ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র মডেল টেস্ট
১. কর্ণফুলী কোম্পানি লি. একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। প্রতিষ্ঠানটির বর্জ্য ও দূষিত পানি নদীতে পড়ায় পানি, বায়ু ও মাটি দূষিত হয়ে পরিবেশের ক্ষতি করছে। পরিবেশ রক্ষার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ একটি পানি পরিশোধন যন্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। যন্ত্রটি ক্রয় করার জন্য ১০ কোটি টাকার প্রয়োজন এবং এর আয়ুষ্কাল ২০ বছর। প্রতিষ্ঠানটি সরকারকে যথারীতি কর প্রদান করে ও নদীর তীরে বনায়ন প্রকল্প হাতে নেয়।
ক. অর্থায়ন কী?
খ. পোর্টফোলিও নীতি কেন গ্রহণ করা হয়? ব্যাখ্যা কর।
গ. প্রতিষ্ঠানটির পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কর্ণফুলী কোম্পানি লি.-এর কার্যক্রম অর্থায়নের কোন ধারণার সাথে সম্পৃক্ত? বিশ্লেষণ কর।
২. নিচে দুটি কোম্পানির তথ্য দেওয়া হলো- (বিশেষ দ্রষ্টব্য: এই ছকভিত্তিক উদ্দীপকটি পিডিএফ উত্তরমালায় দেখো। )
ক. অর্থায়ন কী?
খ. “শুধু শেয়ারের মূল্য বৃদ্ধির মাধ্যমে একটি ফার্মের সম্পদ সর্বাধিকরণ করা যায়”- তুমি কি একমত? ব্যাখ্যা কর।
গ. কোম্পানি ‘অ’অর্থায়নের কোন লক্ষ্যটি অর্জন করেছে? ব্যাখ্যা কর।
ঘ. সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য বিবেচনায় কোন কোম্পানিতে বিনিয়োগ করা উত্তম? বিশ্লেষণ কর।
৩. জনাব শাকিল তার পুরাতন গাড়ি বিক্রি করে ৫,০০,০০০ টাকা পেলেন যা ব্যাংকে ১০ বছরের জন্য স্থায়ী হিসাব খুলে জমা রাখার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতে পারলেন, পদ্মা ব্যাংকে জমা রাখলে ৫ বছরশেষে ৭,০০,০০০ টাকা পাবেন এবং গড়াই ব্যাংকে রাখলে ৪ বছর শেষে ৬,৫০,০০০ টাকা পাবেন।
ক. মিশ্র নগদ প্রবাহ কী?
খ. বাট্টাকরণ পদ্ধতি ও চক্রবৃদ্ধিকরণ পদ্ধতির মধ্যে কি কোনো সম্পর্ক আছে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে পদ্মা ব্যাংকের সুদের হার কত?
ঘ. জনাব শাকিলের কোন ব্যাংকে হিসাব খোলা অধিক যুক্তিসংগত হবে বলে তুমি মনে কর? সুদের হারের ভিত্তিতে বিশ্লেষণ কর।
৪. জনাব রাজীব ও সজীব দুই ভাই। তারা দুজনে একটি করে জমি কিনতে চান। বর্তমানে রাজীবের অর্থ সংকটের কারণে তিনি তিস্তা ব্যাংক থেকে ১০% সুদের হারে ৩০,০০,০০০ টাকা ৫ বছরের জন্য ঋণ নিতে চান। অন্যদিকে তার ভাই সজীব ৫ বছর পর জমি কিনতে চান। বর্তমানে জমির মূল্য ৩০,০০,০০০ টাকা। কিন্তু এই ৫ বছর জমির মূল্য ৩% হারে বৃদ্ধি পাবে বলে আশা করছেন। এজন্য তিনি আগামী ৫ বছর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসের শুরুতে জমা করতে চাচ্ছেন। সুদের হার ১০%।
ক. বাট্টাকরণ কী?
খ. নামিক সুদের হার ও কার্যকরী সুদের হার এক নয় কেন? ব্যাখ্যাকর।
গ. উদ্দীপকে জনাব রাজীব যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন তবেতাকে প্রথম বছর শেষে মোট কত টাকা সুদ দিতে হবে?
ঘ. উদ্দীপকে সজীবের প্রত্যাশা পূরণের জন্য তাকে প্রতি মাসে ৫০,০০০ টাকা জমা করলেই হবে। তুমি কি এই বক্তব্যের সাথেএকমত? বিশ্লেষণ কর।
৫. মি. আলি ৫ বছর পর একটি গাড়ি কিনতে চান। সেই সময়ে ঐ গাড়িটির মূল্য হবে ১০ লক্ষ টাকা। ঐ গাড়িটি ক্রয় করতে হলে ১২% সুদের হারে টাকা সঞ্চয় করতে হবে।
ক. রুলস-৭২ কী?
খ. সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য লেখ।
গ. ঐ গাড়িটি ক্রয় করতে হলে মোট কত টাকা জমা করতে হবে? উদ্দীপকের আলোকে নির্ণয় কর।
ঘ. ১৫% সুদের হারে ৪,০০,০০০ টাকা ব্র্যাক ব্যাংকে জমা রাখলে নির্ধারিত সময়ে ঐ গাড়িটি ক্রয় করা সম্ভব কি?
