ফিন্যান্স ও ব্যাংকিং mcq মডেল টেস্ট : আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য 70 নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য 30 নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।
ফিন্যান্স ও ব্যাংকিং mcq মডেল টেস্ট
১. পারস্পরিক উন্নতি সাধনের উদ্দেশ্যে গঠিত হয় কোন ব্যাংক?
ক. গ্রুপ ব্যাংক
খ. শাখা ব্যাংক
গ. চেইন ব্যাংক
ঘ. একক ব্যাংক
২. ব্যাংক কোন হিসাবে জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধা দিয়ে থাকে?
ক. সঞ্চয়ী
খ. চলতি
গ. স্থায়ী
ঘ. ক + খ
৩. ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য কী?
ক. সাফল্য অর্জন
খ. সুনাম অর্জন
গ. সম্পদ অর্জন
ঘ. মুনাফা অর্জন
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
হাবিব সাহেব তার সঞ্চয়ী হিসাবে ৫ লক্ষ জমা দিয়ে ট্রেডার্স ব্যাংক থেকে একটি কার্ড গ্রহণ করেন । যা ব্যবহার করে Book Shop থেকে বই এবং Business Shop থেকে কেনাকাটা করতে হয়।
৪. ট্রেডার্স ব্যাংকের কোন ধরনের কাজ প্রকাশ পায়?
ক. মূলধন গঠন
খ. বিনিময় মাধ্যম সৃষ্টি
গ. নোট প্রচলন
ঘ. অছি কাজ
৫. হাবিব সাহেব পাবেন-
i. অর্থেল নিরাপত্তা
ii. ইলেকট্রনিক ব্যাংকিং সেবা
iii. সঞ্চয়ের সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
মনির আজকে অগ্রণী ব্যাংকে সঞ্চয়ী হিসাবে শতকরা ১০% সুদে ১,০০০ টাকা জমা রেখেছে। মনির জানতে চায় তার সঞ্চয়ী হিসাবে ৫ বছর পর মোট কত টাকা জমা হবে?
৬. অগ্রণী ব্যাংক যদি ৬ মাস পরপর সুদ হিসাব করে তাহলে ৫ বছর পর মনিরের হিসাবে সুদে আসলে কত টাকা জমা হবে?
ক. ১,২৫০ টাকা
খ. ১,৬২৯ টাকা
গ. ১,৮২০ টাকা
ঘ. ১,৯১০ টাকা
৭. অগ্রণী ব্যাংক যদি ৩ মাস পরপর সুদ হিসাব করে তাহলে ৫ বছর পর মনিরের সঞ্চয়ী হিসাবে সুদে আসলে কত টাকা জমা হবে?
ক. ১,২৪০ টাকা
খ. ১,৪৫০ টাকা
গ. ১,৬৩৯ টাকা
ঘ. ১,৮৫০ টাকা
৮. রপ্তানি কাজে অগ্রিম টাকা পেতে পারে কোন ক্ষেত্রে?
ক. হুন্ডি
খ. চেক
গ. এলসি
ঘ. পে-অর্ডার
৯. সোনালী ব্যাংক ৫ লক্ষ টাকা ৯ বছরে দ্বিগুণ হওয়ার প্রস্তাব দিলে সুদের হার কত?
ক. ৭%
খ. ৮%
গ. ৯%
ঘ. ১০%
১০. গড় থেকে ব্যবধান কীভাবে বের করা হয়?
ক. (আয় – গড়) ÷ ২
খ. আয় + গড়
গ. আয় – গড়
ঘ. আয় × গড়
উদ্দীপকটি পড়ে ১১–১৩নং প্রশ্নের উত্তর দাও :
হাফিজ জনতা ব্যাংকে একটি প্রত্যয়পত্র চালু করে ইতালীর ব্যবসায়ী ওয়াটসনের কাছ থেকে ৩০ লক্ষ টাকার পণ্য আমদানি করেন।
১১. জনতা ব্যাংক কাকে নিশ্চয়তা প্রদান করবে?
ক. হাফিজকে
খ. জাহাজ মালিককে
গ. আমদানিকারককে
ঘ. ওয়াটসনকে
১২. জনতা ব্যাংক কার পক্ষ হয়ে নিশ্চয়তা দিবে?
ক. হাফিজের
খ. ওয়াটসনের
গ. ডক কর্তৃপক্ষের
ঘ. জাহাজ মালিকের
১৩. নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস?
