ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র ৮ম অধ্যায় : বিপণনে প্রসার হলো বিপণন মিশ্রণের একটি গুরুত্বপূর্ণ কাজ। ক্রেতার নিকট পণ্যের পরিচিতি এবং যাবতীয় তথ্য তুলে ধরতে বিপণন প্রসার কার্যক্রম অপরিহার্য। প্রসার এবং তার সুষ্ঠ ব্যবস্থাপনা ছাড়া পণ্য বিপণন প্রায় অসন্ভব। এই ইউনিটে প্রসার এবং প্রসারের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে বিশদ বর্ণনা করা হয়েছে।
প্রথম পাঠে প্রসারের ধারণা ও এর উপাদানসমূহ আলোচনা করা হয়েছে।দ্বিতীয় পাঠে বিপণন প্রসারের উপাদান হিসেবে বিক্রয় প্রসারের ধারণা, গুরুত্ব ও কৌশল সম্দন্ধে আলোচনা করা হয়েছে। তৃতীয় পাঠে বিপণন প্রসারের আরেকটি উপাদান বিজ্ঞাপনের ধারণা, প্রয়োজনীয়তা ও কার্যাবলি ব্যাখ্যা করা হয়েছে।
চতুর্থ পাঠে বিজ্ঞাপন মাধ্যম-এর ধারণা, প্রকারভেদ ও নিবচিনে বিবেচ্য বিষয়সমূহ বিস্তারিত আলোচনা করা হয়েছে। সর্বশেষ, পঞ্চম পাঠে প্রচার-এর অর্থ ও বৈশিষ্ট্য সম্বন্ধে প্রয়োজনীয় ব্যাখ্যা দেয়া হয়েছে। এ ইউনিট থেকে পণ্য প্রসারের বিস্তারিত ধারণা অর্জন করা সম্ভব হবে।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র ৮ম অধ্যায়
১. জনাব রায়হান তৈরি পোশাক রপ্তানি করেন। তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মি. জন কে ১০ লক্ষ টাকার তৈরি পোশাক রপ্তানি করেছেন। এর জন্য তিনি গোল্ডম্যান ব্যাংকের মাধ্যমে অর্থ প্রাপ্তির নিশ্চয়তাস্বরূপ প্রত্যয়পত্র গ্রহণ করেছেন। পোশাক রপ্তানির পূর্বে ডলার-এর মূল্য বেশি থাকলেও পরবর্তীতে তা প্রাস পায়। জনাব রায়হান খোঁজ নিয়ে জানতে পারেন, আমদানি কমে যাওয়ায় ডলারের চাহিদা হ্রাস পেয়েছে, এতে জনাব রায়হান আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
ক. ভাসমান মুদ্রা কী?
খ. মেয়াদপূর্তির পূর্বেই প্রাপ্ত বিল বিক্রয় করাকে কী বলে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকেকে জনাব রায়হান কোন ধরনের প্রত্যয়পত্র পেয়েছিল? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে নির্দেশিত বৈদেশিক বিনিময় হার নির্ধারণ পদ্ধতি কতটুকু যৌক্তিক বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো।
২. জনাব সাঈদ একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি জানেন দেশের রপ্তানি আয়ের ৮০% আসে এ খাত থেকে। তবে তা আমাদের দেশের মুদ্রাকে শক্তিশালী করছে না। এর কারণ জনাব সাঈদের তৈরি পোশাকের জন্য বেশিরভাগ খরচই চলে যায় কাঁচামাল আমদানি বাবদ ব্যয়ে। আবার আরব বিশ্বে বেশ কয়েক বছর ধরে শ্রমিক নেয়া বন্ধ ছিল। সম্প্রতি সৌদি আরব আবার শ্রমিক নিবে বলে ঘোষণা দেয়। এ ঘোষণায় জনাব সাঈদ ভবিষ্যতে মুদ্রার মূল্যমান শক্তিশালী হবে বলে আশা করছেন।
ক. ভাসমান মুদ্রা কী?
