ফেমিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয় এই ধরনের প্রশ্ন প্রায়ই মহিলার কাছে পাওয়া যায়। ফেমিকন এক ধরনের স্বল্পমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পিল। স্বল্পমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পিলের অপকারিতা খুবই কম। কয়েকদিনের জন্য বা নির্দিষ্ট কিছু সময়ের জন্য ফেমিকন পিলের অপকারিতা গুলো দেখা দিলেও খুব কম সময়েই তা আবার সেরে যায়। তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে ফেমিকন পিল খাওয়ার পর মাসিক দেরিতে হওয়া।
মাসিক দেরিতে হওয়ার অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ফেমিকন পিল। ফেমিকন পিল খাওয়ার নিয়ম অনুযায়ী খাওয়ার পরেও শতকরা ৫জন মহিলার মাসিক দেরিতে হয়ে থাকে। তাও শুধু কয়েকদিনের জন্য। কয়েকদিনের মধ্যে সব আবার ঠিক হয়ে যায়।
গর্ভধারণ রোধ করার জন্য ফেমিকন পিল খাওয়া হয়। ফেমিকন পিলের পাতায় দেওয়া পিল খাওয়ার নিয়ম অনুযায়ী মাসিক শুরুর ১ম হতে ৫ম দিনের মধ্যে সাদা পিল খাওয়া শুরু করতে হবে। এই ২১ টি পিল গর্ভনিরোধক হিসেবে কাজ করে। এই পিলগুলোতে মূলত হরমোন থাকে। এই পিলগুলোর কারণেই গর্ভধারণ রোধ হয়। আবার, এই পিলগুলোর কারণেই শরীরে পিল খাওয়ার ক্ষতিকর লক্ষণ প্রকাশ পায়।
ফেমিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয়
ফেমিকন পিলে থাকা হরমোনের জন্য মহিলাদের শরীরে হরমোনের তারতম্য দেখা দেয়। শরীরে হরমোনের তারতম্যর জন্য মাথাব্যথা, ওজন বৃদ্ধি, স্তনে ব্যথাভাব ও মাসিক দেরিতে হওয়ার মতো সমস্যা হয়ে থাকে। ফেমিকন পিল খাওয়ার পরে কিছু মহিলার দেহে ক্ষতিকর প্রভাব পড়লেও অধিকাংশ মহিলার ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায় না।
ফেমিকন পিল খেলে কতদিন পর মাসিক হয়
মাসিক শুরুর পর হতে ২১দিনে ২১টি সাদা বড়ি খাওয়া শেষ হলে খয়েরি বড়িগুলো খাওয়া শুরু করতে হবে। মোট ৭টি খয়েরি বড়ি রয়েছে। এই খয়েরি বড়িগুলো খাওয়াকালীন মাসিক শুরু হবে। এই খয়েরি বড়িগুলোতে থাকা আয়রন যথাসময়ে মাসিক হতে সাহায্য করে।
ফেমিকন পিলে থাকা সাদা বড়িগুলো খাওয়ার নিয়মের ব্যতিক্রম হলে মাসিক শুরু হতে দেরি হয়। যথাসময়ে মাসিক না হলে ১সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১ম সপ্তাহের মধ্যে মাসিক না হলে ২য় সপ্তাহ প্রেগন্যন্সি টেস্ট করতে হবে। প্রেগন্যান্ট না হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপরেও মাসিক না হলে ডাক্তার দেখাতে হবে।
শেষ কথা
ফেমিকন পিল খাওয়ার কত দিন পর মাসিক হয় এই বিষয়ে উপরে আলোচনা করা হয়েছে। ফেমিকন পিল খাওয়ার ফলে খুব কম মানুষের মাসিকে বিলম্বতা হয়ে থাকে। আবার যাদের মাসিকে বিলম্বতা হয়ে থাকে ১০ দিনের মধ্যে তাদের মাসিক হয়ে যায়। তবে, যদি ১৫ দিন পেরিয়ে যাওয়ার পরেও মাসিক না হয় তাহলে অতিসত্বর ডাক্তার দেখানো উচিত।
Discussion about this post