অনার্স ৩য় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থীরা, কোর্সটিকা আজকে প্রকাশিত হতে যাচ্ছে ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য সাজেশন ২০২৫। তোমরা যারা এবছর তৃতীয় বর্ষের বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, অনার্স ৩য় বর্ষ বাংলা সাজেশন গুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই সাজেশনটি আমরা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। ফলে শতভাগ কমন পাওয়ার জন্য এটি অনুসরণ করার পরামর্শ থাকল।
শিক্ষার্থীরা, এই কোর্সের নাম হচ্ছে– ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য এবং বিষয় কোড হচ্ছে– ২৩১০০৭। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে।
ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ‘লোক সাহিত্য’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘লোকসাহিত্য’ গ্রন্থটির রচয়িতা ড. আশ্রাফ সিদ্দিকী।
২. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে Folklore এর প্রতিশব্দ কী?
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে Folklore এর প্রতিশব্দ লোকবিজ্ঞান।
৩. গ্রিম ভ্রাতৃদ্বয় কোন দেশের নাগরিক?
উত্তর: গ্রিম ভ্রাতৃদ্বয় জার্মানের নাগরিক।
৪. ফোকলোরের মনঃসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ফোকলোরের মনঃসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা সিগমন্ড ফ্রয়েড।
৫. ‘ফোকলোর’ শব্দটি প্রথমে কে প্রয়োগ করেন?
উত্তর: ‘ফোকলোর’ শব্দটি প্রথমে উইলিয়াম থমাস প্রয়োগ করেন।
৬. ‘ধ্রুবসূত্র তত্ত্বে’র জনক কে?
উত্তর: ‘ধ্রুবসূত্র তত্ত্বে’র জনক ডেনমার্কের লোকসংস্কৃতিবিদ অ্যাক্সেল ওলরিক।
৭. ফোকলোরের প্রধান দুটি বিভাগ কী কী?
উত্তর: ফোকলোরের প্রধান দুটি বিভাগ হলো: ১. ম্যাটিরিয়াল ফোকলোর বা লোকশিল্প, ২. ফরমালাইজ ফোকলোর বা লোকসাহিত্য।
৮. ‘ব্যালাড’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ব্যালাড’ শব্দের অর্থ গাথা বা গীতিকা।
৯. ঘাটুগান কী?
উত্তর: বর্ষাকালে নৌকার পাটাতনে বালক-বালিকার নেচে নেচে পরিবেশিত রাধাবিরহমূলক গান ঘাটুগান।
১০. গম্ভীরা কোন অঞ্চলের লোকসংগীত?
উত্তর: গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের লোকসংগীত।
১১. ভাওয়াইয়া কোন অঞ্চলের গান?
উত্তর: ভাওয়াইয়া উত্তরবঙ্গের গান।
১২. ‘ধামাইল’ কোন অঞ্চলের গান?
উত্তর: ‘ধামাইল’ সিলেট বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গান।
১৩. ধাঁধা বলতে কী বুঝ?
উত্তর: যে বাক্য একটি মাত্র রূপকের সাহায্যে জিজ্ঞাসার আকারে প্রকাশ করা হয় তাই মূলত ধাঁধা।
১৪. ব্রতকথা কী?
উত্তর: বাঙালির একান্ত ও নিজস্ব ঐহিক ধর্মবোধ থেকে ব্রতকথার আচার অনুষ্ঠানের জন্ম। ব্রতের মধ্যে বাঙালি নারী পারত্রিক কল্যাণ চাননি, চেয়েছেন অভাবহীন সংসার।
১৫. টোটেম শব্দটির সাথে কারা জড়িত?
অথবা, টোটেম শব্দের সাথে কারা জড়িত?
উত্তর: টোটেম শব্দের সাথে মানুষ ও প্রাণী জড়িত।
১৬. ট্যাবু কী?
উত্তর: টোটেম সম্পর্কিত বিধিনিষেধ বা আইন ট্যাবু।
১৭. মৈমনসিংহ গীতিকা’ সংকলন করেছেন কে?
উত্তর: ‘মৈমনসিংহ গীতিকা’ সংকলন করেছেন ড. দীনেশচন্দ্র সেন।
১৮. হুমরার ছোট ভাইয়ের নাম কী?
