ফিন্যান্স ও ব্যাংকিং ১ম পত্র ৩য় অধ্যায় সৃজনশীল
সৃজনশীল প্রশ্ন ১ : মি. মাহবুব ৫ বছর পরে একটি গাড়ি কিনতে চান সেই সময় ঐ গাড়িটির মূল্য হার ১০ লক্ষ টাকা। ঐ গাড়িটি প্রণয় করতে হলে ১২% সুদের হারে টাকা স্যয় করতে হবে।
ক. ভবিষ্যৎ মূল্য কী?
খ. কার্যকরী সুদের হার বলতে কী বোঝায়?
গ. ঐ গাড়িটি ক্রয় করতে মোট কত টাকা জমা করতে হবে? উদ্দীপকের আলোকে নির্ণয় করো।
ঘ. ১৫% সুদের হারে 8,00,000 টাকা ব্যাংকে জমা দিলে নির্ধারিত সময়ে গাড়িটি ক্রয় করা সম্ভব কী?
সৃজনশীল প্রশ্ন ২ : মি. কমল একজন উদ্যোক্তা। তিনি নিজ উদ্যোগে ব্যবসা করতে চান। ব্যবসা করতে মোট ১০ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু তার ৫ লক্ষ টাকা নিজম্ব মূলধন রয়েছে। বাকি ৫ লক্ষ টাকা তিনি সোনালী অথবা রূপালী ব্যাংক হতে আগামী ১০ বছরের জন্য ঋণ গ্রহণ করতে পারেন। সোনালী ব্যাংক হতে বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে মেয়াদ শেষে পরিশোধ করতে হবে। অন্যদিকে রূপালী ব্যাংক হতে ঋণ নিলে মাসিক ৯% চক্রবৃদ্ধি সুদে মেয়াদ শেষে পরিশোধ করতে হবে।
ক. অর্থের সময়মূল্য কাকে বলে?
খ. সাধারণ বৃত্তি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে মি. কমল সোনালী ব্যাংক হতে ঋণ নিলে সুদআসলে কত টাকা পরিশোধ করতে হবে?
ঘ. উদ্দীপকের আলোকে মি. কমল এর কোন ব্যাংক হতে ঋণ গ্রহণ করা উচিত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : মিজান সাহেব তার একমাত্র ছেলেকে বিদেশে পড়াশোনা করতে পাঠাতে চান ১০ বছর পর মিলান সাহেবের এ নিমিত্তে প্রচুর অর্থের প্রয়োজন হবে। তাই তিনি সঞ্চয়ের পরিকল্পনা করলেন ABC ব্যাংক তাকে তিনটি প্রস্তাব দিয়েছে। ১ম প্রস্তাব অনুযায়ী তিনি প্রতি মাসের শুরুতে ৭,০০০ টাকা ১০% সুদের হারে জমা করবেন। দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী ৭,৫০০ টাকা করে প্রতি মাসের শেষে ৯% সুদের হারে জমা করবেন এবং ৩য় প্রস্তাব অনুযায়ী এককালীন ৩,০০,০০০ টাকা জমা রাখলে ১০ বছর পরে ৯,০০,০০০ টাকা পাবেন।
ক. সময় রেখা কী?
খ. চক্রবৃদ্ধিকরণ বলতে কী বোঝায়?
গ. ৩য় প্রস্তাব অনুযায়ী মিজান সাহেবের প্রাপ্ত সুদের হার নির্ণয় করো।
ঘ. ১ম প্রস্তাব থেকে মিলান সাহে সর্বোচ্চ অর্থ পাবেন? -উক্তিটির সাথে তুমি কি একমত? যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব হাসিব মধুমতি ব্যাংকে করা তার সঙ্গুয়ী হিসাবে মাসিক ভিত্তিতে ৫০০ টাকা করে ১০ বছর মেয়াদি স্ক্রিমে জমা করার সিদ্ধান্ত নিয়েছেন। মধুমতি ব্যাংক বার্ষিক ১০% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। জনাব কামরুল তার বাবার কাছ থেকে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করতে আগ্রহী। মুদি দোকান করলে সেখান থেকে আগামী ৪ বছর যক্রমে ৫,০০০; ১০,০০০; ১৫,০০০ ও ২০,০০০ টাকা পাওয়া যাবে। অন্যদিকে, পোলটি ফার্ম করলে আগামী ৪ বছর প্রত্যেক বছরে ১৫,০০০ টাকা করে পাওয়া যাবে। সুযোগ ব্যয়ের হার ৮%।
ক. অর্থের সময়মূল্য কী?
