অনলাইনে বিনামূল্যে শিক্ষার পাশাপাশি রিয়েল লাইফেও সাহায্য করে কোর্সটিকা। বিশেষ করে তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের বই-খাতাসহ যেকোন শিক্ষা উপকরণ কোর্সটিকা থেকে কিনে দেওয়া হয়। তুমিও এমন সহযোগিতা গ্রহণ করতে পার।
তোমার পড়ালেখা চালিয়ে যাওয়ার সামর্থ নেই?
তুমি বা তোমার পরিবার যদি পড়ালেখা চালিয়ে যাওয়ার মত যথেষ্ট স্বচ্ছল না হয়ে থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ কর। তোমার পড়ালেখায় সাধ্যমত সাহায্য করে আমরা তোমরা পাশে থাকব।
কোর্সটিকায় কী কী পেতে পার?
১. বই
২. খাতা-কলমসহ যেকোন শিক্ষা উপকরণ এবং
৩. পড়ালেখা চালিয়ে যাওয়ার মত যেকোন সহায়তা
কীভাবে সাহায্য নেবে?
কোর্সটিকা ফেসবুক গ্রুপে তোমার সমস্যার কথাটি আমাদের জানাও। তোমার ঠিক কী প্রয়োজন, তা বিস্তারিত লিখে একটি পোস্ট কর। পোস্টে অবশ্যই তোমার সাথে যোগাযোগের সকল উপায় উল্লেখ করবে। আমরা খুব শীঘ্রই তোমার সাথে যোগাযোগ করব।