উত্তর: হুমরার ছোট ভাইয়ের নাম মাইনকা (মানিক)।
১৯. কাঞ্চনপুর গ্রাম কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: কাঞ্চনপুর গ্রাম ধনু নদীর তীরে অবস্থিত।
২০. ‘দেওয়ানা মদিনা’ পালাটি কতটি অধ্যায় আছে?
উত্তর: ‘দেওয়ানা মদিনা’ পালাটি সাতটি অধ্যায় রচিত আছে।
২১. আলাল কত বছর পর সেকেন্দারের কাছে তার কাজের বেতন চায়?
উত্তর: আলাল বারো বছর পর সেকেন্দারের কাছে তার কাজের বেতন চায়।
২২. মদিনার শেষ পরিণতি কী হয়েছিল?
অথবা, স্বামীর শোকে মদিনার কী দশা হয়?
উত্তর: স্বামীর শোকে মদিনা অন্ন জল ত্যাগ করে জীর্ণশীর্ণ অবস্থায় পাগলপ্রায় হয়ে শেষে মারা যায়।
২৩. ঠাকুরমার ঝুলিতে কয়টি গল্প আছে?
অথবা, দক্ষিণারঞ্জন মিত্রের ঠাকুরমার ঝুলির গল্প সংখ্যা কত?
উত্তর: দক্ষিণারঞ্জন মিত্রের ‘ঠাকুরমার ঝুলির গল্প সংখ্যা ১৪টি।
২৪. ‘ঠাকুরমার ঝুলি’কে রবীন্দ্রনাথ কী বলেছেন?
উত্তর: ‘ঠাকুরমার ঝুলি’কে রবীন্দ্রনাথ বলেছেন স্বদেশি জিনিস।
২৫. ‘রূপকথা’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: ‘রূপকথা’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ Fairytale.
২৬. ‘ঠাকুরমার ঝুলি’ কী ধরনের রচনা?
উত্তর: ঠাকুরমার ঝুলি’ রূপকথা রচনা।
২৭. ‘সাত ভাই চম্পা’ গল্পে রাজার মেয়ের নাম কী?
উত্তর: ‘সাত ভাই চম্পা’ গল্পে রাজার মেয়ের নাম পারুল।
২৮. বাংলা লোকছড়া সংগ্রহে কার ভূমিকা অগ্রগণ্য?
উত্তর: বাংলা লোকছড়া সংগ্রহে অগ্রণী ভূমিকা রাখেন রবীন্দ্রনাথ ঠাকুর।
২৯. রবীন্দ্রনাথ ঠাকুর ছড়াকে কীসের সাথে তুলনা করেছেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ছড়াকে মেঘের সাথে তুলনা করেছেন।
৩০. ‘ডাক’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ডাক’ শব্দের অর্থ বুদ্ধিবন্ত জ্ঞানগর্ভ ভাষণ বা সুক্ত।
৩১. ‘ডাকার্নব’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ডাকার্নব’ শব্দের অর্থ জ্ঞান ভাষণ সমুদ্র সাগর।
৩২. ‘খনা’ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ‘খনা’ চব্বিশ পরগণা জেলার বারাসত মহকুমার দেউলিয়া গ্রামে (বর্তমানে চন্দ্রকেতুগড় প্রত্নস্থল, যেটি খনামিহিরেব ঢিবি নামে পরিচিত) জন্মগ্রহণ করেন।
৩৩. ‘খনার বচন’ কী?
উত্তর: কৃষিকাজ বিষয়ক ব্যবহারিক জ্ঞানের অভিজ্ঞতালব্ধ ছড়াকে খনার বচন বলে।
৩৪. “বিনা চাষে পান” উক্তিটি কার?
উত্তর: “বিনা চাষে পান।”- উক্তিটি খনার।
৩৫. ‘খনার বচন’ মতে কোন মাসে ‘হলুদ’ লাগাতে হয়?
উত্তর: ‘খনার বচন’ মতে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে ‘হলুদ’ লাগাতে হয়।
৩৬. যদি বর্ষে আপনে রাজা যান বনে- এখানে ‘আগনে’ অর্থ কী?
উত্তর: যদি বর্ষে আগনে রাজা যান বনে- এখানে ‘আগনে’ অর্থ অগ্রহায়ণের।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. লোকসাহিত্য বলতে কী বুঝ? উদাহরণসহ বিশ্লেষণ কর।
অথবা, লোকসাহিত্য বলতে কী বুঝ?
