জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ বাংলা ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য
ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য
বিষয় কোড: ২৩১০০৭
ক. বিভাগ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে Folokre এর প্রতিশব্দ কী?
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে Folokre এর প্রতিশব্দ লোকবিজ্ঞান।
২. ফোকলোরের মনঃসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ফোকলোরের মনঃসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা সিগমণ্ড ফ্রয়েড।
৩. লোক সাহিত্যের প্রধান ধর্ম কী?
উত্তর: লোক সাহিত্যের প্রধান ধর্ম সজীবতা।
৪. গম্ভীরা কোন অঞ্চলের লোকসংগীত?
উত্তর: গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের লোকসংগীত।
৫. ‘ধামাইইল’ কোন অঞ্চলের গান?
উত্তর: ‘ধামাইইল’ সিলেট বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের গান।
৬. ধাঁধা বলতে কী বুঝায়?
উত্তর: যে বাক্য একটি মাত্র রূপকের সাহায্যে জিজ্ঞাসার আকারে প্রকাশ করা হয় তাই মূলত ধাঁধা।
৭. ব্রতকথা কী?
উত্তর: বাঙালির একান্ত ও নিজস্ব ঐহিক ধর্মবোধ থেকে ব্রতকথার আচার অনুস্ঠানের জন্ম। ব্রতের মধ্যে বাঙালি নারী পারত্রিক কল্যাণ চাননি, চেয়েছেন অভাবহীন সংসার।
৮. শীতল ষষ্ঠী ব্রত কোন মাঘ মাসে পালন করা হয়?
উত্তর: শীতল ষষ্ঠী ব্রত মাঘ মাসে পালন করা হয়।
৯. ট্যাবু কী?
উত্তর: টোটেম সম্পর্কিত বিধিনিষেধ বা আইন ট্যাবু।
১০. টোটেম শব্দটির সাথে কারা জড়িত?
উত্তর: টোটেম শব্দটির সাথে মানুষ ও প্রাণী জড়িত।
১১. ‘পূর্ববঙ্গ’ গীতিকা’ এর সম্পাদক কে?
উত্তর: ‘পূর্ববঙ্গ’ গীতিকা’ এর সম্পাদক ড. দীনেশচন্দ্র সেন।
১২. চন্দ্রকুমার দে কতটি গীতিকা সংগ্রহ করেন?
উত্তর: চন্দ্রকুমার দে ২৫টি গীতিকা সংগ্রহ করেন।
১৩. ভাইফোঁটা কী?
উত্তর: বাংলার গার্হস্থ্য জীবনে ভঅইবোনের প্রীতি মিলনের এক পবিত্র অনুষ্ঠানই ভাইফোঁটা।
১৪. ‘মহুয়া’ পালাটির রচয়িতা কে?
উত্তর: ‘মহুয়া’ পালাটির রচয়িতা দ্বিজ কানাই।
১৫. কোন গ্রাম থেকে হুমরা বেদে মহুয়াকে চুরি করে?
উত্তর: কাঞ্চনপুর গ্রাম থেকে হুমরা বেদে মহুয়াকে চুরি করে।
১৬. পালঙ্ক কী?
উত্তর: পালঙ্ক মহুয়ার সাথী।
১৭. মহুয়া কী দিয়ে নৌকার তলা ফুটো করেছিল?
উত্তর: মহুয়া কুড়াল দিয়ে নৌকার তলা ফুটো করেছিল।
১৮. ‘দেওয়ানা মদিনা’ পালার লেখক কে?
উত্তর: ‘দেওয়ানা মদিনা’ পালার লেখক মনসুর বয়াতি।
১৯. ‘দেওয়ানা মদিনা’ পালাটি কতটি অধ্যায় আছে?
উত্তর: ‘দেওয়ানা মদিনা’ পালাটি ৭টি অধ্যায় আছে।
২০. আলাল দুলালের পিতার নাম কী?
উত্তর: আলাল দুলালের পিতার নাম দেওয়ান সোনাফর।
২১. সোনাফর মিঞা কোথাকার দেওয়ান?
উত্তর: সোনাফর মিঞা বানিয়াচঙ্গের দেওয়ান।
২২. মদিনার শেষ পরিণতি কী হয়েছিল?
উত্তর: স্বামীর শোকে মদিনা অন্ন জল ত্যাগ করে জীর্ণশীর্ণ অবস্থায় পাগলপ্রায় হয়ে শেষ মারা যায়।
২৩. ‘ঠাকুরমার ঝুলি’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘ঠাকুরমার ঝুলি’ ১৯০৭ সালে প্রকাশিত হয়।
২৪. ‘ঠাকুরমার ঝুলিতে’ কয়টি গল্প আছে?
উত্তর: ‘ঠাকুরমার ঝুলিতে’ ১৪টি গল্প আছে।
২৫. বাংলা লোকছড়া সংগ্রহে কার ভূমিকা অগ্রগণ্য?
উত্তর: বাংলা লোকছড়া সংগ্রহে রবীন্দ্রনাথ ঠাকুর এর ভূমিকা অগ্রগণ্য।
২৬. বীন্দ্রনাথ ঠাকুর ছড়াকে কীসের সাথে তুলনা করেছেন?
