বহিপীর নাটকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বহিপীর সৈয়দ ওয়ালীউল্লাহ এর একটি নাটক। জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা সমাজজীবনের জন্য কতটুকু গুরুত্ববহ তা প্রশ্নবিদ্ধ। আজও শিক্ষা-সৌন্দর্যহীন অজ্ঞ কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ জীবন চলে আসছে জরাজীর্ণ পুঁথির জ্ঞানকে আঁকড়ে। জীবনের আনন্দ, জীবনের সৌন্দর্য সেখানে অনুপস্থিত। সমাজজীবনকেন্দ্রিক রূপকাশ্রিত এমন নানা ভাবধারা নিয়ে রচিত বহিপীর।
বহিপীরের রচয়িতা কথাশিল্পী ও নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ। বাংলা ভাষার প্রতিথযশা এই কথাশিল্পী মাত্র কয়েকটি উপন্যাস, নাটক ও অল্প কিছু গল্প লিখলেও তার লেখার বিষয়, ভাষা ও জীবনঘনিষ্ঠতা তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখকদের মধ্যে অন্যতম স্থানে আসীন করেছে। এটি ১৯৬০ সালে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
এর আগে ১৯৫৫ সালে ঢাকায় পিইএন ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে “বহিপীর” নাটক পুরস্কার লাভ করে। বহিপীর নাটকটি উনিশ শতকের শেষভাগ বা বিশ শতকের সূচনালগ্নের পটভূমিতে লেখা। নাটকে দেখা যায়, জমিদার হাশেম আলি সূর্যাস্ত আইনে জমিদারী হারাতে বসেছেন। সূর্যাস্ত আইন প্রণীত হয় ১৭৯৩ সালে আর এ আইনে জমিদারী হারাতে থাকে এ সময় পর্যন্ত।
সে সময়ে বাংলার প্রত্যন্ত অঞ্চলে জেঁকে বসা পীরপ্রথা, অন্ধবিশ্বাস আর কুসংস্কার ফুটে উঠেছে এ নাটকে। পীরসাহেবকে ধনী গরিব সবাই অসম্ভব ভয় করে। গ্রামের সাধারণ মানুষ পীরকে পেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ধন সম্পদ এমনকি নিজের কন্যাকেও দান করে দেয়। এ নাটকটি শেষ পর্যন্ত আলোর পথ দেখায় ও এ অবস্থা থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেয়।
বহিপীর নামটির একটি প্রতীকী তাৎপর্যও রয়েছে।
মূলত মুসলমান সমাজে পীরপ্রথার সৃষ্টি হয় কুসংস্কার ও ধর্মীয় বইয়ের পাতা থেকে। মূলত ইসলাম ধর্মের সুফিবাদী ব্যাখ্যার সূত্র ধরেই পীর সমাজের সৃষ্টি। সে হিসেবে ধর্মীয় ব্যাখ্যা ও মাসায়েল বইয়ের পাতা থেকে মানুষের সংস্কারকে পুঁজি করে ছড়িয়ে পড়া পীরপ্রথাকে তুলে ধরতে বহিপীর নামটি সার্থক।
বহিপীর নাটকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : আজাদের বাবা নামকরা পীর ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক. ‘বহিপীর’ নাটকের প্রথম সংলাপটি কার?
খ. বিয়ে হলো তকদিরের কথা- এ কথাটি বুঝিয়ে বলো।
গ. উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে ‘বহিপীর’ নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধর।
ঘ. উদ্দীপকের আজাদ চরিত্রটি ‘বহিপীর’ নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার কর।
সৃজনশীল প্রশ্ন ২ : মঞ্জুর সাহেবের ভগ্নিপতি মারা যাওয়ার পর ভগিনী মাজেদাকে নিয়ে এসে মানুষ করে। টাকা বাঁচানোর জন্য মাজেদাকে ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মঞ্জুর সাহেবের স্ত্রী এর প্রতিবাদ করে এবং তা হতে দেয়নি।
ক. সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়?
