীমিত ছিল।
৬. বর্তমানে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক কয়টি?
উত্তর: বর্তমানে বাংলাদেশের পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক ৭টি।
৭. ব্যাংকিং ব্যবসায় কখন থেকে শুরু হয়?
উত্তর: ব্যাংকিং ব্যবসায় শুরু হয় মুদ্রা প্রচলনের প্রথম যুগ থেকে।
৮. মুদ্রার সাথে ব্যাংকের কী সম্পর্ক?
উত্তর: মুদ্রা ও ব্যাংক এ দুটি একে অপরের পরিপূরক
৯. মূল্যের পরিমাপক বলা হয় কাকে?
উত্তর: মূল্যের পরিমাপক বলা হয় মুদ্রাকে।
১০. ব্যাংক ব্যবসায় জননী কে?
উত্তর: মুদ্রাই ব্যাংক ব্যবস্থার জননী।
১১. আধুনিক অর্থনীতির জীবনীশত্তি কী?
উত্তর: ব্যাংক হচ্ছে আধুনিক অর্থনীতির জীবনীশত্তি।
১২. ব্যাংক শব্দটির আভিধানিক অর্থ কী?
উত্তর: ব্যাংক শব্দটির আভিধানিক অর্থ হলো কোনো বস্তুবিশেষের স্তূপ, কোষাগার, লম্বা টেবিল ইত্যাদি।
১৩. ভারত উপমহাদেশে ব্যাংকিং ব্যবসায় কত সাল থেকে বিস্তৃত?
উত্তর: ভারত উপমহাদেশে ব্যাংকিং ব্যবসায় খ্রিস্টপূর্ব ৫০০০ সাল থেকেই বিস্তৃত
১৪. কোনটির ইতিহাস খুবই বিচিত্র?
উত্তর: মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র।
১৫. কোন যুগে লম্বা টুল বা বেঞ্চে বসে অর্থের ব্যবসায় করা হতো?
উত্তর: মধ্যযুগে লম্বা টুল বা বেঞ্চে বসে অর্থের ব্যবসার কথা হতো।
১৬. ব্যাংকিং শব্দটি ব্যাংকের কার্যাবলির একটি কী?
উত্তর: ব্যাংকিং শব্দটি ব্যাংকের কার্যাবলির একটি বিস্তৃত ধারণা।
১৭. বৈদেশিক বাণিজ্য কী?
উত্তর: আমদানি ও রপ্তানিকে বৈদেশিক বাণিজ্য বলে।
১৮. মূল্যবান সামগ্রী ও দলিলাদি কোথায় নিরাপদে সংরক্ষণ করা যায়?
উত্তর: মূল্যবান সামগ্রী ও দলিলাদি ব্যাংকে নিরাপদে সংরক্ষণ করা যায়।
১৯. ভারতীয় উপমহাদেশের প্রথম আধুনিক ব্যাংকের নাম কী?
উত্তর: ভারতীয় উপমহাদেশের প্রথম আধুনিক ব্যাংক হলো ‘দি হিন্দুস্তান ব্যাংক’ ৷
উপরোক্ত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে বের করা হয়েছে। উপরে আলোচিত ফিন্যান্স ও ব্যাংকিং ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post