ফিন্যান্স ও ব্যাংকিং ১ম পত্র ৪র্থ অধ্যায় সৃজনশীল
সৃজনশীল প্রশ্ন ১ : এ.বি.সি কোম্পানি একটি পুতুল সরবরাহকারী প্রতিষ্ঠান তারা জাপান থেকে পুতুল আমদানি করে। কোম্পানি প্রতিটি পুতুল ৮০ টাকা করে ক্রয় করে এবং তা ১০০ টাকা করে বিক্রি করে। কোম্পানির স্থায়ী ব্যয় বার্ষিক ১,০০,০০০ টাকা।
ক. সমচ্ছেদ বিন্দু কী?
খ. নগদ প্রবাহ বিবরণী কেন তৈরি করা হয়?
গ. কয়টি পুতুল বিক্রি করলে এ, বি, সি কোম্পানি কোনো লাভ বা ক্ষতি হবে না?
ঘ. কোম্পানি যদি ২০,০০০ টাকা মুনাফা অর্জন করতে চায় তবে সমচ্ছেদ বিন্দু অপেক্ষা কয়টি বেশি পুতুল বিক্রি করতে হবে?
সৃজনশীল প্রশ্ন ২ : নিম্নে একটি প্রতিষ্ঠানের আর্থিক তথ্য দেয়া হলো:
প্রতিটি পণ্যের বিক্রয়মূল্য: ১০ টাকা
প্রতিটি পণ্যের পরিবর্তনশীল ব্যয়: ৬ টাকা
মোট স্থির ব্যায়: ২০,০০০ টাকা
মোট বার্ষিক বিক্রয়: ৬,০০০ একক
ক. আর্থিক বিশ্লেষণ ?
খ. অবচয়কে কোন ধরনের খরচ বলা হয়? ব্যাখ্যা করো।
গ. প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিন্দু (টাকায়) নির্ণয় করো।
ঘ. প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রান্ত চিত্রে প্রদর্শনপূর্বক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব রায়হান একজন সচেতন ব্যবসায়ী। তিনি ব্যবসায়ে সবসময় কম ঝুঁকির দিকে আকৃষ্ট হয়ে থাকেন। বর্তমানে রায়হানের ব্যবসায়ে এককপ্রতি বিক্রয়মূল্য ৬০ টাকা। এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ৪৫ টাকা ও মোট স্থায়ী ৰায় ১০,০০০ টাকা। তিনি ব্যবসায়ের বিভিন্ন দিক বিবেচনা করে ঝুঁকি সর্বনিম্নকরণের চিন্তা করেছেন।
ক. সমচ্ছেদ বিন্দু কী?
খ. সমচ্ছেদ বিন্দু কীভাবে নির্ণয় করতে হয়?
গ. জনাব রায়হানের সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো।
ঘ. জনাব রায়হান কীভাবে তার ব্যবসায়ে ঝুঁকি হ্রাস করতে পারেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : PSL কোম্পানি বিদ্যুৎ সাশ্রয়ী বাতি উৎপাদন ও বিক্রি করে। কোম্পানির প্রাসঙ্গিক তথ্য নিম্নরূপ: বার্ষিক বিক্তি (২,৫০০ একক) ৫,০০,০০০ টাকা। বার্ষিক স্থির ব্যয় ১,৬০,০০০ টাকা। এককপ্রতি উৎপাদন ব্যয় ১২০ টাকা।
ক. নগদ প্রবাহ কী?
খ. আর্থিক বিশ্লেষণ কেন করা হয়?
গ. PSL কোম্পানির বর্তমান মুনাফা বা ক্ষতি কত? ঘ. উদ্দীপকের তথ্যাবলির আলোকে PSL কোম্পানির সমচ্ছেদ বিন্দু চাট বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : একটি শার্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিটি শার্টের বিক্রয়মূল্য ৪৫০ টাকা। প্রতিষ্ঠানের দ্বিরব্যয় ১০,০০,০০০ টাকা। প্রতিটি শার্টের পরিবর্তনশীল ব্যয় ২০০ টাকা মুনাফা বৃদ্ধির কৌশল হিসেবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জনাৰ মিতু আগামী বছর প্রতিটি শার্টের বিক্রয়মূল্য ৫০ টাকা কমিয়ে বিক্রয়ের সিদ্ধান্ত নিলেন এবং ৮০০০ টি শার্ট বিক্রয় করে ১০,০০,০০০ টাকা মুনাফা অর্জনের পরিকল্পনা গ্রহণ করেছেন।
ক. ফ্রি নগদ প্রবাহ কী?
খ. সমচ্ছেদ বিন্দুর ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কী কী?
গ. উদ্দীপকে বর্ণিত স্বাভাবিক অবস্থায় কত টাকার শার্ট বিক্রয় করলে প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি কিছুই হবে না নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত পরিবর্তিত পরিস্থিতিতে মিতুর পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : Tipco লি. বিস্কুট তৈরি করে থাকে। কোম্পানি বর্তমান বছরে ৫০,০০০ প্যাকেট বিস্কুট তৈরি করে যার জন্য ৫,০০,০০০ টাকা স্প্রির ব্যয় হয়। কোম্পানির প্রতি প্যাকেট বিস্কুটের বিক্রয়মূল্য ৩০ টাকা এবং উৎপাদন খরচ ১০ টাকা কোম্পানি পরিকল্পনা করছে আগামী বছর তাদের স্পির ব্যয় ৫০,০০০ টাকা বৃদ্ধি করবে কিন্তু উৎপাদন খরচ ৩ টাকা হ্রাস করবে। বর্তমানে কোম্পানির ব্রেক-ইভেন বিক্রয় ২৫,০০০ প্যাকেট বিস্কুট।
ক. সমচ্ছেদ বিন্দু কী?