২. লোকসাহিত্যের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা কর।
৩. বাংলা লোকসাহিত্যে সমাজ ও সংস্কৃতির যে বাণীরূপ ও চিত্রময়তা লাভ করেছে তা বর্ণনা কর।
৪. সংগৃহীত ফোকলোর উপাদান সম্পাদনার নিয়মাগুলো সংক্ষেপে আলোচনা কর।
৫. ফোকলোরে ‘বিশ্বাস ও সংস্কার’ শব্দ দুটি গুরুত্বপূর্ণ কেন?
৬. লোকসাহিত্যে বিধৃত বাঙালির উৎসব সম্পর্কে লেখ।
৭. উপকথা বলতে কী বুঝ? এর লক্ষণগুলো লেখ।
৮. ছড়া কাকে বলে? সংক্ষেপে ছড়ার বৈশিষ্ট্যগুলো লেখ।
৯. প্রবাদ কী? প্রবাদের গঠন প্রকৃতি ব্যাখ্যা কর।
অথবা, প্রবাদ কাকে বলে? উদাহরণসহ লেখ।
১০. নদের চাঁদের পরিচয় দাও।
১১. “নাহি আমার মাতাপিতা গর্ভ সুন্দর ভাই।
সুতের হেওলা অইয়া ভাইস্যা বেড়াই।।” কে, কাকে, কেন বলেছে? বুঝিয়ে লেখ।
১২. “যখন নাকি নদ্যার ঠাকুর এই কথা শুনিল।
খাইতে বইয়া মুখের গরাস ভূমিতেফেলিল।।”-ব্যাখ্যা কর।
১৩. মহুয়ার শেষ পরিণতি সংক্ষেপে লেখ।
১৪. পালঙ্ক সই কে? গীতিকাটিতে তার ভূমিকা আলোচনা কর।
১৫. “হায়রে পরাণের বন্ধু রইলা কোন দেশে।
অভাগী কাইন্দা মরে তোমার উদ্দেশে।” ব্যাখ্যা কর।
১৬. “তালাকনামা যখন পাইল মদিনা সুন্দরী।
হাসিয়া উড়াইল কথা বিশ্বাস না করি।” কে, কাকে, কেন বলেছে?
১৭. মদিনার শেষ পরিণতি কী হয়েছিল? সংক্ষেপে লেখ।
অথবা, মদিনার শেষ পরিণতি কী হয়েছিল?
১৮. জমিনের ধূলার লাগ্যা ছাড়লাম ইরামতি।”-কে, কখন, কোন প্রসঙ্গে বলেছে?
১৯. ঠাকুরমার ঝুলির নারী চরিত্রের স্বরূপ তুলে ধর।
২০. ‘যাত্রা’ কী ধরনের শিল্প? যাত্রা’র উদ্ভব ও বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও।
২১. ছড়া কাকে বলে? সংক্ষেপে ছড়ার বৈশিষ্ট্যগুলো লেখ।
অথবা, লোকছড়ার বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা কর।
অথবা, ছড়ার বৈশিষ্ট্যগুলো লেখ।
২২. লোকছড়ার বৈশিষ্ট্য সম্পর্কে রবীন্দ্রনাথের মতামত আলোচনা কর।
২৩. ‘ছড়ার দেশে সম্ভর অসম্ভবের কোনো বালাই নেই’ লোকছড়া বিষয়ে রবীন্দ্রনাথের এ মন্তব্যের মূল্যায়ন কর।
২৪. ডাকের বচনের মূল বিষয়বস্তু কী?
