বাঁচতে দাও কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : শামসুর রাহমানের কবিতায় নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ-আন্দোলন নানা অনুভূতিতে রূপায়িত হয়েছে। তাঁর কবিতা তাই দেশপ্রেম ও সমাজ সচেতনতায় সতেজ ও দীপ্ত। তিনি বাংলাদেশের অন্যতম প্রধান কবি। শামসুর রাহমান পেশায় সাংবাদিক। বিভিন্ন সময়ে তিনি ‘মর্নিং নিউজ’, ‘রেডিও বাংলাদেশ’, ‘দৈনিক গণশক্তি’ ইত্যাদিতে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রায় এক দশক ধরে তিনি ছিলেন ‘দৈনিক বাংলা’র সম্পাদক। কবিতা অনুবাদেও তিনি সিদ্ধহস্ত। এছাড়া তিনি উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা লিখেছেন। শিশুদের জন্যও শামসুর রাহমান চমৎকার কবিতা লিখেছেন। ‘এলাটিং বেলাটিং’, ‘ধান ভানলে কুঁড়ো দেবো’, ‘গোলাপ ফোটে খুকীর হাতে’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য ছড়া কবিতার বই।
বাঁচতে দাও কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. জোনাকি পোকা রোজ কিসের খেলা খেলে?
ক. শব্দের
খ. বাতাসের
গ. আলোর
ঘ. ছায়ার
২. মধ্যদিনের নরম ছায়ায় ঘুঘু-
ক. ডাকছে
খ. ঘুমুচ্ছে
গ. খেলছে
ঘ. ঘুরছে
৩. বালির উপর আঁকছে কে?
ক. বালক
খ. শিশু
গ. মেয়েটি
ঘ. ছেলেরা
৪. শিশু বালির উপর আঁকছে কেন?
ক. খেলার নিয়ম
খ. বালিতে আঁকা সহজ
গ. মনের আনন্দে
ঘ. মা বকেছে
৫. জোনাক পোকা আলোর খেলা খেলছে-
ক. সকালে
খ. রোজই
গ. সপ্তাহান্তে
ঘ. মাসান্তে
৬. পানকৌড়ি নাইছে-
ক. কাজল বিলে
খ. শাপলা বিলে
গ. কাজলা দিঘিতে
ঘ. শাপলা দিঘিতে
৭. কাজল বিলে পানকৌড়ি নাইছে-
ক. দুঃখে
খ. হতাশায়
গ. সুখে
ঘ. খাবারের খোঁজে
৮. কাজল বিলে মনের সুখে নাইছে-
ক. পানকৌড়ি
খ. মাছরাঙা
গ. বক
ঘ. শালিক
৯. মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় কী?
ক. নির্মল পরিবেশ
খ. ঘরবাড়ি
গ. প্রকৃতি ও পরিবেশ
ঘ. চাকরি
১০. একটি শিশুর ঠিক মতো বেড়ে ওঠার পেছনে কোনটির অবদান সবচেয়ে বেশি?
ক. লেখাপড়ার বিকাশ
খ. মানসিক বিকাশ
গ. স্বাভাবিক বিকাশ
ঘ. জ্ঞান বিকাশ
১১. সুজন মাঝি কী করছে?
ক. নাও বাইছে
খ. মাছ ধরছে
গ. সাতার কাটছে
ঘ. জাল বুনছে
১২. সুজন মাঝি কোথায় নৌকা বাইছে?
ক. গভীর সাগরে
খ. গহীন গাঙে
গ. মাঝ নদীতে
ঘ. খালের ধারে
১৩. ‘বাঁচতে দাও’ কবিতায় নরম রোদ বলতে বুঝানো হয়েছে-
ক. প্রখর রোদ
খ. তীব্র রোদ
গ. মৃদু রোদ
ঘ. মেঘাচ্ছন্ন রোদ
১৪. নরম রোদে নাচছে-
ক. শালিক
খ. পানকৌড়ি
গ. শ্যামা
ঘ. শিশু
১৫. শ্যামা পাখি নাচ জুড়েছে-
ক. তপ্ত রোদে
খ. নরম রোদে
গ. ভর দুপুরে
ঘ. মিষ্টি সকালে
বাঁচতে দাও কবিতার mcq প্রশ্ন উত্তর
১৬. কবি কিসের আহবান জানিয়েছেন?