খ. প্রত্যয়পত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. জনাব সাঈদ টাকা শক্তিশালী না হওয়ার ক্ষেত্রে কোন কারণ উল্লেখ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব সাঈদের প্রত্যাশা অনুযায়ী মুদ্রামান শক্তিশালী হবে কীভাবে? বিশ্লেষণ করো।
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
প্রশ্ন-১. বৈদেশিক বিনিময় কী?
উত্তর: বৈদেশিক বিনিময় বলতে সাধারণত এক দেশের সাথে অন্য দেশের লেনদেন বা বিনিময়কে বোঝায়।
প্রশ্ন-২. বৈদেশিক বিনিময় হার কী?
উত্তর: বৈদেশিক বিনিময়ে দেশীয় মুদ্রা দ্বারা যে পরিমাণ বিদেশি মুদ্রা ক্রয় করা সক্ষম হয় তাকে বৈদেশিক বিনিময় হার বলে।
প্রশ্ন-৩. স্বর্ণের অনুপাত তত্ত্ব পরিচিত কী নামে?
উত্তর: স্বর্ণের অনুপাত তত্ত্ব ‘Mint per value theory’ নামে পরিচিত।
প্রশ্ন-৪. স্বর্ণমান হার কী?
উত্তর: স্বর্ণের অনুপাত তত্ত্বের মাধ্যমে যে হার নির্ণয় হয় তাকে স্বর্ণমান হার বলে।
প্রশ্ন-৫. ক্রয়ক্ষমতার সমতা তত্ত্ব কী?
উত্তর: দু’দেশের মুদ্রার ক্রয়ক্ষমতার ভিত্তিতে মুদ্রার বিনিময় হার নির্ধারণ সংক্রান্ত তত্ত্বকেই ক্রয়ক্ষমতার সমতা তত্ত্ব বলে।
প্রশ্ন-৬. চাহিদা ও যোগান তত্ত্ব বা আধুনিক তত্ত্ব কী?
উত্তর: দু’দেশের মুদ্রার বিনিময় হার তাদের মুদ্রার পারস্পরিক চাহিদা ও যোগান অনুযায়ী নির্ধারণ সংক্রান্ত তত্ত্বকেই চাহিদা ও যোগান তত্ত্ব বলে।
প্রশ্ন-৭. বৈদেশিক বিনিময় বিল কী?
উত্তর: যে পদ্ধতিতে পাওনাদার অর্থ পরিশোধের জন্য বিদেশি দেনাদারের ওপর একটি শর্তহীন লিখিত নির্দেশ প্রদান করে এবং দেনাদার বিলে স্বীকৃতি দিয়ে তা বৈধ বিলে পরিণত করে তাকে বৈদেশিক বিনিময় বিল বলে।
প্রশ্ন-৮. নোটিফিকেশন কী?
উত্তর: সাধারণত সব পক্ষের সমন্বয়ে রপ্তানিকারক যে ফ্যাক্টরিং করা হয় তাকে নোটিফিকেশন বলে।
প্রশ্ন-৯. ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র কী?
উত্তর: যে প্রত্যয়পত্রের মাধ্যমে গ্রহীতার বিপক্ষে বা এর জামানতের ভিত্তিতে অন্যের অনুকূলে ব্যাংক থেকে নতুন প্রত্যয়পত্র সংগ্রহ করা হয় তাকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র বলে।
প্রশ্ন-১০. ভাসমান মুদ্রা কী? [ঢা. বো. ১৭]
উত্তর: যে ধরনের মুদ্রার মান বাজারের চাহিদা ও যোগানের ভারসাম্য অবস্থা দ্বারা সৃষ্ট হয় তাকে ভাসমান মুদ্রা বলে।
প্রশ্ন-১১. SWIFT-এর পূর্ণ অর্থ কী?
উত্তর: SWIFT-এর পূর্ণ অর্থ হলো “The Society for Worldwide Interbank Financial Tele-communication”.
প্রশ্ন-১২. সবুজ দফা অগ্রিম প্রত্যয়পত্র কী?