২৫. খনার বচনের উপজীব্য কী? সংক্ষেপে লেখ।
২৬. ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজার পুণ্য দেশ।’- ব্যাখ্যা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. লোকসাহিত্যের সংগ্রহ পদ্ধতি সম্পর্কে একটি যুক্তিনিষ্ঠ নিবন্ধ রচনা কর।
২. লোকসাহিত্য বলতে কী বুঝ? লোকসাহিত্যের সম্পাদনা পদ্ধতি আলোচনা কর।
অথবা, লোকসাহিত্য বলতে কী বুঝ? লোকসাহিত্যের সংগ্রহ পদ্ধতি আলোচনা কর।
অথবা, লোকসাহিত্যের সম্পাদনা পদ্ধতি আলোচনা কর।
৩. লোকসাহিত্য আলোচনা ও গবেষণার ক্ষেত্রে নৃতাত্ত্বিক পদ্ধতির প্রয়োগ বিশ্লেষণ কর।
৪. লোকসাহিত্যের বিভিন্ন ধারার পরিচয় দাও।
অথবা, লোকসাহিত্যের সংজ্ঞাসহ বিভিন্ন শাখার পরিচয় দাও।
৫. আমাদের লোকসাহিত্যে বাঙালির সমাজ ও সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা কর।
৬. লোকসংস্কৃতি কী? লোকসংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা কর।
৭. জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া কোন শ্রেণির গান? এদের বৈশিষ্ট্য আলোচনা কর।
৮. প্রবাদ কী? প্রবাদের স্বরূপ, গঠন ও প্রকৃতি আলোচনা কর।
অথবা, প্রবাদ কী? প্রবাদের রূপ ও গঠন প্রকৃতি আলোচনা কর।
৯. “নদের চাঁদ ও মহুয়ার মিলনে হুমরা বেদের বিরোধিতার কারণ যতখানি সামাজিক বা বৈষয়িক, তার চেয়ে বেশি মনস্তাত্ত্বিক।” আলোচনা কর।
অথবা, “হুমরা বাইদ্যার চরিত্রে পিতৃত্ব নয় একজন অর্থলোভী বেদের ছবি মূর্ত হয়েছে” -আলোচনা কর।
১০. ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে ‘মহুয়া’ পালায় প্রতিফলিত সরঞ্জ বাস্তবতার পরিচয় দাও।
অথবা, ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে ‘মহুয়া’ পালয় প্রতিফলিত সমাজ বাস্তবতার পরিচয় দাও।
১১. মতুয়া পালা অবলম্বনে মহুয়ার চরিত্র আলোচনা কর।
অথবা, মহুয়া চরিত্র বিশ্লেষণ কর।
১২. ‘মহুয়া’ পালা রচনা পালাকারের দক্ষতা ও অদক্ষতা বিশ্লেষণ কর।
১৩. ‘দেওয়ানা মদিনা’ পালায় প্রতিফলিত গ্রামবাংলার সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও।
১৪. ‘দেওয়ানা মদিনা’ পালার নাট্যগুণ বিচার কর।
১৫. ‘ঠাকুরমার ঝুলি’তে বর্ণিত নারী চরিত্রগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
অথবা, ‘ঠাকুরমার ঝুলি’তে নারীদের অবস্থান বর্ণনা কর।
১৬. লোকছড়ায় সমাজচিত্র প্রতিফলনের কয়েকটি উদাহরণ দাও।
অথবা, ছড়ায় সমাজচিত্রের প্রতিফলনের কয়েকটি উদাহরণ দাও।
১৭. “লোক ছড়াগুলো মানব মনে আপনি জন্মিয়াছে”-রবীন্দ্রনাথের এ উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
অথবা, “লোকছড়াগুলো মানব মনে আপনি জন্মিয়াছে।” রবীন্দ্রনাথের এ উক্তিটির যৌক্তিকতা আলোচনা কর।
১৮. বচনের সংজ্ঞা উল্লেখপূর্বক ডাক ও খনার বচনের মূল পার্থক্য আলোচনা কর।
অথবা, বচনের সংজ্ঞা উল্লেখপূর্বক ডাক ও খনার বচনের মূল পার্থক্য আলোচনা কর।
অথবা, ডাক ও খনার বচন সম্পর্কে একটি নিবন্ধ রচনা কর।
১৯. বাংলাদেশের কৃষি উন্নয়নের ক্ষেত্রে খনার বচনের প্রয়োগ গুরুত্বপূর্ণ কি না? আলোচনা কর।
২০. প্রবাদ কী? প্রবাদের রূপ ও গঠন প্রকৃতি আলোচনা কর।
২১. খনার বচনে উল্লিখিত কৃষিভিত্তিক সমাজের বিস্তারিত পরিচয় দাও।
অথবা, খনার বচনে বিধৃত কৃষিভিত্তিক সমাজের বিস্তারিত পরিচয় দাও।
অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীরা, ওপরে তোমাদের ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সেই শুভ-কামনা রইল।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post