খ. বিধি-৭২ কখন প্রযোজ্য হবে? বুঝিয়ে লেখো।
গ. মধুমতি ব্যাংকে জনাব হাসিবের ১০ বছর পরের মোট অর্থের পরিমাণ নির্ণয় করো।
ঘ. জনাব কামরুলের জন্য উত্তম বিনিয়োগ প্রকল্প সুপারিশ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : মি. নোমান-এর নিকট ১,০০,০০০ টাকা আছে। তিনি উত্ত অর্থ ১০% সুদের হারে ৫ বছরের জন্য প্রাইম ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। নোমানের ভাই তাকে মৎস্য চাষ করতে বললেন। সেখান থেকে আগামী ৫ বছর যথাক্রমে ২৫,০০০, ২৮,০০০, ২২,০০০, ২৫,০০০ এবং ৫০,০০০ টাকা পাওয়া যাবে। বিকল্প হিসাবে তার বন্ধু তাকে পোল্ট্রি ফার্ম দিতে বললেন। যেখান থেকে আগামী ৫ বছর প্রতি বছর শেষে ৩০,০০০ টাকা করে পাওয়া যাবে। উভয় ক্ষেত্রে মি নোমানের প্রত্যাশিত আয়ের হার ১০%।
ক. বার্ষিক বৃত্তি কী?
খ. কোন কৌশলের মাধ্যমে একটি বিনিয়োগ কত সময়ে দ্বিগুণ হবে তা দ্রুত নির্ণয় করা যায়?
গ. প্রাইম ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মৎস্য ও পোলট্রি ফার্মের মধ্যে কোনটি নির্বাচন করা উচিত? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব ফয়সাল একটি বাড়ি নির্মাণ করতে চান। বর্তমানে বাড়িটি তৈরি করতে তার ৩০ লক্ষ টাকা প্রয়োজন তার হাতে মাত্র ২২ লক্ষ টাকা আছে। অর্থের ঘাটতির কথা চিন্তা করে ৫ বছর পর বাড়িটি নির্মাণের উদ্দেশ্যে তিনি AB ব্যাংকে ঐ ২২ লক্ষ টাকা ১০% সুদে জমা রাখলেন। অতীত অভিজ্ঞতা থেকে ধরে নেওয়া হচ্ছে বাড়ি তৈরির নির্মাণ সামগ্রীর বাৎসরিক মূল্য বৃদ্ধির সাধারণ হার ৩%।
ক. অর্থের সময়মূল্য কি?
খ. চক্রবৃদ্ধি সুদের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যৎ মূল্যের ওপর কী প্রভাব পড়বে?
গ. ৫ বছর পর বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে?
ঘ. জনাব ফয়সালের বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব শফিক প্রতি মাসের ১ তারিখে ৮,০০০ টাকা করে ‘পথের সাথি’ ব্যাংকে ১০% সুদে ১০ বছর জমা করার সিদ্ধান্ত নেন। পক্ষান্তরে, জনাব আফসার সুখের দিন’ ব্যাংকে ৮% ত্রৈমাসিক সুদে ৮ লক্ষ টাকা ১০ বছরের জন্য জমা রাখেন।
ক. চক্রবৃদ্ধিকরণ কী?
খ. গ্রাহকের কাছে কেন চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ অপেক্ষা অধিক পছন্দনীয়?
গ. জনাব শফিককে ১০ বছর পরে ‘পথের সাথি ব্যাংক কত টাকা দিবে?