উত্তর: যে প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক রপ্তানিকারককে শুধু অগ্রিম গুদাম ভাড়া গ্রহণের ক্ষমতা প্রদান করে তাকে সবুজ দফা অগ্রিম প্রত্যয়পত্র বলে।
প্রশ্ন-১৩. নগদ প্রত্যয়পত্র কী?
উত্তর: আমদানিকারক ব্যাংকে অর্থ জমা দিয়ে প্রত্যয়পত্র খুলে তা বিদেশে পাওনাদারের নিকট পাঠিয়ে দেয় এবং পাওনাদার তার ব্যাংকে জমা দিয়ে অথবা সরাসরি আদেষ্টার ব্যাংকের শাখা বা প্রতিনিধি থেকে অর্থ সংগ্রহ করতে পারাকে নগদ প্রত্যয়পত্র বলে।
প্রশ্ন-১৪. প্রত্যয়পত্র কী?
উত্তর: যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে তাকে প্রত্যয়পত্র বলে।
প্রশ্ন-১৫. পে-অর্ডার কী?
উত্তর: সাধারণত একই এলাকায় নিরাপদে অর্থ আদান-প্রদানের জন্য ব্যাংক গ্রাহকদেরকে নির্দিষ্ট ফি-এর বিনিময়ে যে অর্ডার ইস্যু করে তাকে পে-অর্ডার বলে।
প্রশ্ন-১৬. ব্যাংকের নিশ্চয়তাপত্র কী?
উত্তর: যে পত্রের মাধ্যমে ব্যাংক গ্রাহকের ঋণ পরিশোধের নিশ্চয়তা প্রদান করে তাকে ব্যাংকের নিশ্চয়তাপত্র বলে।
প্রশ্ন-১৭. ভ্রমণকারীর প্রত্যয়পত্র কী?
উত্তর: যে প্রত্যয়পত্রের মাধ্যমে ইস্যুকারী ব্যাংক তার বিদেশস্থ শাখা বা প্রতিনিধিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে চাহিবামাত্র কোনো ভ্রমণকারীকে প্রদানের জন্য লিখিত নির্দেশ প্রদান করে তাকে ভ্রমণকারীর প্রত্যয়পত্র বলে।
প্রশ্ন-১৮. নির্দিষ্ট প্রত্যয়পত্র কী?
উত্তর: যে প্রত্যয়পত্রের মাধ্যমে ইস্যুকারী ব্যাংক গ্রহীতার অনুকূলে শুধু নির্দিষ্ট শাখা বা প্রতিনিধির কাছ থেকে অর্থ উত্তোলনের সুযোগ দেয় তাকে নির্দিষ্ট প্রত্যয়পত্র বলে।
প্রশ্ন-১৯. ফ্যাক্টরিং কী? [দি. বো. ১৭]
উত্তর: কোনো ব্যবসায় প্রতিষ্ঠান কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিকট বাট্টায় প্রাপ্য বিল বিক্রি করলে তাকে ফ্যাক্টরিং বলে।
প্রশ্ন-২০. ফোরফেটিং কী? [রা. বো. ১৬]
উত্তর: বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি ও রপ্তানিকারককে প্রাপ্য বিলের বিপরীতে স্বল্প ও মধ্যম মেয়াদি অর্থায়নের আধুনিক ব্যবস্থাকেই ফোরফেটিং বলে।
অনুধাবনমূলক প্রশ্নের উত্তর
প্রশ্ন-১. বৈদেশিক বিনিময় হার নির্ধারণের আধুনিক তত্ত্ব কোনটি এবং কেন?
উত্তর: বৈদেশিক বিনিময় হার নির্ধারণের আধুনিক তত্ত্ব হলো চাহিদা ও যোগান তত্ত্ব। দেশের মুদ্রার বিনিময় হার তাদের মুদ্রার পারস্পরিক চাহিদা ও যোগান অনুযায়ী নির্ধারণ সংক্রান্ত তত্ত্বকেই চাহিদা ও যোগান তত্ত্ব বলে। এক্ষেত্রে মনে করা হয় যে, চাহিদা ও যোগানের ভারসাম্য বিন্দুতে কোনো কিছুর দাম যেমনি নির্ধারিত হয় তেমনি অর্থের বিনিময় মূল্যও বৈদেশিক বাজারে এর চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়। এক্ষেত্রে চাহিদার বিষয়টি দেশগুলোর মধ্যকার লেনদেন উদ্বৃত্তের ওপর নির্ভরশীল।
প্রশ্ন-২. বৈদেশিক বিনিময় হার হ্রাস-বৃদ্ধি হয় কেন?