খ. জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ. উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে ‘বহিপীর’ নাটকের হাতেম আলী চরিত্রের বৈসাদৃশ্য তুলে ধরো।
ঘ. মাতৃসুলভ সাহনুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি ‘বহিপীর’ নাটকের খোদেজা চরিত্র নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক. নৌকার সঙ্গে কিসের ধাক্কা লেগেছিল?
খ. এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না- এ কথাটি বুঝিয়ে বলো।
গ. উদ্দীপকের সুমি চরিত্রটি ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ- তা তুলে ধরো।
ঘ. প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও ‘বহিপীর’ নাটকের হাশেম আলি অভিন্ন- মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : নিতুর বয়স পনেরো। তার বিয়ের জন্য বাবা পঞ্চাশোর্ধ্ব এক ধনাঢ্য পাত্র ঠিক করেছে। এ বিয়েতে নিতুর মত নেই। কিন্তু বাবার সামনে প্রতিবাদ করার মতো শক্তি নেই তার, সে শুধু কাঁদে।
ক. হাতেম আলির জমিদারি কোথায় ছিল?
খ. পীর সাহেবকে বহিপীর বলার কারণ কী?
গ. উদ্দীপকের নিতুর সাথে ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘নিতু তাহেরাকে প্রতিনিধিত্ব করছে।’ – বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : মানবাধিকারের পতাকাবাহী পশ্চিমা বিশ্ব তৃতীয় বিশ্বের দেশগুলোতে কোন মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখলেই হৈ-হৈ-রৈ-রৈ চিৎকারে চারদিক প্রকম্পিত করে তোলে। তাদের দেশে মৃত্যুদণ্ড অপ্রচলিত, কিন্তু অন্যান্য দেশে প্রচলিত এ বিধানকে তারা মানবতার লঙ্ঘন ও বিপর্যয় ঘটে যে, তার ব্যাপারে ওসব দেশ বড় আগ্রহী তারা দারুণ আগ্রহী নানা মানব বিধ্বংসী মারণাস্ত্র তৈরি ও সরবরাহে।
ক. সূর্যাস্ত আইন প্রণীত হয় কত সালে?
খ. ‘জোর জুলুম করিয়া পাগলা হাতিকেও বশ করা যায়” – পীরের একথা বলার কারণ কী?
গ. উদ্দীপকের ভাবনার সাথে তাহেরার বক্তব্য ভাবনার সাদৃশ্য বুঝিয়ে লেখ।
ঘ. “উদ্দীপক ও ‘বহিপীর’ নাটক উভয় ক্ষেত্রেই মানুষের স্ববিরোধী আচরণ ফুটে উঠেছে” – যথার্থতা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : শ্বশুরবাড়ির মানুষের অত্যাচারে আলেয়া ঘর ছেড়ে বাপের বাড়ি চলে আসল। এলাকার মকবুল হুজুরকে খবর দিলে সে বলল, আলেয়ার মাথায় বদ জ্বিন ভর করেছে। ঝাড়ফুঁক দিলে সে শ্বশুর বাড়ি ফিরে যাবে। আলেয়ার বাবা হুজুরকে দাওয়াত করে আলেয়াকে ঝাড়ফুঁক দিলেও সে কিছুতেই শ্বশুরবাড়ি ফিরে গেলো না।
ক. প্রথম মঞ্চায়িত নাটকের নাম কী?
খ. “ঢাকের ঢোল বাজালে আওয়াজ হয় কিন্তু অন্তঃসারশূন্য” কথাটি বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের আলেয়ার মধ্যে ‘বহিপীর’ নাটকের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. হুজুর আলেয়াকে যে ঝাড়ফুঁক দিয়েছে তা একটি সামাজিক কুসংস্কার – একথাটি ‘বহিপীর’ নাটকের আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : রামের উচ্চ শিক্ষিত ছেলে আব্দুল্লাহর সাথে রাহেলার বিয়ে ঠিক হলে রাহেলা জানায়, আব্দুল্লাহকে তার পছন্দ হয়নি। বাবা-মা জোর করে রাহেলার বিয়ে দিতে চাইলে আব্দুল্লাহ বলল, আমার মধ্যে কী মানবতা নেই? এ বিয়ে হবে না। আব্দুল্লাহর বাবা মা ছেলের কথায় বিয়ের আয়োজন বন্ধ করে দিল।
ক. ইসলাম ধর্মের কোন ব্যাখ্যার সূত্র ধরে পীর সমাজের সৃষ্টি?