ক. পরিশোধিত মূলধন
খ. লকার ভাড়া
গ. সুদ
ঘ. কমিশন
১৪. আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশ কোনটি?
ক. গারনিশি অর্ডার
খ. প্রত্যয়নপত্র
গ. চুক্তি স্বাক্ষর
ঘ. চেক
১৫. কোনটি ঝুঁকিমুক্ত আয়?
i. শেয়ার ক্রয়
ii. ব্যাংকে আমানত রাখা
iii. বন্ড ক্রয় করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬. ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটি প্রয়োজন?
ক. মালিকানা
খ. গোপনীয়তা
গ. আর্থিক সচ্ছলতা
ঘ. ঝুঁকি এড়ানো
১৭. WTO আত্মপ্রকাশ করে কোন দশকে?
ক. ১৯৯০ দশকে
খ. ১৯৮০ দশকে
গ. ১৯৭০ দশকে
ঘ. ১৯৬০ দশকে
১৮. আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কোন দশকে?
ক. ১৯৯০ দশকে
খ. ১৯৮০ দশকে
গ. ১৯৭০ দশকে
ঘ. ১৯৬০ দশকে
১৯. আয়-ব্যয় প্রাক্কলনের পূর্বে কোনটি নির্ধারণ করা গুরুত্বপূর্ণ?
ক. মুনাফার হার
খ. বাট্টার হার
গ. ক্রয়ের পরিমাণ
ঘ. উৎপাদনের পরিমাণ
২০. কোনটি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ?
ক. ঋণ নিয়ন্ত্রণ
খ. ঋণদান
গ. মুদ্রার মান নিয়ন্ত্রণ
ঘ. মুদ্রার প্রচলন
২১. ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান কোনটি?
ক. স্বর্ণ
খ. হুন্ডি
গ. মুদ্রা
ঘ. চেক
২২. কোনটি কার্যভিত্তিক শ্রেণিকরণের ব্যাংক?
ক. সমবায় ব্যাংক
খ. গ্রুপ ব্যাংক
গ. স্কুল ব্যাংক
ঘ. মহিলা ব্যাংক
২৩. সার্থক ব্যাংক ব্যবসায় মানে-
ক. সঠিক মুনাফানীতি
খ. সঠিক তারল্যনীতি
গ. সঠিক নিরাপত্তা নীতি
ঘ. সঠিক বিশ্বস্ততার নীতি
২৪. A ব্যাংক, B ব্যাংকের ৭৫% শেয়ার ক্রয় করে এবং ব্যাংকের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তাহলে A ও B ব্যাংক কোন ধরনের ব্যাংক?
ক. শাখা ব্যাংক
খ. চেইন ব্যাংক
গ. গ্রুপ ব্যাংক
ঘ. বিনিয়োগ ব্যাংক
২৫. বাণিজ্যিক ব্যাংক বিনিময় মাধ্যম হিসাবে কোনটি সৃষ্টি করে?
ক. হুন্ডি
খ. প্রাপ্য বিল
গ. পে-অর্ডার
ঘ. শেয়ার
২৬. বাণিজ্যিক ব্যাংকে প্রধান আয়ের খাত কোনটি?
ক. বিল বাট্টাকরণ
খ. এল সি
গ. অছি কাজের কমিশন
ঘ. ঋণের সুদ
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
মজুমদার এন্ড সন্স তাদের ৬ বছরের আয় ও ঝুঁকি গণনা করে দেখলো যে, গড় ব্যবধানের বর্গের যোগফল ৮৪০।
২৭. মজুমদার এন্ড সন্সের ব্যবধানের বর্গের গড় কত হবে?
ক. ১২৪
খ. ১৪০
গ. ১৪৮
ঘ. ১৬৮
২৮. উক্ত প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতি কত হবে?
ক. ১২.৮৩%
খ. ১২.৯৬%
গ. ১৩%
ঘ. ১৩.০৮%
২৯. বিল বাট্টাকরণ করে কে?
ক. কেন্দ্রিয় ব্যাংক
খ. পাওনাদার
গ. বাণিজ্যিত ব্যাংক
ঘ. ব্যবসায়ী
৩০. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কোন ধরনের ব্যাংক?
ক. দেশি ব্যাংক
খ. বিদেশি ব্যাংক
গ. স্বশাসিত ব্যাংক
ঘ. বিশেষায়িত ব্যাংক
আরো দেখো: এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post