উত্তর: বৈদেশিক মুদ্রাবাজারে মুদ্রার চাহিদা ও যোগানের ওপর বিনিময় হারের হ্রাস-বৃদ্ধি নির্ভর করে। বাজারে কোনো দেশের মুদ্রার চাহিদা কমে গেলে বিনিময় হার বেড়ে যায় আবার চাহিদা বেড়ে গেলে বিনিময় হার কমে যায়। এভাবে দেশীয় মুদ্রার মূল্য কমে গেলে বিদেশি মুদ্রার চাহিদা বেড়ে যায়। আবার দেশীয় মুদ্রার মূল্য বেড়ে গেলে বিদেশি মুদ্রার চাহিদা কমে যায়।
প্রশ্ন-৩. ঋণের দলিলের ব্যবহারের ফলে বৈদেশিক বিনিময় হারের কেন হ্রাস-বৃদ্ধি ঘটে?
উত্তর: বৈদেশিক বিনিময় হার পরিবর্তনে যে সকল কারণ প্রভাব বিস্তার করে তার মধ্যে ঋণের দলিলের ব্যবহার উল্লেখযোগ্য। ঋণের দলিল যেমন : প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পর্যটক চেক ইত্যাদি দলিল ইস্যুর দ্বারা বিনিময় হারের পরিবর্তন হয়। কারণ বিদেশে এরূপ দলিল ভাঙানোর ফলে বিদেশি মুদ্রার চাহিদা বৃদ্ধি পায়। ফলে বিনিময় হার বিদেশের অনুকূলে যায়। বিদেশ থেকে বাংলাদেশে অধিক হারে এ ধরনের দলিল ভাঙানো হলে বিপরীত অবস্থা ঘটে।
প্রশ্ন-৪. প্রত্যয়পত্র বলতে কী বোঝ? [দি. বো. ১৭]
উত্তর: আমদানিকারকের পক্ষে ব্যাংক কর্তৃক রপ্তানিকারকের অনুকূলে অর্থ পরিশোধের নিশ্চয়তা পত্রকে প্রত্যয়পত্র বলে।
আন্তর্জাতিক বাণিজ্যের আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যকার দূরত্বে মুদ্রার ভিন্নতাসহ বিভিন্ন বাধার সৃষ্টি হয়। এতে বৈদেশিক বাণিজ্যে মূল্য পরিশোধ বিষয়ে জটিলতা ও সন্দেহের সৃষ্টি হয়ে থাকে। আর এসব সমস্যা দূর করার জন্য মূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়ে ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু করে।
প্রশ্ন-৫. ঘূর্ণায়মান প্রত্যয়পত্র বলতে কী বোঝায়? [চ. বো. ১৭]
উত্তর: যে প্রত্যয়পত্র নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ নির্দিষ্ট পরিমাণ অর্থ সীমা পর্যন্ত একাধিক লেনদেনের জন্য বারে বারে ব্যবহার করা যায় তাকে ঘূর্ণায়মান প্রত্যয়পত্র বলে। বারে বারে প্রত্যয়পত্র খোলার ঝামেলা থেকে গ্রাহকদের রেহাই দেয়ার জন্য এরূপ প্রত্যয়পত্রের উদ্ভব ঘটেছে।
প্রশ্ন-৬. কখন বিনিময় হার নির্ধারিত হয়? [ঢা. বো. ১৬]
উত্তর: দুটি ভিন্ন দেশের লেনদেন নিষ্পত্তির সময় বিনিময় হার নির্ধারণ করা হয়। সাধারণত এক দেশের সঙ্গে অন্য দেশের লেনদেন বা বিনিময়কে বৈদেশিক বিনিময় বলে। এরূপ বৈদেশিক বিনিময় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্যই বিনিময় হার নির্ধারণের প্রয়োজন পড়ে। কেননা, ভিন্ন ভিন্ন দেশের মুদ্রা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই সঠিক মান নির্ধারণের জন্য উভয় দেশের লেনদেন নিষ্পত্তিতে এ হার নির্ধারণ করা হয়।
প্রশ্ন-৭. স্বর্ণের বিনিময় দিন দিন কমে যাচ্ছে কেন?
