বইমেলা আমাদের সাহিত্য, সংস্কৃতি ও পাঠাভ্যাসের মিলনমেলা। এটি শুধু বই কেনাবেচার জায়গা নয়, বরং বাঙালির মনের উৎসব। বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি লিখন অংশে বইমেলা সম্পর্কে দিনলিপি লিখন একটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ টপিক, যেখানে শিক্ষার্থীরা নিজের অভিজ্ঞতা, আনন্দ ও ভাবনা প্রকাশ করতে পারে।
বিষয়টি সহজ হলেও লেখার শৈলী ও কাঠামো ঠিক রাখতে হয়। তাই কোর্সটিকায় আমরা এই বিষয়ক একটি সঠিক গাইডলাইন ও নমুনা প্রশ্ন-উত্তর প্রকাশ করেছি। নির্মিতি প্রস্তুতির জন্য নিয়মিত চর্চা করো—বিশ্বাস রাখো কোর্সটিকায়।
বইমেলা সম্পর্কে দিনলিপি লিখন
৪ ফেব্রুয়ারি, ২০২৫
গত বছর বইমেলার স্মৃতি আমি কখনই ভুলতে পারব না। সকালের পড়ার টেবিল ছেড়ে কলেজে গেলাম। আমাদের বাংলা শিক্ষকের কাছে কয়েকটি বইয়ের নাম চাইলাম, বইমেলা থেকে যেগুলো কিনতে পারি। তিনি আনন্দচিত্তে লিখে দিলেন। সেগুলোর সঙ্গে আমার তালিকায় রাখা বইয়ের নাম স্যারকে দেখালাম। তিনি কোনো কোনোটির নেই বললেন। আমি তা মেনে নিলাম। বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে মেলায় যাওয়ার জন্য তৈরি হলাম। মাকে বললাম বই কেনার কথা। মা টাকা দিলেন, বললেন রাত ৮টার আগে বাসায় ফিরতে। বাংলা একাডেমি আয়োজিত একুশের বইমেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম বিকেল ৩টা ৩০মিনিটে।
ভিড় ছিল না, লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হলো না; ভিতরে ঢুকে গেলাম। প্রথমেই কিনলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’, জাহানারা ইমামের ‘একাত্তরের চিঠি’। মেলায় তালিকার সব বই পেলাম না। এরপর আমার প্রিয় লেখক জাফর ইকবালের কিছু বই কিনলাম। হঠাৎ দেখলাম জাফর ইকবাল স্যার একটি স্টলে বসে পাঠকদের অটোগ্রাফ দিচ্ছেন। আমি তাকে সরাসরি দেখে সত্যি অবাক হলাম। যার বই সে ছোটবেলা থেকে পড়ে আসছি তাকে আজ বাস্তবে দেখে, কথা বলে, অটোগ্রাফ নিয়ে সত্যি অবাক হলাম। আর এ কারণেই এই বইমেলা আমার কাছে স্মরণীয় হয়ে আছে।
আরও দেখো—এইচএসসি বাংলা ২য় পত্রের উত্তরসহ সাজেশন
বইমেলা পরিদর্শন ছিল জ্ঞান, আনন্দ ও উৎসবের এক চমৎকার অভিজ্ঞতা। এখানে অংশগ্রহণ করে আমি বইয়ের প্রতি ভালোবাসা ও লেখকদের প্রতি শ্রদ্ধাবোধ আরও গভীরভাবে অনুভব করেছি। দিনলিপিতে এই অভিজ্ঞতা তুলে ধরলে লেখায় মানবিকতা, রুচি ও উপলব্ধি প্রকাশ পায়।
“বইমেলা সম্পর্কে দিনলিপি” শিক্ষার্থীদের শুধু লেখার চর্চা নয়, বরং সাহিত্যপ্রেমী হয়ে উঠতেও অনুপ্রাণিত করে। কোর্সটিকার এই প্রয়াস তোমার প্রস্তুতিকে আরও সমৃদ্ধ ও আত্মবিশ্বাসী করে তুলবে। তাই শেখো, ভাবো এবং লিখে প্রকাশ করো নিজের অভিজ্ঞতা—কোর্সটিকাতে।
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন হিসেবে বইমেলা সম্পর্কে দিনলিপি লিখন আলোচনা করা হয়েছে। শতভাগ কমন পাওয়ার জন্য এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post