উত্তর: বীন্দ্রনাথ ঠাকুর ছড়াকে মেঘের সাথে তুলনা করেছেন।
২৭. ‘ডাক’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ডাক’ শব্দের অর্থবুদ্ধিবন্ত জ্ঞানগর্ভ ভাষণ বা সুক্ত।
২৮. ‘খনার’ বচন কী?
উত্তর: কৃষিকাজ বিষয়ক ব্যবহারিক জ্ঞানের অভিজ্ঞতালব্ধ ছড়াকে ‘খনার’ বচন বলে।
২৯. খনা কোন দেশের রাজকুমারী- উল্লেখ কর।
উত্তর: উড়িয়া মত অনুযায়ী খনা লঙ্কা দ্বীপের রাজকুমারী ছিলেন।
৩০. “বিনা চাষে পান”- উক্তিটি কার?
উত্তর: “বিনা চাষে পান”- উক্তিটি খনার।
খ. বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. লোকসাহিত্য বলতে কী বুঝায়? উদাহরণসহ বিশ্লেষণ কর।
২. সংগৃহীত ফোকলোর উপাদান সম্পাদনার নিয়মাগুলো সংক্ষেপে আলোচনা কর।
৩. লোকসাহিত্য বিধৃত বাঙালির উৎসব সম্পর্কে লেখ।
৪. উপকথা বলতে কী বুঝায়? এর লক্ষণগুলো লেখ।
৫. গম্ভীরা বলতে কী বুঝ?
৬. প্রবাদ কী? প্রবাদের গঠন প্রকৃতি ব্যাখ্যা কর।
৭. ডাক ও খনার বচন সম্পর্কে লেখ।
৮. মহুয়ার পরিচিয় দাও।
৯. মহুয়ার শেষ পরিণতি সংক্ষেপে লেখ।
১০. পালঙ্ক সই কে? গীুতিকাটিতে তার ভূমিকা আলোচনা কর।
১১. আলালের পরিচয় দাও।
১২. “তালাকনামা যখন পাইল মদিনা সুস্দরী। হাসিয়া উড়াইল কথা বিশ্বাস না করি।”- কে, কাকে, কেন বলেছে?
১৩. ’চোখে হাত দিয়া সুরুজ কয়বর দেখায়।’ কাকে, এবং কেন বলেছে?
১৪. ঠাকুরমার ঝুলির নারী চরিত্রের স্বরূপ তুলে ধর।
১৫. ব্রাক্ষণ কীভাবে রাজার দুই পুত্র এর্ং কন্যাকে পেল?
১৬. দুখুর পথ যাত্রার পরিচয় দাও।
১৭. রাক্ষসদের কীভঅবে মৃত্যু হয়?
১৮. লোকছড়ার বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা কর।
১৯. লোকছড়ার ছবি বিষয়ে রবীন্দ্রনাথের অভিমত সংক্ষেপে আলোচনা কর।
২০. খনার বচনের উপজীব্য কী? সংক্ষেপে লেখ।
গ. বিভাগ রচনামূলক প্রশ্নাবলি
১. লোকসাহিত্যের উদ্ভব সম্পর্কে বিভিন্ন মতামত আলোচনা কর।
২. লোকসাহিত্যের সংগ্রহ পদ্ধতি সম্পর্কে একটি যুক্তিনিষ্ঠ নিবন্ধ রচনা কর।
৩. লোকসাহিত্য কাকে বলে? লোকসাহিত্য সংগ্রহের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা কর।
৪. লোকসাহিত্য বিভিন্ন ধারার পরিচয় দাও।
৫. আমাদের লোকসাহিত্য বাঙালির সমাজ ও সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা কর।
৬. লোকসংস্কৃতি কী? লোকসংস্কৃতির স্বরূপও বৈশিষ্ট্য আলোচনা কর।
৭. ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে ‘মহুয়া’ পালায় প্রতিফলিত সমাজ বাস্তবতার পরিচয় দাও।
৮. মহুয়া পালা অবলম্বনে মহুয়ার চরিত্র আলোচনা কর।
৯. ‘দেওয়ানা মদিনা’ গীতিকাটির শিল্পমূল্য বিচার কর।
১০. ‘দেওয়ানা মদিনা’ পালায় প্রতিফলিত গ্রামবাংলার সমাজ সংস্কৃতির পরিচয় দাও।
১১. ‘দেওয়ানা মদিনা’ পালার নাট্যগুণ বিচার কর।
১২. ‘ঠাকুরমার ঝুলি’তে বর্ণিত নারী চরিত্রগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
১৩. ‘শিয়াল পণ্ডিত’ গল্পটির বাস্তবতার আলেঅকে বিশ্লেষণ কর।
১৪. লোকছড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা কর।
১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের লোকছড়াগুলোর পরিচয় দাও।
১৬. বাংলাদেশের কৃষি উন্নয়নের ক্ষেত্রে খনার বচনের প্রয়োগ গুরুত্বপূর্ণ কি না? আলোচনা কর।
১৭. প্রবাদ কী? প্রবাদের রূপ ও গঠন প্রকৃতি আলোচনা কর।
১৮. খনার বচনে বিধৃত কৃষিভিত্তিক সমাজের বিস্তারিত পরিচয় দাও।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স বাংলা ৩য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, এই লিংকে ক্লিক করে বাংলা ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য pdf সাজেশন pdf download করে নাও। কোর্সটিকায় আমরা বাংলা বিভাগের সকল বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবে।
এর বাইরে তোমাদের আর কোন নোট বা সাজেশন লাগলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post