তোমরা যারা ২০২৫ সালে এসএসসি দিবে, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে ফিন্যান্স ও ব্যাংকিং ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো আজকে শেয়ার করবো। ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ওপর তৈরি করা এই সাজেশনটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
এখানে তোমরা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও জানতে পারবে। কোর্সটিকায় প্রকাশিত ফিন্যান্স ও ব্যাংকিং প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
ফিন্যান্স ও ব্যাংকিং ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. সরকারি ব্যাংক কী?
উত্তর: সরকারি উদ্যোগে গঠিত ও সরকারি অর্থে পুঁজি সংগৃহীত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংকেই সরকারি ব্যাংক বলে।
২. মুসারাকা কী?
উত্তর: ব্যাংক ও গ্রাহকের যৌথ উদ্যোগে ব্যবসায় পরিচালনার মাধ্যমে লাভ ও লোকসান সমবন্টনের মাধ্যমে কারবার পরিচালনা করাকে মুসারাকা বলে।
৩. ব্যাংক কীভাবে আমানত সৃষ্টি করে?
উত্তর: গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে ব্যাংক আমানত সৃষ্টি করে।
৪. মেয়াদি আমানত সর্বনিম্ন কত সময়ব্যাপী হতে পারে?
উত্তর: মেয়াদি আমানত সর্বনিম্ন ১ মাসব্যাপী হতে পারে।
৫. দক্ষ ব্যবস্থাপনার পূর্বশর্ত কী?
উত্তর: দক্ষ ব্যবস্থাপনার পূর্বশর্ত হলো বোর্ড, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতার উন্নয়ন।
৬. কোন মৌলিক উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উত্তর: মুনাফা অর্জনের মৌলিক উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
৭. ব্যাংকের নিকট আমানত কী?
উত্তর: গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় হলো ব্যাংকের নিকট আমানত।
৮. ক্রেডিট কার্ড কী?
উত্তর: ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ব্যক্তিগত ঋণ সুবিধাসংবলিত ইলেকট্রনিক প্লাস্টিক কার্ডকে ক্রেডিট কার্ড বলে।
৯. মেয়াদি আমানতের সুদের হার কত?
উত্তর: মেয়াদি আমানতের সুদের হার প্রায় ১২% থেকে ১৩%।
১০. ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস কী?
উত্তর: ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস হলো আমানত।
১১. সমবায় ব্যাংক কী?
উত্তর: সমবায়ের নীতি ও আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত ব্যাংককে সমবায় ব্যাংক বলা হয়।
১২. ব্যাংক ব্যবসায়ের সফলতার পূর্বশর্ত কোনটি?
উত্তর: ব্যাংকিং ব্যবসায়ে সফলতার পূর্বশর্ত হলো ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা।
১৩. তারল্য কী?
উত্তর: গ্রাহকদের চেকের অর্থ চাহিবামাত্র পরিশোধের ক্ষমতাকে ব্যাংকের ভাষায় তারল্য বলে।
১৪. সর্বনিম্ন কত জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়?
উত্তর: সর্বনিম্ন ২ জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়।
১৫. আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক কী হতে পারে?
উত্তর: আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক দেউলিয়া হতে পারে।
১৬. চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কী?
উত্তর: চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক উন্নতিসাধন।
১৭. যে ব্যাংকের কোনো শাখা থাকে না তাকে কোন ব্যাংক বলে?
উত্তর: যে ব্যাংকের কোনো শাখা থাকে না তাকে একক ব্যাংক বলে।
১৮. তারল্য কী?
উত্তর: চাহিবামাত্র গ্রাহকের অর্থ পরিশোধের সামর্থ্যকে তারল্য বলা হয়।
১৯. মুরাবাহা কী?
উত্তর: যে ইসলামিক ব্যাংকিং সেবায় ব্যাংক ঋণগ্রহীতাকে কোনোকিছু (গাড়ি, যন্ত্রপাতি) ক্রয়ের জন্য অর্থায়ন করে তাকে মুরাবাহা বলে।
২০. স্কুল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: স্কুল ব্যাংক ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
২১. মুদারাবা কী?
উত্তর: ইসলামী ব্যাংক ব্যবস্থায় যে সেবার মাধ্যমে গ্রাহককে ব্যবসার মূলধন যোগান দেওয়া এবং ব্যবসায়ের শরিক হিসাবে তার, মূলধন ব্যবস্থাপনা করা হয় তাকে মুদারাবা বলে।
২২. বিদেশি ব্যাংক কাকে বলে?
উত্তর: একদেশের ব্যাংক যখন অন্যদেশে এসে ব্যবসায় পরিচালনা করে থাকে, ঐ দেশের জন্য তারা বিদেশি ব্যাংক হিসেবে আখ্যায়িত হয়।
২৩. বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে কীসের প্রবণতা সৃষ্টি করে?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে।
২৪. আঞ্চলিক ব্যাংক কী?
উত্তর: কোনো অঞ্চলবিশেষের কার্যক্রম পরিচালনা করার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আঞ্চলিক ব্যাংক বলা হয়।
২৫. ব্যাংকিং কী?
উত্তর: ব্যাংকের সকল প্রকার বৈধ ও আইনসংগত কার্যক্রমকে ব্যাংকিং বলে।
২৬. শিল্প ব্যাংক কাকে বলে?
উত্তর: দেশের শিল্প খাত উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে শিল্প ব্যাংক বলে।
২৭. কত সালে বাংলাদেশে ইসলামি ব্যাংকিং চালু হয়?
উত্তর: ১৯৮৩ সালে বাংলাদেশে ইসলামি ব্যাংকিং চালু হয়।
২৮. মুরাবাহা হিসাব কী?
উত্তর: ঋণগ্রহীতাকে কোনো কিছু (গাড়ি, যন্ত্রপাতি) ক্রয়ের জন্য যখন অর্থায়ন করা হয়, তখন তাকে মুরাবাহা হিসাব বলে।
২৯. একক ব্যাংক কী?
উত্তর: শুধু একটি নির্দিষ্ট স্থানে যখন একটি ব্যাংকের কার্যাবলি সম্পাদিত হয় তাকে একক ব্যাংক বলে।
উপরোক্ত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে বের করা হয়েছে। উপরে আলোচিত ফিন্যান্স ও ব্যাংকিং ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post