ঘ. ১০ বছর পরে কার অর্থ প্রাপ্তি বেশি হবে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব ছিদ্দিক ১০ লক্ষ টাকা ‘এসো গড়ি ব্যাংকে ৮% সুদে ১০ বছরের জন্য স্থায়ী আমানত হিসাবে জমা রাখেন। পক্ষান্তরে, জনাব হারুন একজন চাকরিজীবী। তিনি প্রতি মাসে ৮,০০০ টাকা করে ‘মাটির ভাক ব্যাংকে ১০% সুদে ১০ বছর সঞ্চয় করেন।
ক. বার্ষিকী কী?
খ. “সময় ও সুদের হারের কারণে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে” ব্যাখ্যা করো।
গ. জনাব হারুন ১০ বছর পরে কত টাকা পাবেন?
ঘ, ১০ বছর পরে কে বেশি লাভবান হবে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : মি. রহিম একজন ব্যাংকার। তিনি সম্প্রতি ঢাকার গুলশানে একটি এপার্টমেন্ট ক্রয়ের কথা চিন্তা করছেন। এপার্টমেন্টটি ক্রয় করতে তার ৮০,০০,০০০ টাকার প্রয়োজন। মি. রহিম এপার্টমেন্ট ক্রয়ের জন্য দুটি বিকল্পের কথা বিবেচনা করছেন। প্রথমত ৮০,০০,০০০ টাকা নগদে পরিশোধ করে দেয়া। দ্বিতীয়ত এপার্টমেন্ট মূল্যের ৫০% নগদে এবং বাকি ৪,৫০,০০০ টাকা সমান কিস্তিতে ১০ বছরের মধ্যে পরিশোধ করে দেয়া। মি. রহিমের সুযোগ ব্যয় হচ্ছে ১২% এবং তিনি ১ম বিকল্পটি গ্রহণ করেন।
ক. বাট্টাকরণ কী?
খ. কার্যকরী সুদের হার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে মি, রহিম যে বার্ষিক কিস্তি প্রদান করবে তার বর্তমান মূল্য কী?
ঘ. মি. রহিম যে বিকল্পটি গ্রহণ করেছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : নুর একজন কৃষক। তার কাছে বিনিয়োগের জন্য ১,০০,০০০ টাকা আছে। তার ভাই তাকে মাছ চাষ করার পরামর্শ দেন। যেখান থেকে আগামী ৫ বছর যথাক্রমে ২৫,০০০, ২৮,০০০, ২২,০০০, ২৫,০০০, ৫০,০০০ টাকা পাওয়া যাবে। অন্যদিকে তার বন্ধু পোল্ট্রিফার্ম দিতে বলে, যেখান থেকে আগামী ৫ বছর প্রতি বছর শেষে ৩০,০০০ টাকা করে পাওয়া যাবে। উভয়ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার ১০%।
ক. সাধারণ বার্ষিক বৃত্তি কী?
খ. বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য দেখাও।
গ. নুরের ভাইয়ের পরামর্শ অনুযায়ী নুরের নগদ আস্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত হবে?
ঘ. নূরের পৌন্ট্রি ফার্ম -এ বিনিয়োগ করা কি যৌক্তিক হবে উত্তরের সপক্ষে যুক্তি দাও।
►► অধ্যায় ১ : অর্থায়নের সূচনা
►► অধ্যায় ২ : আর্থিক বাজারের আইনগত দিকসমূহ
►► অধ্যায় ৩ : অর্থের সময় মূল্য
►► অধ্যায় ৪ : আর্থিক বিশ্লেষণ
►► অধ্যায় ৫ : স্বল্প ও মধ্যমেয়াদি অর্থায়ন
►► অধ্যায় ৬ : দীর্ঘমেয়াদি অর্থায়ন
►► অধ্যায় ৭ : মূলধন ব্যয়
►► অধ্যায় ৮ : মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত
►► অধ্যায় ৯ : ঝুঁকি এবং মুনাফার হার
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরসহ সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করে নাও। HSC শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post