ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র mcq মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র mcq মডেল টেস্ট
১. অলস অর্থ জমা রয়েছে এমন একজন ব্যক্তির জন্য কোন ধরনের হিসাব উত্তম?
ক. স্থায়ী
খ. চলতি
গ. সঞ্জয়ী
ঘ. পেনশন সঞ্জয়ী
২. চেক অমর্যাদা হওয়ার কারণ-
র. কথায় ও অঙ্কে টাকার পরিমাণে গরমিল থাকলে
রর. গ্রাহকের হিসাবে পর্যাপ্ত অর্থ থাকলে
ররর. টাকার পরিমাণে ঘষামাজা হলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩. কখন সমগ্র বিশ্বে বিমা ব্যবসায় অতিদ্রুত ছড়িয়ে পড়ে?
ক. শিল্প বিপ্লবের পর
খ. প্রথম বিশ্বযুদ্ধের পর
গ. বাণিজ্যের ব্যাপক প্রচলনের পর
ঘ. ইহুদিদের বিতাড়িত করার পর
৪. জীবন বিমার ন্যূনতম কত বছর পলিসি চালু থাকলে সমর্পণ মূল্য প্রদান করা হয়?
ক. ১ বছর
খ. ২ বছর
গ. ৩ বছর
ঘ. ৪ বছর
উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
দীপার মার্কেটে গিয়ে একটি পোশাক খুব পছন্দ হলো। তার কাছে নগদ টাকা ছিল না। একটি বিশেষ কার্ড ছিল কিন্তু তার একাউন্টে পর্যাপ্ত অর্থ ছিল না। পরে সে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করে পোশাকটি ক্রয় করল।
৫. দীপার কাছে কোন কার্ড ছিল?
ক. স্মার্ট কার্ড
খ. ডেবিট কার্ড
গ. ক্রেডিট কার্ড
ঘ. আইডি কার্ড
৬. উদ্দীপকে যে ধরনের ব্যাংকিং বোঝানো হয়েছে-
র. ই-ব্যাংকিং
রর. মোবাইল ব্যাংকিং
ররর. গ্রুপ ব্যাংকিং
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৭. কোন বিমার ক্ষেত্রে গ্রুপ বিমা প্রযোজ্য?
ক. অগ্নি
খ. নৌ
গ. শস্য
ঘ. জীবন
৮. বাংলাদেশে ব্যাসেল-২ অনুসরণের নীতিগত সিদ্ধান্ত কখন বলবৎ করা হয়?
ক. ১৯৮৮
খ. ২০১০
গ. ২০১২
ঘ. ২০১৪
৯. হুকুম চেকের টাকা উত্তোলন করতে পারে-
র. প্রাপক
রর. ধারক
ররর. অনুমোদনবলে প্রাপক
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১০. টাকা ফেরত দেওয়ার পর পরই ব্যাংকের খতিয়ানে হিসাবগ্রহীতার নাম কেটে দেওয়া হয় এবং তার নামের পাশে কী লিখতে হয়?
ক. হিসাব বন্ধ
খ. হিসাব সম্পূর্ণ
গ. হিসাবের বিবরণ
ঘ. সংক্ষিপ্ত হিসাব
১১. SWIFT এর কার্যক্রম শুরু হয় সর্বপ্রথম কোন সালে?
ক. ১৯৭০
খ.১৯৭৩
গ. ১৯৭২
ঘ. ১৯৯০
১২. আর্থিক নীতির পরিবর্তনের ফলে যে ক্ষতি দেখা দেয় তাকে কী ঝুঁকি বলে?
ক. সামাজিক ঝুঁকি
খ. অর্থনৈতিক ঝুঁকি
গ. নৈতিক ঝুঁকি
ঘ. প্রাকৃতিক ঝুঁকি
১৩. চেকে দাগ কাটতে পারে-
র. আদেষ্টা
রর. আদিষ্ট
ররর. প্রাপক
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৪. কোন কাজে ডেবিট কার্ড ব্যবহার করা যায়?
ক. পার্চেচিং
খ. সেলিং
গ. ফান্ড ট্রান্সফার
ঘ. ডাটা ট্রান্সফার
উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
মি. অ ডাচ বাংলা ব্যাংকে হিসাব খুলেছে। সেখানে অনলাইন ব্যাংকিং সুবিধা বিদ্যমান। ব্যাংক তাকে বিভিন্ন আধুনিক সেবা সুবিধা অফার করেছে। মি. অ মনে করে দেশের পুরানো ব্যাংকগুলো এক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে আছে।
১৫. মি. অ যে ব্যাংকে হিসাব খুলেছেন সেটা কোন ধরনের ব্যাংক?
