বন্দনা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : মুসলমান কবিদের মধ্যে শাহ মুহম্মদ সগীর প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের রাজত্বকালে (১৩৯৩-১৪০৯ খ্রিষ্টাব্দ) ইউসুফ জোলেখা কাব্য রচনা করেন। কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা হয়।
কাব্যের রাজবন্দনায় ‘মহামতি গোছ’ বলে যাঁকে উল্লেখ করা হয়েছে তিনি গিয়াসউদ্দীন আজম শাহ বলে অনুমিত শাহ মুহম্মদ সগীরের কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করে মুহাম্মদ এনামুল হক তাঁকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন।
বন্দনা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. বাংলা সাহিত্যে মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কে?
ক. আলাওল
খ. ফররুখ আহমদ
গ. শাহ মুহম্মদ সগীর
ঘ. গোলাম মোস্তফা
২. গিয়াসউদ্দিন আজম শাহ কোন অঞ্চলের সুলতান ছিলেন?
ক. বাংলা
খ. বিহার
গ. গৌড়ের
ঘ. উড়িষ্যার
৩. ‘বন্দনা’ কবিতাটি শাহ মুহম্মদ সগীরের ‘ইউসুফ জোলেখা’ কাব্যের কোন পর্ব থেকে গৃহীত হয়েছে?
ক. বন্দনা পর্ব
খ. বিচ্ছেদ পর্ব
গ. বিবাহ পর্ব
ঘ. বিরহ পর্ব
৪. ‘ইউসুফ জোলেখা’ কোন জাতীয় রচনা?
ক. অনুবাদ কাব্য
খ. গীতি কবিতা
গ. পৌরাণিক কাব্য
ঘ. মহাকাব্য
৫. ‘বন্দনা’ কবিতায় ‘মনোরম’ শব্দটি ব্যবহৃত হয়েছে যে অর্থে—
i. ভক্তি
ii. ইচ্ছা
iii. অভিলাষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬. ‘বন্দনা’ কবিতায় চট্টগ্রাম অঞ্চলের শব্দের ব্যবহারের মাধ্যমে কবি শাহ মুহম্মদ সগীর সম্পর্কে এই ধারণা করা যায় যে, তিনি ছিলেন—
i. সুলতানের কর্মচারী
ii. দরবেশ বংশে জন্মগ্রহণকারী
iii. সুলতানের পৃষ্ঠপোষকতা লাভকারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. শাহ মুহম্মদ সগীরের কাব্যে কোন অঞ্চলের ভাষার উদাহরণ পাওয়া যায়?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. নদীয়া
ঘ. মুর্শিদাবাদ
৮. ‘ইউসুফ জোলেখা’ কাব্য ধর্মীয় চেতনার পাশাপাশি কী ধারণ করেছে?
ক. ইতিহাস চেতনা
খ. পরকালীন মুক্তি
গ. বৃহত্তর পটভূমি
ঘ. মানবিক প্রেম
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:
জামান স্যার শিশুকাল থেকে মামুনকে লেখাপড়া শিখিয়েছেন। মামুন এখন সরকারি চাকরি করে। জামান স্যারের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে মামুন তার বাড়িতে যায় এবং ২০ হাজার টাকা স্যারের হাতে তুলে দেয়।
৯. ‘বন্দনা’ কবিতার কোন চরণটি অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণ?
ক. ওস্তাদে প্রণাম করোঁ পিতা হন্তে বাড়
খ. দোসর জনম দিলা তিহ যে আহ্মার
গ. যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায়
ঘ. কনে না সুধিব তান ধারক কাহন
১০. মামুন স্যারকে টাকা দেওয়ায়—
i. মামুন তার কর্তব্য পালন করেছে
ii. মামুন স্যারের ঋণ পরিশোধ করেছে
iii. মামুন স্যারের প্রতি সম্মান দেখিয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. ‘ছাবাল’ শব্দের অর্থ কি?
ক. জানা
খ. ইচ্ছা
গ. ছেলে
ঘ. প্রশংসা
১২. ‘বন্দনা’ কবিতাটি কবি শাহ মুহম্মদ সগীরের কোন গ্রন্থ থেকে সংকলিত?
ক. সোনার তরী
খ. শিরি ফরহাদ
গ. ভানু সিংহের গীত
ঘ. ইউসুফ জোলেখা
১৩. না খাই খাওয়াএ … … … না পরি পরাএ— শূন্যস্থানে কী হবে?