খ. পাশাপাশি বসেও দুইজনের মধ্যে আসমান – জমিনের প্রভেদ হয় কেন?
গ. উদ্দীপকের আব্দুল্লাহর সাথে ‘বহিপীর’ নাটকের বহিপীরের বৈসাদৃশ্য তুলে ধর।
ঘ. “ উদ্দীপকের মূল বিষয়বস্তুর সাথে ‘বহিপীর’ নাটকের সামান্যই মিল দেখা যায়” – মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৮ :
এইতো ভবের খেলা
সকাল বেলার ধনীরে তুই
ফকির সন্ধ্যা বেলা।
ক. সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়?
খ. হকিকুল্লাহ পুলিশ ডাকতে গিয়ে ও ফিরে এসেছিল কেন?
গ. উদ্দীপকের বক্তব্যের প্রতিফলন ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রে দেখা যায়? – বিশ্লেষণ কর।
ঘ. উদ্দীপকটি ‘বহিপীর’ নাটকের যথার্থ প্রতিচ্ছবি নয়’ – মন্তব্যটি ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : সড়ক দুর্ঘটনায় প্রাণে বেঁচে যায় গৃহবধূ রোকসান। তাকে হাসপাতালে নিয়ে সুস্থ করে তোলেন রহমান সাহেব। দুর্ঘটনার স্থানে কিছু লোক সাহায্য না করে লুটপাট করছিল। রহমান সাহেব যথাসময়ে চলে আসায়
রোকসান এর দ্রুত চিকিৎসা হয় এবং মালামাল রক্ষা পায়।
ক. হাশেমের চোখে কানড়বা এলো কার কথা ভেবে?
খ. বহিপীরকে কেন বহিপীর বলা হয়?
গ. উদ্দীপকের রহমান সাহেবের ভূমিকা ‘বহিপীর’ নাটকের হাতেম আলির সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে রোকসান এর সড়ক দুর্ঘটনা ‘বহিপীর’ নাটকে সৃষ্ট দুর্ঘটনারই প্রতিরূপ” – মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ :
নদীর একূল ভাঙে ওকূল গড়ে
এই তো ভবের খেলা
সকাল বেলার আমির রে তুই
ফকির সন্ধ্যা বেলা।
ক. সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়?
খ. “বিয়ে হলো তকদিরের কথা” – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বক্তব্যের প্রতিফলিত দিক ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রে দেখা যায়? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকটি ‘বহিপীর’ নাটকের যথার্থ প্রতিচ্ছবি নয়” – মন্তব্যটি মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : পিতৃমাতৃহারা আয়শা মামার বাড়িতে থাকে। মামি তাকে বোঝা মনে করে। তাই বিয়ের বয়স হওয়ার আগেই তাকে সতিনের সংসারে এক বৃদ্ধের সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়। আয়শা এই বিয়ে মেনে নিতে পারেনি। তাই পালিয়ে সে শহরে চলে যায় এবং একটি গার্মেন্টসে কাজ নিয়ে আত্মনির্ভরশীল হয়ে ওঠে।
ক. ‘বহিপীর’ নাটকের শেষ সংলাপটি কার?
খ. ‘এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না” – কথাটি বলার কারণ কী?
