বইমেলা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা : তোমার এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত বইমেলা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।
বইমেলা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা
প্রশ্ন : তোমার এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত বইমেলা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।
টাঙ্গাইলে বইমেলা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১লা ফেব্রুয়ারি থেকে সপ্তাহব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম। মেলায় ছোটবড় প্রায় ১০০টি স্টল ছিল। বাংলা একাডেমিসহ দেশের খ্যাতনামা বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। ফলে দর্শক সমাগম হয় প্রচুর।
বইয়ের ব্যাপারে বয়স্কদের তুলনায় তরুণদের আগ্রহই বেশি লক্ষ করা যায়। এতে প্রতিষ্ঠিত লেখকদের কবিতা, গল্প ও উপন্যাসের বই বেশি বিক্রি হয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস। দ্বিতীয় পর্যায়ে রয়েছে আল মাহমুদ ও শামসুর রাহমানের কাব্যগ্রন্থ। নতুন লেখকদের বইও কিছু কিছু বিক্রি হয়েছে। বইমেলাকে কেন্দ্র করে জেলার সাহিত্যমোদী মানুষের মাঝে ব্যাপক আগ্রহ উদ্দীপনার সৃষ্টি হয়।
বইমেলার শেষদিনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের কণ্ঠে মনোমুগ্ধকর দেশাত্মবোধক, লোক, রবীন্দ্র ও নজরুলসংগীত পরিবেশিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল শিল্পকলা একাডেমির পরিচালক এম এ মুহিত, করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান ড. কামালুদ্দীন চৌধুরী প্রমুখ। বক্তারা তাঁদের বক্তৃতায় বই পড়ার ওপর গুরুত্বারোপ করেন।
জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ নির্মাণের আহ্বান জানান। শ্রেষ্ঠ স্টল হিসেবে পুরস্কৃত হয় ঐতিহ্য প্রকাশনী। স্টলের সুন্দর ডেকোরেশনের জন্য পুরস্কৃত হয় পাঠশালা প্রকাশন। মেলাকে কেন্দ্র করে তরুণ শিক্ষার্থীদের আগ্রহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান ও মেলার শৃঙ্খলা রক্ষায় তারা ছিল খুবই তৎপর। অতিথিরা মেলার সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিবেদক
আরেফিন চৌধুরী
মির্জাপুর, টাঙ্গাইল
১০/০২/২০২২।
[এখানে প্রতিষ্ঠানের ঠিকানাসংবলিত খাম আঁকতে হবে]
►► আরো দেখো: SSC এবং HSC সকল প্রতিবেদন রচনা একসাথে (PDF)
শিক্ষার্থীরা উপরের প্রতিবেদন রচনা তোমরা একটি পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবে। এজন্য উপরে দেওয়া “ডাউনলোড প্রতিবেদন” লেখা বাটনে ক্লিক করো। এছাড়াও উপরে আরো একটি লিংকে ক্লিক করে তোমার ক্লাসের গুরুত্বপূর্ণ অন্যান্য প্রতিবেদন রচনা সংগ্রহ করে নাও।
প্রতিবেদন রচনাটি ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post