ক. সুখ দিতে
খ. ক্ষমার
গ. ন্যায্য ব্যবহারের
ঘ. বাঁচতে দিতে
১৭. ‘বাঁচতে দাও’ কবিতায় কাকে বাঁচতে দিতে বলা হয়েছে?
ক. প্রাকৃতিক সৌন্দর্যকে
খ. পরিবেশের সবাইকে
গ. প্রাণিজগৎ
ঘ. উদ্ভিদ বৈচিত্র্যকে
১৮. নীল আকাশ, সোনালী দিনগুলো-
ক. মানুষের উপকারী
খ. মানুষের অপকারী
গ. পরিবেশের অংশ
ঘ. সত্যতার অংশ
১৯. ফুল বাগানে কোন ফুল ফোটার কথা কবি বলেছেন?
ক. রজনীগন্ধা
খ. গোলাপ
গ. জুঁই
ঘ. বেলী
২০. রঙিন কাটা ঘুড়ির পেছনে কে ছোটে?
ক. বালক ছোটে
খ. খোকা ছোটে
গ. খুকি ছোটে
ঘ. কিশোর ছোটে
২১. নীল আকাশে পাখা মেলছে কে?
ক. শালিক
খ. টিয়া
গ. সোনালি চিল
ঘ. ফিঙে
২২. ঘুঘু কোন সময় ডাকছে?
ক. সকালে
খ. মধ্যদিনে
গ. বিকালে
ঘ. সন্ধ্যায়
২৩. ‘মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু’ এখানে ‘মধ্যদিন’ বলতে বোঝানো হয়েছে-
ক. দুপুর
খ. সকাল
গ. বিকাল
ঘ. সন্ধ্যা
২৪. ঘুঘু ডাকছে-
ক. দুপুরের তপ্ত রৌদ্রে
খ. সকালের মৃদু আলোয়
গ. অপরাহ্নের স্বপ্নালোকে
ঘ. মধ্যদিনে নরম ছায়ায়ও
২৫. শিশু বালির ওপর আঁকছে কেন?
ক. গরিব বলে
খ. আঁকার কিছু নেই বলে
গ. মনের আনন্দে
ঘ. বালিতে আঁকা সহজ বলে
২৬. পানকৌড়ি কোথায় নাইছে?
ক. শাপলা বিলে
খ. নতুন ঝিলে
গ. কাজলা দিঘিতে
ঘ. কাজল বিলে
২৭. নরম রোদে নাচছে-
ক. ঘুঘু
খ. টিয়ে
গ. ফিঙে
ঘ. শ্যামাপাখি
২৮. একটি শিশুর স্বাভাবিক বিকাশের সাথে ওতপ্রোতভাবে জড়িত-
ক. সুষম খাবার
খ. সুস্থ পরিবেশ
গ. সুশিক্ষা
ঘ. ভালো বাসস্থান
২৯. শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে-
ক. সুন্দর পোশাকের অভাবে
খ. প্রাকৃতিক দুর্যোগের কারণে
গ. সুস্থ পরিবেশের অভাবে
ঘ. দামি খাবারের অভাবে
৩০. ‘বাঁচতে দাও’ কবিতায় কবি কোন বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেছেন?
ক. পরিবেশ ধ্বংসের ওপর
খ. পরিবেশ সংরক্ষনের ওপর
গ. পরিবেশ সৃষ্টির ওপর
ঘ. বেঁচে থাকার ওপর
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের চারুপাঠ বাংলা বই থেকে বাঁচতে দাও কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post