৬. জনাব রনি বন্ডে বিনিয়োগের বিষয়ে ভাবছেন। বাজারে দুটিউল্লেখযোগ্য বন্ড রয়েছেÑ একটি হলো সুরমা বন্ড যার মেয়াদকাল ১০ বৎসর, অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং বাজার মূল্য ৯৫০ টাকা; অপরটি হলো তিস্তা বন্ড যার মেয়াদকাল ৮ বৎসর, কুপন হার ২০%, অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং বাজার মূল্য ১,১০০ টাকা । জনাব রনি তিস্তাবন্ডে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তার প্রত্যাশিত আয়ের হার ১২%।
ক. রূপান্তরযোগ্য বন্ড কী?
খ. “সাধারণ শেয়ারহোল্ডারগণই কোম্পানির প্রকৃত মালিক।” উক্তিটি ব্যাখ্যা কর।
গ. সুরমা বন্ডের প্রকৃত মূল্য কত?
ঘ. জনাব রনির বিনিয়োগ সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন কর।
৭. মি. গোলাম রব্বানি একজন চাকরিজীবী। তিনি ব্যবস্থাপনা বিষয়ে পড়াশুনা করেছেন। তিনি পুঁজিবাজারে বিনিয়োগ করতে আগ্রহী কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছে। তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিয়ে কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের বিবরণ দেওয়া হলো: (বিশেষ দ্রষ্টব্য: এই ছকভিত্তিক উদ্দীপকটি পিডিএফ উত্তরমালায় দেখো। )
এ ছাড়াও নিভিয়া কোম্পানি লিমিটেড ১৫% কুপন সুদে ১,৬০০ টাকা মূল্যের ১২ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে। প্রয়োজনীয় আয়ের হার ১১.৭৫%।
ক. মধ্যমেয়াদি অর্থায়ন কী?
খ. নিমজ্জিত তহবিল বলতে কী বোঝায়?
গ. নিভিয়া কোম্পানির বন্ডের মূল্য নির্ণয় কর।
ঘ. এসিআই ও স্কয়ার কোম্পানির বন্ডের মধ্যে কোনটির আয়ের হার বেশি? মি. রব্বানি সাহেব কোন কোম্পানিতে বিনিয়োগ করবেন?
৮. ‘নিলিমা কোম্পানি’ একটি নতুন প্রকল্পে বিনিয়োগের চিন্তা করছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ২,৫০,০০০ টাকা ব্যয়ে একটি মেশিন সংগ্রহ করা হবে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং এর কোনো অবশিষ্ট মূল্য থাকবে না। কোম্পানির কর হার ৫৫% এবং কোনো বিনিয়োগ ভাতা পায় না।কোম্পানির ৫ বছরের করপূর্ব নগদ প্রবাহনিম্নরূপ : (বিশেষ দ্রষ্টব্য: এই ছকভিত্তিক উদ্দীপকটি পিডিএফ উত্তরমালায় দেখো। )
ক. নিট বর্তমান মূল্য কী?
খ. পরিশোধ সময়কাল বলতে কী বোঝ?
গ. প্রকল্পটির পরিশোধ সময়কাল কত?
ঘ. মূলধন ব্যয় ১২% হলে প্রকল্পটির নিট বর্তমান মূল্য এবং গড় উপার্জন হার নির্ণয় কর।
৯. জনাব সুমন সুরমা ও করতোয়া নামের পরস্পর বর্জনশীল দুটি বিনিয়োগ প্রকল্পের যেকোনো একটি প্রকল্পে বিনিয়োগ করার কথা চিন্তা করছেন। প্রত্যেক প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ১,০০,০০০ টাকা। প্রকল্প দুটির নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ : (বিশেষ দ্রষ্টব্য: এই ছকভিত্তিক উদ্দীপকটি পিডিএফ উত্তরমালায় দেখো। )
ক. মূলধন রেশনিং কাকে বলে?
খ. মূলধন বাজেটিং একটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণÑ ব্যাখ্যা কর।
গ. সুরমা প্রকল্পের পে-ব্যাক সময় নির্ণয় কর।
ঘ. নিট বর্তমান মূল্যের আলোকে কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্যবলে তুমি মনে কর?
১০. মিজান লি. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য নিম্নবর্ণিত দুটি সিকিউরিটির তথ্যসমূহ সংগ্রহ করেন : (বিশেষ দ্রষ্টব্য: এই ছকভিত্তিক উদ্দীপকটি পিডিএফ উত্তরমালায় দেখো। )
ক. বিটাসহগ কী?
খ. সরকারি বন্ডে বিনিয়োগ ঝুঁকিমুক্ত কেন? ব্যাখ্যা কর।
গ. সিকিউরিটি অ এর আদর্শ বিচ্যুতি নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে কোন সিকিউরিটিতে বিনিয়োগ মিজান লি.-এর জন্য অধিক যুক্তিযুক্ত তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
১১. জনাব শাকিব আর্থিক বাজার থেকে দুটি কোম্পানির আয়ের হারের নিম্নোক্ত তথ্যাবলি সংগ্রহ করেছেন। (বিশেষ দ্রষ্টব্য: এই ছকভিত্তিক উদ্দীপকটি পিডিএফ উত্তরমালায় দেখো। ) অন্যদিকে জনাব সাকিবের বন্দু জনাব তামিম বিডি ফুডস লি. এর স্টক ক্রয় করেছেন। যার বাজার ঝুঁকি ১.৬০। বাজার আয়ের হার ১৫% এবং ঝুঁকিমুক্ত আয়ের হার ৭%।
ক. বিটাসহগ কী?
খ. ঋণের সুদ পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
গ. জনাব তামিমের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় কর।
ঘ. জনাব শাকিবের উপযুক্ত বিনিয়োগ সিদ্ধান্তের সুপারিশ কর।
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post