ক. একক ব্যাংক
খ. মিশ্র ব্যাংক
গ. শাখা ব্যাংক
ঘ. চেইন ব্যাংক
১৬. ব্যাংক মি. অ কে যে সকল সুবিধার অফার করেছে তা হতে পারে-
র. ডেবিট কার্ড
রর. ক্রেডিট কার্ড
ররর. লকার কার্ড
নিচের কোনটি সঠিক?
ক. র
খ. রর
গ. ররর
ঘ. র, রর ও ররর
১৭. ব্যাংক চেক সম্পর্কে সন্দেহযুক্ত হতে না পারলে কী করে?
ক. অর্থ প্রদান কওে
খ. অর্থ প্রদানে বিরত থাকে
গ. চেক মর্যাদা কওে
ঘ. চেক বাজেয়াপ্ত করে
১৮. যে কেউ ব্যাংক হতে অর্থ উত্তোলন করতে পারে কী ধরনের অনুমোদনের ফলে?
ক. আংশিক অনুমোদন
খ. বিশেষ অনুমোদন
গ. ফাঁকা অনুমোদন
ঘ. সীমিত অনুমোদন
১৯. ব্যাংক ব্যবসায়ে নিয়োজিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে কী বলে?
ক. ব্যাংক
খ. ব্যাংকিং
গ. ব্যাংকার
ঘ. কর্মচারী
উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
মি. জামাল অনেকদিন যাবৎ একটি মেশিন ভাড়ায় ব্যবহার করে আসছেন। তিনি নিজ নামে উক্ত মেশিনের বিমা করতে চাইলে বিমা কোম্পানি তার প্রস্তাবে অস্বীকৃতি জানায়।
২০. মি. জামাল কোন ধরনের বিমা করতে চেয়েছিলেন?
ক. সম্পত্তি বিমা
খ. দায় বিমা
গ. বেকার বিমা
ঘ. অগ্নি বিমা
২১. কী কারণে বিমা কোম্পানি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে?
ক. চূড়ান্ত সদ্বিশ্বাসের অভাব
খ. ঝুঁকির আধিক্য
গ. বৈধ প্রতিদানের অভাব
ঘ. বিমাযোগ্য স্বার্থের অভাব
২২. প্রতিশ্রুতি নির্দিষ্ট কাগজে লিখে স্বাক্ষর প্রদান করলে তাকে কী বলে?
ক. আদেশপত্র
খ. চরমপত্র
গ. অঙ্গীকারপত্র
ঘ. শেয়ারপত্র
২৩. নিকাশ ঘরের বৈঠকে কোন ব্যাংকের প্রতিনিধি সভাপতিত্ব করেন?
ক. সোনালী ব্যাংকের
খ. কেন্দ্রীয় ব্যাংকের
গ. জনতা ব্যাংকের
ঘ. বিশ্বব্যাংকের
২৪. একজন কৃষক আমানতি হিসাব খুলতে পারেন-
ক. ৫ টাকা জমা দিয়ে
খ. ১০ টাকা জমা দিয়ে
গ. ২০ টাকা জমা দিয়ে
ঘ. ৫০ টাকা জমা দিয়ে
২৫. নোট ইস্যু করে কোন ব্যাংক?
ক. জনতা ব্যাংক
খ. সোনালী ব্যাংক
গ. কেন্দ্রীয় ব্যাংক
ঘ. উত্তরা ব্যাংক
২৬. অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় বেশি সুবিধাজনক?
ক. একক
খ. শাখা
গ. গ্রুপ
ঘ. চেইন
২৭. নতুন প্রজন্মের একটি ব্যাংক গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং সেবা হিসেবে বেছে নিতে পারে–
র. মোবাইল ব্যাংকিং
রর. লকার সুবিধা
ররর. ডেবিট কার্ড
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৮. বাজারে অর্থসংকট দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক অর্থ সরবরাহের জন্য কী করে?
ক. শেয়ার বিক্রয় করে
খ. পণ্য বিক্রয় করে
গ. বন্ড ক্রয় করে
ঘ. ঋণপত্র বিক্রয় করে
২৯. চলতি মূলধন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি?
ক. মুদ্রাবাজার
খ. কাঁচাবাজার
গ. শেয়ারবাজার
ঘ. স্বর্ণের বাজার
৩০. ব্যাংকের সাফল্য অর্জনে সহায়তা করা কাদের কর্তব্য?
ক. গ্রাহকদেও
খ. ব্যাংকারের
গ. কোম্পানির
ঘ. সকলের
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post