উত্তর: স্বর্ণের দুষ্প্রাপ্যতা ও ঝুঁকির কারণে এর বিনিময় দিন দিন কমে যাচ্ছে। বিদেশে অর্থ প্রেরণের পদ্ধতিসমূহের মধ্যে স্বর্ণ অন্যতম মাধ্যম হিসেবে বিশ্বের সর্বত্র জনপ্রিয় ও সর্বজন স্বীকৃত। কিন্তু স্বর্ণের দুষ্প্রাপ্যতার কারণে বর্তমানে বৈদেশিক লেনদেনে স্বর্ণ কম ব্যবহার করা হয়। তাছাড়া স্বর্ণ পরিবহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই দিন দিন স্বর্ণের বিনিময় হ্রাস পাচ্ছে ও অন্যান্য স্বীকৃত আধুনিক মাধ্যমের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
প্রশ্ন-৮. আমদানি-রপ্তানি ব্যবসায়ের ক্ষেত্রে বিনিময় হার নির্ধারণ কি গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।[রা. বো. ১৭]
উত্তর: আমদানি রপ্তানি ব্যবসায়ের ক্ষেত্রে বিনিময় হার নির্ধারণ গুরুত্বপূর্ণ। এক দেশের মুদ্রার পরিপ্রেক্ষিতে আরেক দেশের মুদ্রার মূল্যকে বিনিময় হার বলে। পৃথিবীর প্রতিটি দেশের নিজস্ব মুদ্রা আছে। তাই এক দেশের মুদ্রা অন্য দেশে গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে বৈদেশিক লেনদেন নিষ্পত্তিতে উভয় দেশের মুদ্রার বিনিময় হার নির্ধারণ প্রয়োজন। যাতে উভয় দেশ ঐ বিনিময় হারে নিজ দেশের মুদ্রায় রূপান্তর করতে পারে।
প্রশ্ন-৯. ফ্যাক্টরিং-এর চেয়ে ফোরফেটিং কার্য ব্যাপকতর কেন? [য. বো. ১৭]
উত্তর: ফোরফেইটিং-এ আমদানি-রপ্তানির সমগ্র লেনদেন বিবেচিত হয় বিধায় এটি ফ্যাক্টরিং এর চেয়ে বেশি জনপ্রিয়। ফ্যাক্টরিং এ শুধু বিল ক্রয়, হিসাব সংরক্ষণ, বিলের অর্থ আদায় ইত্যাদি ম“খ্য। কিন্তু ফোরফেটিং এর ক্ষেত্রে আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যকার প্রস্তাবিত পুরো লেনদেনই বিবেচিত হয় বিধায় এর ব্যাপকতা বেশি।
প্রশ্ন-১০. রেমিটেন্স বলতে কী বোঝায়? [রা. বো. ১৬]
উত্তর: বিদেশে কর্মরত ব্যক্তিরা অর্থাৎ প্রবাসীরা দেশে যে অর্থ পাঠান তাকে রেমিটেন্স বলা হয়। সাধারণত এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে রেমিট্যান্স শব্দটি ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো দেশে কর্মরত বিদেশি কোনো কর্মী যদি তার উপার্জিত অর্থ তার নিজের দেশে প্রেরণ করেন, তাহলে তার দেশের জন্য এ অর্থ হলো রেমিট্যান্স। কোনো দেশের আর্থসামাজিক উন্নয়ন অনেকাংশেই এই রেমিটেন্সের অর্থাৎ বিদেশ থেকে আগত টাকার উপর নির্ভর করে।
►► আরো দেখো: এইচএসসি অন্যান্য বিষয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র ৮ম অধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post