ক. মাতা
খ. পিতা
গ. ওস্তাদ
ঘ. রাজা
১৪. ‘পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে’ দ্বারা যা বোঝানো হয়েছে তা হলো—
i. মাতার স্নেহ-মমতা
ii. সন্তানের প্রতি কল্যাণ চিন্তা
iii. সন্তানের জন্য মঙ্গল কামনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. ‘অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল’’ চরণ দ্বারা যা বোঝানো হয়েছে তা হলো—
i. শৈশবকালীন অসহায় অবস্থা
ii. শিশুর দুর্বলতা
iii. জন্মকথা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
বন্দনা কবিতার mcq প্রশ্ন উত্তর
১৬. ‘কনে না সুধিব তান ধারক কাহন।’— এখানে ‘কনে’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. কন্যা
খ. পাত্রী
গ. কোথায়
ঘ. কখনো
১৭. কোল দিআ বুক দিআ জগতে—
ক. বিদিত
খ. দোসর
গ. বিশাল
ঘ. নেহায়
১৮. সন্তানকে নিয়ে একে একে কীভাবে মাতা বছর পার করেন?
ক. কত দুক্ষে
খ. কত কষ্টে
গ. হাসিমুখে
ঘ. আনন্দে
১৯. ‘বন্দনা’ কবিতায় ‘মায়ের আদর’ বলতে বোঝানো হয়েছে, মায়ের—
i. যত্ন ও পরিচর্যা
ii. স্নেহময়তা
iii. শ্রদ্ধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০. ‘দ্বিতীয়ে প্রণাম করোঁ’ এখানে ‘প্রণাম’ কী অর্থ বহন করে?
ক. ভক্তি
খ. শ্রদ্ধা
গ. নমস্কার
ঘ. সালাম
২১. ‘তিঁহ’ শব্দটির অর্থ কী?
ক. বেশি
খ. তিনিও
গ. কখনো
ঘ. অভিলাষ
২২. সপুটে প্রণাম মোহার মনোরথ গতি— এখানে ‘সপুটে’ অর্থ কী?
ক. পুটুলিতে
খ. করজোড়ে
গ. শ্রদ্ধায়
ঘ. ভক্তিতে
২৩. ‘অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল’ পঙ্ক্তিতে কবি উল্লেখ করেছেন—
i. মানব শিশুর অসহায় অবস্থার কথা
ii. মায়ের আদর যতœ ও পরিচর্যার কথা
iii. শিশুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার কথা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪. ‘ইউসুফ জোলেখা’ কবিতার প্রারম্ভে কবি কার প্রশংসা গীতি করেছেন?
ক. আল্লাহর
খ. পিতার
গ. মাতার
ঘ. ওস্তাদের
২৫. একজন শিশুকে কে শিক্ষা দিয়ে বড়ো করে তোলেন?
ক. মা
খ. বাবা
গ. শিক্ষক
ঘ. পরিজন
২৬. ‘গোঞাএ’ শব্দের অর্থ কী?
ক. অতিবাহিত করে
খ. নাকডাকা
গ. করজোড়ে
ঘ. ছদ্মময়ী
২৭. ‘আহ্মার’ শব্দের অর্থ কী?
ক. আমার
খ. তোমার
গ. আপনার
ঘ. নিজের
২৮. ‘বন্দনা’ কবিতায় ব্যবহৃত ‘মোহার’ শব্দটির অর্থ কী?
ক. কখনো
খ. আমার
গ. ধারের
ঘ. করজোড়ে
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ নং প্রশ্নের উত্তর দাও:
হাফিজকে বর্ণমালার জ্ঞান দিয়েছিলেন আমিন স্যার। আজ আমিন স্যার অসুস্থ। হাফিজ তার স্যারকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তিনি বেতনের অর্ধেক টাকা তার স্যারের হাতে তুলে দিলেন।
২৯. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ‘বন্দনা’ কবিতার পঙ্ক্তি কোনটি?
ক. দ্বিতীয়ে প্রণাম করোঁ মাও বাপ পাএ
খ. যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায়
গ. পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিত
ঘ. ওস্তাদে প্রণাম করোঁ পিতা হন্তে বাড়
৩০. কোল দিআ বুক দিআ জগতে—
ক. বিদিত
খ. দোসর
গ. বিশাল
ঘ. নেহায়
আরও দেখো—SSC শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
নবম-দশম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা সাহিত্য বই থেকে বন্দনা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক সৃজনশীল, অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post