গ. উদ্দীপকে ‘বহিপীর’ নাটকের যে দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের আয়শা এবং ‘বহিপীর’ নাটকের তাহেরা পুরোপুরি এক রকম নয়” মন্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১১ : সামাজিক প্রা অনুযায়ী এ দেশের নারী সমাজ নানা-বঞ্চনা ও নিপীড়নের শিকার। এগুলোর মধ্যে বাল্যবিবাহ, বহুবিবাহ ও যৌতুক ইত্যাদি। কথায় আছে অধিকার কেউ কাউকে দেয় না, আদায় করতে হয়। এজন্য দরকার নারী শিক্ষা। তাছাড়া নারীদের মানসিক দাসত্বের মনোভাব পরিহার করতে হবে।
ক. “বহিপীর” নাটকটি কত অঙ্কে বিভক্ত?
খ. “তাহারাই আমাকে আষ্টেপিষ্টে বাঁধিয়া রাখিয়াছে” – কথাটি বুঝিয়ে লেখ।
গ. বাঙালি নারীর জীবন চেতনার যে পরিচয় উদ্দীপকে পরিলক্ষিত হয় তা ‘বহিপীর’ নাটকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. “অধিকার কেউ কাউকে দেয় না, আদায় করতে হয়” – এই উক্তির আলোকে ‘বহিপীর’ নাটকের তাহেরার প্রতিবাদী দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১২ : হাবিবা এবার এস.এস.সি পরীক্ষায় A+ পেয়ে পাস করেছে। তার বাবা তাকে বিয়ে দিতে চাইলে হাবিবা এর প্রতিবাদ করে। সে বলে আমার এখনও ১৮ বছর পূর্ণ হয়নি। হাবিবার বাবা জোর করলে হাবিবা বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান এসে বিয়ে বন্ধ করে দেন। শোভনের ব্যবসায়ে প্রচুর ক্ষতি হয়েছে। এতে সে হতাশ হয়ে পড়ে। তার বন্ধু সুমন এগিয়ে আসে। বলে, তাতে কী হয়েছে, আমি তোকে টাকা দিচ্ছি। ব্যবসায় আবার শুরু কর। ব্যবসায়ে লাভ-লোকসান হবেই, এতে থেমে গেলে চলবে না।
ক. নাটকের উপাদানগুলো উল্লেখ কর।
খ. তাহেরা কেন বিয়ের রাতে পালিয়ে যায়?
গ. উদ্দীপকের প্রম অনুচ্ছেদের হাবিবার সাথে ‘বহিপীর’ নাটকের তাহেরার সাহসিকতার তুলনা কর।
ঘ. ‘শোভনের বন্ধুর মাঝে বহিপীর লুকিয়ে আছে” – তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১৩ :
তোমার আজ যা আছে
কাল তা অন্য কারও ছিল
পরশু সেটা অন্য কারো হয়ে যাবে
পরিবর্তনই সংসারের নিয়ম।
ক. বহিপীরের বাড়ি কোন জেলায়?
খ. ‘কিন্তু দুঃখে বুক নিশ্চয় ফেটে যাচ্ছে’ কে, কেন কথাটি বলেছিল?
গ. ‘বহিপীর’ নাটকের কার চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে উদ্দীপকের ভাবটি সাদৃশ্যপূর্ণ – ব্যাখ্যা কর।
ঘ. ‘পরিবর্তনই সংসারের নিয়ম’ উদ্দীপক ও ‘বহিপীর’ নাটকের আলোকে মন্তব্যটি যথার্থতা মূল্যায়ন কর।
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সুভা
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : ঝর্ণার গান
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বই পড়া
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : অভাগীর স্বর্গ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : পয়লা বৈশাখ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আমার পরিচয়
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : পল্লিসাহিত্য
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শিক্ষা ও মনুষ্যত্ব
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : নিমগাছ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মমতাদি
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আম আঁটির ভেঁপু
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : প্রবাস বন্ধু
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বহিপীর
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কাকতাডুয়া
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : একাত্তরের দিনগুলি
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : পল্লি জননী
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : জীবন সঙ্গীত
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সেইদিন এই মাঠ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কপোতাক্ষ নদ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বঙ্গবাণী
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : রানার
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মানুষ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : জুতা আবিষ্কার
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : উপেক্ষিত শক্তির উদ্বোধন
এসএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post