খ. স্থির ব্যয় ব্রেক-ইভেন পয়েন্ট নির্ণয়ে কী প্রভাব ফেলে? ব্যাখ্যা করো।
গ. Tipco লি. এর বর্তমান বছরের মুনাফা নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কোম্পানির নতুন সিদ্ধান্ত ব্রেক-ইভেন পয়েন্টের উপর কোনো প্রভাব ফেলবে কি? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : লিঙ্ক কোম্পানি একটি কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর স্থির ব্যয় ১০,০০০ টাকা। প্রতিটি কলমের বিক্রয়মূল্য ৫০ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় ২৫ টাকা। অন্যদিকে, গুডলাক কোম্পানির স্থির ব্যয় ২০,০০০ টাকা। প্রতিটি কলমের বিক্রয়মূল্য ৬০ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় ৩০ টাকা।
ক. চলতি অনুপাত কী?
খ. আর্থিক বিশ্লেষণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে লিঙ্ক কোম্পানির ব্রেক ইভেন বিন্দু (এককে) নির্ণয় করো।
ঘ. যদি উভয় কোম্পানি ১,০০০ টাকা কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে চায়, উদ্দীপকের আলোকে ব্রেক ইভেন মাত্রায় পৌঁছাতে কোন কোম্পানিকে অধিক পরিমাণে বিক্রয় করতে হবে? মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : ফটকি লি. প্রতি প্যাকেট চানাচুর ভাজা বাজারে ৩০ টাকায় বিক্রি করে। প্রতি প্যাকেট চানাচুর ভাঙ্গার কাঁচামাল ও মজুরি বাবদ ব্যয় হয় ২৫ টাকা। চানাচুর উৎপাদনের যন্ত্রপাতি ক্রয় বাবদ ব্যয় হয় ১৫,০০০ টাকা। কাঁচামালের সরবরাহ কমে যাওয়ায় প্রতি প্যাকেট কাঁচামাল ও মজুরি বাবদ ব্যয় ১০% বৃদ্ধি পাবে। তবে বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকবে। প্রতিষ্ঠানটি ৭০,০০০ প্যাকেট চানাচুর উৎপাদন করে।
ক. চলতি অনুপাত কী?
খ. সমচ্ছেদ বিন্দু বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের আলোকে ৩০,০০০ টাকা মুনাফা অর্জন করতে হলে কোম্পানিকে কত প্যাকেট চানাচুর বিক্রি করতে হবে?
ঘ. উদ্দীপকের পরিবর্তিত পরিস্থিতিতে আরো কম চানাচুর বিক্রয় করে ব্রেক-ইভেন বিন্দুতে পৌঁছানো সম্ভব কি? যুক্তিসহ উত্তর দাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : BF লি. একটি চেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত প্রতিটি চেয়ার ৪৫০ টাকা করে বিক্রয় করা হয়। প্রতিষ্ঠানটির সারা বছরে মোট স্প্রির ব্যয় হয় ১৮,০০,০০০ টাকা এবং প্রতি একক পণ্যের জন্য পরিবর্তনশীল ৰায় ২০০ টাকা প্রতিষ্ঠানটি বছরে ১৩,০০০টি চেয়ার বিক্রয় করে ১২,০০,০০০ টাকা মুনাফা করতে চায়। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি বাজার প্রতিযোগিতার কথা বিবেচনা করে প্রতি। ইউনিটের বিক্রয়মূল্যের কোনো পরিবর্তন করতে চায় না।
ক. BEP?
খ. প্রতি ইউনিট পরিবর্তনশীল ব্যয় কোম্পানির BEP-কে কীভাবে প্রভাবিত করে?
গ. BF লি. এর ব্রেক ইভেন এককে নির্ণয় করো।
ঘ. কোম্পানিটি তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের জন্য কি সিদ্ধান্ত নিতে পারে তার পরামর্শ দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : BTC কোং লি. একটি ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির স্থায়ী ব্যয় ৮ লক্ষ টাকা। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের প্রতি এককের বিক্রয়মূল্য ৬০ টাকা এবং প্রতি একক পণ্যের পরিবর্তনশীল ব্যয় ২০ টাকা।
ক. দত্তাংশ কী?
খ. “সমচ্ছেদ বিন্দুর অবস্থান স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় ও বিক্রয়মূল্যের হ্রাস-বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়” ব্যাখ্যা করো।
গ. BTC কোং লি. এর সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো।
ঘ. যদি BTC কোং লি. এর প্রতি এককের বিক্রয়মূল্য ১৬%% কমে যায়, তবে উদ্দীপকের BTC কোং লি.-এর সমচ্ছেদ বিন্দুতে কি প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো।
►► অধ্যায় ১ : অর্থায়নের সূচনা
►► অধ্যায় ২ : আর্থিক বাজারের আইনগত দিকসমূহ
►► অধ্যায় ৩ : অর্থের সময় মূল্য
►► অধ্যায় ৪ : আর্থিক বিশ্লেষণ
►► অধ্যায় ৫ : স্বল্প ও মধ্যমেয়াদি অর্থায়ন
►► অধ্যায় ৬ : দীর্ঘমেয়াদি অর্থায়ন
►► অধ্যায় ৭ : মূলধন ব্যয়
►► অধ্যায় ৮ : মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত
►► অধ্যায় ৯ : ঝুঁকি এবং মুনাফার হার
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরসহ সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করে নাও। HSC শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post